Tag: কর্ণফুলী

  • করোনার দ্বিতীয় ঢেউ: নমুনা সংগ্রহের বুথ নিয়ে আসছে চরপাথরঘাটা সামাজিক সংগঠন

    করোনার দ্বিতীয় ঢেউ: নমুনা সংগ্রহের বুথ নিয়ে আসছে চরপাথরঘাটা সামাজিক সংগঠন

    করোনা সেবায় কর্ণফুলীর আলোচিত স্বাস্থ্যসেবার কেন্দ্রস্থল চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদ এবার করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে নতুন মোড়লে আসছেন।

    শীতকালে সরকারের সিদ্ধান্ত মোতাবেক কাজ করবেন সমন্বয় পরিষদ। জনসচেতনতা সৃষ্টিতে জনগণের মাঝে মাস্ক ও প্রচারপত্র বিতরণসহ করোনার টেষ্টে বুথ বসানোর সিদ্ধান্ত নিয়েছেন।

    ১৩ নভেম্বর (শুক্রবার) বিকেলে চরপাথরঘাটায় সংগঠনের আহ্বায়ক লায়ন আলহাজ্ব হাকিম আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

    এসময় সভায় উপস্থিত ছিলেল যুগ্ম আহ্বায়ক এম মারুফ, মনির আহমদ মার্শাল, সদস্য সচিব মুহাম্মদ সেলিম হক, যুগ্ম সচিব ফরিদ জুয়েল, অর্থ কমিটির সচিব সেলিম খান, ইছানগর স্বাস্থ্যবিভাগের সমন্বয়ক আলী হায়দার, খোয়াজনগরের মহিউদ্দিন মন্জু, কমিটির সদস্য ছাবের আহমদ, এম এন আক্তারসহ প্রমুখ।

    সভায় বিগত দিনের নানা কর্মসূচির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও চরপাথরঘাটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের সেবার জন্য কিছু সুরক্ষাসামগ্রী বিতরণের পদক্ষেপ নেওয়া হবে সকলে একমত পোষণ করেন।

    ২৪ ঘণ্টা/রিহাম/জাহেদ

  • কর্ণফুলীতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

    কর্ণফুলীতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

    নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কর্ণফুলী উপজেলার শিকলবাহায় শিশু এবং বয়স্ক মহিলাদের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

    এতে শূন্য থেকে ১২ বছর বয়সি শিশুদের বিনামূল্য ঔষধ বিতরণ ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

    সোমবার (৮নভেম্বর) সকালে শিকলবাহা ইউনিয়ন পরিষদে গর্ভবতী মহিলা ও শিশুদের বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

    বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাধিক ডিভিশনের উদ্যমী বীর ব্যাটালিয়ন এর বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করেন।

    এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সরফরাজ, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য শফিউল আলম, ইউপি সদস্যা রেহেনা আক্তার আখি, আলমগীর হোসেন, মো. আরিফ হোসেন, ইয়াসির আরাফাত, পিঙ্কু শীল, জ্যাক মামুন, আকিব জাবেদ ও প্রমূখ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • কর্ণফুলীতে ফায়ার সার্ভিস স্টেশন তৈরির জায়গা পরিদর্শনে স্বরাষ্ট্র উপসচিব

    কর্ণফুলীতে ফায়ার সার্ভিস স্টেশন তৈরির জায়গা পরিদর্শনে স্বরাষ্ট্র উপসচিব

    কর্ণফুলী উপজেলায় ‘মডার্ন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন’ নির্মাণে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শহীদ আতাহার হোসেন।

    আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার শিকলবাহা ওয়াই ক্রসিং এলাকায় প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপসচিব।

    এর আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের এই উর্ধ্বতন কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) সুকান্ত সাহা ও কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী।

    এছাড়াও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন ও সিভিল ডিফেন্স এর সদস্যসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ।

    প্রসঙ্গত, কর্ণফুলী উপজেলায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ‘মডার্ন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন’। ১শ শতক জায়গার উপর ৪তলা বিশিষ্ট আর্কিটেকচারাল ডিজাইনে নির্মাণ করা হচ্ছে এটি। চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের শিকলবাহা ইউনিয়নে নির্মিত হচ্ছে এ ফায়ার সার্ভিস স্টেশন। এখানে ফায়ার সার্ভিস স্টেশনের সাথে আধুনিক ট্রেনিং সেন্টারও গড়ে তোলা হচ্ছে।

    কর্ণফুলীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো একটি নিজস্ব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন তৈরী। কেননা কোন তাৎক্ষনিক ভয়াবহ দূর্ঘটনা হলে শহরের কালামিয়া বাজার হতে ফায়ার সার্ভিস আসতে আসতে অনেক ক্ষতি হয়ে যায়।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • প্রাথমিকে চাকরি, অনলাইনে আবেদন করতে গিয়ে বিপাকে কর্ণফুলীর প্রার্থীরা!

    প্রাথমিকে চাকরি, অনলাইনে আবেদন করতে গিয়ে বিপাকে কর্ণফুলীর প্রার্থীরা!

