Tag: করোনা

  • করোনা : গরীব ও শ্রমজীবি ২ হাজার পরিবারে ত্রাণ পৌছে দিলেন চট্টগ্রাম জেলা পুলিশ

    করোনা : গরীব ও শ্রমজীবি ২ হাজার পরিবারে ত্রাণ পৌছে দিলেন চট্টগ্রাম জেলা পুলিশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারন করায় এর সংক্রমন প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে সরকার গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে।

    ঊন্ধ ঘোষণা করেছে দেশের সকল সরকারী/বেসরকারী অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। এমনকি গণপরিবহন চলাচলও রয়েছে বন্ধ। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে গরিব, দিন মজুর, নিম্ন আয় ও শ্রমজীবি মানুষ। তারা কর্মহীন হয়ে পড়ায় তাদের পরিবারের ভরন-পোষণ/আহার যোগাতে হিমশিম খাচ্ছে।

    তাদের কথা চিন্তা করে এসব পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণের উদ্দ্যেগ নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। আজ ৩০ মার্চ সোমবার থেকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়।

    প্রাথমিকভাবে জেলার ১৬টি থানা এলাকার অফিসার ইনচার্জ এর মাধ্যমে ২ হাজার পরিবারে মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ঢাল, ১ কেজি লবন সম্বলিত প্যাকেট বিতরন করা হয় আজ সোমবার।

    চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম এমরান ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্তি পুলিশ সুপার (সদর) মোঃ জাহাংগীর এসব ত্রাণ বিতরনে মনিটরিং করছে।

    এসব পুলিশ অফিসাররা জেলার বিভিন্ন থানা এলাকায় উপস্থিত থেকে সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জসহ গরিব ও অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

    করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে এ ধরনের ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • ৭২ ঘণ্টায় করোনামুক্ত চট্টগ্রাম

    ৭২ ঘণ্টায় করোনামুক্ত চট্টগ্রাম

    চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ৭২ ঘণ্টায় ৩০ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। এরমধ্যে ১৫টি নমুনা পরীক্ষা হয়েছে স্থানীয় ল্যাবে। সংশ্লিষ্টরা জানিয়েছে, প্রতি ৩ মিনিটে একটি করে ফোন পাচ্ছে BITID হটলাইন।

    চট্টগ্রামে বিদেশ ফেরত প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মানছেন কি-না তা তদারকি করতে জেলা প্রশাসক নিজেই আসেন নগরীর খুলশী এলাকায়। এসময় তিনি ইমিগ্রেশন বিভাগ থেকে পাওয়া তালিকা অনুযায়ী বাসায় বাসায় গিয়ে তাদের অবস্থান নিশ্চিত করেন।

    তিনি জানান, চট্টগ্রামের বিআইটিআইডি-তে পরীক্ষা করা ১৫ জনেরই করোনা ভাইরাস নেগেটিভ।

    চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, ‘বর্তমানে আমাদের এখানে কোনো আইসোলেশনে কেউ নেই। হোম কোয়ারেন্টাইনে আছেন ৯৪৭ জন। আমরা সেটাই নিশ্চিত করেছি।’

    গত ২৫ মার্চ প্রয়োজনীয় কিট এবং পিপিই আসার পর ২৬ মার্চ থেকেই করোনা শনাক্তে পরীক্ষা শুরু করে সীতাকুন্ডের ফৌজদারহাটে স্থাপিত বিআইটিআইডি পরীক্ষাগার।

    রোববার (২৯ মার্চ) দুপুর পর্যন্ত এখান থেকে সংগ্রহ করা হয়েছে ২০ জনের নমুনা। ১৫টির ফলাফল দেয়া হলেও ৫টি নমুনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

    চট্টগ্রাম বিআইটিডি উপ পরিচালক ও বিভাগীয় প্রধান ডা. মামুনুর রশীদ বলেন, কিট পাওয়ার পর থেকেই স্যাম্পল নিয়ে আমরা পরীক্ষা করছি।
    চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা ভাইরাস রোগী পাওয়া না গেলেও আইসোলেশন সেন্টার হিসাবে প্রস্তুত রাখা হয়েছে বিআইটিআইডিকে। এছাড়া মেডিকেলের ৪টি আইসিইউ রুম এবং পার্ক ভিও নামের একটি বেসরকারি ক্লিনিককে প্রস্তুত রাখা হয়েছে পরিস্থিতি মোকাবিলার জন্য।

  • করোনা : গৃহবন্দিদের ঘরেই চিকিৎসা দিবে উত্তর জেলা ছাত্রলীগের মেডিকেল টিম

    করোনা : গৃহবন্দিদের ঘরেই চিকিৎসা দিবে উত্তর জেলা ছাত্রলীগের মেডিকেল টিম

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাজীব প্রিন্স : প্রাণঘাতী করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনায় মানুষ আজ গৃহবন্দি। জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন হলে মিলছে না কোন চিকিৎসক। রোগীকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যও সচল নেই গণপরিবহণ।

    জাতির এমন ক্রান্তি লগ্নে গৃহবন্দি মানুষদের ঘরে ঘরে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌছে দেওয়ার উদ্দ্যেশে গঠিত হয়েছে কুইক রেসপন্স মেডিকেল টিম নামে চিকিৎসকদের একটি সংগঠন। এ সংগঠনের লক্ষ্য সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ও মোবাইল ফোনের সাহায্যে রোগীকে জরুরি মুহুর্তে নিজ ঘরেই চিকিৎসা সেবা পৌছে দেওয়া।

