Tag: করোনা হাসপাতাল

  • ফটিকছড়িতে করোনা হাসপাতাল প্রতিষ্ঠায় এমপি পরিবারের ২৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা

    ফটিকছড়িতে করোনা হাসপাতাল প্রতিষ্ঠায় এমপি পরিবারের ২৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা

    ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি থেকে চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ফটিকছড়িবাসীর চিকিৎসা সেবার কথা চিন্তা করে ফটিকছড়ি সদর ২০ শয্যা হাসপাতালকে কোভিড-১৯ করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন।

    এ হাসপাতাল সংস্কারে সহায়তার জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়ে সাংসদ তাঁহার ব্যক্তিগত তহবিল থেকে বিশ লক্ষ টাকা এবং সাংসদ পুত্র আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারীর ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লক্ষ টাকাসহ মোট ২৫ লক্ষ টাকার অনুদান প্রদানের ঘোষনা দিয়েছেন।

    বৃহস্পতিবার ২৫ জুন উপজেলা পরিষদে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইন শৃঙ্খলা কমিটির সভায় এ ঘোষণা দেন।

    এ হাসপাতাল সংস্কার তদারকির দায়িত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সায়েদুল আরেফিনকে এবং করোনা হাসপাতাল রুপান্তরে সরকারী অনুদান না থাকায় যেই বিশাল অংকের টাকার দরকার তাতে সহযোগীতা করার জন্য সাংসদ সকল মানবতাবাদী বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

    ইতোমধ্যে কোভিড-১৯ হাসাপাতাল রুপান্তিরত করতে অনেক অরাজনৈতিক সংগঠন, মানবতাবাদী ব্যক্তিবর্গ, অনেক প্রবাসী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সামাজিক সংগঠন সহ অনেকে সহায়তার জন্য এগিয়ে এসেছেন।

    করোনা হাসপাতাল সংস্কারে সাংসদ ও পরিবারের পক্ষ থেকে করোনা হাসপাতাল প্রতিষ্ঠায় ২৫ লক্ষ টাকার অনুদান ঘোষনা দেওয়ায় ফটিকছড়ির বিশিষ্টজনেরা এমপি পরিবারকে স্বাগত জানিয়েছেন।

    এদিকে ফটিকছড়ি করোনা হাসপাতাল তৈরি এবং তার জন্য অনন্য ভূমিকা রাখাসহ ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান ঘোষণা করায় ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও তাঁর পুত্র সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারীকে ফটিকছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

  • হাসপাতাল থেকে রোগী ফেরত দেয়া মানবতাবিরোধী আচরণ:তথ্যমন্ত্রী

    হাসপাতাল থেকে রোগী ফেরত দেয়া মানবতাবিরোধী আচরণ:তথ্যমন্ত্রী

    ‘করোনার এ সময়ে সুযোগসুবিধা থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে রোগী ফেরত দেয়া মানবতাবিরোধী আচরণ’ উল্লেখ করে এসময়ে যারা চিকিৎসা দিচ্ছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম ৭ আসনের এমপি ড. হাছান মাহমুদ।

    তিনি আজ শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম ১৩ আসনের এমপি সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম ৯ আসনের এমপি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন।

    ড. হাছান মাহমুদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে অত্যন্ত দ্রুততার সাথে ৫০ বেডের কোভিড ইউনিট স্থাপনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজ মা ও শিশু হাসপাতাল যেভাবে এগিয়ে এসেছে, তা অন্যদের জন্য উদাহরণ তৈরি করেছে।

    তিনি বলেন আজকের পত্রিকায়ও আমরা দেখছি, হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে ভর্তি হতে না পেরে স্ত্রীর সামনে অসহায়ভাবে স্বামীর মৃত্যু ঘটেছে। এধরণের মর্মান্তিক ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।

    ‘কোনো হাসপাতাল থেকে রুগীকে এভাবে ফেরত দেয়া মানবতাবিরোধী কাজ এবং যেসব হাসপাতাল এটি করছে, তারা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কাছ থেকে শিক্ষা নেবে’ বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

    সেইসাথে তিনি জানান, সরকার এগুলো পর্যবেক্ষণ করছে এবং সময়মতো কঠোর ব্যবস্থা নেবে। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরকে করোনার সম্মুখযোদ্ধা হিসেবে উল্লেখ করে তাদের এসময় কাজে আসতে না চাওয়াটা কোনোভাবে সমীচীন নয়।