    নিজস্ব প্রতিবেদক : প্রাথমিকের সহকারী শিক্ষক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পাঁচদিন আগে থেকে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু চট্টগ্রামের নবসৃষ্ট কর্ণফুলী উপজেলার প্রার্থীরা এতে আবেদন করতে গিয়ে বিপাকে পড়েছেন বলে খবর পাওয়া যায়।

    খোঁজ নিলে জানা যায়, অনলাইন আবেদনকারীকে https://dpe.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনের ফরম পূরণের নির্দেশনা দেখতে হয়। সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনপত্র পূরণ করতে গিয়ে দেখেন
    Directorate of Primary Education এর সার্ভারে চট্টগ্রামের ১৪টি উপজেলার নাম থাকলেও নবসৃষ্ট কর্ণফুলী উপজেলার নাম নেই। তাহলে কিভাবে আবেদন করবে কর্ণফুলীর প্রার্থীরা এটা নিয়ে সন্দিহান।

    উপজেলার পুরাতন ব্রিজঘাট ডিসকোভারী কম্পিউটারের দোকানে আবেদন করতে যাওয়া কর্ণফুলীর মোরশেদুল ইসলাম নামে এক যুবক জানান, প্রাথমিকে চাকরির জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে বিপাকে পড়েছেন। কারণ, কর্ণফুলী উপজেলার বাসিন্দা হলেও আবেদন প্রক্রিয়ায় তিনি কর্ণফুলী উপজেলা খুঁজে পাচ্ছেন না।’

    অপরদিকে, কর্ণফুলী উপজেলার তসলিমা আক্তার নামে এক আবেদনকারী বলেন, ‘চাকরি আমাদের কাছে সোনার হরিণ, কিন্তু গত ৬দিন আগে থেকে প্রাথমিকে সহকারি শিক্ষক পদে আবেদন শুরু হয়। কিন্তু আমরা এখনো আবেদন করতে পারছি না। নানা দ্বিধাদ্বন্ধে রয়েছি। পটিয়া উপজেলা দিয়ে আবেদন করব? না ব্ল্যাকভাবে আবেদন করব বুঝতে পারছি না। পাশাপাশি আবেদনকারীরা এবিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    বিষয়টি অবগত করে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, ‘আমি বিষয়টি আমি জেনেছি। শিগগিরই এ সমস্যা সমাধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে বিষয়টি জানানো হবে।’

    প্রসঙ্গত, এ পদে প্রার্থীদের অনলাইনে আবেদন চলবে ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যে শুরু হবে নিয়োগ পরীক্ষা।

    নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

    প্রার্থীদের বয়স ২০ অক্টোবর পর্যন্ত সর্বনিম্ন ২১ বছর এবং গত ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ বয়সসীমা হবে ২৫ মার্চ পর্যন্ত ৩২ বছর।

    এ বছর সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেয়ার কথা থাকলেও শূন্য আসনের সংখ্যা বৃদ্ধি পেলে এ সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • কর্ণফুলীতে জাল দলিল তৈরির অভিযোগে ফার্মেসীতে ইউএনও’র হানা; জমির কাগজপত্র জব্দ ও প্রতিষ্ঠান সিলগালা

    কর্ণফুলীতে জাল দলিল তৈরির অভিযোগে ফার্মেসীতে ইউএনও’র হানা; জমির কাগজপত্র জব্দ ও প্রতিষ্ঠান সিলগালা

    নিজস্ব প্রতিবেদকঃ জমির জাল দলিল তৈরি করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে ভুক্তভোগিদের, এমন অভিযোগ পেয়ে কর্ণফুলী উপজেলার একটি ফার্মেসীতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    এছাড়াও অভিযানে ‘ইভা মেডিসিন কর্নার’ নামক ঐ প্রতিষ্ঠান থেকে বেশকিছু জমির দলিল সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়েছে।

    অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা। এতে অভিযানে আরও অংশ নেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের শাহসূফী আজিজনগরের খুইদ্দ্যারটেক এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানের খবর পেয়ে চরলক্ষ্যার ইভা মেডিসিন কর্নারের পরিচালক কথিত ডা. ইকবাল খোরশেদ দোকান খোলা রেখেই পালিয়ে যান। এ অপরাধে চেম্বারটি সিলগালা করা হয়। এসময় দোকানের ভেতরের কক্ষের বিভিন্ন আলমারিতে তল্লাশি চালিয়ে বেশকিছু জমির দলিল সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়।

    এছাড়াও অভিযানে উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে স্থানীয় জনগনকে সচেতন করেন ম্যাজিস্ট্রেট।

    ইউএনও শাহিনা সুলতানা বলেন, ‘ভুক্তভোগিদের লিখিত অভিযোগ পেয়ে চরলক্ষ্যার ইভা মেডিসিন কর্নার থেকে বেশ কিছু জমির দলিল সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়েছে। জব্দকৃত কাগজপত্রগুলো আসল না নকল যাচাই বাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ পাশাপাশি জনস্বার্থে এ অভিযান চলমান থাকব বলে তিনি জানান।

