Tag: করোনা মোকাবিলা

  • করোনা মোকাবিলায় চবির নানা পদক্ষেপ

    করোনা মোকাবিলায় চবির নানা পদক্ষেপ

    চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস মোকাবিলায় কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    শনিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গৃহীত পদক্ষেপ গুলো হলো-বিশ্ববিদ্যালয় পরিবারের কেউ করোনায় আক্রান্ত হলে একটি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক সার্ভিস দেবে।

    চবি মেডিক্যাল সেন্টারে কোভিড-১৯ আক্রান্তদের জন্য অক্সিজেন ও অন্যান্য সুরক্ষা সামগ্রী বৃদ্ধিসহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সচেতনতা বৃদ্ধি করা হবে।

    বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের করোনা শনাক্তে নমুনা সংগ্রহের জন্য চট্টগ্রাম শহরে একটি বুথ স্থাপনের সিদ্ধান্ত বিবেচনাধীন রয়েছে।

    চবি পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা প্রদানের জন্য চবি অধিভুক্ত দুটি মেডিক্যাল কলেজ- আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং চান্দগাঁও শমসেরপাড়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসা সেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে চবি উপাচার্যের আলোচনায় এ ব্যাপারে সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বাস পাওয়া গেছে।

    চবি মেডিক্যাল সেন্টারে আরও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে উপাচার্য চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করেছেন।

    চট্টগ্রামের হাটহাজারীতে একটি ফিল্ড হাসপাতাল করার বিষয়ে চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি আইসোলেশন সেন্টার স্থাপনের বিষয়েও আলোচনা চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর/মেহেদী

  • করোনা মোকাবিলায় ঠাকুরগাঁও পুলিশের অনন্য নজির স্থাপন

    করোনা মোকাবিলায় ঠাকুরগাঁও পুলিশের অনন্য নজির স্থাপন

    গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি ::: প্রতিটা সময় জেলার এ প্রান্ত থেকে আরেক প্রান্তে মাইক হাতে নিয়ে জনগনকে সচেতন করতে ছুটে বেড়াচ্ছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম। করোনা ভাইরাসের সংক্রমন রোধে মানুষকে বাসায় অবস্থান করার সচেতনামূলক প্রচারণায়।

    তিনি বলেন- লক্ষি ভাই, আপনি ঘরে থাকুন, সচেতন থাকুন, নিজে বাঁচুন-পরিবার বাঁচান, দেশ বাঁচান। এর ফলে সন্তোষ প্রকাশ করেছে ঠাকুরগাঁওবাসী।

    এই উদাহরণের মাধ্যমেই পরিষ্কার বোঝা যাচ্ছে, সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় করোনা প্রতিরোধের ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। পরিস্থিতি এবং পারিপার্শ্বিকতা বিবেচনায় হয়তো সব জায়গায় পুলিশের পক্ষে সর্বোচ্চ সেবা প্রদান করা সম্ভব নয়। তবে ইচ্ছা এবং সামর্থের কমতি রাখছে না সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

    অপরদিকে জেলার পুলিশের সকল ইউনিট মাঠ পর্যায়ে কাজ করছেন মানুষকে সচেতন করার জন্য।

    রোববার (৫ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় সদর থানার ওসি তানভিরুল ইসলাম, ওসি (তদন্ত) গোলাম মর্তুজা সহ সদর থানায় কর্মরত সকল অফিসাররা একটি গাড়িবহর নিয়ে শহরে ও গ্রামাঞ্চলে প্রচারণা করছেন। মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে পুলিশ। আর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলাবাসী।

    শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে মানুষজন সচেতন ছিলনা। অবাধে মানুষজন জটলা বেঁধে আড্ডা দিত। পুলিশ নিয়মিত টহল জোরদার করায় এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতনতামুলক প্রচারণা করায় মানুষজন সচেতন হয়েছে। এখন আর জটল বেঁধে মানুষজন দেখা যায়না।

    সদর উপজেলার চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, সদর থানার ওসি তানভিরুল ইসলাম সহ তার সকল অফিসাররা আমার এলাকার প্রত্যেকটি হাট-বাজার থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে এসে করোনা ভাইরাসের সংক্রমন থেকে বাঁচতে মানুষজনকে সচেতন করছেন। এতে করে মানুষজন সচেতন হচ্ছে এবং বেশিরভাগ মানুষ ঘরেই থাকছেন। এমন উদ্যোগ আসলেন প্রশংসনীয়।সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, পুলিশ সুপার মনিরুজ্জামানের নির্দেশনায় আমরা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নিয়মিত সচেতনামূলক প্রচারণাসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করার কাজ করেই যাচ্ছি। মানুষজনও সচেতন হয়েছে।

    তিনি বলেন,পুলিশ সুপারের নির্দেশনায় করোনা মোকাবেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে যেকোনো এলাকায় দ্রুত সহযোগিতা প্রদান করা হচ্ছে। খারাপ আচনের মাধ্যমে নয়, ভাল আচনের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে।সাধারণ জনগণকে সরাসরি যোগাযোগ করার জন্য সদর থানার অফিসার ইনচার্জ ০১৭১৩৩৭৩৯৮৫ ফোন নম্বরও দেওয়া হচ্ছে। মানুষজন সচেতন হয়েছে যেকোন প্রয়োজনে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করছেন এবং আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি।করোনা মোকাবেলায় ঠাকুরগাঁও জেলা পুলিশের সচেতনতা কর্মসূচিসহ নানা ধরনের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। তাই তারা এইসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।