Tag: কর্মকাণ্ডে

  • চট্টগ্রামে দুটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার ১৯

    চট্টগ্রামে দুটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার ১৯

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৭ নারীসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়।

    শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে চান্দগাঁও থানাধীন সাতকানিয়া গেস্ট হাউজ ও নিউ চান্দগাঁও গেস্ট হাউজ নামের দুটি আবাসিক হোটেলে এ অভিযানটি পরিচালিত হয়।

    নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দিন বলেন, একাধিক অভিযোগে শুক্রবার রাতে আবাসিক হোটেল দুটিতে আকস্মিক অভিযান পরিচালিত হয়।

    এসময় অনৈতিক কর্মকাণ্ডের যোগান দাতা সুজন দাশ, প্রফুল্ল দাশ ও তানভীরসহ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ৭ নারী ও ৯জন পুরুষকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মানবপাচার আইনে নগরীর চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান আসিফ মহিউদ্দিন।