Tag: কলেজ ছাত্রের মৃত্যু

  • রাউজানে প্রাইভেট কারের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু, উত্তেজিত জনতার সড়ক অবরোধ

    রাউজানে প্রাইভেট কারের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু, উত্তেজিত জনতার সড়ক অবরোধ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের মনোরঞ্জন চেয়ারম্যানের ঘাটা এলাকায় ব্যস্ততম চট্টগ্রাম-রাঙামাটি সড়কে প্রাইভেট কারের ধাক্কায় আকাশ কর (১৮) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় দিকে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত আকাশ কর রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের মনোরঞ্জন চেয়ারম্যানের বাড়ীর দুলাল করের পুত্র। সে রাঙামাটি কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত ছিল।

    প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রাঙামাটিমুখী একটি প্রাইভেট কার মনোরঞ্জন চেয়ারম্যানের ঘাটা এলাকায় কলেজ ছাত্র আকাশ করকে ধাক্কা দিলে মারাত্নক আহতাবস্থায় প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

    দুর্ঘটনার খবর শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে সড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় সড়কের উভয়দিকে অনেক গাড়ী আটকা পড়ে।

    পরে আওয়ামীলীগ নেতা ইরফান আহমেদ চৌধুরী ও জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করলে যান চলাচল শুরু হয়।

    মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আকাশ করের মৃত্যুর সংবাদ শুনে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

    রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ছালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। কার চালককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • মিরসরাইয়ে বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সহপাঠীরা

    মিরসরাইয়ে বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সহপাঠীরা

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বারইয়ারহাট এলাকায় বাস চাপায় নিহত হয়েছে সাইফুদ্দিন (১৮) নামে এক কলেজ ছাত্র।

    একই ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের এক সহপাঠী। আশঙ্ককাজনক অবস্থায় আহত শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বারইয়ারহাট বাজার এলাকায় সড়ক পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।

    এদিকে দুর্ঘটনায় প্রিয় সহপাঠীকে হারিয়ে তার শিক্ষাঙ্গণে ও তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয়রা। ঘটনার পরপর সাইফুদ্দিনের সহপাঠী ও স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে রাখে। ফলে যানজট তৈরি হয়।

    নিহত সাইফুদ্দিন বারৈয়ারহাট ডিগ্রী কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্র এবং উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার বাঘাই বাড়ীর মো. হানিফের ছেলে বলে জানা গেলেও গুরুতর আহত সহপাঠীর পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

    জানা গেছে কুমিল্লা থেকে চট্টগ্রাম মুখি রূপসা পরিবহনের একটি বাস বেপরোয়া গতীতে রাস্তা পারাপারের সময় সাইফুদ্দিন ও তার এক সহপাঠীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় তার সহপাঠী।

    জোরারগঞ্জ থানা ওসি মুফিজ উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কলেজ ছাত্রের লাশের সুরতহাল শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

    তিনি বলেন, নিহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ঘাতক বাসটি আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং বাসের চালকেকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

    উত্তেজিত জনতাকে বিচারের আশ্বাস দিয়ে শান্ত রাখার চেষ্টার পাশাপাশি দুর্ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।