Tag: কর্ণফুলি দূষণ

  • কর্ণফুলি দূষণ : টিএসপি কমপ্লেক্সের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ

    কর্ণফুলি দূষণ : টিএসপি কমপ্লেক্সের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মানমাত্রা বহির্ভূত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে কর্ণফুলি নদী দূষণের দায়ে নগরীর পতেঙ্গাস্থ সার উৎপাদনকারী প্রতিষ্ঠানের ‘টিএসপি কমপ্লেক্সের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর।

    আজ বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি নির্ধারিত শুনানীর দিনে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. আতাউর, মহাব্যবস্থাপক (অপারেশন) মো. আখতারুজ্জামান ও অতিঃ প্রধান রসায়নবিদ ঝুমকু লতা মজুমদার উপস্থিতে এ ক্ষতিপূরণ আরোপ করা হয়।

    ক্ষতিপূরণ আরোপের পাশাপাশি পরিবেশগত ছাড়পত্রের শর্তাবলী যথাযথভাবে অনুসরনের জন্যও নির্দেশ প্রদান করা হয়।

    পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

    এতে বলা হয়, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগার কার্যালয় কর্তৃক গত ৯ জানুয়ারি কারখানাসৃষ্ট তরল বজ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।

    পরীক্ষার পর বিশ্লেষিত ফলাফলে Suspended Solids (SS) পাওয়া যায় ৩২৮ মিলিগ্রাম/লিটার যা গ্রহনযোগ্য মানমাত্রা ১০০ মিলিগ্রাম/লিটার), তাছাড়া ফসফেট পাওয়া যায় ৭৫ মিলিগ্রাম/লিটার (গ্রহনযোগ্য মানমাত্রা ৫ মিলিগ্রাম/লিটার)।

    মানমাত্রা বহির্ভূত দূষিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধনের দায়ে কারখানাটিকে গত ৫ ফেব্রুয়ারি নোটিশ প্রদান করা হয় ও ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুনানীর দিন ধার্য্য করা হয়।