Tag: করোনা

  • উপসর্গ নিয়ে চট্টগ্রামে মারা যাওয়া ২জনের শরীরে করোনা অস্তিত্ব মেলেনি

    উপসর্গ নিয়ে চট্টগ্রামে মারা যাওয়া ২জনের শরীরে করোনা অস্তিত্ব মেলেনি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় যে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। পরীক্ষার পর দুজনের কারো শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েনি।

    গতকাল ৬ এপ্রিল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, রবিবার বিকালে করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয় সীতাকুণ্ডের মুক্তিযুদ্ধ কমান্ডার আমিন উল্লাহ (৬০)। সোমবার বিকেল ৩টার কিছু পরে আইসোলেশন ওয়ার্ডেই তার মৃত্যু হয়।

    এর আগে রোববার সন্ধ্যায় গলা ব্যাথা ও সর্দি-কাশি নিয়ে আনেয়ারা থেকে আসা এক রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসোলেশনে ভর্তি হয়। চিকিৎসাধিন অবস্থায় একইদিন রাতে যুবকটির মৃত্যু হয়।

    তিনি বলেন, দুজনের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছিলো।

    সেই ফলাফল সোমবার (০৬ এপ্রিল) রাত ১০ টার দিকে জানানো হয়েছে। তাদের কারও শরীরেও করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।

    ২৪ঘণ্টা/ আর এস পি

  • করোনা : পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষকে ত্রাণ দিলেন যুবলীগ নেতা ওয়াসিম

    করোনা : পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষকে ত্রাণ দিলেন যুবলীগ নেতা ওয়াসিম

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রামের ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ওমর গণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের ভি.পি, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী৷

    আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, জনগণের সেবা করার জন্য কাউন্সিলের নির্বাচন করতে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ছিলাম।

    জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমার উপরে আস্থা রেখে আমাকে ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আওয়ামী লীগের সমর্থন দিয়েছেন ৷

    করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সরকারি বন্ধ চলছে এর মাঝে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে৷ মাননীয় জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য৷ এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সব চেয়ে বড় মানবসেবা বলে মনে করি৷

    তিনি বলেন, ইতিমধ্যে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে ৫ হাজার পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে আমার পক্ষ থেকে ত্রাণ পোঁছে দিচ্ছেন আমার সহধর্মিণী রোমান চৌধুরী৷ পরিস্থিতি বিবেচনায় আরো ৫ হাজার পরিবারে মাঝে ত্রাণ বিতরণে প্রস্তুতি চলছে বলে জানান তিনি৷

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • আইসোলেশনেই মারা গেলেন সীতাকুণ্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ

    আইসোলেশনেই মারা গেলেন সীতাকুণ্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আইসোলেশনে থাকা মুক্তি যোদ্ধা কমান্ডার মো.আলিম উল্ল্যাহ (৭১) মৃত্যুবরণ করেছেন।

    আজ সোমবার বিকাল সাড়ে ৩টার সময় চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। তিনি বলেন,‘ উনি
    করোনা উপসর্গ নিয়ে গত রবিবার রাতে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

    আমরা উনার করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করেছি,নমুনা হাতে পাওয়ার পর নিশ্চিত হয়ে উনার দাফন কাজ সম্পর্ন করা হবে। আমরা সেটা দ্রুত করার চেষ্টা করছি।

    উনি উপজেলার মুরাদপুর ইউনিয়নের বসরতনগর এলাকার মৃত ছায়েদুর রহমানের পুত্র এবং বিবাহিত জীবনে এক স্ত্রী মৃত্যুবরণ করার পর,বর্তমানে এক স্ত্রী ৪
    পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে যান।

    জানা যায়, আলিম উল্লাহ গত সপ্তাহ-দশ দিন ধরে সর্দি,কার্শি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে দিন যাপন করছেন। এই উপসর্গ দেখা দেওয়ার পর থেকে উনি নিয়মিত ঔষধ খেয়ে আসছিলেন।

