Tag: করোনা

  • বাচ্চাদের ডায়াপার দিয়ে মাস্ক তৈরি করে ভাইরাল সানি লিয়ন!

    বাচ্চাদের ডায়াপার দিয়ে মাস্ক তৈরি করে ভাইরাল সানি লিয়ন!

    ২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক || মহামারি করোনা পরিস্থিতির হিংস্র থাবায় পুরো বিশ্ব আজ অসহায়। এ পরিস্থিতিতে বিশ্বজুড়ে মাস্কসহ ভাইরাস প্রতিরোধক বিভিন্ন উপকরণ সংকট দেখা দিয়েছে।

    অনেক দেশে বেশি টাকা দিয়েও কোন দোকানে মিলছেনা মাস্ক। তবে জনপ্রিয় অভিনেত্রী সানি লিয়ন তার ভক্তদেরকে শিখিয়ে দিচ্ছেন মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে কিভাবে ঘরে বসে মাস্ক তৈরি করবেন।

    বৃহস্পতিবার ইনস্টাগ্রাম হ্যান্ডলে
    এমনই ৫টা ছবি পোস্ট করে লিখেছেন, ‘যখন ৩০ সেকেন্ডে মাস্ক বানাতে হবে’। অর্থাৎ দ্রুত মাস্ক জোগাড়ের উপায় বাতলেছেন তিনি।

    ছবিগুলিতে দেখা যাচ্ছে তিনি কখনও বাচ্চাদের ডায়াপারকে মাস্ক হিসেবে ব্যবহার করছেন আবার কখনও ওড়নার মতো কিছু দিয়ে মুখ ভালো করে ঢেকে নিয়েছেন।

    এগুলির সঙ্গে খেলার ছলে তাঁকে আবার স্পাইডারম্যানের মাস্ক পরতেও দেখা গিয়েছে।

    পাঁচটি ছবিতে সানি নানান ভাবে মুখাবরণ ব্যবহার করেছেন। আর প্রতিটি ছবির জন্য তিনি আলাদা আলাদা পোশাক ব্যবহার করেছেন। সানির এই ডায়াপারে মুখ ঢেকে তোলা ছবিটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    সানির এই পোস্ট পাঁচ ঘণ্টাতেই প্রায় ছয় লাখ লাইক পেয়েছে। সেই সঙ্গে প্রচুর কমেন্ট ও শেয়ার পেয়েছে। অনেকে তার এমন বুদ্ধি ও মজাদার কাণ্ডকারখানার জন্য তারিফ করেছেন।

    তবে এই ধরনের মাস্ক করোনাভাইরাস সংক্রমণ আটকানোর ক্ষেত্রে কার্যকর কিনা তা জানা যায়নি বা সানিও এ বিষয়ে কোন তথ্য দেননি।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনা আক্রান্ত অভিনেত্রী নুসরাত’র বাবা, মা-বোন কোয়ারেন্টিনে

    করোনা আক্রান্ত অভিনেত্রী নুসরাত’র বাবা, মা-বোন কোয়ারেন্টিনে

    ২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক || জ্বর নিয়ে গত রবিবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বাবা মহম্মদ শাহজাহান।

    শোনা যায়, জ্বরের সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল তার। পরদিন নুসরাতের বাবার লালারসের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা, রিপোর্ট পজিটিভ আসে।

    রিপোর্টে করোনা পজিটিভ পাওয়ার পরই তা পাঠানো হয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে। এরপরই সরকারি নির্দেশিকা মেনে নায়িকার মা ও বোনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

    এর আগে গত সোমবার সকালে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডিজিটালকে নুসরাত জানিয়েছেন, তার বাবার এমন কোনও লক্ষণ ছিল না। তিনি বলেন, “মিডিয়াতে লেখা হয়েছে, জ্বরের সঙ্গে তাঁর শ্বাসকষ্টও ছিল, বাস্তবে শ্বাসকষ্ট ছিল না, সাধারণ জ্বর।

