Tag: কর্মী সমাবেশ

  • সীতাকুণ্ডের কুমিরা আওয়ামীলীগের উদ্যেগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

    সীতাকুণ্ডের কুমিরা আওয়ামীলীগের উদ্যেগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়ন আওয়ামীগের উদ্যেগে এবং ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরীর সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৭ ফেব্রুয়ারী) বিকালে মছজিদ্দা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ।

    এসময় তিনি বলেন, বর্তমান সরকার একটি উন্নয়নমুখী জনবান্ধব সরকার, এসরকারের আমলে দেশের অকল্পনীয় উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে সর্তক থাকতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন ইউপি নির্বাচনে আবারো কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরীকে নির্বাচিত করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহবান জানান।

    বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন চৌধুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, ২নং ইউনিয়নের চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, ৪ নং মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন বাবু, ৫নং বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযুদ্ধা আবুল কালাম চৌধুরী (আলেকজান্ডার), কুমিরা ইউনিয়ন পরিষদের ১ থেকে ৯নং ওয়ার্ডের সকল সদস্য ও মহিলা সদস্যবৃন্দ, প্রত্যেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপত, সাধারণ সম্পাদকবৃন্দ, ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউদ্দিন আহম্মদ রাজু, সেচ্ছাসেবক লীগের সভাপতি ফছিউল আলম, সাধারণ সম্পাদক আবু তাহের, তাতী লীগের সভাপতি কাজী শিবলু, বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি মোঃ শামিম, সাধারণ সম্পাদক দেলোয়ার, উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/দুলু

  • বোয়ালখালীতে আ.লীগের কর্মী সমাবেশে ‘দোয়া’ চাইলেন মোছলেম উদ্দিন

    বোয়ালখালীতে আ.লীগের কর্মী সমাবেশে ‘দোয়া’ চাইলেন মোছলেম উদ্দিন

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে কর্মী সম্মেলনে ‘দোয়া’ চেয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

    মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ দোয়া কামনা করেছেন।

    এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু’র আদর্শের দল আওয়ামী লীগের পতাকা বুকে ধারণ করে জীবনের ৩৫ বছর ধরে জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। জাসদ কোনোদিন করিনি। অন্য কোনো দলের লোভ লালসায় লালায়িত হইনি।’

    ‘গত তিনবারের জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বাদলকে নির্বাচিত করতে যে পরিশ্রম করেছি তা বাদলও করেননি। আমি বাদলের মৃত্যু কামনা করিনি কোনোদিন। আমিও যেকোনো সময় চলে যেতে পারি। আজ অনাকাঙ্খিত ভাবে বাদলের মৃত্যু হয়েছে আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন।’

    চট্টগ্রাম-৮ আসনে আসন্ন নির্বাচন সহজ হবে না জানিয়ে তিনি বলেন, ‘বোয়ালখালী উপজেলা একটি শিক্ষা সংস্কৃতিতে সমৃদ্ধ উপজেলা। তবে অন্যান্য উপজেলার চেয়ে আশান্বিত উন্নয়ন হয়নি। এরপরও আওয়ামী লীগ সরকার এ উপজেলায় পৌরসভা, ফায়ার সার্ভিস প্রতিষ্ঠাসহ কর্ণফুলী নদীর ভাঙ্গনরোধে কাজ করেছে।

    সামগ্রিক উন্নয়নে বড় বাধা কালুরঘাটে সেতু। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের ঘোষণা দিয়েছেন সড়ক সেতু নির্মাণের।’

    তিনি আরো বলেন ‘আমি আপনাদেরই সন্তান, আমার জন্য দোয়া করবেন। এ এলাকার উন্নয়নে মৃত্যুর আগ মুর্হুত পর্যন্ত নিজেকে সমর্পণ করতে পারি।’

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারমের সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, উপজেলা শ্রমিক লীগ সভাপতি সাইদুর রহমান খোকা, ইউপি চেয়ারম্যান এসএম জসিম, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, শামসুল আলম ও পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান।