Tag: কর্ণফুলি থানা

  • অনুমোদনহীন ৮০ কার্টুন বিস্কুট ফেলা হলো নদীতে

    অনুমোদনহীন ৮০ কার্টুন বিস্কুট ফেলা হলো নদীতে

    কর্ণফুলী উপজেলায় বিস্কুট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৮০টি বিস্কুটের কার্টুন জব্দ করা হয়েছে।

    মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী’র নেতৃত্বে এবং বিএসটিআইয়ের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে চরপাথরঘাটা ইউনিয়নের মইজ্জ্যারটেক এলাকার এ্যালিগেন্ট ফুড নামক ওই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বিস্কুট তৈরি করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

    এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আসিফ (৩২) এর উপস্থিতিতে ৮০ কার্টুন বিস্কুট জব্দ করা হয়।

    একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়। পরে জব্দ বিস্কুটগুলো কর্ণফুলী নদীতে ফেলে ধ্বংস করা হয়।
    একই দিনে ২০১৮ সনের ৩২ (১) ধারা মতে ওজন পরিমাপ মানদণ্ড আইনে মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ নামক রড সিমেন্টের দোকানকে ২০ হাজার টাকা ও শাহ আমানত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযানে অংশ বিএসটিআই এর চট্টগ্রাম সিএম পরিদর্শক ফারহানা জাহান পারুল, প্রকৌশলী জিল্লুর রহমান ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।

  • চট্টগ্রামে টয়োটা কারে মিলল সাড়ে ৫ হাজার ইয়াবা, গ্রেফতার ১

    চট্টগ্রামে টয়োটা কারে মিলল সাড়ে ৫ হাজার ইয়াবা, গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলি থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজার পশ্চিম পাশ্বে অভিযান চালিয়ে একটি টয়োটা কার থেকে ৫ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় মো. এহেসানুল্লাহ প্রকাশ তুহিন (২৫) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।

    গত ৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার সময় বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিযে টয়োটা কার ও ইয়াবাসহ তুহিনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার তুহিন চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট শুশরীভুজা দলদলিয়া ইউনিয়ের মুন্সিবাড়ির মৃত আতাউর রহমানের ছেলে। বর্তমানে সে নগরীর অক্সিজেন এলাকার বাগদাদ বেকারীর পিছনে জয়নালের বিল্ডিং এর ৩য় তলায় ভাড়া বাসায় থাকেন বলে পুলিশ জানিয়েছে।

    এ বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন বলেন, গ্রেফতার তুহিনের বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।