    কিন্তু রবিবার রাতে উনার শ্বাসকষ্ট বেডে যাওয়ায় উনাকে উন্নত চিকিৎসার জন্য
    চট্টগ্রাম নগরীর জেনারেল হসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করান।
    সোমবার বিকালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় উনি মৃত্যুবরণ করেন।

    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নুর উদ্দিন ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা কমান্ডার মৃত্যুবরণ করায় আমরা উনার নমুনা সংগ্রহ করছি। নমুনা হাতে
    আসলে আমরা নিশ্চিত হবো,উনি কি করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কিনা।’

    এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড সার্কেল এএসপি শম্পা রানী সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, জেলা পরিষদের সদস্য আ. ম. ম দিলসাদ, পৌর মেয়র মুক্তিযুদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সোমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, পৌর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/ কামরুল ইসলাম দুলু/ আর এস পি

  • করোনায় বাবা ভান্ডারীর আনুষ্ঠানিকতাবিহীন ওরশ

    করোনায় বাবা ভান্ডারীর আনুষ্ঠানিকতাবিহীন ওরশ

    এম.জুনায়েদ, ফটিকছড়ি প্রতিনিধি:::ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে ২২ চৈত্র, ৫ এপ্রিল গাউছুল আজম হযরত শাহ্ছুফি মাওলানা আলহাজ্ব সৈয়দ গোলামুর রহমান (কঃ) প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবার পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

    তবে করোনা ভাইরাস এর কারনে সরকারী নির্দেশনা পালন ও জনদূর্ভোগ এর কথা চিন্তা করে আনুষ্টানিকতা ও গন জমায়েত না করে সীমিত আকারে প্রত্যেক মনজিলে ঘরোয়া ভাবে খতমে কেরান, মিলাদ ও জিকির আজকার এর মাধ্যমে এবারের ওরশ শরীফ উদযাপন করা হয়।

    এ উপলক্ষে গাউছিয়া রহমান মনজিলের পক্ষে সকাল ১১ টায় বাবা ভান্ডারীর রওজায় সংক্ষিপ্ত আকারে মিলাদ ও মোনাজাত করা হয়। সকল আশেকান ভক্ত করোনা ভাইরাস থেকে বাংলাদেশ সহ বিশ্ববাসীকে হেফাজত করার জন্য বিশেষ দোয়া করেন শাহ্জাদায়ে গাউছে জামান আলহাজ্ব শাহ্ছুফি মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী।

    এ সময় উপস্থিত ছিলেন শাহ্জাদায়ে গাউছে জামান আলহাজ্ব শাহ্ছুফি মাওলানা সৈয়দ মহিবুল বশর মাইজভান্ডারী, শাহ্জাদায়ে গাউছে জামান আলহাজ্ব শাহ্ছুফি মাওলানা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, আলহাজ্ব শাহ্ছুফি সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।

    মাইজভান্ডার ওরশ শরীফ কমিটির সভাপতি ও ফটিকছড়ির সাংসদ, আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী আইন শৃঙ্খলা বাহিনিকে সাথে নিয়ে বেলা ১২ টায় পুরো মাইজভান্ডার দরবার শরীফে সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও মনিটরিং করেন।

  • সকালে চমেকে ভর্তি বিকালে নমুনা সংগ্রহ সন্ধ্যায় পলাতক রাতে খোঁজ মেলে পটিয়া

    সকালে চমেকে ভর্তি বিকালে নমুনা সংগ্রহ সন্ধ্যায় পলাতক রাতে খোঁজ মেলে পটিয়া

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে করোনা আতঙ্কে চমেক হাসপাতালে ভর্তি এক রোগী দিনভর লম্পঝম্প খেলায় মেতেছেন।

    জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা নিয়ে গতকাল রবিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি হয় ৫০ বছর বয়সী এক রোগী।

    কর্তব্যরত চিকিৎসক তাকে অবজারভেশন ওয়ার্ড (সাবেক ক্যাজুয়ালিটি ওয়ার্ড) করোনা সন্দেহে ভর্তি করান। বিকালে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ফৌজদারহাট বিআরটিআইডিতে পাঠানো হয়।

    আতঙ্কিত ও ভয়ে একইদিন সন্ধ্যায় হাসপাতালের করোনা অবজারভেশন ওয়ার্ড থেকে পালিয়ে যায় ওই রোগী।

