Tag: করোনা রোগীর

  • ইউনাইটেড হাসপাতালে এসি বিস্ফোরণের আগুনে ৫ করোনা রোগীর মৃত্যু

    ইউনাইটেড হাসপাতালে এসি বিস্ফোরণের আগুনে ৫ করোনা রোগীর মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক : রাজধানীর গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত পাঁচজনই করোনায় আক্রান্ত রোগী ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের মোবাইল রিং অফিসার মো. কামরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, ইউনাইটেড হাসপাতালের নিচতলায় আইসোলেশন রুমে আগুন লাগে। ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।

    আগুনের সুত্রপাত বিষয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, এসি বিস্ফোরণের ফলে এ আগুন লেগেছে। রাত ১০টার কিছু পরই আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

    তিনি বলেন, করোনা রোগীর জন্য নিচতলায় চারটি আইসোলেশন কক্ষ ছিল। সামনের কক্ষের রোগীরা বের হতে পারলেও ভেতরে একটি কক্ষ থেকে ৫ জন রোগী বের হতে পারেননি। তারা এ দুর্ঘটনায় মারা গেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স