Tag: করোনা

  • করোনা দুর্যোগ মোকাবিলায় চবি অফিসার সমিতির একদিনের বেতন দান

    করোনা দুর্যোগ মোকাবিলায় চবি অফিসার সমিতির একদিনের বেতন দান

    ২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বাদ নেই বাংলাদেশও। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় এক দিনের বেতনের অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।

    বুধবার (২৫ মার্চ) অফিসার সমিতির কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্য, রেজিস্ট্রার এবং হিসাব নিয়ামক বরাবর চিঠি দেন তারা।

    বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী বলেন, আমরা অফিসার সমিতি সবসময় গণমানুষের পক্ষে কাজ করি। মানবিক দিক বিবেচনা করে সর্বপ্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সকল সদস্য এ বিষয়ে এগিয়ে আসবে এ বিশ্বাসকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ হওয়ার আগেই আজকে সকালে কার্যকরী কমিটির সভা আহবান করি।

    সভায় সকল নেত্রীবৃন্দ সর্বসম্মতভাবে এ সিদ্ধান্তে উপনিত হয় তারা ভবিষ্যত দুর্যোগ মোকাবেলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তহবিল গঠনে সহযোগিতা করতে ইচ্ছুক।

    তিনি আরও বলেন, এ ব্যাপারে কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা রেজিস্ট্রার মহোদয়কে লিখিতভাবে জানিয়েছি। সদয় অবগতির জন্য চিঠির অনুলিপি দিয়েছি উপাচার্য মহোদয়কে।

    আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সমিতি বিশেষ করে শিক্ষক সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন এগিয়ে আসবে।

    ২৪ ঘন্টা/মেহেদি হাসান/আর এস পি

  • করোনা : আতঙ্কিত না হয়ে জনসচেতন হওয়ার আহবান

    করোনা : আতঙ্কিত না হয়ে জনসচেতন হওয়ার আহবান

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসে গৃহবন্দী হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও জনসচেতনতায় মাস্ক বিতরণ করা হয়েছে।

    ২৫ মার্চ বুধবার সকালে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডে, রাউজান দলিলাবাদ ও সদর মুন্সিরঘাটাস্থ সিএনজি চালকসহ শতাধিক পরিবারের মাঝে এসব পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

    রাউজানে মরহুম শফিকুল ইসলাম চৌধুরী ফাউন্ডেশনে উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন রাউজান সালামত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী রানা।

    সাইফুল ইসলাম চৌধুরী রানা বলেন, সুস্থ-সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে সবধানতা অবলম্ব করে চলাফেরা করলে করোনাভাইরাসে থেকে মুক্তি পাওয়ার সম্ভব।

    বাড়ি থেকে বের হওয়ার সময় মুখে মাস্ক ব্যবহার করুণ।করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে আতঙ্কিত না হয়ে জনসচেতন হওয়ার আহবান জানান তিনি।

    ২৪ ঘন্টা/নুর মোহাম্মদ রানা

  • করোনা : বিশ্বব্যাপী আক্রান্ত পৌণে ৪ লাখ, মৃত ১৬৫১৪ আশংকাজন ১২ হাজার

    করোনা : বিশ্বব্যাপী আক্রান্ত পৌণে ৪ লাখ, মৃত ১৬৫১৪ আশংকাজন ১২ হাজার

    ২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী ৩ লাখ ৭৮ হাজার ৮৫৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৫১৪ জন।

    তাছাড়া আক্রান্তদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ২১৪ জনের অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসাধিন ১২ হাজার ৬২ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। তবে আশার কথা হলো এ রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১ লাখ ২ হাজার ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    করোনা ভাইরাসের বিশ্ব পরিস্থিতি নিয়ে পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারস থেকে তথ্যটি জানা যায়।

    ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি লোক মারা গেছেন ইতালিতে। অতচ করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীন। ইতালিতে মৃতের সংখ্যা ৬ হাজার ৭৭ জনে দাড়িয়েছে। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৯২৭ জনের শরীরে।

    উৎপত্তিস্থল চীনে আক্রান্তের দিক থেকে এখনও শীর্ষে রয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ১৭১ জনে। এর মধ্যে প্রায় ৭৩ হাজার জন সুস্থ হয়ে উঠেছেন। নতুন করে সাত জন মারা যাওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৭৭ জন।

    বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩৩ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন তিনজন।

    দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬১; মারা গেছেন মোট ১১১ জন।যুক্তরাষ্ট্র দেশটিতে আক্রান্তের সংখ্যা একদিনে ৮ হাজার বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৭০৮ জনে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচশ।

    যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউ ইয়র্কে; সেখানে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। বিশ্বে যত করোনা রোগীর মৃত্যু হয়েছে তার ৫ শতাংশই নিউইয়র্কে। রাজ্যটিতে মারা গেছেন ৯৮ জন।

    যুক্তরাজ্যেও মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫ হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৪ জন।

    স্পেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৬ জনে, দেশটিতে আক্রান্ত এখন ৩৩ হাজার ৮৯ জন। ইরানের মোট আক্রান্ত এখন ২৩ হাজার ৪৯ জন, মারা গেছেন ১ হাজার ৮১২ জন।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস সোমবার জেনেভায় সংবাদ সম্মেলনে বলেন, করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছতে সময় লেগেছিল ৬৭ দিন, এক লাখ থেকে দুই লাখে যেতে সময় লাগে ১১ দিন। আর চার দিনেই রোগীর সংখ্যা দুই লাখ থেকে তিন লাখে পৌঁছে গেছে।

    এ পরিস্থিতি সামলাতে বিশ্বনেতাদের এক হয়ে কাজ করার ওপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • চট্টগ্রামে কোয়ারেন্টিনে ৯৭৩, দু-একদিনের মধ্যে আসতে পারে করোনা শনাক্তের কিট

    চট্টগ্রামে কোয়ারেন্টিনে ৯৭৩, দু-একদিনের মধ্যে আসতে পারে করোনা শনাক্তের কিট

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : বন্দর নগরী চট্টগ্রামে মোট ৯৭৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি কোয়ারেন্টিনে থাকা সকলকে কোয়ারেন্টিনের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে।

    এদিকে, করোনা শনাক্তের কিট আগামী দুই এক দিনের মধ্যে চট্টগ্রাম আসতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির।

    জানা যায়, ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস- বিআইটিআইডি এর মাইক্রোবায়োলজি বিভাগের একজন ডাক্তার এবং দুইজন টেকনিশিয়ানকে প্রশিক্ষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    তারা প্রশিক্ষণ শেষ করে কিট নিয়ে আসবেন। এরপরই চট্টগ্রামে করোনা রোগের পরীক্ষা শুরু হবে। এছাড়া করোনা মোকাবিলায় বিভিন্ন স্থানে আইসোলেশন বেডের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্য পরিচালক।

    ২৪ ঘন্টা/ আর এসপি

  • ভাইরাল “হ্যালো রোহান”র হোতা চিকিৎসক আদনান রিমান্ডে

    ভাইরাল “হ্যালো রোহান”র হোতা চিকিৎসক আদনান রিমান্ডে

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর গুজব ছড়ানো ভাইরাল হওয়া অডিও “হ্যালো রোহান”র মূল হোতা চিকিৎসক ও যুবদল নেতা ইফতেখার মোহাম্মদ আদনানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    গত ২১ মার্চ শনিবার সন্ধায় নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে চিকিৎসক আদনানকে গ্রেফতারের পর পুলিশ ২২ মার্চ রবিবার দুপুরে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালত শুনানি শেষে ইফতেখার মোহাম্মদ আদনানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

    তথ্যটি নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ। তিনি বলেন, করোনা ভাইরাস (কভিড-১৯) নিয়ে গুজব ছড়ানোর অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে পাঁচলাইশ থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে চিকিৎসক ও যুবদল নেতা ইফতেখার মোহাম্মদ আদনানকে রবিবার দুপুরে আদালতে আনা হয়।

    জিজ্ঞাসাবাদের জন্য পাঁচলাইশ থানা পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে ১০ দিনের রিমাণ্ড আবেদন করলে আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। আরো খবর : হ্যালো রোহান শিরোনামে গুজব সৃষ্টির নায়ক চিকিৎসক আদনান গ্রেফতার

    পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আতংককে পুঁজি করে জনমনে ভীতি তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে ডা. ইফতেখার আদনান করোনায় মৃত্যুর মিথ্যা তথ্য সম্বলিত একটি অডিও ক্লিপ তৈরি করেন।

    পরে মালয়েশিয়ায় অবস্থান করা তার এক আত্মীয়ের মাধ্যমে সেই অডিও ক্লিপ ফেসবুক মেসেঞ্জারে ছড়িয়ে দেন। অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তদন্তে নামে।

    অবশেষে গত ২১ মার্চ শনিবার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে চিকিৎসক আদনানের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই দিন মধ্যরাতে পাঁচলাইশ থানায় পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় একটি অভিযোগ দায়ের করেন।

    ওই মামলায় চিকিৎসক ও যুবদল নেতা আদনানকে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয় এবং পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদেও জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    জানা যায়, চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট মেয়র গলিতে চিকিৎসক আদনানের বসবাস। তিনি বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) রাজনীতির সঙ্গে যুক্ত। সে চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। ইউএসটিসি থেকে এমবিবিএস পাশ করে আদনান আবুল খায়ের গ্রুপ ও মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন।

    পুলিশ জানায়, গত ১৯ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৫ সেকেন্ডের একটি অডিও ভাইরাল হয়। যেখানে টেলিফোনে রোহান নামে একজনকে সতর্ক করা হচ্ছিল। ওই অডিওতে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ থেকে ১৯ জনের মৃত্যু হয়েছে।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • করোনা : হ্যালো রোহান শিরোনামে গুজব সৃষ্টির নায়ক চিকিৎসক আদনান গ্রেফতার!

    করোনা : হ্যালো রোহান শিরোনামে গুজব সৃষ্টির নায়ক চিকিৎসক আদনান গ্রেফতার!

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে একটি মহল গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টির প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে ৩৫ সেকেন্ডের একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে।

    যার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮/১৯ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।

    এদিকে ম্যাসেঞ্জারে গুজব সৃষ্টির বিষয়ে সিএমপি পুলিশের সাইবার ক্রাইম টিম সক্রিয় ও সজাগ রয়েছে। ফেসবুক মেসেঞ্জারে গুজব ছড়ানোর অভিযোগে ইতিমধ্যে এক চিকিৎসকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

    আজ শনিবার বিকেলে ইফতেখার আদনান নামে এ চিকিৎসককে আটক করা হয়েছে জানিয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বললেন পুলিশ।

    গুজব সৃষ্টিকারী চিকিৎসক ইফতেখার মোহাম্মদ আদনান চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে বেসরকারি ক্লিনিক মেডিকেল সেন্টারে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

    এর আগে সকালে সেই গুজব সৃষ্টিকারীও প্রশাসনের নজরদারির মধ্যে রয়েছেন জানিয়ে সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবর রহমান গণমাধ্যমকে বলেছিলেন, গুজব সৃষ্টির বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম টিম সক্রিয় ও সজাগ আছে।

    তাছাড়া গুজবে যাতে আতঙ্কিত না হয় সে জন্য নগরীর ১৬টি থানা এলাকায় চালানো হচ্ছে পুলিশের মাইকিং। ইতিমধ্যে রটনাকারীদের মধ্যে একজনকে ধরা হয়েছে, আরেকজনকে পুলিশ চিহ্নিত করেছে বলে জানান তিনি।

    চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, মানুষের মধ্যে একটা অযথা আতঙ্ক সৃষ্টি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য একটা বিশেষ মহল এসব অপপ্রচার চালাচ্ছে। এর আগে গুজব সৃষ্টির অভিযোগে পটিয়ায় এক প্রকৌশলী এবং নগরীতে আটক করা হয়েছে এক ব্যবসায়ীকে।

  • করোনা : একদিনেই ৫ চিকিৎসক হারালো মৃত্যুর মিছিলে রেকর্ড গড়া দেশ ইতালি

    করোনা : একদিনেই ৫ চিকিৎসক হারালো মৃত্যুর মিছিলে রেকর্ড গড়া দেশ ইতালি

    ২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী মহামারীতে রূপ নেয়া করোনা ভাইরাসের তাণ্ডব এখন সবচেয়ে বেশি চলছে ইউরোপের দেশ ইতালিতে।

    চীনকে মৃত্যুপুরী বানিয়ে প্রাণঘাতী ভাইরাসের করাল গ্রাসে মৃত্যুর মিছিল ছাড়িয়ে সর্ব্বোচ্চ মৃত্যুর তালিকায় এখন শীর্ষে ইতালি।

    এই ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) একদিনেই ইতালির ৫ চিকিৎসকের প্রাণ ঝড়ে গেল। তাদের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল অর্ডার (ফোনমসিও)।

    যে পাঁচজন ডাক্তার মারা গেছেন তারা হলেন- ক্রেমা হাসপাতালের সাবেক মহাব্যবস্থাপক লুইজি আবলন্ডি, ক্রিমোনার হাসপাতালের চিকিৎসক জিউসেপ ফিনজি, বার্গামোর এলাকার চিকিৎসক আন্তোনিও বাট্টাফুওকো, জিউসেপ্প লানাটি এবং লুইজি ফ্রুসিয়ান্তে। এ নিয়ে ১৩ জন চিকিৎসক মারা গেল ইতালিতে।

    ভাইরাসটির উৎস চীনে এ পর্যন্ত এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২৪৫ জন। একদিনে সর্বোচ্চ মৃতের রেকর্ড গড়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে। মৃত্যুর মিছিলে দেশটিতে নতুন করে ৪২৭ জনের মৃত্যুই এখন রেকর্ড।

    গেল ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৫ জন।

    বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৭৮ জন। মারা গেছেন ১০ হাজার ৪১ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ১৫১ জন।

    ২৪ ঘন্টা/আরএসপি..

  • করোনা : পতেঙ্গা সী-বিচে জনসাধারণের সমাগমে নিষেধাজ্ঞা সিএমপি’র

    করোনা : পতেঙ্গা সী-বিচে জনসাধারণের সমাগমে নিষেধাজ্ঞা সিএমপি’র

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে সতর্কতার অংশ হিসেবে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি।

    বুধবার (১৮ মাচ) দুপুরে সিএমপির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। তাছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়।

    এতে উল্লেখ করা হয়, সারাবিশ্বে করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে জনসমাবেশসহ বিভিন্ন জনবহুল এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই এর সংক্রমন রোধে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহল থেকে বিভিন্ন দিকনির্দেশনা ও জনসচেতনতা মূলক প্রচারণা চলমান রয়েছে।

    এরূপ গণজমায়েতসহ অযাচিত ঘোরাফেরা সংক্রান্তে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চট্টগ্রামের পতেঙ্গা সী-বিচ এলাকায় জনসাধারণের অহেতুক উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে। এতে করোনা ভাইরাস খুব সহজেই এবং দ্রুত বিস্তার লাভ করতে পারে।

    বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে চট্টগ্রামের পতেঙ্গা সী-বিচ এলাকায় জনসাধারণকে অহেতুক জমায়েত হওয়া সংক্রান্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান নিষেধাজ্ঞা জারি করে।

    বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

    ২৪ ঘন্টা/ আর এস পি…

  • করোনা রুখতে কলকাতায় গোমূত্র পানের আয়োজন বিজেপি নেতার!