    তিনি বলেন, ‘তারা মানুষকে চিকিৎসা ও সেবাদানের জন্যই লেখাপড়া করেছেন। তাদের হাত গুটিয়ে নেয়া যুদ্ধের ময়দান থেকে সৈন্য পলায়নের মতো।’

    এসময় পুলিশবাহিনীর উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, মৃত ব্যক্তির পরিবার যেখানে এগিয়ে আসেনি, পুলিশ ও প্রশাসন সেখানে সৎকারের ব্যবস্থা করেছে।

    তথ্যমন্ত্রী এ মহামারি পরিস্থিতিতে গুজব ও আতংক ছড়ানো প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের অব্যাহত ভূমিকার প্রশংসা করেন ও সবাইকে অহেতুক সমালোচনা পরিহার করে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

    চট্টগ্রামে অন্যান্য হাসপাতালও মা ও শিশু হাসপাতালের মতো দ্রুত এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যেসব ডাক্তার ও স্বাস্থ্যকর্মী এসময় কাজে আসতে অপারগতা জানিয়েছেন তাদের তালিকা তৈরি করতে বলেন।

    শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এই ইউনিট চালুর ফলে চট্টগ্রামে করোনা চিকিৎসা একধাপ এগিয়ে গেলো।

    চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবি এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রামের করোনা পরিস্থিতির সমন্বয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট এস এম মোর্শেদ হোসেন, পরিষদ সদস্য ও করোনা ইউনিট উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী এবং ট্রেজারার রেজাউল করিম আজাদও এ সময় বক্তব্য রাখেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সায়েম সোবহান আনভীর- মানবতার দৃষ্টান্ত

    সায়েম সোবহান আনভীর- মানবতার দৃষ্টান্ত

    রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিকে ২০০০ শয্যার করোনা হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

    দেশের বিরাজমান করোনা পরিস্থিতে আর্তমানবতার সবায় এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। তাদের এ কাজে অগ্রণী ভূমিকা রেখেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

    তাকে নিয়ে একটি কবিতা লিখেছেন মোহাম্মদ খায়রুল আলম:

    তুমি ভালোবাসো বিনিদ্র রজনীতে জেগে থাকা নিরোলস পরিশ্রান্ত মানুষ।

    তোমার ভালোবাসায় রয়েছে দেশ গড়ার অঙ্গীকার।

    তোমার ভালবাসায় হাজারো মানুষ এই মহামারীতে কুল খুজে পাবে আমার বিশ্বাস।

    তোমার ভালোবাসায় গড়া বিশাল হাসপাতাল দেশের হাজারো করোনা রোগী

    দেখছে আশার আলো।

    সায়েম সোবহান আনভীর তুমি মানবতার সৈনিক।

    তোমার মানবতার দ্বার আজ উন্মুক্ত।

    বৈষয়িক এই মহামারীতে অনুসরণীয় হয়ে থাকবে তোমার এই অসামান্য অবদান।

    তোমার এই আত্ম মানবতার দৃষ্টান্তে তুমি হয়ে থাকবে চির অম্লান।

    এই মহামারীর শেষে যেদিন আসবে সুন্দর সকাল,

    বেঁচে থাকবে তোমার কৃর্তী অনন্তকাল।

    তোমার অনুপ্রেরণায় দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে মানবতার নতুন দিগন্ত।

    তুমি আজ গর্ভীত সুন্দর মনের প্রতিচ্ছবি।

    দেশের প্রতি দায়িত্ববোধ আরো উচ্চ শিখরে দিয়েছে তোমার স্থান।

    লেখক:প্রতিষ্ঠাতা সভাপতি-এপেক্স ক্লাব অব রেনেসাঁ।রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশান,২৪/৩ এম. সি. রায় লেন, ঢাকা-১২১১।

  • করোনার চিকিৎসার জন্য বিএসবিএ হাসপাতাল পরিদর্শনে চসিক মেয়র

    করোনার চিকিৎসার জন্য বিএসবিএ হাসপাতাল পরিদর্শনে চসিক মেয়র

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতালটি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