    উপজেলা প্রশাসন সূত্র জানান, স্থানীয়দের অভিযোগ ছিলো ‘ইভা মেডিসিন কর্নার’ নামক ফার্মেসীর মালিক কথিত ডাক্তার ইকবাল খোরশেদ ঔষধের ব্যবসার আড়ালে দলিল লিখকের মাধ্যমে ভুয়াভাবে পর্চা ও আমমোক্তার নামা দলিল সৃজন করে নিরীহ জমি মালিকদের হয়রানি করতেন।

    জানা গেছে, ভুয়া জাল দলিলের কাগজপত্র তৈরি করে, বায়নানামা সাজিয়ে সাধারণ জমির মালিকদের জমি দখল বেদখলের সাথে জড়িত ছিলেন। এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে প্রশাসন জানান।

    ভ্রাম্যমাণ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন কর্ণফুলী থানা পুলিশের এসআই শামীম রহমান, ইউএনও অফিসের সিএ দীপক চাকমা, আনসার সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গগণ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • কর্ণফুলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মসূচি

    কর্ণফুলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মসূচি

    নিজস্ব প্রতিনিধি : কর্ণফুলীতে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

    আজ ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় উপজেলার মইজ্জারটেক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়।

    এতে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা।

    ইউএনও শাহিনা সুলতানা বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আর মহৎ কাজটি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কর্ণফুলী উপজেলার এই গুরুত্বপূ্র্ণ স্থানে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাউসিয়া কমিটিকে অভিন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।’

    গাউছিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানা শাখার আয়োজনে এ কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন
    সামাজিক সংগঠন শিকলবাহা আস-সুন্নাহ ফাউন্ডেশন, ফয়জানে মুস্তফা সা:, জিলানী পরিবার, বখতেয়ার পাড়া যুব উন্নয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • কর্ণফুলীতে আলোর প্রতীক’র উদ্যোগে ১৫০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা

    কর্ণফুলীতে আলোর প্রতীক’র উদ্যোগে ১৫০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা

    ডেস্ক নিউজ : কর্ণফুলী উপজেলায় আলোর প্রতীক-এর উদ্যোগে আর্ত মানতার সেবায় ফ্রি চিকিৎসা সেবা ডায়াবেটিকস পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম ২০২০ কিউর পয়েন্ট ডায়াগনষ্টিক এন্ড রিসার্চ সেন্টার সহযোগিতায় শনিবার (২৪ অক্টোবর) দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার আখতারুজ্জাম্মান চত্বর (মইজ্জ্যারটেকস্থ) সংগঠনের অস্থায়ী কার্যালয়ের অনুষ্ঠিত হয়।

    আলোর প্রতীকের আহ্বায়ক মোঃ সেলিম উদ্দীন সানীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুক আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত ফ্রি চিকিৎসা কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক।

    এছাড়াও নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক লায়ন ছাবের আহমেদ, আলোর প্রতীকের সদস্য সচিব আবদুল্লাহ আলম মামুন, বেস্ট লাইফ ইন্সুরেন্স লিঃ ভাইস প্রেসিডেন্ট ইনচার্জ মোঃ হারুনুর রশিদ, কর্ণফুলী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ জসিম উদ্দীন, ডাঃ রুবেল বিশ্বাস, আলোর প্রতীক ফ্রি চিকিৎসা কার্যক্রম পরিচালনা কমিটি আহ্বায়ক মোঃ মাহফুজ, সদস্য তৌহিদুল ইসলাম জনি, আবদুল আউয়াল রানা, সাইদুর রহমান, সোহেল মাহমুদ, ফয়যানের মোস্তফা সংগঠনের নুরুল আলম জীবন, মিজান আত্তারী, জিলানী পরিবারের নুরুল মোস্তফা উপস্থিত ছিলেন।

    অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আরমান, ইঞ্জিনিয়ার মোঃ আলী, সাইফুল ইসলাম, মুসলিম উদ্দীন, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সাকলাইন মোস্তাক পিকলু, আইজুত হারুন আসিফ, আরাফাতুল রহমান রক্সি, এহসান উল্লাহ, হাসান রানা, মিজানুর রহমান, ফারহান উদ্দীন, সাদ্দাম হোসেন সাব্বির, আরিফুল হক, সাজ্জাদ হোসেন, জিএম, নুরুল ইসলাম, মিনহাজ উদ্দীন সাকিব, জিয়াউল হক প্রমুখ।

    বক্তারা বলেন, স্বাস্থ্য সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনের এই রকম উদ্যোগ অসহায়, দুস্থ্য মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অগ্রনী ভূমিকা পালন করবে।

    আলোর প্রতীক শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমে এলাকার প্রায় দেড় শতাধিক রোগী সেবা গ্রহণ করেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • চাঁদাবাজির অভিযোগে কর্ণফুলীর ডা. ইকবালসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

    চাঁদাবাজির অভিযোগে কর্ণফুলীর ডা. ইকবালসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

