Tag: কর্মহীন

  • চকরিয়া ও রোহিঙ্গা ক্যাম্পের কর্মহীন ৭০০ পরিবারের মাঝে আইএসডিই’র খাদ্য ও জীবানুনাশক সামগ্রী বিতরণ

    চকরিয়া ও রোহিঙ্গা ক্যাম্পের কর্মহীন ৭০০ পরিবারের মাঝে আইএসডিই’র খাদ্য ও জীবানুনাশক সামগ্রী বিতরণ

    বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠির খাদ্য ও জীবানুনাশক সুরক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা সমুহের মানবিক কার্যক্রমের আওতায় বেসরকারী সংস্থা আইএসডিই বাংলাদেশ সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসাবে করোনা মহামারী (কোভিট-১৯) এর কারনে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ এর উদ্যোগে দাতা সংস্থা WJR UK’র সহায়তায় রোহিঙ্গা ক্যাম্প-১৪ ও ককসবাজার জেলার চকরিয়া উপজেলার পৌরসভা, চিরিঙ্গা, বিএমচর, পূর্ব বড় ভেওলা ও কৈয়ারবিল ইউনিয়নের ৭০০ কর্মহীন পরিবারের মাঝে জরুরি খাদ্য ও জীবানু নাশক সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

    জরুরি ত্রাণ সহায়তার মধ্যে ছিলো পরিবার প্রতি চাল ২৫ কেজি, মসুর ডাল ২ কেজি, দেশী আলু ৫ কেজি, সয়াবিন তৈল ২ কেজি, পেয়াঁজ ২ কেজি, লবন-১কেজি, মরিচ গুড়া ২০০ গ্রাম, হলুদ গুড়া ১০০ গ্রাম, আদা-৫০০গ্রাম, সাবান ২টি, মাস্ক ২টি।

    ০২ সেপ্টেম্বর ২০২০ রোহিঙ্গা ক্যাম্প-১৪ এ জরুরী খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে ক্যাম্প ইন-চার্জ মিখন তৎচ্যাঙ্গ্যা, আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, সাইট ম্যৗানেজম্যান্ট কর্মকর্তা তৌহিদুল ইসলাম, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারি মোঃ জাহাঙ্গীর আলম, কর্মসূচি ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দীন সিদ্দীকি, কর্মসুচি কর্মকর্তা আসিফ নুর হাসনাত উপস্থিত ছিলেন।

    ০৩ সেপ্টেম্বর ২০২০ চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে জরুরী খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দীন, কর্মসুচি কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি সচিব, সদস্য/সদস্যা, গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    ০৪ সেপ্টেম্বর ২০২০ চকরিয়া উপজেলার চিরঙ্গা ইউনিয়নে জরুরী খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন, আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দীন, কর্মসুচি কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি সচিব, সদস্য/সদস্যা, গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    ০৫ সেপ্টেম্বর ২০২০ চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ও কৈয়ার বিল ইউনিয়নে জরুরী খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে পূর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক হারুন সরোয়ার বাদল, কৈয়ারবিল ইউপি প্যানেল চেয়ারম্যান এনামুল হক, সমাজ কর্মী শামসুল আলম, মনসুর উদ্দীন, মোরশেদুল আলম, আজিজুর রহমান মানিক, মোঃ সেলিম, মাহবুবুল আলম, মোহম্মদ হোসেন, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দীন, কর্মসুচি কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি সচিব, সদস্য/সদস্যা, গ্রাম পুলিশের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    ০৬ সেপ্টেম্বর ২০২০ চকরিয়া পৌরসভায় ইউনিয়নে জরুরী খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, সমাজকর্মী মনসুর উদ্দীন, যুব নেতা আবু সায়েম, শেখ আহমদ, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দীন, কর্মসুচি কর্মকর্তা আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য আইএসডিই বাংলাদেশের উদ্যোগে করোনা মহারীতে কর্মহীন ও ক্ষতিগ্রস্থদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারী উদ্যোগের পাশাপাশি ককসবাজার জেলার চকরিয়া ও উখিয়া উপজেলার ২ হাজার পরিবারের মাঝে জরুরী খাদ্য ও জীবানু নাশক সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও করোনা মহামারী সংক্রান্ত প্রচার পত্র বিতরণ, ব্যানার, ফেস্টুন লাগানো, বহল জনসমাগম স্থানে হাত পরিস্কারে সুবিধাসহ বেসিন স্থাপন করা হচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাউজান সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন সাংসদ ফজলে করিম

    রাউজান সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন সাংসদ ফজলে করিম

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজান সদর ইউনিয়নে চার শত কর্মহীন, হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (খাদ্য সামগ্রী) বিতরণী করা হয়েছে।

    শনিবার (১৬ মে) রাউজান ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেল পথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

    রাউজান ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগেরর সভাপতি বিএম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহা আলম চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল আমিন। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা নাহিয়ান নাছির, সারজু মোহাম্মদ নাছের, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, ইসহাক ইসলাম, মাসুদ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদসহ আরো অনেকেই।