    জানা যায়, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে বর্তমানে দেশের বিভিন্ন জেলা উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসারত চট্টগ্রামের ৩৪ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত হয় এ চিকিৎসক টিম।করোনা কুইক রেসপন্স মেডিকেল টিম

    এ সংগঠনের চিকিৎসক ডা. এস এম তৌফিক হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বিশ্বের ক্রান্তিলগ্নে সামাজিক দায়বদ্ধতা থেকেই সাধারণ গৃহবন্দি মানুষকে চিকিৎসা সেবা ঘরে পৌছে দেওয়ায় এ সংগঠনের মূল লক্ষ্য। তিনি বলেন, আমরা শতভাগ প্রস্তুত আছি দেশের সংকট মুহুর্তেও দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য।

    তিনি বলেন, এ সংগঠনে ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেলসহ জেলা উপজেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত ৩৪ জন চিকিৎসক রয়েছে। ভবিষ্যতে চিকিৎসকের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে।

    সংগঠনটির ৩৪ জন চিকিৎসকের রোগীদের বিনামূল্যে সেবা প্রদানে যাবতীয় সব খরচ উত্তর জেলা ছাত্রলীগ বহন করবে বলে জানিয়েছেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় দেশের মানুষের চরম বিপর্যয়ের সময় সাহায্য সহযোগীতা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

    ইতিমধ্যে করোনা মোকাবেলায় উত্তর জেলা ছাত্রলীগের উদ্দ্যেগে দুঃস্থ অসহায় খেটে খাওয়া মানুষদের হাতে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্ল্যাপ্স ও বিভিন্ন প্রকার ওষুধ এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    এর পরে সংগঠনের সিনিয়র নেতাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ডিজিটাল সেবা হিসেবে দেশের বিভিন্ন জেলা উপজেলায় কর্মরত চট্টগ্রামের একঝাঁক চিকিৎসকদের একত্রিত করে কুইক রেসপন্স মেডিকেল টিম নামে একটি সেবামূলক সংগঠন হিসেবে তৈরি করা হয়।করোনা কুইক রেসপন্স মেডিকেল টিম

    চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আবহাওয়া পরিবর্তনের জন্যও অনেক সময় জ্বর সর্দি কাশির মতো সাধারণ রোগ হয়ে থাকে। এতে করোনা ভাইরাস আতঙ্কে আতংকিত না হয়ে তাদের অনলাইন চিকিৎসা সেবার মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিরাপদ ও নিশ্চিন্তে মানুষকে ঘরে রাখাটাই হবে ছাত্রলীগের প্রাপ্তি।

    উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ২৪ ঘন্টা ডট নিউজকে জানায়, এ সংগঠনের লক্ষ্য হলো করোনা মোকাবেলায় গৃহবন্দি মানুষরা যাতে ঘরে বসেই তাদের জরুরি মুহুর্ত্বে প্রাথমিক চিকিৎসা সেবা পাই।

    তিনি জানান জরুরি কোন অপারেশন কিংবা পেশাগত দায়িত্ব পালনে যদি কোন চিকিৎসক মোবাইল রিসিভ করতে না পারে সেক্ষেত্রে ম্যাসেজ করেও তার সমস্যার কথা জানিয়ে দিলে যথাসাধ্য চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন এ টিমের চিকিৎসকরা।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • চট্টগ্রামে ১৫ জনের নমুনা পরীক্ষায় করোনা’র অস্তিত্ব মেলেনি

    চট্টগ্রামে ১৫ জনের নমুনা পরীক্ষায় করোনা’র অস্তিত্ব মেলেনি

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজারে একজন মাত্র করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেলেও বন্দর নগরী চট্টগ্রামে এখনো কারো শরীরে মরণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টিনের আওতায়ও আনা হয়নি কাউকে।

    জানা যায়, ঢাকায় আইইডিসিআরের বাইরে একমাত্র বন্দর নগরী চট্টগ্রামেই প্রাণঘাতী এ ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালেই চলছে এ নমুনা পরীক্ষা।

    বিআইটিআইডি পরিচালক অধ্যাপক এম এ হাসান চৌধুরী জানিয়েছেন চট্টগ্রামে গত তিন দিনে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কারো শরীরে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি। ১৫ জনেরই রক্তের নমুনার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

    এদিকে বন্দর নগরী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টিনের আওতায় কাউকে আনা হয়নি। হোম কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যাও কমে এসেছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী মিয়া।

    তিনি বলেন, শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যা ছিলো ৯৫৮ জন। শনিবার (২৭ মার্চ) হোম কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হওয়ায় ১১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার ১৪ দিনের সময়সীমা শেষ হওয়ায় ১৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    ছাড়পত্র পাওয়া মোট ২৬ জনের মধ্যে কেউ করোনায় আক্রান্ত নয় জানিয়ে জেলা সিভিল সার্জন বলেন, বর্তমানে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা ৯৪৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশ ফেরত এবং হোম কোয়ারেন্টিনে থাকা সকলেই সুস্থ আছে বলে তিনি জানান।

    ২৪ ঘন্টা/রাজীব প্রিন্স

  • করোনা : ঘরের সামনেই সিএমপির ডোর টু ডোর শপ, গৃহবন্দি মানুষের ঘরে পৌছে দিচ্ছে বাজার

    করোনা : ঘরের সামনেই সিএমপির ডোর টু ডোর শপ, গৃহবন্দি মানুষের ঘরে পৌছে দিচ্ছে বাজার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ১০ দিনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর মরণঘাতী এ ভাইরাসের সংক্রমন থেকে প্রতিকারের লক্ষ্যে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে চট্টগ্রাম নগর জুড়ে মাঠে আছে সিএমপির সদস্যরা।