    আদালত প্রতিবেদক : প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ১ (এক) লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার ডা. ইকবালসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন এক কেয়ারটেকার।

    কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মৃত দিল মোহাম্মদ ছেলে কেয়ারটেকার মো. ওয়াসিম (৩০) গত সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ (আমলী) এ মামলা করেন।

    বিষয়টির সত্যতা নিশ্চিত করে আইনজীবি জুবায়রুল হক জানান, ‘কেয়ারটেকার মো. ওয়াসিম বাদি হয়ে ৩৮৫ ধারায় যে মামলাটি করেছেন সেটি আদালত আমলে নিয়ে স্থানীয় পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।’

    মামলায় ৩ (তিন) আসামিরা হলেন-চরলক্ষ্যা গ্রামের (১নং ওয়ার্ড) মৃত খোরশেদ আলমের ছেলে ইকবাল খোরশেদ প্রকাশ ডা. ইকবাল (৪০), মৃত গোলাম কাদেরের ছেলে আনু মিয়া (৪২), চান মিয়ার ছেলে জিকু (২৫) সহ অজ্ঞাত আরো ৪/৫ জন।

    মামলার অভিযোগে বাদী মো. ওয়াসিম আদালতে জানান, দীর্ঘদিন তিনি উপজেলার চরলক্ষ্যা মৌজার একটি জায়গায় মাহবুব আলমের কেয়ারটেকার হিসেবে চাকরী করেন। ঘটনার ২০ দিন পুর্বে উপরে উল্লেখিত তিনজন আসামী ও অজ্ঞাতনামা আরো ৪/৫জন কেয়ারটেকারের কর্মস্থলে এসে তার কাছ থেকে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। তিনি কেয়ারটেকার হিসেবে চাকুরী করেন বলে জানালে আসামিরা জায়গার মালিক থেকে ১ লক্ষ টাকা চাঁদা এনে রাখার কথা জানান। অন্যতায় জায়গাতে নির্মাণ কাজ করতে দেবে না এবং উচ্ছেদসহ প্রাণে মেরে ফেলার হুমকির কথা শুনিয়ে চলে যায়।

    বাদি অভিযোগে আরো উল্লেখ করেন, বিগত ১৭ অক্টোবর আসামীগণ পুর্ব পরিকল্পিত ভাবে এবং পরস্পর যােগসাজেসে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে এসে পূনরায় ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তখন নাম উল্লেখিত তিন আসামীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন লোক কেয়ারটেকারকে এলােপাতাড়ী মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে গলা টিপে মারতে চেষ্টা করে। পরে কেয়ারটেকার চিৎকার করলে পাশের লোকজন এগিয়ে আসেন। ততক্ষণে আসামিরা জায়গায় ভাঙচুর চালিয়ে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন করে পালিয়ে যায়।

    স্থানীয় লোকজনের সাথে ঘটনা সম্পর্কে তারা জানান, এ ধরনের কোন ঘটনা ঘটেছে কিনা তারা শুনেননি। তবে ডা. ইকবাল চরলক্ষ্যা ইউনিয়নের ১৩৬নং বিট পুলিশিং এর সভাপতি ছিলেন। তখন থেকে থানা পুলিশের সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। সে সুবাধে এলাকায় জায়গা জমির সালিশ করতেন। জমি দখল বেদখলে মানুষকে হয়রানি করতেন। তবে কারো অভিযোগ লিখিত নেই তার বিরুদ্ধে।

    অভিযোগ ও চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে ডা. ইকবাল খোরশেদ বলেন, এসব অভিযোগ মিথ্যা। চাঁদাবাজির মামলা করার ঘটনাটি ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।’

    কর্ণফুলী থানা পুলিশ সূত্রে জানা যায়, আদালত থেকে এধরনের কোন মামলা এখনো থানায় আসেনি, আসলে সঠিক তদন্ত করা হবে।’

    ২৪ ঘণ্টা/রিহাম

  • চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

    চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

    ২৪ ঘণ্টা, ডেস্ক নিউজ : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন একটি তৈরী পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

    আজ রবিবার (৪ অক্টোবর) রাতে কর্ণফুলীর দক্ষিণপাড়ের খোয়াজনগরে গোল্ডেন সন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।

    কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

    আগুনে এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

  • কর্ণফুলী নদীতে মিললো শিশুর লাশ

    কর্ণফুলী নদীতে মিললো শিশুর লাশ

    ২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের ৪ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে পাওয়া গেছে তাসিন(৭) নামের এক শিশু লাশ।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাসিন বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর তার খোঁজে নামে স্থানীয়রা।

    রাত ৮টার দিকে বাড়ির পাশে কর্ণফুলী নদীতে তাসিনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো.হাসান চৌধুরী।

    তিনি বলেন, তাসিন উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর ভাঁ ফকিরের মাজার এলাকার মাতব্বরের বাড়ির মাওলানা আবু তাহেরের ছেলে। সে স্থানীয় দরবারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়তো।