    যেহেতু বয়স হয়েছে, তাই পরিবারের তরফ থেকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাবা ডায়াবিটিসের রোগী কিন্তু কোনওদিন ইনসুলিন নিতে হয়নি তাঁকে।”

    নুসরাত এও জানিয়েছেন, এখন সরকারি নিয়ম অনুযায়ী, হাসপাতালে ভর্তি হলে বেশির ভাগ রোগীদেরই কোভিড ১৯ পরীক্ষা করা হচ্ছে।

    কিন্তু করোনা পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ আসায় বাবা ও পরিবারকে নিয়ে দুশ্চিন্তায় আছেন ভারতীয় এ চিত্রনায়িকা।

    চিকিৎসকরা জানিয়েছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তারপরই করোনা চিকিৎসা শুরু করবেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

    অভিনেত্রী জানান, তাঁর বাবার বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। এমনকি সম্প্রতি কলকাতার বাইরেও যাননি তিনি। তবে তার বাবা যে বাজারে গিয়েছিলেন তা জানিয়েছেন নুসরত জাহান।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনা’য় হরিলুট! ১৮০ টাকার মাস্ক ১৫শ টাকায় বিক্রি, মজুদ পিপিই ও চায়না কিট

    করোনা’য় হরিলুট! ১৮০ টাকার মাস্ক ১৫শ টাকায় বিক্রি, মজুদ পিপিই ও চায়না কিট

    ২৪ ঘণ্টা ডেস্ক নিউজ || করোনা সংক্রমনে যেখানে সারাদেশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেখানে দেশের এক শ্রেনীর মুনাফা লোভী ব্যবসায়িরা বিপুল মুনাফা লাভের জন্য করোনা চিকিৎসায় ব্যবহৃত সব সুরক্ষা সামগ্রী মজুদ করে

    পিপিই সংকটে একের পর এক আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। অথচ মাস্ক, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজার, পিপিইসহ করোনা কালে প্রয়োজন এমন সকল সামগ্রী মজুদ রেখে বেশি দামে বিক্রি করছে মুনাফালোভীরা।

    মাত্র ১৮০ টাকার একটি মাস্ক এন নাইন্টি ফাইভ নাম দিয়ে বিক্রি হচ্ছে ১৫শ টাকায়। এ যেন দুর্যোগের সুযোগে হরিলুট।

    বৃহস্পতিবার সন্ধ্যায় (১৬ এপ্রিল)
    রাজধানীর বাংলামোটরের জহুরা স্কয়ার মার্কেটের এবিসি করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে করোনার কিট ও পিপিইর বিশাল মজুদ পাওয়া গেল এখানে। সঙ্গে আছে মাক্স, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজারসহ চিকিৎসায় ব্যবহৃত সব সুরক্ষা সামগ্রী।

    এসব সামগ্রী উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে প্রতিষ্ঠানটির পরিচালকসহ ৩ জনকে।এন নাইনটি ফাইভ মাস্ক

    পুলিশ জানায়, প্রতিষ্ঠানটিতে নকল এন৯৫ মাস্ক তৈরি হচ্ছে এমন খবরে এ অভিযান চালানো হয়।

    ডিএমপি রমনা জোন এডিসি আজিমুল হক জানান, আমাদের চেকপোস্টে একব্যক্তি অভিযোগ করে তাকে ২০টি মাস্ক ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

    এ অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি তার মালিককে ধরতে সক্ষম হয়েছি।

    এখানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাস্ক, পিপিইসহ সুরক্ষা সরঞ্জাস এবং চায়না মেডিকেল কিট উদ্ধার করেছি। এসব সামগ্রী তারা চড়া মূল্যে বিক্রি করছে।