    শুধু ঘরে থাকা নয় এসব গৃহবন্দি মানুষদের প্রাত্যহিক চাহিদার অন্যতম খাদ্য, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে সকল সেবা দিতেও প্রস্তুত চট্টগ্রামের পুলিশ প্রশাসন। করোনা চট্টগ্রামের ঘরে ঘরে সিএমপির সেবা

    ইতিমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চালু করেছে ‘হোম সার্ভিস’ সেবা। যারা সরকারি বিধিনিষেধ মেনে হোম কোয়ারেন্টাইনে থাকছেন সিএমপির ১৬টি থানার পক্ষ থেকে তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী চাল, ডাল, তেল, চিনি ও ওষুধ ইত্যাদি বাসায় পৌঁছে দিচ্ছে পুলিশ। এসব কাজের সরাসরি তদারকি করছেন প্রতিটি জোনের উপ-পুলিশ কমিশনাররা।

    নিচে দেওয়া ১৬ থানার নাম্বারে যোগাযোগ করলে সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসাররা ফোন রিসিভ করে গৃহবন্দি মানুষদের অর্ডার নেবেন। খুব কম সময়ের মধ্যে পুলিশ সদস্যরা নাগরিকের প্রেরিত ঠিকানায় তাদের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

    জরুরি প্রয়োজনে নাগরিকরা চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা-০১৭৬৯৬৯৫৬৬৮, খুলশী থানা-০১৭৬৯৬৯৫৬৬৬, চান্দগাঁও থানা-০১৭৬৯৬৯৫৬৬৯, পাঁচলাইশ থানা-০১৭৬৯৬৯৫৬৭০, ডবলমুরিং থানা-০১৭৬৯৬৯৫৬৭১, হালিশহর থানা- ০১৭৬৯৬৯৫৬৭৩, পাহাড়তলী থানা-০১৭৬৯৬৯৫৬৭২, আকবরশাহ থানা-০১৭৬৯৬৯৫৬৭, বন্দর থানা- ০১৭৬৯০৫৮১৪৯, ইপিজেড থানা- ০১৭৬৯৬৯১১০৬, পতেঙ্গা থানা-০১৭৬৯০৫৮১৫০, কর্ণফুলী থানা-০১৭৬৯০৫৮১৫১, কোতোয়ালি থানা- ০১৭৬৯৬৯৫৬৬৫, বাকলিয়া থানা-০১৭৬৯৬৯৫৬৬৭, চকবাজার থানা-০১৭৬৯৬৯৫৬৭৯ ও সদরঘাট থানার ০১৭৬৯৬৯৫৬৮০ নাম্বার গুলোতে যোগাযোগ করে হোম সার্ভিস পাবেন।

    সিএমপি উত্তরের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক তথ্যটি নিশ্চিত করে বলেন, করোনায় সরকারিভাবে ১০ দিনের সাধারণ ছুটিতে গৃহবন্দি নগরবাসী। করোনার সংক্রমণ রোধে মানুষকে ঘরে রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশে নানা কৌশল গ্রহণ করছি। চালু করেছি ‘স্টে হোম’ কার্যক্রম।

    নগরীর ১৬টি থানায় যারা ঘর থেকে বের হচ্ছেন না, তাদের চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দিচ্ছে পুলিশ সদস্যরা। এক্ষেত্রে সেবাগ্রহীতাকে পণ্যের নিয়মিত মূল্য পরিশোধ করতে হবে।

    এদিকে নগরীর বেশ কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদের নিজস্ব উদ্দ্যেগে এলাকার গরীব অসহায় দুস্থ খেটে খাওয়া দিনমজুরের পরিবারে খাদ্যদ্রব্য ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

    ডোর টু ডোর শপ : অন্যদিকে গৃহবন্দি মানুষকে প্রয়োজনীয় সেবা প্রদানে ভিন্ন এক কৌশল অবলম্বন করে রীতিমতো আলোচনায় সিএমপি। গৃহবন্দি মানুষদের সুবিধার্থে সিএমপি শুরু করেছে ভ্রাম্যমাণ দোকান ডোর টু ডোর শপ।করোনা চট্টগ্রামের ঘরে ঘরে সিএমপির সেবা

    নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন চৌধুরী শনিবার সকাল থেকে হ্যান্ড মাইকে নিজেদের নতুন উদ্যোগের প্রচার করছিলেন।

    করোনার সংক্রমণ ঠেকাতে হ্যান্ড মাইকে মানুষকে ঘর থেকে বের না হতে পরামর্শ দিয়ে ওসি মহসীন বলেন, গৃহবন্দি মানুষের কথা মাথায় নিয়ে সিএমপি কমিশনার স্যারের নির্দেশে আমরা ব্যাতিক্রমী এ উদ্দ্যেগ নিয়েছি। নগরীর ১৬ থানার বিভিন্ন পাড়া মহল্লায় আপনাদের ঘরের সামনেই যাবে পুলিশের ভ্রাম্যমান দোকান ডোর টু ডোর শপ।

    তিনি বলেন, সিএমপির ০১৪০০০৪০০৪০০ এই নাম্বারে কল করলে ডোর টু ডোর শপ এর সেবা পাওয়া যাবে। নির্দ্দিষ্ট বাজার দরেই নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হবে এ শপে। তাছাড়া জরুরি চিকিৎসা সেবা পেতেও সিএমপির গাড়ি ব্যবহার করতে পারবেন সম্মানিত নাগরিকরা।

    ২৪ ঘন্টা/ রাজীব প্রিন্স..