    ২৪ ঘণ্টা/পুজন/রাজীব

  • চট্টগ্রাম বন্দর রক্ষায় কর্ণফুলীকে বাঁচানোর কোনো বিকল্প নেই : রফিকুল ইসলাম

    চট্টগ্রাম বন্দর রক্ষায় কর্ণফুলীকে বাঁচানোর কোনো বিকল্প নেই : রফিকুল ইসলাম

    নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, চট্টগ্রাম বন্দর রক্ষার জন্য কর্ণফুলী নদীকে বাঁচানোর কোনো বিকল্প নেই।

    নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম বন্দর এলাকা পরিদর্শনকালে কমিটির সভাপতি হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

    দখল ও দূষণের কবলে পড়ে ক্রমেই নাব্যতা হারাচ্ছে কর্ণফুলী নদী-এ কথা উল্লেখ করে মেজর (অব.) রফিকুল ইসলাম বলেন, এরফলে চট্টগ্রাম সমুদ্রবন্দরও ঝুঁকির মধ্যে পড়েছে। কর্ণফুলী’কে বাঁচাতে নদীর দু’পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।
    কমিটির সদস্যরা নির্মাণাধীন পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল,চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল ও কর্ণফুলী চ্যানেল পরিদর্শন করেন।

    কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের নেতৃত্বে এসব এলাকা পরিদর্শনের সময় কমিটির সদস্য রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, এম আবদুল লতিফ, ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল ও এসএম শাহজাদা ছাড়াও নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুস সাত্তার,উপ-সচিব বেগম মালেকা পারভীন, ড. দয়াল চাঁদ মণ্ডল, জাতীয় সংসদের উপ-পরিচালক আবদুল জব্বার ও সিনিয়র সহকারী সচিব এস এম আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

    নদী এলাকা পরিদর্শনকালে ৩/৪টি পয়েন্টে সৃষ্ট ডুবোচর কমিটির সদস্যদের নজরে আসলে তাৎক্ষণিকভাবে এসব ডুবোচর অপসারণের নির্দেশ দেয়া হয়।

    এসময় বন্দর কর্মকর্তারা জানান, কর্ণফুলী নদীর তলদেশে পলিথিন ও অপচনশীল দ্রব্যের কারণে নাব্যতা সংকট তৈরি হচ্ছে। সংসদীয় কমিটি দূষণরোধে কার্যকর ব্যবস্থা ও ড্রেজিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।

    বে-টার্মিনাল দ্রুত বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে শিগগির বৈঠক করে এ প্রকল্পকে ফার্স্ট-ট্র্যাকে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানান সংসদীয় কমিটির সদস্যরা।

    বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মহিদুল হাসান চৌধুরী,হারবার মেরিন কমডোর শফিউল বারী, চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার এম আরিফুর রহমান, সচিব মো. ওমর ফারুক, ডেপুটি ম্যানেজার (এস্টেট) জিল্লুর রহমান ও উপ-সচিব আজিজুল মাওলা কমিটির সদস্যদের সাথে ছিলেন।

    সংসদীয় কমিটির সদস্যদের আগামীকাল শনিবার সাগরপথে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।

  • কর্ণফুলীর বর্তমান চিত্র ভয়াবহ-আর ক্ষতি হতে দেওয়ার সুযোগ নেই

    কর্ণফুলীর বর্তমান চিত্র ভয়াবহ-আর ক্ষতি হতে দেওয়ার সুযোগ নেই

    দেশের লাইফ লাইন, চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলীর অনেক ক্ষতি হয়ে গেছে উল্লেখ করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, কর্ণফুলীর বর্তমান চিত্র ভয়াবহ। এভাবে যদি চলতে থাকে অদূর ভবিষ্যতে এ নদী থাকবে কিনা আমার সন্দেহ আছে। এখন যে অবস্থায় আছে তা আর ক্ষতি করতে দেওয়ার সুযোগ নেই।

    শনিবার (১২ অক্টোবর) দুপুরে নগরের ফিরিঙ্গিবাজারে অভয়মিত্র ঘাটে চ্যানেল আইয়ের ২১ বছরে পদার্পণ উপলক্ষে ‘দেশের অর্থনীতির হার্ট কর্ণফুলীর দখল-দূষণমুক্তসহ ক্যাপিটাল ড্রেজিং করে পূর্বেও অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

    চ্যানেল আইয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদের সভাপতিত্বে এ বৈঠকে নদীপাড়ের দখল, পানি দূষণ, বিভিন্ন জলজ প্রাণী ও মাছের বিলুপ্তি, ভরাট, লাইটারেজ জাহাজের অলস বসে থাকা, সিলট্রেশন, নব্যতা সংকটসহ বিভিন্ন সমস্যা ও সমাধানে সুপারিশ উঠে আসে।

    ভূমিমন্ত্রী আরো বলেন, সবই সরকার করে দেবে এমন নয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রবৃদ্ধি ৭-৮ শতাংশে থাকছে। রিজার্ভ বেড়েছে। কর্মসংস্থান বেড়েছে। অবকাঠামো উন্নয়ন হয়েছে ব্যাপক। এর সঙ্গে যদি আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে না পারি তাহলে সাসটেইবেল হবে না।

