Tag: কাউন্সিলর

  • কাউন্সিলরের পদ শূন্য হলে দায়িত্ব পাবেন মহিলা কাউন্সিলর

    কাউন্সিলরের পদ শূন্য হলে দায়িত্ব পাবেন মহিলা কাউন্সিলর

    সিটি কর্পোরেশনের কোনো কাউন্সিলের পদ শূন্য হলে সেখানে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর দায়িত্ব পাবেন। এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    রোববার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

    সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

    তিনি বলেন, ‘আগে যেটা ছিল কোনো কাউন্সিলর যদি অনুপস্থিত থাকতেন বা যদি উনি বিদেশে যান বা শূন্য হতো কোনো কারণে, পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর দায়িত্ব পেতেন। কিন্তু এখন যেটা করা হয়েছে– যদি শূন্য হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়, তখন ওখানকার সংরক্ষিত আসনের যিনি কাউন্সিলর আছেন, তাকে ওই দায়িত্ব দিতে হবে, সেই বিধান আসছে।’

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গত বছরের শেষের দিকে এসে অক্টোবর মাসে এ আইনটি উপস্থাপন করা হয়েছিল এবং তখন এটিকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল। সেটি উপস্থাপন করা হলে তখন সংসদে নেওয়ার প্রসঙ্গ ছিল। কিন্তু তখন তারা বাকি প্রসেস করে সংসদে নিতে পারেনি। এজন্য এ সংসদে উপস্থাপন করতে ওনারা আবার মন্ত্রিসভায় উঠিয়েছিলেন। মন্ত্রিসভা সেটি সামান্য একটু সংশোধন করে অনুমোদন দিয়েছেন।’

    ‘ড্রেনেজ ব্যবস্থাপনা এখন ওয়াসা থেকে সিটি কর্পোরেশনে চলে আসছে। পুরো কাজটিকে আনার জন্য যে পরিবর্তন দরকার, সেটা এখানে আনা হয়েছে।’

    আরও কয়েকটি বিষয় আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগের আইনে ছিল যে একটি সিটি কর্পোরেশন গঠিত হলে বা বিদ্যমান সিটি কর্পোরেশনের কি এরিয়া হবে, সেটি একটি তফসিল ভুক্ত ছিল। এবার বলা হচ্ছে তফসিলভুক্ত না করে সরকার গেজেট দ্বারা নির্ধারণ করতে পারবে। সে বিধানটি এখানে রাখা হয়েছে।’

    ‘আগে ছিল একজন মেয়র কিংবা কাউন্সিলর বছরে তিন মাস পর্যন্ত ছুটি ভোগ করতে পারতেন অনুমতি নিয়ে, এখন সেটি করা হয়েছে এক মাস।’

    মো. মাহবুব হোসেন বলেন, ‘আগে ছিল একটা কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এখন যেটা পরিবর্তন আসছে– সেটা ৯০ দিন দিনের মধ্যে করতে হবে।’

    তিনি বলেন, ‘এখন যে রকম আছে আইনে প্রথম যেদিন কর্পোরেশনের সভা হয় সেখান থেকে পাঁচ বছর এটা বলবৎ থাকবে। এরপর নতুন নির্বাচিত মেয়ররা শপথ নেওয়ার পর তারা ১৫ দিনের মধ্যে কর্পোরেশনের সভা আহ্বান করবে এবং যেদিন কর্পোরেশনের সভা সেদিনই আগেরটা বিলুপ্ত হবে এবং এটা কার্যকর হবে।’

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রত্যেকটা সিটি কর্পোরেশনে এখনকার আইনে প্রায় ১৪টি কমিটি গঠন করার কথা বলা আছে, বিভিন্ন টাইপের কমিটি আছে। এখানে আরও সাতটি কমিটি যোগ করা হয়েছে।’

    সিটি কর্পোরেশনের সচিবকে নির্বাহী কর্মকর্তা হিসেবে নামকরণ করা হয়েছে বলেও জানান মো. মাহবুব হোসেন।

  • চসিকের ওয়ার্ড কাউন্সিলর জসিম সাময়িক বরখাস্ত

    চসিকের ওয়ার্ড কাউন্সিলর জসিম সাময়িক বরখাস্ত

    চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুধবার তাঁকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

    বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়া ও হুমকি দেওয়ার মামলায় অভিযোগপত্রে ওয়ার্ড কাউন্সিলর জহরুল আলমকে ১ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করেছে মন্ত্রণালয়।