    করোনা সন্দেহে হাসপাতালের করোনা অবজারভেশন ওয়ার্ড থেকে রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।

    তিনি বলেন, বিকালে ওই রোগীর নমুনা সংগ্রহের পর সন্ধ্যা ৭টার দিকে তিনি অবজারভেশন ওয়ার্ড থেকে পালিয়ে যান। তাকে খোঁজা হচ্ছে।

    একই দিন রাতে পলাতক ওই রোগীর খোঁজ মেলে চট্টগ্রামের পটিয়া থানা মুজাফরাবাদ রোগীর নিজ গ্রামে। পটিয়া থানার পুলিশ মোজাফফরাবাদ রেগীর গ্রামের বাড়িতে গিয়ে তাকে শনাক্ত করেছে।

    হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রোগীর গ্রামের বাড়িতে গিয়ে তাকে শনাক্ত করা হয়েছে বলেন পটিয়া থানার ওসি। রোববার (৫ মার্চ) রাত পৌণে ১২ টার সময় তিনি বলেন,

    শনাক্ত হওয়া রোগীকে প্রাথমিকভাবে রাতে তার নিজ বাড়িতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালে তাকে চিকিৎসকদের সহযোগীতা নিয়ে ফের হাসপাতালে পাঠানো হবে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনায় দুদক পরিচালকের মৃত্যু,স্ত্রী-সন্তান আইসোলেশনে

    করোনায় দুদক পরিচালকের মৃত্যু,স্ত্রী-সন্তান আইসোলেশনে

    ২৪ ঘণ্টা ডট নিউজ ::: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    আজ সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    সম্প্রতি নিজের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় এই দুদক কর্মকর্তা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) যোগাযোগ করেন তিনি। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন তিনি।

    কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান বলেন, দুদক কর্মকর্তা সাইফুর রহমান করোনা আক্রান্ত হয়ে সাত থেকে আটদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত চারদিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

    জানা গেছে, দুদকের এই পরিচালকের স্ত্রী ও মেয়ে আইসোলেশনে আছে।

    তার বাড়ি ফেনী জেলায়। তার একমাত্র ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।

    জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

    জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম ও মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের একই ব্যাচের (২২ তম) কর্মকর্তা।

    এদিকে, জালাল সাইফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

     

  • করোনা : ফটিকছড়িতে জনগণকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে প্রশাসন

    করোনা : ফটিকছড়িতে জনগণকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে প্রশাসন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে বাইরে বের হওয়া লোকজনকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে পুলিশ ও উপজেলা প্রশাসন।

    আজ ৩ এপ্রিল শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট সায়েদুল আরেফিন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।

    অভিযানে বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, মাইজভান্ডার, ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা ইউনিয়নে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১৭ জনকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় খেলাধুলা বন্ধ করা সহ ছিন্নমূল মানুষকে ত্রান দেয় উপজেলা প্রশাসন।

    ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন সেনাবাহিনীর মেজর আমির উল এহসান ও সঙ্গীয় ফোর্স এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রবিউল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

    নির্বাহী কর্মকর্তা মো. জানে আলম জানান, শুক্রবার হতে বিকেল ৩টার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থেকে বের না হতে এবং নির্দিষ্ট দোকানপাট ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার বার বার নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

    এ কারণে আজ থেকে আরও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। তারা মানুষকে যেকোনো মূল্যে ঘরে রাখার কর্মসূচি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/ এম জুনায়েদ/ আর এস পি

  • করোনা : কর্মহীন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যুবলীগ নেতা বাচ্চু

    করোনা : কর্মহীন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যুবলীগ নেতা বাচ্চু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গৃহবন্দি কর্মহীন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন
    চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃমহিউদ্দিন বাচ্চু।

    আজ ৩ এপ্রিল শুক্রবার নগরীর ২ নম্বর গেইট এলাকায় ৪২নং নাসিরাবাদ (সাংগঠনিক) ওয়ার্ডে যুবনেতা ইন্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেল এর উদ্যোগে এসব ত্রাণ দুস্থদের মাঝে তুলে দেন তিনি।