    কর্ণফুলীর বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দায়িত্ব বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বের মধ্যে একমাত্র গড গিফটেড পোর্ট চট্টগ্রাম বন্দর। ২ হাজার ১০০ বছরের বেশি এ বন্দরের বয়স। কর্ণফুলী নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে ঘিরে সরকারের অনেক পরিকল্পনা আছে। কর্ণফুলী নদী বন্দরের ব্যবহারের বিষয় আছে।

    বন্দর চেয়ারম্যানের উদ্দেশে মন্ত্রী বলেন, নদী রক্ষায় দ্রুত যা যা করার করতে হবে। ড্রেজিং ভেরি ইমপর্টেন্টে। এগ্রেসিভলি কাজ করেন। আমরা তো আছি। আমি চাই আপনি থাকাবস্থায় একটি ম্যানুয়াল তৈরি করে যান। যাতে সাসটেইবেল হয়। দরকার হলে স্টেক হোল্ডারদের সঙ্গে বসতে হবে। বন্দরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    বালু এখন গোল্ডের মতো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বালুর দাম বেশি। অনেকে নানা ভাবে নদীর বালু নিয়ে যাচ্ছে। বন্দরকে দায়িত্ব নিতে হবে কর্ণফুলী নদী রক্ষণাবেক্ষণের বিষয়ে।

    তিনি বলেন, নিজেদের ইচ্ছেমতো চলা আর ঠিক হবে না। সবাই মিলে কর্ণফুলীকে রক্ষা করতে হবে। এটি আমাদের অহংকার, আমাদের প্রাণ। এটিকে বাঁচিয়ে রাখতে হবে। কর্ণফুলীর দুই পাড়ের শিল্পকারখানা সরাতে হবে। সিরিয়াসলি চিন্তা করতে হবে। না হলে হবে না। শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

    লাইটারেজ জাহাজের যত্রতত্র পার্কিং বন্ধের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সাগরের সঙ্গে এ নদীর লিংক আছে। আমাদের বাণিজ্য বাড়ছে। লাইটারেজ জাহাজ বাড়ছে। আজ থেকে ১০ বছর আগেও এত জাহাজ ছিল না নদীতে। কেন? হতে পারে নিম্নচাপ সৃষ্টি হলে জাহাজ আসবে নদীতে। কিন্তু পার্কিংয়ের জন্য এ নদী নয়। নেভিগেশনে সমস্যা হচ্ছে। সিলট্রেশন হচ্ছে। দূষণ হচ্ছে। বন্দর চেয়ারম্যানকে বিষয়টি কড়াভাবে দেখতে হবে। প্রয়োজনে কোস্টগার্ডের সহযোগিতা নিন।

    তিনি বলেন, হালদা নদী একটি বিস্ময়। মৌসুমে মাছ ডিম ছাড়তে আসে। আবার চলে যায়। এটা প্রাকৃতিক বিষয়। কিন্তু কয়েক বছর ধরে নানা সমস্যা দেখা দিয়েছে শুনেছি।

    পলিথিনের কারণে কর্ণফুলীতে ড্রেজার মেশিন অকার্যকর হয়ে যাওয়ার ছবি দেখিয়ে মন্ত্রী বলেন, পলিথিনের এই যদি অবস্থা হয়। এটা কার দায়িত্বে পড়ে। যত বেশি পারি সচেতনতা সৃষ্টি করতে হবে।

    সমন্বয়ের অভাব আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সবার সঙ্গে সবাই কথা বলে ধাপে ধাপে কাজ করলে সময় বাঁচবে, টাকা বাঁচবে। সিটি করপোরেশন বলেন সিডিএ বলেন সবাই কিন্তু সরকারের টাকা খরচ করছে। আলটিমেটলি জনগণের টাকা যাচ্ছে। প্রপার সমন্বয় থাকলে শুধু কর্ণফুলী নয়, সাসটেইনেবল সিটি হিসেবে গড়ে তুলতে পারবো। কর্ণফুলী নদী রক্ষায় ড্রেজিংসহ যা যা করা দরকার সর্বোচ্চ সহযোগিতা দেবেন বলে জানান মন্ত্রী।

    বিশেষ অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কর্ণফুলী আমাদের অস্তিত্ব। কর্ণফুলীকে দখল ও দূষণমুক্ত করতে হবে। কর্ণফুলী নদী কেন, কী কারণে, কী জন্য দূষণ হচ্ছে এটি কমবেশি সবাই জানি। সবাই বুঝি। সবাই যদি যার যার অবস্থান থেকে নিজের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করলে দখল-দূষণ থেকে নদী রক্ষা পাবে।

