২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পঞ্চাশোর্ধ এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার জুলধা ডাঙ্গারচরের ঈমান আলী জামে মসজিদের সামনের খাল পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশটি আব্দুল করিম চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাজামিয়া চৌকিদার বাড়ির মৃত গুনু মিয়ার ছেলে বলে স্থানীয়রা জানিয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে দাবী করা হচ্ছে আব্দুল করিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে বাড়িতে তেমন একটা থাকতেন না। তিনি নিজে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের গায়ে কোন ধরনের আঘাতের চিহ্ন ছিলনা জানিয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ঈসমাইল হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তিনি জানান, এলাকার জনপ্রতিনিধি ও পরিবারের লোকজন জানিয়েছে সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই মানবিক দিক বিবেচনায় নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারকে হস্তান্তর করা হয়েছে।