  • আতঙ্কের ছাপ নেই, ফটিকছড়ির চায়ের দোকানে করোনা নিয়ে আড্ডাবাজি

    আতঙ্কের ছাপ নেই, ফটিকছড়ির চায়ের দোকানে করোনা নিয়ে আড্ডাবাজি

    ২৪ ঘন্টা ডট নিউজ। এম.জুনায়েদ, ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে মানুষের মধ্যে কোনো আতঙ্কের ছাপ পাওয়া না গেলেও দেখা মেলেছে উৎসবমুখর আমেজের।

    উপজেলার প্রধান প্রধান বাজার গুলো জনশূণ্য থাকলেও গ্রামের চায়ের দোকান গুলো যেন মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে দূর্যোগের এই মুহূর্তে।

    করোনা ভাইরাস মোকাবেলায় সরকার নানামুখি পদক্ষেপ গ্রহন করলেও ঘরে থাকছেনা এ উপজেলার সাধারন মানুষ। প্রয়োজনে অ-প্রয়োজনে জড়ো হচ্ছেন যত্রতত্র। হরহামেশা একসাথে গায়ের সাথে গাঁ মিলিয়ে বসে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে। অনেকে আবার দল বেঁধে কেনাকেটা করতে দেখা গেছে উপজেলার হাট বাজার গুলোতে।

    করোনাভাইরাসের সংক্রমণরোধে উপজেলার সকল চা স্টলে টিভি চালানো বন্ধ ও সর্ব সাধারণের আড্ডা দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

    ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা করোনা ভাইরাস সর্ম্পকে সাধারণ মানুষকে অবহিত করতে মাইকিং, লিফলেট ও স্যানেটাইজার বিতরন করে জনগনকে ঘরে থাকার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হলেও তা মানছেনা অনেকেই।

    সুযোগ পেলেই তারা জমায়েত হতে থাকেন দোকান কিংবা রেস্টুরেন্টে। ফলে যে কোন সময় করোনা ভাইরাসের মত মরণব্যাধী রোগটি মহামারি আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এই মুহুর্তে সবার বাড়িতে থাকাই সবচেয়ে জরুরী। অসাবধানতা আমাদের জন্য খুব ভয়ঙ্কর হতে পারে। প্রশাসনের এতো মনিটরিং এর পরও করোনার ভয়াবহতা বুঝতে না পারা দুঃখজনক। প্রয়োজনে এ ব্যাপারে প্রশাসন আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানান।

    ২৪ ঘন্টা/আর এসপি

  • করোনা : অসহায় গরীব দুঃস্থদের খাদ্যসামগ্রী দিচ্ছেন পতেঙ্গার ওসি উৎপল

    করোনা : অসহায় গরীব দুঃস্থদের খাদ্যসামগ্রী দিচ্ছেন পতেঙ্গার ওসি উৎপল

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমনরোধে সরকারিভাবে ১০ দিনের সাধারণ ছুটিতে পুরো চট্টগ্রাম নগর এখন ফাঁকা। ফলে চরম বিপর্যস্থ হয়ে পড়েছে নগরীর অসহায়, গরীব দুঃস্থ ও খেটে খাওয়া দিনমজুররা।

    তাদের নিয়ে অনেকেই ভাবছে। কেউ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য স্যোসাল সাইটে শুধুমাত্র টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে ভাবছে আবার অসহায় কয়েকটি পরিবারের মাঝে ত্রাণ, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছে সামাজিক দু একটি সংগঠন।

    তেমনি মানব জীবন মানবিক হউক স্লোগান বুকে ধারণ করে নগরীর পতেঙ্গার বিভিন্ন এলাকার গরীব অসহায় দুঃখী ও খেটে খাওয়া দিনমজুর পরিবারগুলোর পাশে দাড়িয়েছে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উৎপল বড়ুয়া ও তার টিম।

    গতকাল ২৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গা থানা মাইজপাড়া, পূর্ব কাটগড়সহ আশপাশ এলাকায় অসহায় দরিদ্র ও বস্তিবাসীর মাঝে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেন সিএমপির পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া। তাদের প্রত্যেককে চাল ও ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য তুলে দেন তিনি।

    করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি তার সাধ্যমতো তার থানা এলাকার অসহায় গরীব দিনমজুরদের খাদ্য,ওষুধ ও নিরাপত্তা প্রদানে সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছেন ওসি।

    তাছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে মুক্ত রেখে পরিবার ও সমাজকে বাঁচানোর আহ্বান জানিয়ে ওসি উৎপল বড়ুয়া বলেন, বাসায় থাকুন, সুস্হ থাকুন, নিরাপদ থাকুন।

    একই দিন রাত ১০টা ১০ মিনিটে ওসি তার ফেসবুক পেইজের টাইমলাইনে পতেঙ্গাবাসীর উদ্যোশে একটি স্ট্যাটাস দেন।করোনা পতেঙ্গা থানা পুলিশ

    সেখানে তিনি উল্লেখ করেন পতেঙ্গা এলাকার গরীব, অসহায়,দুস্থ এবং বয়োবৃদ্ধ, যাদের জরুরী প্রয়োজন মিটানোর সাধ্য নেই তাদের প্রতি অনুরোধ বিশেষ করে আপনাদের খাবার সংকট বা ঔষধের সংকটে থাকলে যোগাযোগের জন্য ওসির অফিসিয়াল নাম্বার, থানার কর্তব্যরত অফিসারের নাম্বার এবং থানার টিএন্ডটি নাম্বারটিও উল্লেখ করে দেন।