    প্রতিষ্ঠানটির কাছে এসব সুরক্ষাসামগ্রী আমদানি ও মজুদের পক্ষে সুনির্দিষ্ট কোনো কাগজপত্র পাওয়া যায়নি। অবৈধ মজুদের দায়ে প্রতিষ্ঠানটির পরিচালকসহ আটক ৩ জনের বিরুদ্ধে কালোবাজারীর অভিযোগে নিয়মিত মামলা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় আরো কেউ জড়িত কিনা জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • এবার করোনায় সঙ্গীত শিল্পীর মৃত্যু

    এবার করোনায় সঙ্গীত শিল্পীর মৃত্যু

    পুরো বিশ্বকে যেন স্থবির ও সর্বশান্ত করে দিয়েছে করোনা ভাইরাসের (কোভিড-১৯) থাবা। দিন দিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এবার এ মিছিলে নাম লেখালেন বাংলাদেশের এক সময়ের পল্লীগীতির জনপ্রিয় শিল্পী বীনা মজুমদার।

    বীনা মজুমদার বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী ছিলেন তিনি। বেশ কয়েক বছর ধরেই নিউইয়র্কে বসবাস করতেন।
    জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। করোনায় তার মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন নিউইয়র্ক প্রবাসী মিলি সুলতানা।

    মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মিলি সুলতানা লিখেন, ‌‘করোনার মুহুর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীনা মজুমদার।’

    দীর্ঘদিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বীনা। কিছুটা অসুস্থ শরীর নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন কয়েক বছর আগে। তবে চিকিৎসা নিয়ে ভালোই ছিলেন তিনি। অবশেষে করোনার কাছে হার মেনে তাকে পাড়ি জমাতে হলো পরপারে। তার মৃত্যুতে শুভাকাঙ্ক্ষীরা সমবেদনা জানাচ্ছেন সোশাল মিডিয়াতে।

  • করোনায় মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রে, ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণহানি প্রায় ৭ হাজার

    করোনায় মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রে, ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণহানি প্রায় ৭ হাজার

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক || মহামারী করোনায় মৃতের সংখ্যায় সবদেশকে ছাপিয়ে গেল যুক্তরাষ্ট্র। তাছাড়া গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে সর্বাধিক মৃত্যুর রেকর্ডও এখন মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যানুযায়ী, এ মহামারীতে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ হাজার ৪০৭ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০০ জনে।

    সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের, মারা গেছে ১০ হাজারেও বেশি মানুষ। এদের মধ্যে শতাধিক বাংলাদেশিও আছেন। ফলে করোনায় মৃতের সংখ্যায় সবদেশকে ছাপিয়ে গেল যুক্তরাষ্ট্র।

    করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতদের পরিসংখ্যান জানানোর আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে মারা গেছে ৬ হাজার ৯৮১ জন।

    মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে মৃত্যুর মিছিলে দ্বিতীয় স্থানে থাকা ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৬০২ জন মারা গেছে। সব মিলিয়ে ইউরোপের এ দেশটিতে মৃত বেড়ে হয়েছে ২১ হাজার ৬৭ জন।

    স্পেনেও একদিনে নতুন করে ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃত বেড়ে হয়েছে ১৮ হাজার ২৫৫। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৭৬২ মৃত্যু হয়েছে, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭২৯ জনের।

    জার্মানিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৪৯৫ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩০১ জন। এদিকে ব্রিটেনে করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৭৮ জনের মৃত্যু হয়েছে।

    ইরানে নতুন করে ৯৮ জন মারা গেছে। ভারতে একদিনে মারা গেছে ৩৮ জন। পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ জন। মোটের মৃতের সংখ্যা ৯৬। ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৬০ জন মারা গেছে।

    গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মারা গেছে আরও ৭ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছে ২০৯ জন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ১২ জন এবং মারা গেছে ৪৭ জন।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনা/ত্রাণের জন্য ৩৩৩ এ ফোন দিয়ে চেয়ারম্যানের মাইর খেলেন কৃষক!