    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আব্দুর রাফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। এ জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ধারা ১২(১) অনুযায়ী তাঁকে স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

    প্রজ্ঞাপনের বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। বুধবার রাতে জহুরুল আলমকে মুঠোফোনে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

    বেলার প্রধান নির্বাহী রিজওয়ানা হাসানের নেতৃত্বে বেলার একটি প্রতিনিধিদল গত বছরের ২৬ জানুয়ারি আকবর শাহ থানা এলাকায় পাহাড় কাটার স্থান পরিদর্শনে গেলে কাউন্সিলর জহুরুল ও তাঁর সহযোগীদের মারমুখী আচরণের শিকার হন। এ ঘটনায় রিজওয়ানা হাসান আটজনের বিরুদ্ধে মামলা করেন। আকবর শাহ থানা-পুলিশ গত বছরের ১২ জুন ছয়জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেয়। এতে অভিযোগপত্রে কাউন্সিলর জহুরুলকে ১ নম্বর আসামি করা হয়। অন্য আসামিরা হলেন জহুরুলের সহযোগী বিল্লাল হোসেন, আবু নোমান, সাইফুদ্দিন ভূঁইয়া, আনিছ চৌধুরী ও মো. শাকিল। তাঁদের মধ্যে নোমান ছাড়া বাকিরা জামিনে আছেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ উল্লাহ জামান। অভিযোগপত্রে বলা হয়, সচেতনতা বৃদ্ধির জন্য পাহাড় কাটা এলাকা পরিদর্শনে গেলে কাউন্সিলর জহুরুল আলমের নেতৃত্বে আসামিরা বেলার প্রধান নির্বাহীসহ প্রতিনিধিদলকে বাধা দেয়, গাড়ি আটকে রাখে ও বিভিন্নভাবে হুমকি দেয়। আটকে রাখা সেই গাড়ি পুলিশ গিয়ে ছাড়িয়ে নেয়।

     

  • বোয়ালখালীতে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

    বোয়ালখালীতে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো.মুজিবুর রহমানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী(জিডি) করেছেন মো.সাইফুদ্দিন আহাম্মদ নামের এক ব্যক্তি।

    পৌরসভার পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়ায় ক্রয়কৃত জায়গার ওপর দিয়ে জোর পূর্বক পৌর কাউন্সিলর মুজিবুর রহমান নিজের বাড়ীর রাস্তা তৈরি করার অভিযোগে গত ২৮ ফেব্রুয়ারী তিনি বোয়ালখালী থানায় এ জিডি করেছেন।

    পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুদ্দিন জানান, তার ক্রয়কৃত জায়গার ওপর পৌর কাউন্সিলর মুজিবুর রহমান, তার ভাই মো. মাহামুদুর রহমান ও মো. আবদুস ছাত্তার নিজেদের বাড়ীতে যাতায়াতের জন্য জোর পূর্বক রাস্তার তৈরি করছেন। এতে বাধা দিলে ঝগড়া বিবাদের আশঙ্কায় তিনি থানায় জিডি করেছেন।

    এ ব্যাপারে পৌর কাউন্সিলর মুজিবুর রহমান বলেন, ‘সরকারি জায়গার ওপর রাস্তাটি আগে থেকেই ছিলো। বর্তমানে তা সংস্কার করা হচ্ছে।’

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, আইনি প্রতিকার চেয়ে সাইফুদ্দিন আহাম্মদ নামের এক ব্যক্তি পৌর কাউন্সিলর মুজিবুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • চসিকে কাউন্সিলর পদে যারা বিজয়ী হলেন

    চসিকে কাউন্সিলর পদে যারা বিজয়ী হলেন

    চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে অনুষ্ঠিত ভোটে কাউন্সিলর নতুনের জয়জয়কার হয়েছে। ৩৯টি ওয়ার্ডের মধ্যে সবকটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে ১৯টিতে জয় নতুনদের।

    এদিকে এবারই প্রথম চসিকের কোনো ওয়ার্ডে জয় পাননি বিএনপির কোনো কাউন্সিলর প্রার্থী।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ১৪টি সংরক্ষিত ওয়ার্ড এবং ৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৩৯ ওয়ার্ডে (১৮ নম্বর পূর্ব বাকলিয়া ও ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড ছাড়া) নির্বাচিত কাউন্সিলর প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

    ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুন অর রশিদ।
    অপরদিকে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

