২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ৭টি ব্যাংকে সিনিয়র পদে ৭৭১ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৪ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে এসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে চাকুরির আবেদন করতে পারবেন।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালি, রুপালি ও জনতা ব্যাংকসহ মোট সাত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার’ পদে ৭৭১ জনকে নিয়োগ দেয়া হবে। বেতন ধরা হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত।
৭৭১ জনের মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড-২৬৪ জন, জনতা ব্যাংক লিমিটেড-১৩৯ জন, রূপালী ব্যাংক লিমিটেড-২১১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-১১৩ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-৮ জন, ইনভেস্টমেন্ট কপোরেশন অব বাংলাদেশ-৩০ জন এবং কর্মসংস্থান ব্যাংকে ৬ জনকে নিয়োগ দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতকোত্তর/স্নাতক/স্নাতক (সম্মান)/সমমান। তাছাড়া শিক্ষাজীবনে কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমান হতে হবে। তবে কোন পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
০১ জুলাই ২০১৯ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের নারী পুরুষ যে কউ আবেদন করতে পারবে। বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আগ্রহী প্রার্থীদের চাকরির ধরন স্থায়ী।
আগ্রহীরা erecruitment.bb.org.bd এ ওয়েভসাইট ভিজিট করে এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি পাঠাতে হবে।