Tag: করোনা ভাইরাস

  • করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩২৮৫

    করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩২৮৫

    প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে তিন হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৩৮২ জন।

    এর মধ্যে চীনে মোট মৃত্যুর সংখ্যা তিন হাজার পেরিয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে ৩১ জনের। এ ছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৪০৯ জনে। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন।

    এরই মধ্যে ৭০টির বেশি দেশে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস শুধু প্রাণই কেড়ে নিচ্ছে না, দেশের অর্থনৈতিক ভিত্তিকেও দুর্বল করে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, করোনার কারণে সংকুচিত হয়ে আসছে ব্যবসায়িক পরিধিও।

    যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ শেট গ্রিন বলেন, ‘করোনার কারণে বিভিন্ন বাণিজ্যিক প্রদর্শনী বাতিল হচ্ছে, যা বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। পর্যটন ব্যবসায় ধস নেমেছে। সরাসরি আলোচনা বা বৈঠকের সুযোগ কমে আসার ফলে বিনিয়োগ ও বিপণন থমকে আছে।’

    এদিকে, ইতালিতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার প্রকোপ। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। চীনের পর গত মঙ্গলবার পর্যন্ত ইতালিতে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।

    অন্যদিকে, ইরানেও করোনা পরিস্থিতি নাজুক। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের। এ ছাড়া সমান হারে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। সবচেয়ে ভয়াবহ তথ্য হচ্ছে, দেশটির আট ভাগ পার্লামেন্ট সদস্য এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে ৫৪ হাজার বন্দিকে সাময়িক মুক্তি দিয়েছে দেশটির সরকার।

    এ ছাড়া করোনায় তিন দিনে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। ওয়াশিংটন ছাড়াও ১৬টি অঙ্গরাজ্যে এ ভাইরাস শনাক্ত হয়েছে। প্রতিদিনই মৃত ও আক্রান্তের সারিতে যোগ হচ্ছে নতুন নতুন নাম। সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় সাড়ে সাতশ কোটি ডলার অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস।

    করোনা নির্মূলে গবেষণা আরো জোরদার করতে দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাব পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ট্রাম্প বলেন, ‘যখন থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে, তখন থেকেই আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি। যেখানে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে বিশেষ মেডিকেল টিম কাজ করছে। অন্যান্য দেশের তুলনায় এই রোগের সংক্রমণ ঠেকানোর কাজে আমরা অনেকটা এগিয়ে আছি।’

    এদিকে, আর্জেন্টিনা ও চিলিতে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভাইরাসটির পরিধি বাড়তে থাকায় অনেক দেশের অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা এবং সরঞ্জাম নিয়ে দুশ্চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাই গ্লাভস ও মাস্ক মজুদ না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    এরই মধ্যে করোনাজনিত কোভিড-১৯ রোগ মোকাবিলা এবং অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোকে এক হাজার ২০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে বিশ্বব্যাংক।

  • যুক্তরাষ্ট্রের বিবৃতি: করোনা নিয়ে উচ্চঝুঁকিতে বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রের বিবৃতি: করোনা নিয়ে উচ্চঝুঁকিতে বাংলাদেশ

    বাংলাদেশ প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে উচ্চঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বাংলাদেশসহ মোট ২৫টি দেশ ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এসব দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলারের জরুরি তহবিলের অঙ্গীকার প্রকাশ করা হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএসএআইডির সংক্রামক রোগবিষয়ক জরুরি রিজার্ভ তহবিল থেকে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ২৫টি দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলার অর্থায়নের অঙ্গীকার ঘোষণা করেছে মার্কিন সরকার।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), অন্যান্য বহুপক্ষীয় প্রতিষ্ঠান এবং ইউএসএআইডির কর্মসূচি বাস্তবায়নকারী অংশীদারদের পরিচালিত প্রকল্পের জন্য এ তহবিল দেয়া হচ্ছে। এটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিশ্রুত ১০ কোটি ডলারের প্রথম কিস্তি।

    বাংলাদেশ ছাড়া অন্য যে ২৪টি দেশ এ তালিকায় রয়েছে, সেগুলো হলো আফগানিস্তান, অ্যাঙ্গোলা, ইন্দোনেশিয়া, ইরাক, কাজাখস্তান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, ফিলিপাইন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, জাম্বিয়া, জিম্বাবুয়ে, মিয়ানমার, কম্বোডিয়া, ইথিওপিয়া, কিরগিজ প্রজাতন্ত্র, লাও, মঙ্গোলিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

  • করোনামুক্ত সনদ ছাড়া চার দেশের যাত্রীরা বাংলাদেশে ঢুকতে পারবেন না

    করোনামুক্ত সনদ ছাড়া চার দেশের যাত্রীরা বাংলাদেশে ঢুকতে পারবেন না

    করোনা ভাইরাস মুক্ত সনদ ছাড়া ইতালিসহ চার দেশের যাত্রীরা বাংলাদেশে ঢুকতে পারবেন না বলে জানিয়েছে আইইডিসিআর।

    বুধবার (০৪ মার্চ) দুপুরে সংস্থাটির নিয়মিত সংবাদ সম্মেলনে পরিচালক আরও জানান, যাতায়াতের দিক থেকে এখন উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ।

    একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ অবস্থায় প্রতিদিনই পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে আইইডিসিআর। বুধবার সংস্থাটি জানায়, যাত্রী যাতায়াতের দিক থেকে এখন উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ।

    ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও কুয়েতের যাত্রীরা করোনা মুক্তির মেডিকেল সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না।
    এখন পর্যন্ত দেশে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি নেই বলে জানায় আইইডিসিআর। এছাড়াও ভাইরাসটি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।

  • বাংলাদেশসহ ১০ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ

    বাংলাদেশসহ ১০ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ

    চীনে উৎপত্তি হওয়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১০ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে সে দেশের সরকার।

    মঙ্গলবার (৪ মার্চ) কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ টুইটারে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে গাল্ফ নিউজ।

    বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশসহ আরও ১০টি দেশের নাগরিকরা উক্তদেশগুলোর কুয়েত দূতাবাসকর্তৃক ছাড়পত্র দেখাতে না পারলে কুয়েতে প্রবেশ করতে পারবে না।

    আগামী ৮ মার্চ থেকে বাংলাদেশসহ ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মিসর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া ও লেবাননের নাগরিকদের ওপর এ কড়াকড়ি আরোপ করা হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।

    গাল্ফ নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কুয়েতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পর্যন্ত এ ভাইরাস আক্রান্তের সংখ্যা ৫৬ ছিল। তবে মঙ্গলবার দেশটিতে নতুন করে কোনও ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হননি।

  • ইতালিতে এক বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত

    ইতালিতে এক বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত

    ইতালির মিলানে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (০২ মার্চ) রোম দূতাবাসের একটি সূত্র সময় সংবাদকে এ বিষয়টি নিশ্চিত করেছে।

    দূতাবাস সূত্র জানায়, আক্রান্ত বাংলাদেশি যুবক ইতালির উত্তরাঞ্চলীয় নগরী মিলানে বসবাস করেন। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    এদিকে, দেশটির উত্তরাঞ্চলে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত ১ হাজার সাতশো’র বেশি আক্রান্ত এবং ৩৪ জনের মৃত্যু হয়েছে।

    করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক কাজ করছে।

  • এবার সৌদিতে করোনা আক্রান্ত রোগী শনাক্ত

    এবার সৌদিতে করোনা আক্রান্ত রোগী শনাক্ত

    এবার সৌ‌দি আর‌বে প্রথম এক ব্যক্তিকে প্রাণঘাতী করোনাভাই‌রাসে (কোভিড-১৯) আক্রান্ত হি‌সে‌বে শনাক্ত করা হ‌য়ে‌ছে। সৌদি প্রেস এজেন্সি সোমবার এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি সম্প্রতি ইরান থে‌কে বাহরাইন হ‌য়ে দে‌শে ফিরেছেন। তবে তিনি সৌদি কর্তৃপক্ষের কাছে প্রকাশ করেননি যে তারা বাহরাইনের আগে ইরান সফর করেছিলেন।

    স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আক্রান্তের পরীক্ষা করার জন্য একটি সংক্রমণ নিয়ন্ত্রণ দল পাঠানো হয়েছে। পূর্ব সর্তকতার অংশ হিসেব আক্রান্তের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবটারিতে পাঠানো হয়েছে।

    যে তারা এই সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে নাগরিকের পরীক্ষা করার জন্য এবং পরীক্ষাগার পরীক্ষার জন্য একটি নমুনা নেওয়ার জন্য অবিলম্বে একটি সংক্রমণ নিয়ন্ত্রণ দল পাঠিয়েছে।

    করোনাভাইরাস ঠেকাতে গত সপ্তাহে সৌদি আরব বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে ওমরাহ ও টুরিস্ট ভিসা স্থগিত করে দেশটি। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মুসল্লি পবিত্র হজ পালন করতে মক্কা-মদিনায় যান। উল্লেখযোগ্যসংখ্যক মুসল্লি ওমরাহ পালন করতে সৌদিতে যান। পর্যটক টানতে গত বছরের অক্টোবরে ৪৯ দেশের জন্য টুরিস্ট ভিসা চালু করে সৌদি আরব।

    সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানায়, করোনাভাইরাস মোকাবিলায় ২৫টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালগুলোতে কোয়ারেনটাইনের জন্য দুই হাজার ২০০ শয্যা প্রস্তুত রয়েছে।

    সৌদি আরবের প্রতিবেশী দেশ বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯-এ দাঁড়িয়েছে। সোমবার শনাক্ত হওয়া দুই রোগীর একজন বাহরাইনি নারী, অন্যজন সৌদি পুরুষ। তাঁরা ইরান থেকে উড়োজাহাজে বাহরাইনে পৌঁছান। এরপর স্বাস্থ্য পরীক্ষায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

    এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিন হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। যার ৯০ শতাংশই চীনের হুবেই প্রদেশে। সোমবার পর্যন্ত বিশ্বের ৬০টিরও বেশি দেশে ওই ভাইরাস ছড়িয়ে পড়েছে। নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সেনেগাল, জর্ডান, আইসল্যান্ড, পর্তুগাল, আর্মেনিয়া, চেক প্রজাতন্ত্র ও অ্যান্ডোরা।

    বিবিসি বলছে, সোমবার পর্যন্ত ইতালিতে ৫২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আর আক্রান্ত হওয়ার সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা ২৮-এ দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে চার হাজার ২১২ জন। এর মধ্যে নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪৭৬। আর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ছয়জনের মৃত্যু হয়েছে।

    এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বপ্রথম করোনা সংক্রমিত ব্যক্তির খোঁজ পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে। পরে বাহরাইন, কুয়েত, লেবানন ও মালয়েশিয়াতেও করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।

     

  • এবার দিল্লী ও তেলেঙ্গানায় করোনা

    এবার দিল্লী ও তেলেঙ্গানায় করোনা

    ভারতে আরও দু’জনের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাসের উপস্থিতি। তাঁদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা। অন্যজন তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা।

    সোমবার কেন্দ্রীয় সরকার থেকে একথা জানানো হয়েছে। নতুন দু’জনসহ এ পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ।

    ভারতে প্রথম করোনা ভাইরাসের দেখা মিলেছিল কেরালায়। ভারত সরকার জানিয়েছে, দুই রোগীর অবস্থাই স্থিতিশীল এবং তাঁদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। দিল্লির আক্রান্ত ব্যক্তি এর আগে ইতালিতে বেড়াতে গিয়েছিলেন। তেলেঙ্গানার আক্রান্ত ব্যক্তি গিয়েছিলেন দুবাইয়ে। স্বরাষ্ট্র মন্ত্রনালয় একথা জানিয়েছে।

    পৃথিবীজুড়ে করোনা ভাইরাসের প্রকোপে মৃতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। সবথেকে বেশি মৃত্যু হয়েছে চীনে। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম দেখা মিলেছিল এই প্রাণঘাতী ভাইরাসের। তারপর থেকে ৬০টি দেশের ৮৮,০০০-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।

    এর আগে কেরালায় তিন শিক্ষার্থীর শরীরে মিলেছিল করোনা ভাইরাস। তবে তাঁরা সুস্থ হয়ে গিয়েছেন। পরে তাঁদের পরীক্ষা করে দেখা গিয়েছে, তাঁদের শরীরে আর করোনা ভাইরাসের অস্তিত্ব নেই।

    চীন থেকে আগত ভারতীয়দের কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। কয়েক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পরে কয়েক জনকে ছেড়েও দেওয়া হয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ শুক্রবার করোনা ভাইরাস তার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে বলে হুঁশিয়ারি দিয়েছে। ‘হু’ জানিয়েছে, এই ভাইরাস মূলত ষাটোর্ধ্ব ব্যক্তিদের শরীরে আক্রমণ করে।

    গত কয়েক সপ্তাহে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের সর্বত্র। কেবল আন্টার্কটিকা ছাড়া সব মহাদেশেই দেখা মিলেছে করোনা ভাইরাসের।

  • করোনায় মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়ালো

    করোনায় মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়ালো

    বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    রোববার চীন করোনা ভাইরাস নিয়ে সর্বশেষ ঘোষণায় নতুন করে ৪২ জনের মৃত্যুর খবর দিয়েছে। এ নিয়ে চীনে ২ হাজার ৯১২ জনের মৃত্যু হয়েছে।

    চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, সর্বশেষ মৃত্যুর ঘটনাটি হুবেই প্রদেশের রাজধানী উহানে ঘটেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২০২ জন।

    ইরান করোনা ভাইরাসে আরো ১১ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। এ নিয়ে ইরানে মোট মৃতের সংখ্যা ৫৪ জনে দাঁড়াল। মৃতের সংখ্যায় চীনের বাইরে এটি সবচেয়ে বেশি।

    ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৯৪ দাঁড়িয়েছে, ফ্রান্সে এই সংখ্যা ১৩০।

    করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে প্যারিসের জনপ্রিয় ল্যুভর জাদুঘরটি বন্ধ করার পক্ষে কর্মীরা ভোট দেন।

    চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এ রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজারেরও বেশি মানুষ। গত বছরের শেষের দিকে সংক্রমিত হওয়া করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগকে ‘কোভিড-১৯’ নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • এবার করোনায় মারা গেলেন ইরানের এমপি

    এবার করোনায় মারা গেলেন ইরানের এমপি

    বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। চীনের সীমান্ত ছাড়িয়ে এরইমধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এবার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ইরানের সংসদ সদস্য। তার নাম মোহাম্মদ আলী রামাযানী দস্তক।

    ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি জানায়, শনিবার সকালে হাসপাতালে মারা যান এই সংসদ সদস্য।

    মোহাম্মদ আলী রামাযানী সম্প্রতি আস্তানা আশরাফীহের প্রতিনিধি হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

    ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, করোনাভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত ৪৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫৯৩ জন।

    তবে ইরানের স্বাস্থ্য ব্যবস্থার কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, করোনাভাইরাসে সেখানে কমপক্ষে ২১০ জন মারা গেছেন।

    নিহতদের বেশির ভাগই দেশটির রাজধানী তেহরানে এবং কোম শহরের।

  • করোনায় যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

    করোনায় যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

    মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। এটিই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রথম মৃত্যু বলে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

    ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’
    যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, কয়েকজনের শরীরে সম্প্রতি করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এর মধ্যে তারা করোনা কবলিত দেশগুলোতে বেড়াতে যাননি, দেশেই ছিলেন। তা সত্ত্বেও কীভাবে সংক্রমণ ছড়াল তা নিয়ে তারা চিন্তিত। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসা এক মহিলাও করোনা আক্রান্ত।

  • করোনা ভাইরাস: ইরানে ২১০ জনের মৃত্যু

    করোনা ভাইরাস: ইরানে ২১০ জনের মৃত্যু

    প্রাণঘাতি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করছে। চীনের পর ইরান, ইতালি ও দক্ষিণ কোরিয়ায় মারাত্ম রূপ নিচ্ছে। ইরানে করোনায় আক্রান্ত হয়ে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে নিহত হয়েছেন ৩৪ জন, আক্রান্ত হয়েছেন ২৮১ জন। তবে বাস্তবে এই সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছে বিশ্ব সংবাদমাধ্যম।

    ইরানে করোনায় নিহতদের বেশিরভাগই তেহরান এবং কোম শহরের। সর্বপ্রথম কোম শহরেই করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তা ধীরে ধীরে দেশটির বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের এক সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে। তিনি ভ্যাটিকান নগরীতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশটির একজন মন্ত্রী, সাংসদ এবং ভাইস প্রেসিডেন্টও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

    এরই মধ্যে অ্যান্টার্কটিকা মহাদেশ ব্যাতিত সকল মহাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার পর্যন্ত চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৯২৩ জনে। আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ২০৬ জন এবং সুস্থ হয়েছেন ৩৯৪৪৮ জন।

    সর্বশেষ নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, বেলারুশ ও লিথুয়ানিয়াও নিজেদের দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার খবর নিশ্চিত করেছে।

    এছাড়াও এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া- কোনও মহাদেশ বাদ যায়নি এই ভাইরাসের আক্রমণ থেকে।

  • করোনাভাইরাস আতঙ্কে প্রবাসীরা

    করোনাভাইরাস আতঙ্কে প্রবাসীরা

    আরব আমিরাত প্রতিনিধি : বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ফলে প্রতিদিনই কয়েক’শ মানুষের প্রাণ ঝরছে। এতে আশঙ্কার মধ্যে দিন পার করছেন প্রবাসীরা।

    সিঙ্গাপুরে পাঁচ ও আরব আমিরাতে এক বাংলাদেশি করোনায় আক্রান্ত হওয়ার খবরে প্রবাসীদের মাঝে দিনেদিনে আতঙ্ক বেড়েই চলেছে।

    বিশ্বব্যাপী ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৫৮ জনের। আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৩৭৯ জন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৪৩৬ জন।

    করোনাভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৮২৪ জন, মারা গেছে ২ হাজার ৭৮৮ জন। অপরদিকে, দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২২ এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।

    এ ভাইরাসের কারণে ইতালি প্রবাসী বাংলাদেশিরা শুধু আতঙ্কেই নন তারা চাকরিও হারাচ্ছেন। এই মুহূর্তে ২ লাখ ৬০ হাজারের মতো বাংলাদেশি ইতালিতে রয়েছেন। দেশটির বেশির ভাগ শহরে জনকোলাহল থেমে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলছে। সুপারশপ, রেস্টুরেন্ট, নাইট ক্লাবগুলোর বেশির ভাগই বন্ধ। সিনেমা হল, জাদুঘরও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। চরম সংকটে পড়েছে রেস্টুরেন্ট ব্যবসা।

    জার্মানি ও অস্ট্রিয়াতেও ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এতে আশঙ্কার মধ্যে দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরাও। স্থানীয় অধিবাসীদের চিন্তা-ভাবনায় এখন প্রাণঘাতি এই ভাইরাস।

    ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেশ ত্যাগ না করে স্বাভাবিক জীবনযাপন করতে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে।