Tag: করোনা

  • চট্টগ্রামে আরও ২ মৃত্যু, শনাক্ত ২০৬

    চট্টগ্রামে আরও ২ মৃত্যু, শনাক্ত ২০৬

    ২৪ ঘণ্টা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২০৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২১ এবং উপজেলা পর্যায়ে ৮৫ জন। একই সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (৩১ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৫৮৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২০৬ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৯ হাজার ৩৪১ জন। এর মধ্যে নগরে ৭২,২২৮ জন এবং উপজেলা পর্যায়ে ২৭,১১৩ জন।

    তিনি বলেন, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৫৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০৪ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

    কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৭ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

    ইমপেরিয়াল হাসপাতালে ৭২ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৩১৪ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১১ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন এন্টিজেন টেস্ট এবং আরটিএলে নমুনা পরীক্ষা হয় নি।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১২ জন, সাতকানিয়ায় ৭ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ১ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ২ জন, রাঙ্গুনিয়া ৯ জন, রাউজান ১১ জন, ফটিকছড়ি ৯ জন, হাটহাজারী ১৬ জন, সীতাকুণ্ড ১০ জন, মিরসরাই ৭ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২২৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৮৮ এবং উপজেলায় ৫৩৯ জন।

  • করোনায় টানা ৩ দিন একশর নিচে মৃত্যু

    করোনায় টানা ৩ দিন একশর নিচে মৃত্যু

    করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা তিন দিন করোনায় মৃত্যুর সংখ্যা একশর নিচে থাকল। এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৯ জনে।

    গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৭২৪ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে দাঁড়িয়েছে।

    আজ সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    গতকাল রোববার (২৯ আগস্ট) করোনায় ৮৯ জনের মৃত্যু হয়। এতে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়ায়। এর আগেরদিন শনিবার (২৮ আগস্ট) করোনায় ৮০ জনের মৃত্যু হয়। এতে টানা ৬৩ দিন পর মৃত্যু একশর নিচে নেমেছিল ওই দিন। আজ করোনায় ৯৪ জন মারা যাওয়ায় টানা তিন দিন মৃত্যু একশর নিচে থাকল।

    এর আগে সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু একশর নিচে ছিল। ওই দিন মারা যান ৭৭ জন। দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ১০০ ছাড়িয়েছিল গত ১৬ এপ্রিল। ওই দিন মারা গিয়েছিলেন ১০১ জন। ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। ৫ ও ১০ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যান। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামতে শুরু করে।

    গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • চট্টগ্রামে এক দিনে ১০ মৃত্যু, শনাক্ত ১৪৪

    চট্টগ্রামে এক দিনে ১০ মৃত্যু, শনাক্ত ১৪৪

    ২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৯৪ এবং উপজেলা পর্যায়ে ৫০ জন। একই সময়ে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

    সোমবার (৩০ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১০৪২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪৪ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৯ হাজার ১৩৫ জন। এর মধ্যে নগরে ৭২,১০৭ জন এবং উপজেলা পর্যায়ে ২৭,০২৮ জন।

    তিনি বলেন, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৪ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ১১৪ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ১২৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ৯২ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজারে মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা হয় নি।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ১ জন, চন্দনাইশ ৬ জন, পটিয়া ৬ জন, বোয়ালখালী ২ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ২০ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ৩ জন, সীতাকুণ্ড ৮ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২২৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৮৮ এবং উপজেলায় ৫৩৭ জন।

  • চট্টগ্রামে এক দিনে আরও ৪ মৃত্যু, শনাক্ত ২৬৭

    চট্টগ্রামে এক দিনে আরও ৪ মৃত্যু, শনাক্ত ২৬৭

    চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৬৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৪৪ এবং উপজেলা পর্যায়ে ১২৩ জন। একই সময়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

    রোববার (২৯ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৩৬৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৮ হাজার ৯৯১ জন। এর মধ্যে নগরে ৭২,০১৩ জন এবং উপজেলা পর্যায়ে ২৬,৯৭৮ জন।

    তিনি বলেন, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৩২৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৯ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

    এন্টিজেন টেস্টে ৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ১১৪ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন ইমপেরিয়াল হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালী ২ জন, আনোয়ারা ১৪ জন, চন্দনাইশ ৬ জন, পটিয়া ৭ জন, বোয়ালখালী ৮ জন, রাঙ্গুনিয়া ২৯ জন, রাউজান ২০ জন, ফটিকছড়ি ১০ জন, হাটহাজারী ২১ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২১৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৮২ এবং উপজেলায় ৫৩৩ জন।

  • চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮৭

    চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮৭

    চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১১৪ এবং উপজেলা পর্যায়ে ৭৩ জন। একই সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