    বলা হয় টীম পতেঙ্গা থানা পৌছে যাবে আপনার বাসায়। মানব জীবন মানবিক হউক …. স্ট্যাটাসে যোগাযোগের জন্য ওসি, পতেঙ্গা মডেল থানা, সিএমপি : ০১৭১৩-৩৭৩২৭০, থানার কর্তব্যরত অফিসার নাম্বার ০১৭৬৯-৬৯৫৬৭৫ এবং থানার টিএন্ডটি নাম্বার ০৩১-২৫০০০২৬ দেওয়া হয়।

    ২৪ ঘন্টা/রাজীব প্রিন্স

  • করোনা বিদ্ধ সময় : খালেদা মুক্ত, ইতিহাস গড়লেন মুজিবকন্যা-রিয়াজ হায়দার

    করোনা বিদ্ধ সময় : খালেদা মুক্ত, ইতিহাস গড়লেন মুজিবকন্যা-রিয়াজ হায়দার

    ২৪ ঘন্টা ডট নিউজ। রিয়াজ হায়দার চৌধুরী : সারা বিশ্বের আতঙ্ক-যন্ত্রণা-উদ্বেগের রঙ হয়ে গেল এক’ই। পারমাণবিক কিংবা আগ্নেয়াস্ত্রের কোন যুদ্ধ নয়, রাষ্ট্র থেকে রাষ্ট্রে অণুজীবের যুদ্ধ চালাচ্ছে যেন প্রকৃতি। তাই বিশ্ববাসীর অভিন্ন শত্রুতে পরিণত হলো কভিড-১৯ বা করোনা ভাইরাস ।

    প্রিন্স চার্লস আক্রান্ত। রানী দ্বিতীয় এলিজাবেথ প্রাসাদ ছেড়েছেন । ইতালিতে হাজারে-হাজারে মরছে। ফ্রান্স, স্পেন কিংবা ইউরোপ জুড়ে বা ইরান কিংবা মধ্যপ্রাচ্য অথবা মার্কিন মুলুকের অবস্থা তথৈবচ। প্রকৃতির ভাষাও যেন পাল্টে যাচ্ছে। জীবজন্তুর আচরণেও অসংলগ্নতা স্পষ্ট হচ্ছে । বসন্তের সবুজ যেন ম্লান। মধ্যন্হে ঝাঁক বেঁধে টিয়া পাখির ওড়াউড়ি নজিরবিহীন।

    এই গরমেও মধ্যরাতে কোথাও কোথাও ডাকছে শেয়াল। থেমে থেমে রাতের নৈঃশব্দে চিরচেনা কুকুরের ডাক বন্ধ হয়ে গেছে। রাত্রিতে বিড়ালের পায়চারি নেই বললেই চলে। বাংলাদেশ কিংবা বিশ্ব মানচিত্রে বদলে যাচ্ছে অনেক কিছুই। প্রতিবেশী ভারতে মোদি বললেন, ২১ দিন বাড়ির বাইরে যেতেই পারবে না কেউ।

    বাধ্যতামূলক ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে মোদি জি’র হুংকার শুধু নয়, মধ্যপ্রাচ্য ইউরোপ কিংবা পাশ্চাত্যের ভাষাও কঠোর। বাংলাদেশের অবস্থা কী আরো ভয়াবহ হতে চলছে? দশদিন সরকারি ছুটি পেয়ে ঢাকা,চট্টগ্রাম সহ বিভিন্ন বিভাগ ও জেলা শহর থেকে লঞ্চে ট্রেনে বাসে;গণপরিবহনে গ্রামে ফেরার যে অপরিণামদর্শিতার ছবি ভাইরাল হল সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাতে স্পষ্ট’ই বুঝা যায় মানুষ উপলব্ধি করতে পারছে না যে, করোনা ভাইরাস ঠিক কী রকমভাবে ছোঁয়াচে !

    গণমাধ্যমে এসব নিয়ে সমালোচনার ঝড় বইছে। এমন ঘরে ফেরাকে ‘আত্মঘাতী’ বলছেন , টকশোতে চায়ের পেয়ালায় উঠেছে ঝড়। তবে আমরা কি দেশের মানুষকে বুঝাতে ব্যার্থ হয়েছি? এর দায় নেবে কে ? এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েই সবাইকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন, ঠিক সেদিন’ই সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তিতে দলটির নেতাকর্মীরা রাস্তায় হুমড়ি খেয়ে পড়লেন।

    ২বছর ১মাস ১৬ দিন সাজা কেটে বেগম খালেদা জিয়া শর্তসাপেক্ষে মুক্ত হলেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুগ্রহে। এতিমখানা ও দাতব্য সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত বেগম জিয়ার কারাবন্দি সময়ে বিএনপি দফায় দফায় আন্দোলন করলেও কোন সুফল মেলেনি।

    করোনায় সৃষ্ট সঙ্কট মুহূর্তে শেষ পর্যন্ত তার ভাই সাঈদ ইস্কান্দারের আবেদনের পর বোন ও বোনজামাই দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। বয়স বিবেচনায় মানবিক দিক চিন্তা করে মুক্তির সিদ্ধান্ত দেন বঙ্গবন্ধু কন্যা।

    করোনা ঝুঁকি সত্ত্বেও বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল থেকে শুরু করে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত দলে দলে মিছিল করে হুমড়ি খেয়ে কর্মীসমর্থকরা বেগম জিয়ার জন্য তৈরি করলেন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। এনিয়ে খোদ বিএনপিতে প্রশ্ন উঠেছে, যারা এমন হুমড়ি খেলেন, একাধিক শীর্ষ নেতা বলছেন, তাঁরা মোটেও ভালো চাননি।