    করোনা/ত্রাণের জন্য ৩৩৩ এ ফোন দিয়ে চেয়ারম্যানের মাইর খেলেন কৃষক!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা ডেস্ক || করোনা মহামারীতে রুপ নেওয়ায় সারা বিশ্বের অধিকাংশ দেশ এখন লকডাইনে। তেমনি আমাদের দেশে অনেক জেলা-উপজেলাকেও লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। তাছাড়া পুরো দেশ লম্বা সাধারণ ছুটিতে।

    এ অবস্থায় জরুরি প্রয়োজনীয় ছাড়া প্রায় সকল কর্মসংস্থান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়ে। এ কদিন গৃহবন্দি থেকে অনেকের খাদ্য ভান্ডারও ফুরিয়ে এসেছে।

    তেমনি একজন নাটোর জেলার লালপুর উপজেলার আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম। তিনি তার অবস্থার দিক বিবেচনা করে গত ১০ এপ্রিল ৩৩৩ নাম্বারে ফোন করে তার গ্রামের ৩০০ কৃষকের জন্য খাবার চান।

    তবে ৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তা চাওয়ায় ওই কৃষককে মারপিট করেছেন অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার।

    বোববার রাতে ঘটনাটি ঘটলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই চেযারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিলে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে।

    স্থানীয়রা জানায়, করোনা কারণে আঙ্গারিপাড়া গ্রামের অনেকে কর্মহীন হয়ে পড়ে। গত ১০ এপ্রিল ৩৩৩ তে কল করে কৃষক শহিদুল ইসলাম তার সহ ওই গ্রামের ৩শ’ জনের খাদ্য চান।

    এর পরিপ্রেক্ষিতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তারকে নির্দেশ দেন। ১২ এপ্রিল রাতে এবি ইউনিয়ন পরিষদে ওই কৃষককে ডেকে নিয়ে মারপিট করেন।

    স্থানীয়রা সোমবার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

    কৃষক শহিদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, ত্রাণ চেয়ে মার খেয়েছি। এ ঘটনার তিনি বিচার চান। তবে মারপিটের বিষয়টি অস্বিকার করে এবি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, ত্রাণ চাওয়ার বিষয়টি তিনি উত্তেজিত হয়েছিলেন। মারপিট করেননি।

    লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি জানান, কৃষককে মারপিটের ঘটনার সত্যতা পেয়েছেন। গতকাল সোমবার অভিযুক্ত চেযারম্যানকে ৩ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। নোটিশের জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • জ্বর গলাব্যথায় করোনা ভয়, মাকে জঙ্গলে রেখে পালিয়েছে সন্তান-স্বামী

    জ্বর গলাব্যথায় করোনা ভয়, মাকে জঙ্গলে রেখে পালিয়েছে সন্তান-স্বামী

    ২৪ ঘণ্টা নিউজ ডেস্ক || টাঙ্গাইলের সখীপুরে পঞ্চাশোর্ধ নারী মাজেদা বেগমের জ্বর হয়। দেখা দিয়েছে গলাব্যথা,কিছুটা শ্বাসকষ্টেও ভুগছিলেন তিনি। তাতেই বিপত্তি।

    পরিবারের সকল সদস্যরা ভেবেই নিয়েছেন তার করোনা হয়েছে ফলে রাঁতের আঁধারে হাসপাতালে নেয়ার কথা বলে বৃদ্ধাকে গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের জঙ্গলে নিয়ে যায় তার স্বামী ও সন্তানরা।

    কৌশলে মাকে জঙ্গলেই ফেলে পালিয়ে গেছেন তার সন্তানরা সাথে স্বামীও। পরদিন সকালে স্থানীয়রা জঙ্গলের মধ্য গোঙ্গানির শব্দ শুনে সেখান থেকে মাজেদাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    সেখান থেকে মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।

    মাজেদা বেগম (৫০) শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বাসিন্দা। তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় একটি পোশাক কারখানায় কাজ করেন।