    বুধবার (২৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান সাধারণ এবং সংরক্ষিত মিলিয়ে ৫৩ ওয়ার্ডের ফলাফল নগরীর স্টেডিয়ামস্থ জিমনেশিয়াম চত্বর থেকে ঘোষণা করেন ।

    সাধারণ ওয়ার্ডে নির্বাচিতদের তালিকা
    ১নং দক্ষিণ পাহাড়তলী: আওয়ামী লীগের গাজী মো. শফিউল আজিম (ঘুড়ি)
    ২নং জালালাবাদ ওয়ার্ড: বিদ্রোহী মো. সাহেদ ইকবাল বাবু (ঝুড়ি)
    ৩নং পাঁচলাইশ: বিদ্রোহী প্রার্থী মো. শফিকুল ইসলাম (মিষ্টি কুমড়া)
    ৪নং চান্দগাঁও: বিদ্রোহী প্রার্থী মো. এসরারুল হক (ঘুড়ি)
    ৫নং মোহরা: আওয়ামী লীগের মোহাম্মদ কাজী নুরুল আমিন মামুন (ঘুড়ি)
    ৬নং পূর্ব ষোলশহর: আওয়ামী লীগের এম আশরাফুল আলম (ঘুড়ি)
    ৭নং পশ্চিম ষোলশহর: আওয়ামী লীগের মো. মোবারক আলী (টিফিন ক্যারিয়ার)
    ৮নং শুলকবহর: আওয়ামী লীগের মো. মোরশেদ আলম (লাটিম)
    ৯নং পাহাড়তলী: বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ জহুরুল আলম জসিম (মিষ্টি কুমড়া)
    ১০নং উত্তর কাট্টলী: আওয়ামী লীগের নিছার উদ্দিন আহমেদ (মিষ্টি কুমড়া)
    ১১নং দক্ষিণ কাট্টলী: আওয়ামী লীগের মো. ইসমাইল (টিফিন ক্যারিয়ার)
    ১২নং সরাইপাড়া: আওয়ামী লীগের মো. নুরুল আমিন (রেডিও)
    ১৩নং পাহাড়তলী: আওয়ামী লীগের মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী (লাটিম)
    ১৪নং লালখান বাজার: আওয়ামী লীগের আবুল হাসনাত মো. বেলাল (ঘুড়ি)
    ১৫নং বাগমনিরাম: আওয়ামী লীগের মোহাম্মদ গিয়াস উদ্দীন (ঘুড়ি)
    ১৬নং চকবাজার: আওয়ামী লীগের সাইয়েদ গোলাম হায়দার মিন্টু(ব্যাডমিন্টন র‌্যাকেট)
    ১৭নং পশ্চিম বাকলিয়া: আওয়ামী লীগের এ মোহাম্মদ শহিদুল আলম (ঘুড়ি)
    ১৮নং পূর্ব বাকলিয়া: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুন অর রশিদ।
    ১৯নং দক্ষিণ বাকলিয়া: আওয়ামী লীগের মো. নুরুল আলম (মিষ্টি কুমড়া)
    ২০নং দেওয়ান বাজার: আওয়ামী লীগের চৌধুরী হাসান মাহমুদ হাসনী (ঠেলাগাড়ি)
    ২১নং জামালখান: আওয়ামী লীগের শৈবাল দাশ সুমন (ঠেলাগাড়ি)
    ২২নং এনায়েত বাজার: আওয়ামী লীগের মোহাম্মদ সলিম উল্লাহ বাচ্চু(ঘুড়ি)
    ২৩নং উত্তর পাঠানটুলী: আওয়ামী লীগের মোহাম্মদ জাবেদ (মিষ্টি কুমড়া)
    ২৪নং উত্তর আগ্রাবাদ: আওয়ামী লীগের নাজমুল হক ডিউক (ঠেলাগাড়ি)
    ২৫নং রামপুরা: আওয়ামী লীগ সমর্থিত আব্দুস সবুর লিটন(টিফিন ক্যারিয়ার)
    ২৬নং উত্তর হালিশহর: আওয়ামী লীগের মোহাম্মদ হোসেন (ঠেলাগাড়ি)
    ২৭নং দক্ষিণ আগ্রাবাদ: মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী(লাটিম)
    ২৮নং পাঠানটুলী: আওয়ামী লীগের নজরুল ইসলাম বাহাদুর (রেডিও)
    ২৯নং পশ্চিম মাদারবাড়ি: আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ জোবায়ের (রেডিও)
    ৩০নং পূর্ব মাদারবাড়ি: আওয়ামী লীগের আতাউল্লাহ চৌধুরী(ঘুড়ি)
    ৩১নং আলকরণ: কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
    ৩২নং আন্দরকিল্লা: আওয়ামী লীগ সমর্থিত জহর লাল হাজারী (মিষ্টি কুমড়া)
    ৩৩নং ফিরিঙ্গি বাজার: বিদ্রোহী প্রার্থী হাসান মুরাদ বিপ্লব (মিষ্টি কুমড়া)
    ৩৪নং পাথরঘাটা: আওয়ামী লীগের পুলক খাস্তগীর (ঠেলাগাড়ি)
    ৩৫নং বক্সিরহাট: আওয়ামী লীগের হাজী নুরুল হক (ঘুড়ি)
    ৩৬নং গোসাইলডাঙ্গা: বিদ্রোহী প্রার্থী মো. মোর্শেদ আলী।
    ৩৭নং মুনিররগর: আওয়ামী লীগের মোহাম্মদ আবদুল মান্নান (ঠেলাগাড়ি)
    ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর: আওয়ামী লীগের গোলাম মো. চৌধুরী (ঠেলাগাড়ি)
    ৩৯নং দক্ষিণ হালিশহর: আওয়ামী লীগের জিয়াউল হক সুমন(লাটিম)
    ৪০নং উত্তর পতেঙ্গা: আওয়ামী লীগের আবদুল বারেক(ঠেলাগাড়ি)
    ৪১নং দক্ষিণ পতেঙ্গা: আওয়ামী লীগের ছালেহ আহম্মেদ চৌধুরী (ঘুড়ি)।

