Tag: কর্মী

  • চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে বন্দর কর্মীর মৃত্যু

    চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে বন্দর কর্মীর মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে চট্টগ্রাম বন্দরের এক কর্মী। আজ ৩০ মে শনিবার ভোরে করোনা উপসর্গ শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে তার মৃত্যু হয়।

    বন্দর সচিব ওমর ফারুক বলেন, শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে মৃত্যুবরণকারী বন্দর কর্মীর নাম আব্দুর রশিদ মিয়াজি। তিনি নোয়াখালী জেলার বাসিন্দা হলেও চাকুরির সুবাধে পরিবার নিয়ে চট্টগ্রামের বন্দর কলোনিতে বসবাস করতেন। তিনি বন্দরের যান্ত্রিক বিভাগের হাইস্টার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

    বন্দর সচিব বলেন, করোনা উপসর্গ থাকায় মৃত্যুর আগে গত ২৯ মে শুক্রবার চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় রশিদ মিয়াজির নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা রিপোর্ট আসার পর জানা যাবে। তার মৃত্যুতে বন্দর কতৃপক্ষ শোকাহত।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • বাকলিয়ায় মেসে অভিযান, একাধিক ছাত্রশিবির কর্মী আটক

    বাকলিয়ায় মেসে অভিযান, একাধিক ছাত্রশিবির কর্মী আটক

    চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকার কয়েকটি মেসে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের একাধিক কর্মীকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।

    সোমবার গভীর রাতে বাকলিয়ার বগারবিল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান এখানো চলমান রয়েছে বলে জানান পুলিশ।

    এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন অভিযানের বিষয়টা নিশ্চিত করলেও কতজন আটক হয়েছেন তা নিশ্চিত করে জানায়নি। তিনি বলেন এখনো বিভিন্ন এলাকায় অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

    তবে নাম প্রকাশ না করা স্বর্তে ছাত্রশিবির চট্টগ্রাম নগর উত্তর শাখার এক নেতা জানিয়েছেন, বাকলিয়া থানা পুলিশ বগারবিল এলাকার বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের ১৫-২০ জন নেতাকর্মীকে আটক করেছে।