    আজ বৃহস্পতিবার (২৮মে) বেলা ১২টার সময় ভাটিয়ারীর ৬ তলার ১০০ শয্যার এ হাসপাতালটি করোনা হাসপাতাল হিসাবে অধিগ্রহণ পরিদর্শন করেছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    তারা হাসপাতালটি ঘুরে দেখেন। পাশাপাশি অবকাঠামোগত কোনও ত্রুটি আছে কিনা সেটিও দেখেন। করোনাভাইরাসে আক্রান্ত হলে রোগীর চিকিৎসার জন্য চট্টগ্রামের এই হাসপাতালটিতে ১০০টি বেড প্রস্তুত আছে। কিন্তু হাসপাতালটিতে নেই কোনও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। ফলে করোনা আক্রান্ত কোনও মুমূর্ষু রোগীর আইসিইউ সেবা প্রয়োজন হলেও সেটি দেওয়া সম্ভব হবে না।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার সেখ ফজলে রাব্বি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, বিএসবিএ বোর্ড মেম্বার নাঈম আহম্মদ শাহ, সীতাকুণ্ড থানার সার্কেল এএসপি শম্পা রানী সাহা, সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্লা।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • নতুন দুই হাজার চিকিৎসককে করোনা হাসপাতালে পদায়ন

    নতুন দুই হাজার চিকিৎসককে করোনা হাসপাতালে পদায়ন

    ২৪ ঘণ্টা ডট ডেস্ক নিউজ : করোনা ভাইরাস চিকিৎসায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে নিয়োগকৃত দুই হাজার চিকিৎসককে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

    রবিবার (১০ মে) তাদের নিয়োগ দিয়ে স্বাস্থ্য অধিদফতর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

    অধিদফতরের আদেশে বলা হয়, ৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা, ২০১৮ এর ফলাফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে পদায়ণ করা হল।

    আদেশে বলা হয়, নবনিয়োগপ্রাপ্ত এবং পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১২ মে আবশ্যিকভাবে পদায়ন/সংযুক্তকৃত কার্যালয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।

    এক্ষেত্রে ইতোপূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত যোগদান পত্রের নির্ধারিত নমুনা অনুসরণ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানে সংযুক্ত কর্মকর্তাগণ স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে যোগদান করবেন।

    অন্যান্য শর্তের মধ্যে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা শুধুমাত্র কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল/প্রতিষ্ঠানসমূহে দায়িত্ব পালন করবেন।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখার ৪ মে প্রজ্ঞাপনে বর্ণিত শর্তাবলী প্রযোজ্য হবে।

    চাকরিতে যোগদানকৃত কর্মকর্তাগণকে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিজে বা পরিবারের অন্য সদস্যদের জন্য কোনও যৌতুক নেবেন না এবং কোনও যৌতুক দেবেন না মর্মে অঙ্গীকারনামা সম্পাদন করতে হবে, যা দেশের বর্তমান পরিস্থিতিতে যোগদানের সময়ে জমা প্রদান না করে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করবেন।

    দ্য গর্ভনমেন্ট সার্ভেন্টস (কনডাক্ট) রুলস, ১৯৭৯ এর ১৩(১) উপবিধি অনুযায়ী সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করোনা পরবর্তী সময়ে অবশ্যই অধিদফতরে প্রেরণ করতে হবে।

    করোনা পরিস্থিতে চিকিৎসকের জরুরি সংকট মোকাবিলায় গত ৩০ এপ্রিল ২০০০ চিকিৎসককে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।

    ওই দিন সিনিয়র স্টাফ নার্স পদে ৫ হাজার ৫৪ জনও নিয়োগের সুপারিশ করে কমিশন। নার্সদের ৭ মে পদায়ন করে ১৩ মে’র মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ৭ দিনে নির্মিত হচ্ছে করোনা হাসপাতাল, মিলবে ফ্রি চিকিৎসা

    ৭ দিনে নির্মিত হচ্ছে করোনা হাসপাতাল, মিলবে ফ্রি চিকিৎসা

    প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের উহান শহরে জরুরী ভিত্তিতে নির্মিত লেইশেনশান হাসপাতালের মতো বাংলাদেশেও এমন একটি হাসপাতাল তৈরি হচ্ছে। তবে এটি সরকারী নয়, ব্যক্তি উদ্যোগে করা হচ্ছে।

    রাজধানীর তেজগাঁওয়ে অস্থায়ী এ হাসপাতালটি তৈরি করছে দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন। তিনি নিজ উদ্যোগে তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে করোনা চিকিৎসার জন্য একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করছেন।

    জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হবে। সেই সঙ্গে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো হবে। এরপর বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে। বশির উদ্দিনকে এ কাজে সহায়তা দিচ্ছেন দুজন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক।

    শুক্রবার (২৭ মার্চ) এ বিষয়ে জানতে চাইলে শেখ বশির উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘হাসপাতাল নির্মাণে কাজ করছি। খুবই ব্যস্ত সময় পার করছি। দেশের এ ক্রান্তিকালে কথা বলার চেয়ে কাজ করা বেশি উত্তম। তাই আগে কাজটা শেষ করতে চাই। সবার সহযোগিতা চাই।’