Tag: কর্ণফুলিতে

  • চট্টগ্রামের কর্ণফুলিতে ঝুলন্ত লাশ উদ্ধার

    চট্টগ্রামের কর্ণফুলিতে ঝুলন্ত লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পঞ্চাশোর্ধ এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

    বুধবার সকালে উপজেলার জুলধা ডাঙ্গারচরের ঈমান আলী জামে মসজিদের সামনের খাল পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশটি আব্দুল করিম চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাজামিয়া চৌকিদার বাড়ির মৃত গুনু মিয়ার ছেলে বলে স্থানীয়রা জানিয়েছে।

    নিহতের পরিবারের পক্ষ থেকে দাবী করা হচ্ছে আব্দুল করিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে বাড়িতে তেমন একটা থাকতেন না। তিনি নিজে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

    নিহতের গায়ে কোন ধরনের আঘাতের চিহ্ন ছিলনা জানিয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ঈসমাইল হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

    তিনি জানান, এলাকার জনপ্রতিনিধি ও পরিবারের লোকজন জানিয়েছে সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই মানবিক দিক বিবেচনায় নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

  • কর্ণফুলিতে দেশীয় তৈরি চোলাইমদসহ আটক ২

    কর্ণফুলিতে দেশীয় তৈরি চোলাইমদসহ আটক ২

    চট্টগ্রাম নগরীর কর্ণফুলি উপজেলায় দেশীয় তৈরি ১০ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করেছে কর্ণফুলি থানা পুলিশ ফাঁড়ির একটি টিম।

    বুধবার রাত সোয়া ৯টার সময় উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর কান্তিরহাট আসাব উদ্দীন (র) মাজারের সামনে থেকে দুজনকে আটক করে পুলিশ।

    আটককৃতরা হলেন, উত্তর বন্দর ২নং ওয়ার্ডের নুর মেম্বার বাড়ির মৃত মো মিয়ার ছেলে মঞ্জুু মিয়া ও একই এলাকার নুর মোহাম্মদের ছেলে দিল মোহাম্মদ।

    চোলাইমদসহ দুজনকে আটকের তথ্য নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি ইসমাইল হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বিক্রির উদ্দ্যেশে দেশীয় তৈরি চোলাই মদের একটি চালান নিয়ে বর্ণিত স্থানে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সংশ্লিষ্ট ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে অভিযানে যায়।

    এসময় পুলিশের অবস্থান টের পেয়ে মদ ব্যবসায়িরা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। পরবর্তীতে দুজনের দেহ তল্লাশী করে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। দুজনের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।