    তিনি বলেন, আমাদের প্রতিজ্ঞা করা উচিত, নাগরিক দায়িত্ব সুচারুরূপে পালন করবো। তাহলে বাসযোগ্য, সাসটেইবেল সিটি ফিরে পাবো। চার বছর মেয়রের দায়িত্ব পালনের তিক্ত ও ক্ষুদ্র অভিজ্ঞতা হচ্ছে নগরবাসীর সম্পৃক্ততা-সহযোগিতায় অনেক ঘাটতি আছে। কর্ণফুলীর জন্য বন্দরকে দায়ী করা হয়। ক্যাপিটাল ড্রেজিংতো করতে পারছে না। পলিথিনের লেয়ার জমে গেছে। কোনো মেকানিজম কাজ করছে না। তাই নাগরিকদের ভূমিকা বেশি। জনসচেতনতা প্রয়োজন।

    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ বলেন, বন্দর ও কর্ণফুলী ওতপ্রোতভাবে জড়িত। নদী না থাকলে বন্দর থাকবে না। ১ নম্বর জেটির নিচের দিকে নব্যতা বেড়েছে। আগে জাহাজ আসতো ৮ দশমিক ৭ মিটার ড্রাফটের। এখন জাহাজ আসে সাড়ে ৯ মিটার ড্রাফটের। কারণ আমরা ড্রেজিং করে নব্যতা বাড়িয়েছি। উপর দিকে নব্যতা বাড়াতে অনেক প্রতিবন্ধকতা। কারণ এখানে মাটিটা মাটি না, গার্বেজ। পলিথিনের উৎস বাসাবাড়ি। এটি ড্রেজিংয়ে বড় বাধা।

    তিনি বলেন, সরকারের সদিচ্ছা আছে। মাস্টারপ্ল্যান করা হয়েছে। যেখানে ৫৬টি রিকমন্ডেশন আছে। একটি চসিক, সিডিএ, ওয়াসা, ডিসি অফিস ও বন্দর মিলে মনিটরিং করবে। মূল কথা ড্রেজিং লাগবে। আমরা বিদেশি ফার্মকে দিয়ে একটি স্টাডি করাচ্ছি। কতটা সোজা করা যায় নদীকে। নদীকে সুন্দর করতে হলে কিছুটা ভাঙা লাগবে।

    সীমানার ব্যাপারে প্রতিবন্ধকতা আছে। এখানে যেসব বিজনেস ও শিল্প আছে সেগুলো কোথায় রিলোকেটেড হবে সেই স্টাডি আমি পাইনি। তারাও আমাদের অর্থনীতির অংশ।

    দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক বলেন, পলিথিন সরকার নিষিদ্ধ করেছে। কিন্তু আসছে কোথা থেকে। পলিথিনের উৎস কারখানা। সেখানে বোমা মারলে উড়ে চলে যাবে। কারখানায় তালা মারলে হবে না। একেবারে উচ্ছেদ করতে হবে। আমরা আসলে উৎসটা ধরি না।

    তিনি আরো বলেন কর্ণফুলী হচ্ছে বাংলাদেশের ফুসফুস, কর্ণফুলী বাঁচাতে হবে এটা বলার অপেক্ষা রাখে না। সবাই মিলে এটা করবো। নিজেদের বাঁচতে হবে। নিজেদের বাঁচাতে হলে পারিপার্শ্বিক সব কিছুতে লক্ষ্য রাখতে হবে। সচেতন হতে হবে। তাহলে দেশ ও জাতি বাঁচবে।

    চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, কর্ণফুলী নদী দিয়ে দেশের সিংহভাগ আমদানি-রপ্তানি হয়ে থাকে। ৪০০-৫০০ বছর আগে কর্ণফুলী ছিল কোর্ট বিল্ডিংয়ের নিচে। ক্রমে দক্ষিণে সরে এসেছে। সরকারের টাকা আছে। কর্ণফুলী বাঁচাতে যদি ৬ মিটার খনন করতে হয় তবে উন্নত ড্রেজার আনতে হবে। দেশের মানুষের মধ্যে আইন না মানা অভ্যাসে পরিণত হয়েছে। এর জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে যাতে আইন মানে।

    চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেন, বাকলিয়ায় ২০ ইঞ্চি ড্রেজার লাগানোর পর আধ ঘণ্টা পর পর বন্ধ হয়ে যাচ্ছিলো। শুধু পলিথিন নয়, ফিশিং নেট, গৃহস্থালি বর্জ্যে ড্রেজার বন্ধ হয়ে যাচ্ছে। এরপর চীন থেকে আনা হলো ৩২ ইঞ্চি ড্রেজার। সেটিও ব্যর্থ হলো। এরপর বিশেষজ্ঞদের নিয়ে জরিপ করে দেখা গেলো ৪২টি খাল দিয়ে প্রতিদিন ৮-৯ হাজার মেট্রিকটন বর্জ্য নদীতে পড়ছে।

    জোয়ার-ভাটার নদী হলে এখানে নৌযান চালানো যেত না। সিটি করপোরেশনের পানি যাচ্ছে বর্জ্যসহ। খালের মুখে বর্জ্য সার্ক করে পুড়িয়ে ফেলার ব্যবস্থা বিশ্বের সব জায়গায় আছে। কর্ণফুলী না বাঁচলে দেশ বাঁচবে না। কর্ণফুলী মরে গেলে পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে।