    প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন সরকারী ত্রাণ ও আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এক লাখের অধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি। শুধু প্রধানমন্ত্রীর উপহার দেয়া হয়েছে প্রায় ৪২ হাজার পরিবারকে। আমরা আরো ৬৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। করোনাভাইরাস মোকাবেলায় সরকার আন্তরিক ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। কোন মানুষ খাদ্য সংকটে থাকবে না। আপনাদের মনে রাখতে হবে আমেরিকার মতো শক্তিশালী দেশ আজ অসহায়। সেখানে এক লাখের উপর মানুষ মারা যাবে করোনা রোগে। ইতিমধ্যে ৮৬ হাজার ছাড়িয়েছে।

    ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু তার বক্তব্যে বলেন, যোগ্য পিতার-যোগ্য সন্তান ‘ফারাজ করিম চৌধুরী’। নিত্য নতুন ভাবনায় অসাধারণ প্রতিভা রয়েছে তার। করোনা মোকাবেলায় শহরের সকল হাসপাতালেরর ডাক্তার ও অন্যান্য সেবাদানকারীদের প্রতিদিন সেহেরীর খাওয়া দেয়া হচ্ছে। রাউজানের মানুষের জন্য ত্রাণ তহবিল গঠন করে সব শ্রেণী পেশার মানুষের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন। এমন গর্বিত সন্তানকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামীর প্রজম্মের নতুন রাউজান।

    পরে চার শতাধিক কর্মহীন, হতদরিদ্র, মধ্যবিত্তদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সাংসদ ফজলে করিম।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা : পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষকে ত্রাণ দিলেন যুবলীগ নেতা ওয়াসিম

    করোনা : পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষকে ত্রাণ দিলেন যুবলীগ নেতা ওয়াসিম

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রামের ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ওমর গণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের ভি.পি, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী৷

    আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, জনগণের সেবা করার জন্য কাউন্সিলের নির্বাচন করতে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ছিলাম।

    জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমার উপরে আস্থা রেখে আমাকে ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আওয়ামী লীগের সমর্থন দিয়েছেন ৷

    করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সরকারি বন্ধ চলছে এর মাঝে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে৷ মাননীয় জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য৷ এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সব চেয়ে বড় মানবসেবা বলে মনে করি৷

    তিনি বলেন, ইতিমধ্যে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে ৫ হাজার পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে আমার পক্ষ থেকে ত্রাণ পোঁছে দিচ্ছেন আমার সহধর্মিণী রোমান চৌধুরী৷ পরিস্থিতি বিবেচনায় আরো ৫ হাজার পরিবারে মাঝে ত্রাণ বিতরণে প্রস্তুতি চলছে বলে জানান তিনি৷

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • ভাটিয়ারীতে কর্মহীন একশ’ সিএনজি চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    ভাটিয়ারীতে কর্মহীন একশ’ সিএনজি চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রামণের কারণে কর্মহীন হয়ে পড়া সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর সিএনজি চালকদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এর অনুরোধে চট্টগ্রাম অটো রিক্সা,অটো টেম্পু ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ভাটিয়ারী শহিদ মিনারস্থ কার্যলয়ে উক্ত শুকনো খাবার বিতরণ করা হয়।

    লকডাউনের কারণে বন্ধ থাকা কর্মহীন হয়ে পড়া প্রায় একশত জন চালকের জন্য উক্ত খাদ্য সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান নাজীম উদ্দিন, চট্টগ্রাম অটো রিক্সা ও অটো টেম্পু ড্রাইভার্স সহকারী ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক হোসেন, কেন্দ্রীয় নেতা মঞ্জুর আলম, অর্থ সম্পাদক কায়সারুল আলম বাবলু, সংগঠনের ভাটিয়ারী শাখার সভাপতি নবিউল আলম, সহ-সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শাহিন আহমেদ।

  • মাইজভাণ্ডারী ওরশের হাদিয়া, নজরানার টাকা কর্মহীন মানুষের মাঝে বিতরণ

    মাইজভাণ্ডারী ওরশের হাদিয়া, নজরানার টাকা কর্মহীন মানুষের মাঝে বিতরণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা ২- এর আওতাধীন ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতাধিক ছিন্নমূল-কর্মহীন শ্রমজীবী মানুষকে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ ৩০মার্চ সোমবার দুপুরে চিকদাইর ৫নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করেন স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২-এর সাবেক সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাস উদ্দিন মানিক, প্রচার সম্পাদক কোরবান আলী মিনকু, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ্জাহান, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, ইউপি সদস্য মোদ্দাচ্ছের হায়দর, ইলিয়াছ মেম্বার।

    এছাড়া সংগঠনের কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন দিদারুল আলম, নুরুল ইসলাম,মহিউদ্দিন, আমিন, মান্নান, জয়নাল আবেদীন, বাবপু, মানিক, সাঈদ, আরিফ, রাসেল, সাহিন ,হেলাল প্রমুখ।

    সংগঠনের কর্মকর্তারা জানান, হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) নির্দেশক্রমে মহান ২২ চৈত্র বাবা ভাণ্ডারী ওরশ শরীফের হাদিয়া, নজরানার টাকা ইতিমধ্যে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বণ্টন করে দেয়া হয়েছে।

    ২৪ ঘন্টা/নুর মোহাম্মদ রানা