    জানা গেছে, গভীর রাতে উপজেলার ইছাদিঘী গ্রামের জঙ্গল থেকে ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে যান। এরপর স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানালে রাতেই তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্না মিঞা ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, জঙ্গলে অপরিচিত ওই নারীর চেচামেচির শব্দ শুনে স্থানীয়রা বিষয়টি তাদের জানায়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে অবগত করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, সোমবার রাত দেড়টার দিকে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর পরিচয় এবং জঙ্গলে আসার ঘটনা জানেন।

    তিনি বলেন, তার স্বামী-সন্তান ও স্বজনরা রাতে করোনা সন্দেহে তাকে জঙ্গলে সখীপুরের ইছাদিঘী এলাকায় একটি সামাজিক বনের ভেতর ফেলে রেখে পালিয়ে যান।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম জানান, ওই নারীর জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা রয়েছে। করোনার উপসর্গ থাকায় রাতেই তাকে এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

    মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনা ] ২৪ ঘণ্টায় ভারতে ৩১ মৃত্যু, ১০ হাজার ছাড়িয়েছে আক্রান্ত/মেয়াদ বাড়ল লকডাউনের

    করোনা ] ২৪ ঘণ্টায় ভারতে ৩১ মৃত্যু, ১০ হাজার ছাড়িয়েছে আক্রান্ত/মেয়াদ বাড়ল লকডাউনের

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক || বিশ্বব্যাপী করোনা ছোবল থেকে মুক্ত নন বাংলাদেশর বন্ধুপ্রতিম দেশ ভারত। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৩৯ জন।

    সংবাদ মাধ্যম এনডিটিভির সুত্রে জানা যায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি। একদিনে মারা গেছে ৩১ জন।

    এদিকে মৃত্যুর সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।দেশটিতে মোট ১০ হাজার ৩৬৩ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।

    অন্যদিকে করোনা ভাইরাস পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার।

    মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ১২ দিন বাড়ানোর ঘোষণা দেন। এর ফলে আগামী ৩ মে পর্যান্ত লকডাউনে থাকবে দেশটি।

    এর আগে দেশটির সরকার ঘােষিত ২১ দিনের লকডাউনের মেয়াদ আজ শেষ হলেও সম্প্রতি করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বাড়ায় গত শনিবার মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে দেশটির অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বৃদ্ধির দাবি জানান।

    পশ্চিমবঙ্গ-সহ ৯ টি রাজ্য ইতিমধ্যে লকডাউনের মেয়াদ ১৫দিন বাড়িয়েও দিয়েছে। পরিপ্রেক্ষিতে আজ ফের জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি ৩ মে পর্যিন্ত সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী করোনা আক্রান্ত ৮৫৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ভারতে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনা আক্রান্ত সোমালিয়ার আইনমন্ত্রীর মৃত্যু

    করোনা আক্রান্ত সোমালিয়ার আইনমন্ত্রীর মৃত্যু

    সারাবিশ্বে করোনা কড়াল গ্রাস ফেলেছে। করোনায় আক্রান্ত হচ্ছেন সকল পেশার মানুষই। আফ্রিকার দেশ সোমলিয়ার আইনমন্ত্রী খলিফ মুমিন তোহো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

    রোববার (১২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ভাইস প্রেসিডেন্ট আলি গুদলাবে হুসেইন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

    এতে বলা হয়, একদিন আগেই রাজ্যটির রাজধানী জওহরে করোনা ভাইরাস পরীক্ষায় পজেটিভ আসার পর সোমালিয়ার রাজধানী মগাদিশুর মারটিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

    এর আগে গত বুধবার করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর খবর জানায় সোমালিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে এখন পর্যন্ত ২১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন।

  • করোনা লকডাউনে সাম্পান মাঝিদের ঘাটছাড়া করছে চসিক,অবৈধ বোট জব্দ

    করোনা লকডাউনে সাম্পান মাঝিদের ঘাটছাড়া করছে চসিক,অবৈধ বোট জব্দ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক || মরণঘাতী করোনা ভয়াবহতার মধ্যে সাম্পান মাঝিদের ঘাট থেকে বিতাড়িত করছে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা।