    শনিবার (২৮ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৭০০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৮৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৮ হাজার ৭২৪ জন। এর মধ্যে নগরে ৭১,৮৬৯ জন এবং উপজেলা পর্যায়ে ২৬,৮৫৫ জন।

    তিনি বলেন, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৬১৮ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৯২ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    ইমপেরিয়াল হাসপাতালে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৫১৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং আরটিএলে নমুনা পরীক্ষা হয় নি।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১৯ জন, সাতকানিয়ায় ৮ জন, বাঁশখালী ২ জন, আনোয়ারা ১ জন, চন্দনাইশ ২ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ১৩ জন, ফটিকছড়ি ২ জন, হাটহাজারী ১৩ জন, সীতাকুণ্ড ৫ জন, মিরসরাই ৫ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২১১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৮২ এবং উপজেলায় ৫২৯ জন।

  • চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, শনাক্ত ২৬৯

    চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, শনাক্ত ২৬৯

    ২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৬৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২১ এবং উপজেলা পর্যায়ে ১৪৮ জন। একই সময়ে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২৭ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৬৭৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৮ হাজার ৫৩৭ জন। এর মধ্যে নগরে ৭১,৭৫৫ জন এবং উপজেলা পর্যায়ে ২৬,৭৮২ জন।

    তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

    কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এন্টিজেন টেস্টে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এদিন ইপিক হেলথ কেয়ারে নমুনা পরীক্ষা হয় নি।

    সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১০ জন, সাতকানিয়ায় ১৭ জন, বাঁশখালী ১৪ জন, আনোয়ারা ১১ জন, চন্দনাইশ ৭ জন, পটিয়া ৪ জন, বোয়ালখালী ৯ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ২৭ জন, ফটিকছড়ি ১৪ জন, হাটহাজারী ৩০ জন, সীতাকুণ্ড ৪ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২০৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৮২ এবং উপজেলায় ৫২৭ জন।

  • রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ছিলেন এবং তিন জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া করোনা পরবর্তী জটিলতায় মৃত্যু হয়েছে অপর একজনের। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

    হাসপাতাল পরিচালক জানান, মৃত নয় জনের মধ্যে নাটোরের দুজন, পাবনার দুজন এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে মারা গেছেন।

    এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩৭ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ৩৪২ জন রোগী ভর্তি রয়েছে।

    এন-কে

  • চট্টগ্রামে করোনা সংক্রমনে উদ্ধগতি, ২৪ ঘন্টায় ১৮৩

    চট্টগ্রামে করোনা সংক্রমনে উদ্ধগতি, ২৪ ঘন্টায় ১৮৩

    ২৪ ঘন্টায় চট্টগ্রাম : চট্টগ্রামে সাধারণ মানুষের সচেতনতার অভাবকে ভালভাবেই কাজে লাগাচ্ছে প্রাণঘাতী করোনা। আর তাইতো লাফিয়ে লাফিয়ে সংক্রমনের মাত্রা দিনকে দিন উদ্ধগতিতে রয়েছে।

    রেকর্ডে বিগত তিনমাসের সংক্রমনের সংখ্যা। মঙ্গলবার ২৪ ঘন্টায় ফের নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৮৩ জন। এদিন চট্টগ্রামের ৮টি ল্যাবে ২ হাজার ১শ ৬৪টি নমুনা পরীক্ষা করে গত তিনমাসের সর্বোচ্চ সংক্রমণ সংখ্যা দাড়ায়।

    নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১শ ৫৯ জন এবং উপজেলার ২৪ জনের শরীরে পাওয়া গেছে এ ভাইরাসটি। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৮শ ৬৯ জন। তবে এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

    বুধবার (১৭ মার্চ) সকালে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন জনসাধারণের সচেতনতার অভাবে করোনা সংক্রমণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

    এদিকে স্বাস্থবিধি নিশ্চিত করতে সোমবার (১৫ মার্চ) থেকে ঘোষণা দিয়ে মাঠে রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মাস্ক পরিধান নিশ্চিত করতে কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের জনবহুল স্থান, বিভিন্ন মোড়ে ও বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান চালানো হচ্ছে।

    ২৪ ঘন্টা/প্রিন্স

  • সিএমপিতেও শুরু হলো করোনা ভ্যাকসিন কার্যক্রম

    সিএমপিতেও শুরু হলো করোনা ভ্যাকসিন কার্যক্রম

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনে মহামারি করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

    আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমএপি)’র করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

    এই কেন্দ্রে প্রথম দিনেই সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর করোনা ভাইরাসের সুরক্ষা টিকা নেন। তাছাড়া এ টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষের পাশাপাশি চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)র প্রায় দুশতাধিক সদস্য/সদস্যা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন বলে জানা যায়।