    করোনা রুখতে কলকাতায় গোমূত্র পানের আয়োজন বিজেপি নেতার!

    করোনা সংক্রমণ ঠেকানোর নামে আর এক ‘সংক্রমণ’। গোমূত্র পান করা এবং করানোর হুজুগ ভারতের রাজধানী দিল্লি থেকে সংক্রামিত হল কলকাতাতেও। দিল্লিতে গোমূত্র পার্টির আয়োজন করেছিল হিন্দু মহাসভা, উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান চক্রপাণি মহারাজ নিজেও।

    সোমবার কলকাতায় গোমাতার পুজো এবং এবং গোমূত্র পানের আসর বসালেন বিজেপি নেতা।

    করোনার কোনও প্রতিষেধক যে হেতু এখনও আবিষ্কার হয়নি, সে হেতু গোমূত্র পানই বাঁচার একমাত্র উপায়— জোর গলায় বললেন সেই বিজেপি নেতা। তবে বিজেপির রাজ্য নেতৃত্ব জানালেন, ওই কর্মসূচির সঙ্গে দলের কোনও যোগ নেই।

    জোড়াসাঁকো এলাকার বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায় সোমবার গোমূত্র পান করালেন অনেককে। প্রথমে ধুপ-ধুনো-ফুল-ফল-মিষ্টান্নে গোমাতার পুজো, রুটি খাইয়ে গরু এবং বাছুরের সেবা। তার পরে ঘটিতে করে গোমূত্র বিলি।

    প্রকাশ্যেই স্থানীয় লোকজনের মুখে আলগোছে গোমূত্র ঢেলে দিতে দেখা গিয়েছে ওই বিজেপি নেতাকে। করোনা রোধের নিদান হিসেবে গোমাতার পুজো এবং গোমূত্র পানের ওই আসরে যাঁরা হাজির হয়েছিলেন, তাঁদেরও বেশ অকাতরেই গোমূত্র পান করতে দেখা গিয়েছে। ঘটনাস্থলে হাজির এক পুলিশ কনস্টেবলের হাতেও গোমূত্র ঢেলে দেন বিজেপি নেতা। হাতের তালুতে চুমুক দিয়ে তিনি তা খেয়েও নেন।

    শুধু গোমূত্র অবশ্য নয়, লাড্ডুও ছিল গোমাতার প্রসাদ হিসেবে। তবে লাড্ডু খেতে হলে আগে গোমূত্র পান করতে হবে— এই রকম শর্ত রাখা হয়েছিল বলে জানা গিয়েছে।

    করোনা রুখতে গোমূত্র পান! তা-ও কলকাতার বুকে! ঘটনার ছবি সামনে আসতেই প্রবল প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে।

    কলকাতার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ তীব্র কটাক্ষ ছুড়ে বলেছেন, ‘‘যাঁদের চিড়িয়াখানায় থাকার কথা, তাঁরা বাইরে থাকলে এই রকমই হয়।’’ আর কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীর উদ্বেগ, ‘‘বিজ্ঞানের উল্টো পথে হেঁটে করোনা সংক্রমণ রোখার নামে যে ভাবে গোমূত্র পান করানো হচ্ছে, তার ভয়ঙ্কর ফল হতে পারে।’’ তাঁর প্রশ্ন, ‘‘গ্রামাঞ্চলে মানুষ যদি দলে দলে গোমূত্র পান করে নতুন কোনও সংক্রমণের শিকার হন, তা হলে কে দায়ী থাকবে?’’

