Tag: কর্ণফুলি শিকলবাহা

  • চট্টগ্রামে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

    চট্টগ্রামে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কর্ণফুলি থানা শিকলবাহা এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাবের অভিযানিক টিম। এসময় মো. আলী আকবর (৫০) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করে তার কাছ থেকে ৪টি ওয়ান শুটার গান ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    ৩০ নভেম্বর শনিবার ভোররাত সোয়া ৩টার সময় নতুন ব্রীজের নিচে শিকলবাহাস্থ শাহজালাল মেট্রেস হাউজ দোকানের সামনে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র‌্যাব-৭। গ্রেফতার আলী আকবর নোয়াখালী জেলার হাতিয়া বয়ারচর গ্রামের মৃত রুর আহমেদের ছেলে।

    র‌্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে নামে র‌্যাবের একটি টিম। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মো. আলী আকবরকে গ্রেফতার করা হয়। এসময় তার হাতে থাকা প্লাস্টিকের একটি ব্যাগ তল্লাশী করে ৪টি ওয়ানশুটার গান ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাবের সহকারী পরিচালক মিডিয়া মো. মাহমুদুল হাসান মামুন জানায়, গ্রেফতারের পর আলী আকবরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসী বাহিনীর সাথে যোগসাজশে অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে এবং সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ত্রাশের রাজত্ব কায়েম করছে।

    তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাকে কর্ণফুলি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।