    অতিরিক্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন বলেন, ভূমিমন্ত্রীর বদান্যতায় ১ কোটি ২০ লাখ টাকার মধ্যে ২০ লাখ টাকা পেয়েছি। আরএস মূলে অবৈধ স্থাপনা আছে ২ হাজার ১১২টি, বিএস মূলে ৭৫টি। আদালতের রায়ে আরএস মূলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। ৫ দিনে ২৩০টি স্থাপনা উচ্ছেদ করে ১০ একর জমি উদ্ধার করেছি। নিম্নআদালতে একটি মামলা রয়েছে। এখনো ১২টি মামলা রয়েছে। বর্তমান অর্থবছরে ভূমি মন্ত্রণালয়ে ২৫ কোটি টাকা চেয়ে রেখেছি। কর্ণফুলী আপনাদের নদী। দখলদারদের তালিকা নদী কমিশনের ও জেলা প্রশাসনের ওয়েবসাইটে রয়েছে। বন্দর চেয়ারম্যানের উদ্দেশে বলবো, উচ্ছেদ করা জায়গা মাস্টারপ্ল্যান করে দ্রুত শাসনের আওতায় নিয়ে আসতে হবে।

    ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ বলেন, কর্ণফুলীর সঙ্গে কাপ্তাই হ্রদের সম্পর্ক আছে। হ্রদটির নাব্যতা হ্রাস পেয়েছে, সে ব্যাপারে কেউ নজর দিচ্ছি না। স্যুয়ারেজ সিস্টেম না থাকায় নগরের ৫০ হাজার স্যানিটারি ল্যাট্রিনের আড়াই হাজার টন বর্জ্য নদীতে পড়ছে। এর বাইরে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, কসাইখানা, লাইটার জাহাজের বর্জ্য, পাহাড়ি বালু নদীতে পড়ছে। কর্ণফুলী ও হালদা এখনো বেঁচে আছে জোয়ার-ভাটার কারণে। কিছু দিন পর এ নদী খালে পরিণত হবে। দুর্বিষহ অবস্থা নেমে আসবে।

    বিজিএমইএর প্রথম সহ-সভাপতি এমএ সালাম বলেন, কর্ণফুলী সুন্দর রাখতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। পাহাড় খেয়ে ফেলেছি আমরা। কর্ণফুলী খেয়ে ফেললে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। শিল্প বাড়বে, এটা বন্ধ করা যাবে না। শিল্পকে সবুজ করার জন্য ব্যবসায়ীদের কমিটমেন্ট থাকতে হবে।

    হালদা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, কর্ণফুলীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণ বন্ধে রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয় জরুরি। চসিক, সিইউএফএল, কেপিএম ও ওয়াসা দূষণ বন্ধে উদ্যোগী হতে হবে। কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত ফেরি সার্ভিস চালু করলে নগরের অর্ধেক যানবাহন কমে যাবে।

    কর্ণফুলী বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইদ্রিস আলী বলেন, নদীকে ব্যবসার উপাদানে পরিণত করা হয়েছে। ক্যাপিটাল ড্রেজিং বন্ধ মানে হচ্ছে অপারেশন থিয়েটারে রোগীর অর্ধেক অপারেশন করে ডাক্তারের চলে যাওয়ার মতো।

    আইবিএফবি’র সভাপতি এসএম আবু তৈয়ব বলেন, মানুষের শরীরের নার্ভ ঠিক না থাকলে ব্যথা অনুভব হয়। পৃথিবীর নার্ভ হচ্ছে নদী, খাল, জলাশয়। কর্ণফুলী নামের সঙ্গে একটি মেয়ের কানের দুল হারানোর লোকগাথা আছে, কিন্তু এখন আমরা কর্ণফুলী নদীই হারাতে বসেছি।

    স্থপতি আশিক ইমরান বলেন, কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে কর্ণফুলীর দখল ও দূষণ বন্ধে। সরকার র‌্যাংগস ভবন ভেঙে সড়ক করেছে, হাতির ঝিল করেছে, নদীপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে। কর্ণফুলীও বাঁচাতে পারবে।

    কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, কর্ণফুলী চট্টগ্রামের নাভি। ভূমিমন্ত্রীর ওপর আমরা আস্থা রাখতে চাই। তিনি বলেছিলেন, দখলদারদের চেয়ে সরকারের হাত অনেক বেশি লম্বা।

    মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সম্পাদক- সাংবাদিক আলীউর রাহমান। সেসময় চ্যানেল আইএর দর্শক ফোরামের সদস্য জাহেদুর রহমান সোহেল, মোহাম্মদ এনাম, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এম এ মালেক, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুখ, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, কর্ণফুলী সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশনের সভাপতি পেয়ার আলী, সহ সভাপতি জাফর আহম্মদ, সাধারণ সম্পাদক শাহ আলম, চর পাথরঘাটা ইউপি চেয়ারম্যান সাবের আহম্মদ, সাংস্কৃতিক সংগঠক আব্দুল হালিম দোভাষ উপস্থিত ছিলেন।