    এ সময় উপস্হিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, মোঃ বদরুল, মোঃ জিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এস. এম আরিফুল ইসলাম, এডভোকেট সৈয়দ রবি, মোঃ আরিফ প্রমুখ।

    এ সময় মহিউদ্দিন বাচ্চু বলেন, সততাই শক্তি মানবতাই মুক্তি”, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশনায় আজকের এই ক্ষুদ্র প্রয়াস। এদিকে করোনা পরিস্থিতিতে থমকে গেছে খেটে খাওয়া কর্মহীন মানুষের জীবনযাত্রা।

    করোনা পরিস্থিতিতে গত ২৫ মার্চ থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হন। এতে দুর্ভোগে বিত্তবানদের পাশে থাকার আহবান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা। করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে প্রয়োজন সতর্কতা। আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে।

    ২৪ঘণ্টা/ সংগঠন সংবাদ

  • করোনা : সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে মধ্যবিত্তদের পাশে দাঁড়াবে সিএমপি

    করোনা : সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে মধ্যবিত্তদের পাশে দাঁড়াবে সিএমপি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন রোধে পৃথিবীর অনেক দেশই এখন পুরোপুরি লকডাউনে। তেমনি আমাদের দেশেও অঘোষিত লকডাউনে গত ২৬ মার্চ থেকে, সরকারি ঘোষণা অনুযায়ী দেশের প্রায় সবকিছুই বন্ধ থাকবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।

    মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশের এমন ক্রান্তি লগ্নে গরীব দিনমজুর খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষদের সহযোগীতায় এগিয়ে এসেছে সরকারি ও বেসরকারি একাধিক সংস্থা। শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট ছোট একাধিক প্রতিষ্ঠান ছাড়াও অনেকে ব্যক্তি উদ্দ্যেগেও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে নিম্নবিত্তদের।

    এদিকে লকডাউনের দিন যতই বাড়ানো হচ্ছে সবচেয়ে ততই বেশি বিপাকে পড়ছে মধ্যবিত্ত পরিবারগুলো। দীর্ঘদিন সরকারি বেসরকারি অফিস কারখানা বন্ধ থাকায় মধ্যবিত্ত অনেকের ঘরে যা জমাছিল তা ফুরিয়ে এসেছে।

    লোকলজ্জ্বার ভয়ে থাকা গৃহবন্দি এসব মধ্যবিত্ত পরিবারে কথা চিন্তা করে তাদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি।

    সিএমপির ডিসি (দক্ষিণ) মেহেদী হাসান বলেন, যারা সরকারী বেসকারী চাকুরি করেন তারাই বেশিরভাগ মধ্যবিত্ত। অফিস আদালত থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান (আয়ের উৎস) সব বন্ধ থাকায় অনেকটা নিরুপায় হয়ে পড়েছে অধিকাংশই পরিবার। না পারছে সহ্য করতে আবার লোকলজ্জ্বার ভয়ে বলতেও পারছেনা কাউকে।

    তাই তাদের কথা চিন্তা করে এসব মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিএমপি। এক্ষেত্রে যারা ত্রাণ নিচ্ছে বা নিবে তাদের আমরা ক্যামেরা বা মিডিয়ার সামনে ফোকাস করতে চাই না। মধ্যবিত্ত পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তাদের পাশে দাঁড়াতে চায় সিএমপি দক্ষিণ বিভাগ।

    সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন মধ্যবিত্তদের উদ্দেশ্যে বলেন, আপনার সামর্থ্য ফুরিয়ে এসেছে, কিন্তু লোকলজ্জায় বলতে পারছেন না। আপনারও সহযোগিতা প্রয়োজন। কিন্তু সামাজিক মর্যাদারক্ষায় চাইতে পারছেন না। আমরা আপনার পাশে দাঁড়াতে চাই।