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি। করোনা মোকাবিলার জন্য তিনি যে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন, তা শেষ হওয়ার পরে এক সাংবাদিক সম্মেলনে ওই সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কোনও বিতর্কিত বিষয়ে তিনি কথা বলতে চান না।

    তবে চিকিৎসকরা এই কাণ্ডের সমালোচনায় সরব। ভায়ারোলজিস্ট অমিতাভ নন্দীর মতে, ‘‘গোমূত্রের মাধ্যমে ভাইরাস ভাল হওয়ার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত বিশ্বে পাওয়া যায়নি। এই ভাইরাস আগে কখনও ভারতে আসেনি। এর বয়স মাত্র তিন মাস। তাও ভারতে এসেছে কিছুদিন হল। যাঁরা এ সব প্রচার চালাচ্ছেন, তাঁরা কোন পরীক্ষাগারে পরীক্ষা করলেন? কী ভাবে নিশ্চিত হলেন যে এতে রোগ সারে? এই অপপ্রচার অবৈজ্ঞানিক ও ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়।’’

    গোমূত্র পান করানোর হোতা যিনি, সেই নারায়ণ চট্টোপাধ্যায় এ দিন গেরুয়া পোশাক পরে এবং বুকে পদ্মফুলের ব্যাজ লাগিয়ে সবার মুখে গোমূত্র ঢালছিলেন। কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব বলছেন, নারায়ণ চট্টোপাধ্যায়ের ওই আয়োজনের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘ওই কর্মসূচির সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

    বিজেপির রাজ্য নেতৃত্ব কারওকে এই রকম কোনও কর্মসূচি আয়োজন করতে বলেননি। কেন্দ্রীয় নেতৃত্বও বলেননি যে, করোনা রুখতে গোমূত্র পান করান। যিনি এ সব করেছেন, তিনি নিজের দায়িত্বে করেছেন।’’ কিন্তু লোককে গোমূত্র পান করানোর সময়ে নারায়ণ চট্টোপাধ্যায়ের বুকে যে পদ্মফুলের ব্যাজ লাগানো ছিল? সায়ন্তন বলেন, ‘‘পদ্মফুল যে কেউ ব্যবহার করতে পারেন। ওটা জাতীয় ফুল। পদ্মফুল মানেই বিজেপি নয়।’’

    যিনি এই কাণ্ডের প্রধান আয়োজক ছিলেন, সেই নারায়ণ চট্টোপাধ্যায় অবশ্য বিন্দুমাত্র বিচলিত নন। তিনি জোর গলাতেই বার বার বলেছেন যে, করোনা রুখতে পারে শুধুমাত্র গোমূত্রই।

  • করোনায় ইরানের শীর্ষ ধর্মীয় নেতার মৃত্যু

    করোনায় ইরানের শীর্ষ ধর্মীয় নেতার মৃত্যু

    ইরানের শীর্ষ ধর্মীয় পরিষদের এক প্রবীণ নেতা করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে বিশিষ্ট ১২ রাজনীতিবিদের মৃত্যু হলো।

    ইরানের শীর্ষ ধর্মীয় পরিষদের ওই নেতার নাম আয়াতুল্লাহ হাশেম বাথায়ি গোলপায়েগানি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুর দুই দিন আগে তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

    তেহরানের ৮৮ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের একজন প্রতিনিধি ছিলেন আয়াতুল্লাহ হাশেম। করোনায় আক্রান্ত হয়ে সাবেক ও বর্তমান মিলিয়ে দেশটির অন্তত ১২ জন নেতার মৃত্যু হলো। এ ছাড়া আরো অন্তত ১৩ জন নেতা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

    দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে ইরানের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং রাজনৈতিক কর্মীদেরও মৃত্যু হয়েছে। এ ছাড়া ফারিবোরজ রইস নামের ৭১ বছর বয়সী আরেক নামকরা অর্থনীতিবিদ করোনায় আক্রান্ত হয়ে ছয় দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।