    করোনার কারণে লকডাউনে গত ১৬ দিন ধরে ঘাটে সাম্পান রেখে বেকার দিন কাটাচ্ছিল সাম্পান মাঝিরা। এর মাঝেও আজ সোমবার সকালে লাইটার জাহাজ মালিক সমিতির সভাপতি হাজী সফির মালিকানাধীন বোট যাত্রী নিয়ে পারাপার করছে দেখে মাঝিরা হতভম্ব হয়ে যায়।

    যাত্রী নিয়ে বড় বোট ইছানগর ঘাটে গেলে সেটি আটক করে কর্ণফুলী থানায় অবহিত করে সাম্পান মাঝিরা। পরে মুসলেকা নিয়ে বোটটি ছেড়ে দেয়া হয়।

    সাম্পান মাঝিরা অভিযোগ করে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে লাইটার জাহাজ মালিক সমিতির সভাপতিকে ঐতিহ্যবাহী বাংলাবাজর ঘাট হস্তান্তর করা হয়েছে।

    তারা জানিয়েছে বাংলাবাজার ঘাটে বর্তমানে তিন শতাধিক সাম্পান মাঝি আছে। তারা পালা করে যাত্রী পারাপার করে জীবিকা নির্বাহ করে আসছিল।

    এখন ইজারাদার সাম্পানের পরিবর্তে দুইটা বোট দিয়ে যাত্রী পারাপার করলে ঘাট থেকে চিরতরে হারিয়ে যাবে তিনশতাধিক সাম্পান। পেশা হারাবে মাঝিরা।

    এই বিষয়ে চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি গবেষণা কেন্দ্রের সভাপতি আলীউর রহমান বলেন, সাম্পান ও সাম্পানমাঝি চট্টগ্রামের ঐতিহ্যের প্রতীক।

    মাঝিদের পেশা টিকিয়ে রাখতে আমরা ব্যর্থ হলে সাম্পান ও মাঝিরা চিরতরে হারিয়ে যাবে। আমরা কিছুতেই তা হতে দেবোনা।

    তিনি বলেন, ২০০৩ সালে প্রদত্ত পাটনিজীবি আইনে উল্লেখ আছে, আগ্রহী জন্মগত পেশাদার পাটনীগণকে (সাম্পানমাঝি) ফেরীঘাট ইজারা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হইবে।

    পেশাদার পাটনীমাত্র একজন থাকিলে তাহার অনুকূলে সম্ভাব্য মূল্যে ফেরীঘাট ইজারা প্রদান করিতে হইবে।

    ফেরীঘাট ইজারা (পাটনিজীবি) নীতিমালার ১(চ)৩ ধারায় উল্লেখ আছে ” ফেরীঘাটের একটি পাড় ইউনিয়নের সীমার মধ্যে এবং অপর পাড়টি পৌরসভা / সিটি কর্পোরেশনের এলাকায় অবস্থিত হইলে সেই ফেরীঘাট নিম্নবর্ণিত কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান ও সহকারী কমিশনার ভূমিকে সদস্য করে ঘাট ইজারা দিবেন।

    চট্টগ্রাম ইছানগর বাংলাবাজার ঘাটটি একপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অপরপারে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ এলাকা।
    গত ৩১ জানুয়ারি ২০২০ তারিখ ঘাট ইজারা ঘোষণার পূর্বে চরপাথরঘাটা চেয়ারম্যান ও কর্ণফুলী উপজেলা সহকারী ভূমিকে ইজারা কমিটির সদস্য করা হয়নি।

    এই ব্যাপারে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাবের আহমেদ বলেন, সিটি কর্পোরেশন নিয়ম নীতির তোয়াক্কা না করে আমাদের সদস্য করে কমিটি গঠন ছাড়াই ঘাট ইজারা দিয়েছে। যা অবৈধ।