    গণস্বাস্থ্যের ডাঃ জাফরুল্লাহ অবশ্য বললেন, এক্ষেত্রে সরকার দায় এড়াতে পারে না। সরকার কঠোরভাবে সামাজিক দূরত্বটি নিশ্চিত করতে পারতেন। কঠোরভাবে দূরত্ব বজায় রাখা উচিত। বন্দীদশা শেষে মুক্তির বিষয়টি বিএনপির দায়িত্বশীল শীর্ষ নেতারা তাৎক্ষণিক সরকারকে প্রশংসা না করলেও বিলম্বে হলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ কেউ কেউ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস স্বীকার করেই বলেছেন, ‘এখানে আমাদের কোন কৃতিত্ব নেই, ম্যাডামের পরিবারের সদস্যদের কৃতিত্ব ছাড়া।’ করোনার বৈশ্বিক পরিস্থিতিতে দন্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তিতে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশটি যে মানবিক, একথা বলার অপেক্ষা রাখে না। তবুও এ নিয়ে চলতি মারি ও মড়কের দিনে রাজনৈতিক আলোচনা হতেই পারে।

    সবছাপিয়ে এ কথায় সত্য যে, বাংলাদেশ জন্মের পরের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী কিংবা সরকারপ্রধানের মানবিকতার ক্ষেত্রে এটি অনন্য নজির। শুধু তাই নয়, ২১ আগস্ট গ্রেনেড হামলায় রাজপথেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলার সাক্ষ্যপর্বে যেখানে সাফ করেই সাক্ষীরা ঘটনাটির জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়ার দিকেই অভিযুগের আঙুল তুলেছিলেন, সেই অভিযুক্তকেই মুক্তি দিয়ে নেতৃত্বের উদারতা ও মহানুভবতার পরিচয় দিলেন বর্তমান প্রধানমন্ত্রী।

    সমকালীন বিশ্ব ইতিহাসেও সমুজ্জল। তবে যে দেশে জাতির পিতার মর্মান্তিক বিয়োগের দিনে জন্মদিন পালনের বিতর্কিত রেওয়াজ প্রচলিত, সে দেশে দিবস উদযাপনের প্রতিযোগিতার ভীড়ে এই ‘কারামুক্তি দিবস’টি বেগম জিয়া ও বিএনপি’র জন্য হবে বড়ই অস্বস্তির ।

    কেননা, স্বাধীনতা দিবসের ঠিক আগের এই দিনে ২৫ মার্চের কালরাত্রির দুঃসহ স্মৃতিই বাঙালি বয়ে বেড়াবে অনাদিকাল, প্রজন্ম থেকে প্রজন্মে। ঠিক এক’ই দিনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে করোনার বিরুদ্ধে একাত্তরের মতো ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করলেন।

    তিনি বললেন, ‘ঘরে বসেই এ যুদ্ধ জয় করুন। মাত্র ১৪ দিন আলাদা থাকুন। নিজের ও নিজের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের নিরাপদ রাখুন। দুর্যোগের সময় মনুষ্যত্বের পরীক্ষা হয়। মজুদদারদারদের সতর্কবার্তা, ৫হাজার কোটি টাকার ‘বিশেষ প্রণোদনা প্যাকেজ’ ঘোষণা করে প্রধানমন্ত্রী চলতি দুর্যোগে কার্যত একটি ‘জাতীয় ঐক্য’ গড়ে তোলার আহ্বান জানান। মনোবল অটুট রাখা, নির্দেশনা পালনের জন্যও বলেন ।

    প্রসঙ্গক্রমে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জনতার যে যুদ্ধ, সেই যুদ্ধজয়ের কথাটিও মনে করিয়ে দিলেন। তিনি আশ্বস্ত করে বলেছেন, ‘দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে ‘সরবরাহ চেইন’ অব্যাহত রয়েছে। অযৌক্তিকভাবে দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধি করবেন না । অতিরিক্ত কোনো ভোগ্য পণ্য কিনবেন না। মজুদ করবেন না।

    প্রধানমন্ত্রীর এমন দৃঢ় ঘোষণার বিপরীতে পাড়ার মুদি দোকানেও ‘পেনিক বাই’ এর প্রভাব। খাদ্যপণ্যের আকাল পরিস্থিতি তৈরি করছেন কিছু লোভাতুর মজুদদার-স্বার্থান্ধ মানুষ। এপরিস্থিতিতে বঙ্গবন্ধুর একটি বক্তৃতার কথা মনে পড়ে খুব। লোভি চক্র ও মজুদদার, লুটেরা শ্রেণীর অপতৎপরতারদের বিরুদ্ধে বঙ্গবন্ধু চট্টগ্রামের মিলিটারি একাডেমিতে একটি অনুষ্ঠানে বক্তব্যকালে স্পষ্টই বলেন, বাংলার দুঃখী মানুষের জীবনকে ওরা অতিষ্ঠ করে তুলেছে।

    মজুতদার ঘুষখোর চোরাকারবারিদের তিন বছর ধরে আমি কঠোর বার্তা দিয়েছি। আমি শপথ করেছি, ওদের নির্মূল করবো। আপনারাও শপথ করুন ।

