Tag: কলেজছাত্র

  • চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, খুনী বন্ধু গ্রেফতার

    চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, খুনী বন্ধু গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ : চট্টগ্রামের হালিশহরে বন্ধুর ছুরিকাঘাকে খুন হয়েছে কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ইরফান আহমেদ (১৮)।

    বৃহস্পতিবার বিকালে তিনটার দিকে হালিশহর থানার বড়পুল এলাকায় পিডিবি অফিসের অদূরে আড়ং ভবনের সামনে হত্যাকাণ্ডটি ঘটে। এদিকে হত্যাকাণ্ডের পরপরই হালিশহর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় খুনী বন্ধু মো. সাদ্দামকে বড়পোল এলাকা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ গ্রেফতার করে।

    নিহত ইরফান হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে এবং হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার মো. লালনের ছেলে বলে জানিয়েছেন পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ইরফান ও সাদ্দাম দুজনই বন্ধু এবং মইন্যাপাড়ার একই এলাকার বাসিন্দা। কয়েকদিন আগে তুচ্ছ একটি ঘটনা নিয়ে দুই বন্ধুর মধ্যে খুব তর্তাতর্কি হয়। দুজনের ঝগড়ার রেশ ধরেই বৃহস্পতিবার বিকেলে হালিশহরের বড়পোল পিডিবি অফিসের সামনে ইরফানকে একা পেয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাদ্দাম।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত নায়েক আব্দুল হামিদ জানান, বৃহস্পতিবার বিকেলে রক্তাক্ত অবস্থায় ইরফান আহমেদ নামে এক কলেজ ছাত্রকে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তার বুকের বিভিন্নস্থানে ছুরিকাঘাতে জখমের চিহ্ন আছে।

    হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুর রহমান এ ঘটনায় মূল হত্যাকারী সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে বলে জানান। তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ বড়পোল এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হত্যাকান্ডের রহস্য জানা যাবে বললেন ওসি ওবায়দুর রহমান।

  • এমইএস কলেজছাত্র সানি হত্যা মামলায় ২ আসামি কারাগারে

    এমইএস কলেজছাত্র সানি হত্যা মামলায় ২ আসামি কারাগারে

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী ওমর গনি এমইএস কলেজ ছাত্র জাকির হোসেন সানি (১৭) হত্যা মামলায় ২ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

    ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালতে দুজন আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    কারাগারে প্রেরিত ২ আসামি হলেন, আনিসুর রহমান (৩০) ও মো. মামুন (৩০)। দুজনই এমইএস কলেজ ছাত্র জাকির হোসেন সানি হত্যা মামলার এজাহারভুক্ত ৫ ও ৭ নং আসামি।

    তথ্য নিশ্চিত করেন আদালতে দায়িত্বে থাকা জিআরও মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, হত্যাকান্ডের পর দায়েরকৃত হত্যা মামলায় আনিসুর ও মামুন দুজনই হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।

    দুজনের জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে এবং বিচারকের কাছে জামিনের আবেদন করেন। বিজ্ঞবিচারক তাদের জামিন না মঞ্জুর করে দুজনকে জেল হাজতে পাঠিয়ে দেন।

    উল্লেখ্য : চলতি বছরের ২৬ আগস্ট এমইএস কলেজের সামনে সিনিয়র জুনিয়র তর্কের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয় চট্টগ্রাম ওমর গণি এম ই এস কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র জাকির হোসেন সানি (১৭)।

    এ ঘটনায় সানির বড় বোন মাহমুদা আক্তার বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে খুলশী থানায় মামলা (মামলা নং-৩৬(৮)১৯ ধারাঃ-৩০২/৩৪ দঃবিঃ)দায়ের করেন।

    মামলার আসামিরা হলেন- সৌরভ ঘোষ (২০), সৈয়দ সাফাত কায়সার (১৯), রবিউল (১৯), তুষার (২২), আনিসুর রহমান (৩০), আয়াতুল হক (২০) ও মো. মামুন (৩০)। এছাড়া আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় এ হত্যা মামলায়।

  • দাফনের ২৫ দিন পর কলেজছাত্রের লাশ উত্তোলন

    দাফনের ২৫ দিন পর কলেজছাত্রের লাশ উত্তোলন

    চট্টগ্রামের লোহাগাড়ায় দাফনের ২৫ দিন পর কলেজছাত্র মোসাদ্দেক হোসেন ফালুর লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

    ফালু ওই এলাকার আমিনুল হকের পুত্র। তিনি চট্টগ্রাম শহরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের মাস্টার্সের ছাত্র ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা যায়।

    সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পুটিবিলা মাওলানা পাড়ার পারিবারিক কবরস্থান থেকে এ লাশটি উত্তোলন করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।

    তিনি বলেন, নিহত ফালুর স্বজনদের সন্দেহ ছিল তাকে হত্যা করা হয়েছে। প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট আদালতে অভিযোগের ভিত্তিতে লাশটি উত্তোলনের আদেশ দেওয়া হয়। এ আদেশের ভিত্তিতে লাশটি উত্তোলন করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, গত ২ অক্টোবর চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয় মোসাদ্দেক হোসেন ফালু। পরদিন ৩ অক্টোবর ময়নাতদন্ত ছাড়াই লোহাগাড়ার পুটিবিলা মাওলানা পাড়ায় পারিবারিক কবরস্থানে লাশের দাফন করা হয়।

  • সড়ক দুর্ঘটনায় নিহত রাজীবের পরিবারকে ১০ লাখ টাকা দিতে নির্দেশ

    সড়ক দুর্ঘটনায় নিহত রাজীবের পরিবারকে ১০ লাখ টাকা দিতে নির্দেশ

    রাজধানীতে দুই বাসের রেষারেষিতে কলেজছাত্র রাজীব হাসান নিহতের ঘটনায় তার পরিবারকে এক মাসের মধ্যে ক্ষতিপূরণের ১০ লাখ টাকা পরিশোধ করতে স্বজন পরিবহনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

    স্বজন পরিবহনের এক আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।

    বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ গত ২০ জুন এক রায়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের বাসকে এ দুর্ঘটনার জন্য সমানভাবে দায়ী করে।

    দুই বাসের কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা রাজীবের পরিবারকে পরিশোধ করতে বলা হয় ওই রায়ে।

    স্বজন পরিবহনের মালিকপক্ষ হাই কোর্টের ওই রায় স্থগিতের আবেদন নিয়ে এলে রোববার তা আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।

    স্বজন পরিবহনের পক্ষে শুনানি করেন আইনজীবী শফিকুল ইসলাম বাবুল, রাজীবের পরিবারের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। বিআরটিসির পক্ষে এদিন কেউ আদালতে ছিলেন না।

    প্রাথমিক বক্তব্য শুনে প্রধান বিচারপতি স্বজন পরিবহনের আইনজীবীকে বলেন, ‘এক মাসের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করে আসেন। তারপর আমরা আপনাদের বাকি বক্তব্য শুনব।’

    শুনানি শেষে রুহুল কুদ্দুস কাজল জানান, আগামী ১৭ নভেম্বর বিষয়টি আবার শুনানির জন্য আপিল বিভাগে আসবে।

    গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত কাটা পড়ে তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীবের।

    আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৬ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।