    নারী ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে জানিয়ে সিএমপি কমিশনার সলেহ মোহাম্মদ তানভীর বলেন, অ্যাপসের মাধ্যমে এ কেন্দ্রে ১৪৪২ জন টিকা গ্রহনের জন্য আবেদন করেছেন।

    আজ প্রথমদিন প্রায় ২শ পুলিশ সদস্যসহ মোট ৩০০ জনের মতো টিকা গ্রহণ করার কথা রয়েছে। তবে সিএমপির কেন্দ্র থেকে টিকা গ্রহন করতে আবেদনকারীর প্রত্যেকে টিকা নিতে পারবেন।

    যারা যারা আসবে আমরা সবাইকে টিকা দিয়ে দিবো। তবে নারী ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে। টিকাদান কর্মসূচির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।

    ২৪ ঘন্টা/রাজীব

  • চট্টগ্রামে একদিনে ১৭১৮ টি নমুনায় ৬২ জনের করোনা শনাক্ত

    চট্টগ্রামে একদিনে ১৭১৮ টি নমুনায় ৬২ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে একদিনে নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। গত সোমবার ২৪ ঘন্টায় চট্টগ্রামের ল্যাবগুলোতে মোট এক হাজার ৭১৮টি নমুনা পরীক্ষা করার ফলাফলে পজিটিভ শনাক্ত হয় ৬২ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৫৮৬ জন।

    মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জন নগরী ও ১৪ জন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তবে এসময়ের মধ্যে জেলায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে কারো মৃত্যুর খবর জানা যায়নি।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৬৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৬৮ এবং উপজেলায় ১শ ১ জন। এখন পর্যন্ত করোনা থেকে ৩১ হাজারেরও বেশি লোক সুস্থ হয়েছেন বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

    জানা গেছে, ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষা করে ৯ জনের ও বিআইটিআইডি ল্যাবে ৮৩৩টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

    ৬৪০ জনের নমুনা পরীক্ষার পর ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে। সিভাসু ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষা করে ১৬ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

    তবে এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪টি নমুনা পরীক্ষায় সবগুলোতে নেগেটিভ ফল আসে এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • এবার করোনায় আক্রান্ত হলেন পটিয়ার সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক

    এবার করোনায় আক্রান্ত হলেন পটিয়ার সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক

    চট্টগ্রাম ডেস্ক : এবার প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ পটিয়া আসনের সাংসদ সামশুল হক চৌধুরীর শরীরেও।

    নানা ব্যস্ততায় থাকা হুইপের শারীরিক অসুস্থতা দুর্বল হওয়ায় গত ২৩ ডিসেম্বর করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তার নমুনা সংগ্রহ করা হয়। ফলাফলে তার করোনা পজেটিভ আসে।

    হুইপের করোনা পজেটিভ হওয়ার তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাংসদ সামশুল হকের ছেলে ও চট্টগ্রাম চেম্বার পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন।

    তিনি জানান, বর্তমানে তিনি চট্টগ্রাম শহরের নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার শারিরীক অবস্থা আগের চেয়েও ভাল মন্তব্য করে তার পিতার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন নাজমুল করিম শারুন।

    উল্লেখ্য হুইপ সামশুল হক চৌধুরী এমপি সর্বশেষ গত ২০ ডিসেম্বর বন্দর উপদেস্টা কমিটির সভায় অংশ গ্রহণ করেছিলেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • করোনা: চট্টগ্রামে মৃত্যু ২, শনাক্ত ৯৬

    করোনা: চট্টগ্রামে মৃত্যু ২, শনাক্ত ৯৬

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ৯৬ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৮৯ জন এবং উপজেলাগুলোতে ৭ জন। এ নিয়ে চট্টগ্রামে ২৮ হাজার ৭৬৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

    বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম শহরে ২ জনের মৃত্যু হয়েছে।

    শনিবার (১৯ ডিসেম্বর) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১২৬২ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৬ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ২৮৭৬৭ জন। এর মধ্যে নগরে ২২০৯৮ জন এবং উপজেলায় ৬৬৬৯ জন।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

    চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গতকাল ৫৯২ টি নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল ৪৩৫ টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল নমুনা হয় নি।

    কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ১৪ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

    ইমপেরিয়াল হাসপাতালে গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

    শেভরণ ল্যাবে গতকাল ১৭৯ টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গতকাল ১৯ টি নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল ২৩ টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৪৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৪৬ এবং উপজেলায় ৯৭ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ২৬ হাজার ১৮১ জন।

    ২৪ ঘণ্টা/এম আর