Tag: কসবায়

  • কসবায় ট্রেন দুর্ঘটনা : বেঁচে গেলেন ফজলে করিম!

    কসবায় ট্রেন দুর্ঘটনা : বেঁচে গেলেন ফজলে করিম!

    ২৪ ঘন্টা চট্টগ্রাম স্পেশাল : ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

    দুর্ঘটনা কবলিত তুর্ণা নিশীতা ট্রেনে করেই ঢাকা যাওয়ার কথা ছিলো সাংসদ ফজলে করিমের। ওই ট্রেনের টিকিটও সংগ্রহ করেছিলেন তিনি। তবে রাষ্ট্রপতির সাথে গুরুত্বপূর্ণ এক বৈঠকের সিদ্ধান্তে হঠাৎ করেই তিনি যাত্রা পথ পরিবর্তণ করেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করেই তিনি ঢাকায় পৌছান।

    এসব তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিমের এপিএস চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।

    তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। শোক বার্তায় ফজলে করিম নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দুর্ঘটনায় আহত মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান।

    এদিকে দুর্ঘটনার শিকার ট্রেনে করে পিতার ঢাকা যাওয়ার পথ পরিবর্তণকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা ব্যতীত আর কিছুই নয় বলে উল্লেখ করে ট্রেন দুর্ঘটনায় ঝড়ে যাওয়া প্রাণগুলোর আত্মার মাগফিরাত কামনা করে ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন সাংসদের জ্যৈষ্ঠ পুত্র ফারাজ করিম চৌধুরী।

    আজ মঙ্গলবার দুপুর ২ টা ৫৭ মিনিটে ফারাজ করিম তার পোস্টটি পাবলিশড করেন।

    ২৪ ঘন্টা ডট নিউজের পাঠকদের জন্য ফারাজ করিমের স্ট্যাটাসটি হুবুহ তুলে ধরা হলো।

    দুর্ঘটনার শিকার তূর্ণা নিশীতা যা গতরাতে চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলো, সেই ট্রেনে করে আমার বাবার আজ সকালে ঢাকা পৌঁছানোর কথা ছিল। সেই ট্রেনের টিকেট কিনেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে প্লেনে আসার পরিকল্পনাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা ব্যতীত আর কিছুই নয়।

    দায়িত্বরতদের কর্তব্যের অবহেলার কারণে এই ঘটনাগুলো ঘটছে, এটা বুঝতে আর কতগুলো তদন্ত কমিটি লাগবে? আগেও বলেছি, দায়িত্বে থাকা সকলের বিরুদ্ধে হত্যা মামলা আনুন। একটা উদাহরণ সৃষ্টি করুন।

    আমি নিশ্চয়তার সাথে বলছি, এধরণের ঘটনা ভবিষ্যতে শূন্যের কোটায় নেমে আসবে। তবে ব্যবস্থা নেবেনই বা কেমনে, যেখানে গুরুত্বপূর্ণ এসব পদে চাকরি তদবির ও ঘুষের মাধ্যমেই হয়?

    মনে কষ্ট নিয়েই বলছি, আজ আল্লাহ যদি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে সেই ট্রেনে যাওয়ার হুকুম করতেন, তাহলে কি দেশের রেল ব্যাবস্থায় কোন পরিবর্তন আসতো? ঝড়ে যাওয়া প্রাণগুলোর আত্মার মাগফিরাত কামনা করছি।

  • কসবায় ট্রেন দূর্ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ৫ জনের পরিচয় আঙ্গুলের ছাপে শনাক্ত

    কসবায় ট্রেন দূর্ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ৫ জনের পরিচয় আঙ্গুলের ছাপে শনাক্ত

    ২৪ ঘন্টা ডেৃস্ক : চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা আর সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ঘটনায় এ পর্যন্ত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে নিহতদের হাতের আঙ্গুলের ছাপ নিয়ে ৫ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা।

    নিহতদের মধ্যে যে পাঁচজনের পরিচয় পাওয়া যায়, তারা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মদনমোরাদ এলাকার আইয়ুব হোসেনের ছেলে আল আমিন (৩৫), আনোয়ারপুর এলাকার মো. হাসানের ছেলে আলী মো. ইউসুফ (৩৫), চুনারুঘাট উপজেলার পীরেরগাঁও এলাকার সুজন (২৪), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজাগাঁও এলাকার মজিবুর রহমান (৫০) ও তার স্ত্রী কুলসুমা (৪২)।

    সোমবার দিবাগত রাত ৩টার দিকে কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অন্তত শতাধীক। এদের মধ্যে গুরুতর আহত ২৬ জন। অন্যান্য আহত ৭৪ জনের মধ্যে ২৭ জন কসবা হাসপাতাল, ৩৬ জন ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল ও ১১ জন কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। কয়েকজন আশংকাজনক অবস্থায় আছেন।

    ঘটনাস্থলে জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া ও পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া সহ বিজিবি, র‍্যাব, আরএনবি ও জিআরপির সদস্যরা উদ্ধার কাজে সহায়তা করছেন। বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা ঘটনাস্থলে রয়েছেন।

    রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সহ রেলের অন্যান্যরা সেখানে রয়েছেন। রেলপথ মন্ত্রী ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। মোট ৫ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের দুটি কমিটির একটিতে প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্বাঞ্চল) মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে। অন্য কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিতু মরিয়মকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।
    বাংলাদেশ রেলওয়ে মহাপরিদর্শকের কার্যালয় থেকে একটি এবং রেলওয়ে পুলিশের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ের উদ্ধারকারি দল ঘটনাস্থলে আছে। ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ ইতিমধ্যে চালু হয়েছে।