    এই বিষয়ে রিটকারী এডভোকেট মনজিল মোরশেদ বলেন, উচ্চ আদালতে মামলা বিচারাধীন। করোনার কারণে কোর্ট বন্ধ থাকার বিষয়টি সিটিকর্পোরেশনের রাজস্ব কর্মকর্তাকে আমি লিখিতভাবে অবহিত করেছি।

    ইছানগর বাংলাবাজার সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ লোকমান বলেন, আমরা সাম্পান মাঝি। সাম্পান চালিয়ে জীবন নির্বাহ করা ছাড়া অন্য কাজ জানা নাই। সিটি কর্পোরেশনের এই অনৈতিক কাজে এখন আমরা দিশেহারা। আমাদের পেশা রক্ষায় আমরা প্রয়োজনে আমরন অনশন করবো।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • লকডাউন ভেঙ্গে শরীরে বাঁধিয়েছেন করোনা, হাসপাতালে নয় গেলেন পীরের কাছে

    লকডাউন ভেঙ্গে শরীরে বাঁধিয়েছেন করোনা, হাসপাতালে নয় গেলেন পীরের কাছে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। কামরুল দুলু,সীতাকুণ্ড || চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় গত কয়েকদিন আগে এক গার্মেন্টস শ্রমিকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করে জেলা স্বাস্থ্য বিভাগ।

    সনাক্তের পর আক্রান্ত ব্যক্তি যে বাড়িতে বাড়ায় থাকতো সেটি লকডাউন করে প্রশাসন। ওই ভাড়া বাড়িতে ফৌজদারহাটের আক্রান্ত ব্যক্তিকেও কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।

    কিন্তু তিনি কোয়ারেন্টিন না মেনে সবার চোখকে ফাঁকি দিয়ে তার স্ত্রীকে নিয়ে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ নিজের বাড়িতে চলে আসেন।

    তার শরীরে কাশি, সর্দি ও জ্বর দেখা দিলে তিনি হাসপাতালে না গিয়ে বাড়ির পার্শ্বে এক পীরের হুজরা শরীফে যান দোয়া নিতে।

    বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে উক্ত ব্যক্তিকে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) তে পাঠিয়ে দেন করোনা পরীক্ষার জন্য।করোনা রোগী

    ১২এপ্রিল রাত ১০টার দিকে তার করোনা পরীক্ষায় পজেটিভ আসে। এদিকে ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তাঁর গ্রামের বাড়ি এবং পীরের বাড়িসহ পাশের ৪৪টি পরিবারকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

    রাতে সীতাকুণ্ড থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তির গ্রামের বাড়ি যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তিনি লকডাউনের ঘোষণা দেন।

    উল্লেখ যে, গত ৮ এপ্রিল ঢাকার নারায়নগঞ্জ থেকে ব্যাংকের এক সিকিউরিটি গার্ড সীতাকুণ্ডের একটি ভাড়া বাসায় আসলে তার শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়। তারা দুইজনেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

    এদিকে ৫ দিনের মাথায় দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে সীতাকুণ্ড উপজেলায় মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

    রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাঙ্গামাটি প্রতিনিধি || রাঙ্গামাটি জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে।

    রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

    তিনি জানান, ওই ব্যক্তি জ্বর-কাশি নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসলে তাকে আইসোলেশনে ভর্তি করানো হয়। তার রক্তের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

    রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, মারা যাওয়া ওই রোগী দীর্ঘদিন ধরে টিবি রোগে ভুগছিলেন। এ অবস্থায় শনিবার রাঙামাটি হাসপাতালে আসলে পরিস্থিতি বিবেচনায় তাকে করোনার আইসোলেশনে ভর্তি করানো হয়।

    এ পর্যন্ত রাঙামাটিতে মোট ৪৬ জনের রক্তের নমুনা সংগ্রহ করে ৩৬টির ফলাফলে কারো শরীরে করোনা সনাক্ত হয়নি।

    ২৪ ঘণ্টা/ আর এস পি