    পুনশ্চ: এই বৈশ্বিক মানবিক বিপর্যয়ের মধ্যেও আশাবাদ জাগায় কক্সবাজারের সহযোদ্ধা সাংবাদিক আহমেদ গিয়াসের তথ্য। গিয়াস জানালেন একজন সাফিয়ার কথা। একজন রত্নগর্ভা মা’র কন্যা সাফিয়া। মা কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী। মা’র এমন দুর্দিনে ভয়ে পালাচ্ছেন সবাই। আত্মীয়স্বজন-চিকিৎসক-নার্স, এমনকি হাসপাতালের অন্য রোগীরাও আতংকগ্রস্ত।

    রোগী হাসপাতাল ছেড়েও পালিয়েছেন। জরুরী বিভাগেও কমেছে রোগী। কিন্তু এমন পরিস্থিতিতে মায়ের পাশে আছেন মাত্র একজন। মেয়ে সাফিয়া। মানুষের সাথে প্রকৃতির এই যুদ্ধে মানবতার অবিচল দুঃসাহসী সাফিয়াদের এখন বড় বেশি প্রয়োজন।

    (লেখক: সহ-সভাপতি, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও সাধারণ সম্পাদক, পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম) 

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • করোনা ভাইরাস আক্রান্তে শীর্ষে যুক্তরাষ্ট্র, বিশ্বে ২৪ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

    করোনা ভাইরাস আক্রান্তে শীর্ষে যুক্তরাষ্ট্র, বিশ্বে ২৪ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

    ২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা পুরো বিশ্বকেই এখন গ্রাস করে নিচ্ছে। দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা।

    মরণঘাতী এ ভাইরাসে আক্রান্তের দিক থেকে উতপত্তিস্থল চীন ও মৃতের সংখ্যায় শীর্ষে থাকা ইতালিকেও ছাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উঠে এসেছে এখন শীর্ষে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ১৫ হাজার ৪৬১ জন।

    এ নিয়ে দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ১১৩ জন, যা গোটা বিশ্বের মধ্যেই সর্বোচ্চ। হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ১৮২ জন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯ জন।

    দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৮০ হাজারের বেশি। এদের মধ্যে অন্তত ২ হাজার ১১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের প্রায় অর্ধেকই নিউ ইয়র্কে। অঙ্গরাজ্যটি প্রায় ৪০ হাজার মানুষের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়েছে।

    আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে চীন। করোনার উৎস দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের খবর পাওয়া যায়নি। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২৮৫ জনই রয়েছে, আর মৃতের সংখ্যা ৩ হাজার ২৮৭ জন।

    করোনা মহামারিতে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২১৫ জনে। একদিনে নতুন আক্রান্ত ৬ হাজার ১৫৩ জন, মোট ভুক্তভোগী ৮০ হাজার ৫৮৯ জন।

    পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাসটি। ইতোমধ্যে করোনা কেড়ে নিয়েছে ২৪ হাজারেরও বেশি মানুষের প্রাণ। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখেরও বেশি।

    শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, সারাবিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২৪ হাজার ৮৩ জনের। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ১৫০ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৪ হাজার ৩২৬ জন।

    এ মুহূর্তে সারাবিশ্বে আক্রান্ত অবস্থায় আছেন ৩ লাখ ৮৩ হাজার ৭৪১ জন, যাদের মধ্যে ১৯ হাজার ৩৫৭ জনের অবস্থা গুরুতর। বাকি ৩ লাখ ৬৪ হাজার ৩৮৪ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। এখন পর্যন্ত করোনায় ১৬ শতাংশ মানুষের মৃত্যু ঘটেছে, সুস্থ হয়েছেন ৮৪ শতাংশ মানুষ।

    ২৪ ঘন্টা/ রাজীব প্রিন্স

  • ফটিকছড়িতে হঠাৎ ‘করোনা মুক্তি’র আজান

    ফটিকছড়িতে হঠাৎ ‘করোনা মুক্তি’র আজান

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির পুরো উপজেলায় ২৬ মার্চ বৃহস্পতিবার রাত ১০টায় হটাৎ আজানের মধুর ধ্বনিতে কম্পিত হলো। রাতের এ আজান দেওয়া হয় করোনা মহামারি থেকে ‘মুক্তি’র আশায়।

    এ আজান বিভিন্ন মসজিদ ছাড়াও ঘরে ঘরেও দেওয়া হয়। চট্টগ্রামের অনেক জায়গাতেই আজান দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাত ১০ টা থেকে আযান দেওয়া শুরু হলে কৌতুহোলি লোকজন এত রাতে আজান দেওয়ার কারণ জানতে সংবাদকর্মীদের ফোন দেয়া শুরু করেন ।

    এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মুখপাত্র মোছাহেব উদ্দিন বকতিয়ার বলেন, ‘আযান দেওয়া ভালো। বলা মসিবত থেকে রক্ষার জন্য ইসলামে আজান দেওয়ার বিধান রয়েছে। আজকে রাতে সব জায়গায় আজান হয়েছে আমিও শুনেছি। তবে সেটি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিদ্ধান্ত ছিল না। এটি ফেসবুকের মাধ্যমে ছড়ানো হয়েছে।

    ভুজপুর আবু বক্কর ছিদ্দিক মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা নিজাম উদ্দীন বলেন, আযান দেয়া ভাল কাজ। রাত ১০টায় এভাবে হটাৎ আজান দিয়ে জনমনে আতংক সৃষ্টি করা শরিয়ত সম্মত নয়।