    নিম্নোক্ত নাম্বারে এসএমএস করুন অথবা ফোনে বলুন।

    ডিসি দক্ষিণ ০১৭৬৯০৫৮১২১, এডিসি দক্ষিণ ০১৭৬৯০৫৮১২৫, এসি কোতোয়ালী ০১৭১৩৩৭৩২৫৪, এসি চকবাজার ০১৭৬৯৬৯৪২২৩, ওসি কোতোয়ালী ০১৭১৩৩৭৩২৫৬, ওসি বাকলিয়া ০১৭১৩৩৭৩২৬১, ওসি চকবাজার ০১৭৬৯৬৯০০৬৪, ওসি সদরঘাট ০১৭৬৯৬৯০০৬৫।

    কথা দিচ্ছি, আপনার সামাজিক মর্যাদা রক্ষার দায়িত্বও আমাদের। এই সহযোগিতার কথা কেউই জানবেনা। মানুষ সন্দেহ করবে এমন বিশেষ কোন ব্যাগও ব্যবহার করা হবে না।
    ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আস্থা রাখুন পুলিশে।

    ২৪ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • করোনা : লকডাউনে গৃহবন্দি নায়িকা হিনা খান ক্লান্ত, কান্না ভাইরাল

    করোনা : লকডাউনে গৃহবন্দি নায়িকা হিনা খান ক্লান্ত, কান্না ভাইরাল

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমনরোধে বিশ্বের অধিকাংশ দেশেই চলছে লকডাউন। অন্যান্য সকলের ন্যায় গৃহবন্দি হয়ে পড়েছে সেলিব্রেটিরাও।

    তবে গৃহবন্দি থেকেও যার যার অবস্থান থেকে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভক্তদের সাথে তাদের নিজেদের দৈনন্দিন কার্যকলাপ ভাগাভাগি করে নিচ্ছেন।

    কেউবা দিচ্ছেন মজার খবর আর কেউবা শেয়ার করছের কষ্টের কথা। এবার তেমনই এক কষ্টের কথা নিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী হিনা খান।

    তিনি জানিয়েছেন, করোনা সঙ্কটে কাজের বুয়া ছুটিতে থাকায় এবং বাইরের সকল কাজ বন্ধ হওয়ায় গৃহবন্দি মেয়েকে দিয়ে ঘরের কাজ করাচ্ছেন তার মা। তার মায়ের সকল কাজের সহযোগী হিসেবে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন অভিনেত্রী।

    সম্প্রতি মজার একটি ভিডিও পোস্ট করছেন হিনা। সেখানে দেখা যাচ্ছে ঘরের ডোরম্যাট ধুতে গিয়েই একেবারে নাজেহাল তিনি। চোখের জল, নাকের জল মিশে একাকার!

    লকডাউন অবস্থায় ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্না, বাসন মাজা সবই করছেন। আর ডোরম্যাট পরিষ্কার করতে গিয়ে কান্নারত নায়িকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই সেটি ভাইরাল হয়েছে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • করোনা : মৃতের সংখ্যা বিশ্বে ৪৫ হাজার,ইউরোপে ৩০ হাজার ছাড়িয়েছে

    করোনা : মৃতের সংখ্যা বিশ্বে ৪৫ হাজার,ইউরোপে ৩০ হাজার ছাড়িয়েছে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে পুরো বিশ্বজুড়ে। এর মধ্যে শুধুমাত্র ইউরোপেই ৩০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। 

    মঙ্গলবার রাত পর্যন্ত মোট আক্রান্তের খবর পাওয়া গেছে ৯ লাখ ৩ হাজার ৫৬০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ২৪১ জন। আর মারা গেছেন ৩ হাজার ১৮ জন। এপ্রিলের প্রথম দিন পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪৫ হাজার ২৪৫ জনের।

    শুধুমাত্র স্পেন ও ইটালিতেই মারা গেছে মোট ২২ হাজারের বেশি মানুষ।

    চীন ও ইরানের পর করোনাভাইরাস মূল আঘাতটি হানে ইতালিতে। ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৭২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে। তবে নতুন আক্রান্তের হার কিছুটা কমেছে।

    অন্যদিকে করোনা ভাইরাসের কেন্দ্র এখন ইতালি থেকে সরে ক্রমশ স্পেনের দিকে যাচ্ছে। স্পেন এখন বিশ্বের তৃতীয় দেশ যেখানে এক লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

    জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস আপডেট বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃতের সংখ্যা বেড়েই চলছে। ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯ হাজার ৫৩ জন। আক্রান্তের সংখ্যা এক লাখ দুই হাজার ১৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরছেন ২২ হাজার ৬৪৭ জন।

    এদিকে করোনা রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট ২ লাখ ২৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে যোগ হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪১ জন।

    ইউরোপের দেশ যুক্তরাজ্যেও ব্যাপকহারে বাড়ছে করোনায় মৃত্যু। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৬৩ জন। সব মিলয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫২ জনের। ব্রিটেনে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৪৭৪ জন।

    তবে করোনার প্রথম শনাক্ত হওয়া দেশ চীনে মৃতের সংখ্যা একেবারেই কমে এসেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭ জন। সব মিলিয়ে ৩ হাজার ৩১২ জন।

    ২৪ ঘণ্টা/আরএসপি

  • বিআইডিআইডি হাসপাতালে করোনা শনাক্তের একহাজার কিট হস্তান্তর করলেন নওফেল

    বিআইডিআইডি হাসপাতালে করোনা শনাক্তের একহাজার কিট হস্তান্তর করলেন নওফেল

    ২৪ ঘন্টা ডট নিউজ। কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : করোনা শনাক্ত করণ ১ হাজার কিট নিয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে যান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    আজ ৩০ মার্চ সোমবার বিকাল সাড়ে ৫ টার সময় নয়শ সরকারী ও একশত ব্যক্তিগত করোনা ভাইরাস শনাক্তকরণ কিট নিয়ে গাড়ি যোগে তিনি ঢাকা থেকে সরাসরি ফৌজদার হাট বিআইটিআইডি হাসপাতালে আসেন।

    সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন আইইডিসির পক্ষ থেকে পাঠানো কিটগুলো বিশেষ যত্নসহকারে নিয়ে তিনি সড়ক পথে রওনা দেন। নওফেল সরকারী নয়শত কিট ছাড়াও তিনি ব্যাক্তিগত পক্ষ থেকে একশত কিট, একশত পিপিই, একহাজার মাস্ক, আড়াইশত পিস মাথার ক্যাপ হাসপাতালে হস্তান্তর করেন।

    ব্যারিস্টার নওফেল বলেন, এই মুহুর্তে যানবাহন চলাচলে বাধা নিষেধের মধ্যে কিটগুলো যথাসময়ে নিরাপদে পৌঁছানো দরকার। তাই আমাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। আমি ফৌজদারহাট বিআইটিআইডিতে পৌঁছে দিয়েছি।

    সরকার যেকোন মোকাবেলায় প্রস্তুত জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার নির্দেশে আমরা সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। করোনাভাইরাস মোকাবেলায় কিট, পিপিইসহ সবধরণের চিকিৎসা সামগ্রী মজুদ রাখা হয়েছে। এছাড়া দেশে কোন প্রকার খাদ্য সংকট নেই। সবাই করোনা মোকাবেলায় সচেতনতা মেনে চলতে হবে।করোনা শনাক্তের কিট নিয়ে হাসপাতালে নওফেল

    উল্লেখ্য, নানামুখী অনিশ্চয়তার মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গত মঙ্গলবার দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেকের সঙ্গে। তিনি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গেও কথা বলেন।

    নওফেলের এ উদ্যোগের ফলে প্রথম দফায় কিছু পরিমাণ কিট আসার পর গত বুধবার থেকে চট্টগ্রামে করোনা শনাক্তকরণ শুরু হয়। এবার দ্বিতীয় দফায় আরো একহাজার কিটের ব্যবস্থা হওয়ায় চট্টগ্রামে করোনা শনাক্তকরণের সুযোগ আরো বিস্তৃত হল।

    করোনা সামগ্রী হস্তাান্তর অনুুুষ্টানে অন্যান্যদের উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জেন সেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম সিটি করর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার, বিআইটিআইডি’র পরিচালক ডা. এম.এ হাসান, করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ডা. মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    ২৪ ঘন্টা/ আর এস পি