    এক দিনে নতুন শতাধিক মৃত্যু নিয়ে ইরানে মোট মৃতের সংখ্যা এখন ৭২৪ জন। এছাড়া দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়ে এখন ১৩ হাজার ৯৩৮। আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৫৯০ জন সুস্থ হয়েছেন।

    দেশটির পার্লামেন্টের ৮ শতাংশ আইনপ্রণেতা করোনায় আক্রান্ত।

  • করোনা পরিস্থিতি খারাপ হলে স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত আসবে : কাদের

    করোনা পরিস্থিতি খারাপ হলে স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত আসবে : কাদের

    বাংলাদেশে করোনা পরিস্থিতি যদি খারাপ দিকে মোড় নেয়, স্কুল-কলেজ বন্ধ করে দেয়ার মত পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে অবশ্যই সেটি করা হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ শনিবার (১৪ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লী‌গের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে করোনাভাইরাস সম্পর্কিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিলি কর্মসূ‌চি‌তে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

    ওবায়দুল কা‌দের ব‌লেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমাদের দেশে করোনা পরিস্থিতি যদি খারাপ দিকে মোড় নেয়, স্কুল- কলেজ বন্ধ করে দেয়ার মত পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে অবশ্যই সেটি করা হবে। আপনারা সরকারের প্রতি আস্থা রাখুন। প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। তিনি যথাযথ ব্যবস্থা নিবেন।

    তি‌নি ব‌লেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যৌথ উদ্যোগে ভিডিও কনফারেন্সের কথা বলেছেন। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাতে সাড়া দিয়েছে। আমি যতটুকু জানি পাকিস্তান এখনো সাড়া দেয়নি। তাতে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, করোনায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতির কোন ঘাটতি নেই। বিএনপি অভিযোগের জন্য অভিযোগ করছে। সবকিছুতেই তারা নন্দঘোষ সরকারকে দোষ দিচ্ছে। তারা সবকিছুতে রাজনৈতিক ইস্যু খুঁজে এখনো তারা তাই করছে। সরকার এবিষ‌য়ে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে।

    তিনি বলেন, আমরা বিএনপিকে অনুরোধ করবো সরকারকে দোষ চাপানোর আগে আপনারা নিজেরা নিজেদের ঘর সামলান। ক‌রোনার মতো ভাইরাস আপনাদের ঘরেও রয়েছে। নিজেদের ঘরের করোনা আপনারা প্রতিরোধ করুন।

    তি‌নি ব‌লেন, আজকে একনায়কতন্ত্র , স্বৈরতন্ত্র কথায় কথায় বলছেন। এসব অপবাদ আপনাদের বিরুদ্ধেই দেয়া যায়। একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ দেশে আপনারা কায়েম করতে চেয়েছিলেন বলে দেশের জনগণ আপনাদের প্রত্যাখ্যান করে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে এনেছে ব‌লেও মন্তব্য ক‌রেন ওবায়দুল কা‌দের।

  • বোয়ালখালীতে করোনা নিয়ে গুজব ছড়ানোয় পৌর প্রকৌশলী আটক

    বোয়ালখালীতে করোনা নিয়ে গুজব ছড়ানোয় পৌর প্রকৌশলী আটক

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস শনাক্তের গুজব ছড়ানোয় এবিএম রেজা নামের এক পৌর প্রকৌশলীকে আটক করেছে থানা পুলিশ।

    শুক্রবার (১৩ মার্চ) দুপুরে এবিএম রেজা নিজের ফেসবুক আইডিতে ‘চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ বলে স্ট্যাটাস দেন।

    এনিয়ে উপজেলার সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ খবরে অনুসন্ধানে নামে পুলিশ। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলা সদর থেকে এবিএম রেজাকে আটক করে পুলিশ।

    এবিএম রেজা বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি সাতকানিয়া পৌরসভায় অতিরিক্ত উপ-প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।

    বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।