    ২৪ ঘন্টা/ এম জুনায়েদ/ আর এস পি

  • করোনা শনাক্তের কিট এলো চট্টগ্রাম : থমথমে বন্দর নগরীতে সেনাবাহিনীর টহল

    করোনা শনাক্তের কিট এলো চট্টগ্রাম : থমথমে বন্দর নগরীতে সেনাবাহিনীর টহল

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমনের শংকায় থমথমে অবস্থা বন্দর নগরী চট্টগ্রামে। সড়কে যানবাহন ও মানুষ খুবই কম। গনপরিবহন চলছে না। দোকানপাট বন্ধ। শুধুমাত্র পণ্যবাহী ট্রাক কাভার্ডভ্যানই দেখা যাচ্ছে সড়কে।

    তাছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবসের এই দিনটি এবার পালিত হয়েছে ব্যাতিক্রমভাবে। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারটিতে একদম ছিলো না কোন আয়োজন। অন্যান্য বছরের মতো এবছর ভোর থেকে শহীদ মিনারমুখী জনস্রোত দেখা যায়নি, ছিলো না কোন জনকোলাহল। করোনা ভাইরাস ফাঁকা চট্টগ্রাম সেনাবাহিনীর টহল

    তবে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পেশাগত দায়িত্ব পালনে মঠে আছে সংবাদ কর্মীরাও। রাস্তায় অব্যাহত আছে সেনা টহল। গত বুধবারের মত বৃহস্পতিবারও সকাল থেকে প্রশাসনের সঙ্গে মাঠে নেমে শহরের সড়ক, অলি-গলিতে সচেতনতা মূলক মাইকিং এবং সিভিল প্রশাসনের কাজে সহায়তা করছেন তারা। করোনা ভাইরাস ফাঁকা চট্টগ্রাম সেনাবাহিনীর মাইকিং

    করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সবাইকে বাসায় থাকার আহ্বান জানাচ্ছে প্রশাসন। তাছাড়া হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ অমান্য করে কোন বিদেশ ফেরত প্রবাসী যাতে ঘরের বাইরে বের না হয়, তা নিশ্চিত করছেন সেনা সদস্যরা।

    বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকাগুলো ঘুরে দেখা যায়, বেশিরভাগ সড়কই ছিল ফাঁকা। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত সব বন্ধ। ট্রেন ও বাস সার্ভিস বন্ধ থাকায় নগরজুড়ে বিরাজ করছে নীরবতা। করোনা ভাইরাস ফাঁকা চট্টগ্রাম

    নগরীর সড়কগুলোতেও গুটি কয়েক রিক্সা, ব্যাক্তিগত পরিবহণ ও ট্রাক চলাচল করতে দেখা গেছে। সড়কের পাশে কোথাও কোথাও দু একটি ওষুধের দোকান ও মুদির দোকান এবং হাটবাজারে নিত্যপণ্যের কিছু দোকান খোলা থাকলেও ক্রেতা নেই বললেই চলে। অত্যন্ত জরুরি কোন কাজ ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। করোনা ভাইরাস ফাঁকা চট্টগ্রাম বন্ধ দোকান পাট

    কোনো জায়গায় অধিক লোক জড়ো হতে দেখেলে প্রশাসন তাদেও বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিচ্ছে। তাছাড়া জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মাইকিং করছে প্রশাসন।

    চট্টগ্রামের করোনা আপডেট : চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রাম জেলায় এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়নি কাউকে। বর্তমানে চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৯৬৩ জন বিদেশফেরত মানুষ।

    এরমধ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) ২ জনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তাঁদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়নি।

    এদিকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রিপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর পরিচালক ডা. মো. আবুল হাসান জানান, বুধবার করোনা শনাক্তের কিট আসার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা শনাক্তে চট্টগ্রাম থেকে মোট ১৫ জনের নমুনা ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হয়েছে জানালেও কি পরিমাণ কিট এসেছে তা নিশ্চিত করে তিনি জানাতে পারেনি।

    ২৪ ঘন্টা/রাজীব সেন প্রিন্স

  • করোনা ভাইরাসে নিস্তব্ধ ফটিকছড়ি : মাঠে সেনাবাহিনী

    করোনা ভাইরাসে নিস্তব্ধ ফটিকছড়ি : মাঠে সেনাবাহিনী

    ২৪ ঘন্টা ডট নিউজ। এম.জুনায়েদ,ফটিকছড়ি : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ থেকে শুরু হলো ১০ দিনের বাধ্যতামূলক ছুটি। করোনা ভাইরাস বিস্তার রোধে জনসমাগম এড়াতে চট্টগ্রামের ফটিকছড়িতে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের বিবিরহাট বাজারের সকল মার্কেট বন্ধ রয়েছে। শুধু ওষুধের দোকান, মুদি দোকান, কাঁচাবাজারের দোকান ছাড়া বাকী সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

    ২৫ মার্চ বুধবার রাত ৮টা থেকে উপজেলার দোকানপাট বন্ধ রাখা হয়েছে। কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও সেনাবহিনীর টিম অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয়।

    এছাড়া সকাল থেকে হাতেগুনা কয়েকটি লোকাল সিএনজি ছাড়া বড় কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এতে পুরো উপজেলা নিস্তব্ধ হয়ে পড়েছে।

    অন্যদিকে প্রশাসনকে সহায়তা দিতে মাঠে নেমেছেন সেনাবাহিনী। হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা তা মানছেন কি না, তা তদারকি করছে সেনাবাহিনীর টিম। তাদের সঙ্গে কাজ করছেন পুলিশ সদস্যরাও। লোকজনকে অযথা বাইরে ঘোরাঘুরি বন্ধ করে ঘরে থাকার আহ্বান করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

    উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ি উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দোকান ছাড়া বাকি সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    ২৪ ঘন্টা/ আর এস পি