নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বেপারী পাড়া মোড়ে জনসাধারণের চলাচলের রাস্তা ও নালার উপর অবৈধভাবে বসানো কাঁচাবাজার উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত।
একই অভিযানে এক্সেস রোডের টিএন্ডটি কলোনী সংলগ্ন অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে উঠা কাচাঁবাজার উচ্ছেদ করে সর্বসাধারণের চলাচলের জন্য রাস্তা ও ফুটপাতের জায়গা উম্মুক্ত করে দেওয়া হয়।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।
২৪ ঘণ্টা/রাজীব