    সংরক্ষিত নারী কাউন্সিলররা হলেন-
    ১ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছে বিদ্রোহী প্রার্থী ফেরদৌস বেগম মুন্নী (আনারস)।
    ২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের জোবাইরা নার্গিস খান (মোবাইল ফোন)।
    ৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জেসমিন পারভীন জেসী (চশমা)।
    ৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের তছলিমা বেগম নুরজাহান (বই)।
    ৫নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আনজুমান আরা বেগম (বই)।
    ৬নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শাহীন আকতার রোজী (আনারস)।
    ৭নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের রুমকি সেনগুপ্ত (হেলিকপ্টর)।
    ৮নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নীলু নাগ (মোবাইল ফোন)।
    ৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জাহেদা বেগম পপি (স্টিল আলমারি)।
    ১০ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের হুরে আরা বেগম (মোবাইল ফোন)।
    ১১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ফেরদৌসি আকবর (বই)।
    ১২ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আফরোজা জহুর (আফরোজা কালাম) (গ্লাস)।
    ১৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের লুৎফুন্নেছা দোভাষ বেবী (গ্লাস)।
    ১৪ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শাহানুর বেগম (গ্লাস)।

  • সীতাকুণ্ড পৌর নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন দুই সাংবাদিক

    সীতাকুণ্ড পৌর নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন দুই সাংবাদিক

    কামরুল ইসলাম দুলু : আসন্ন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন সীতাকুণ্ডের দুই সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও সমাজ সেবা করার মনোবাসনা করছেন তারা।

    সাংবাদিক নাছির উদ্দিন অনিক (পানির বোতল প্রতীক) কাউন্সিলর পদে নির্বাচন করছেন সীতাকুণ্ড পৌরসভার ৮নং ওয়ার্ডের ইদিলপুর থেকে। তিনি সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর সীতাকুণ্ড প্রতিনিধি। এছাড়াও তিনি ৮নং ইদিলপুর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও সমাজ উন্নয়ন সংগঠন শৈলী‘র সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত।

    অন্যদিকে পৌরসভার শিবপুর ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে (পানির বোতল প্রতীক) নির্বাচন করছেন সাংবাদিক দিদার হোসেন টুটুল। তিনি সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক ইত্তেফাকের সীতাকুণ্ড প্রতিনিধি হিসেবে কর্মরত।

    নাছির উদ্দিন অনিক বলেন, ৮নং ইদিলপুর ওয়ার্ডটি গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এখানে সাধারণ জনগণের আশা- আকাঙ্খা ও দাবি পূরণে গণমানুষের বন্ধু হয়ে কাজ করে যেতে চায়। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডকে বদলে দেওয়ার কথাও জানান তিনি।

    দিদার হোসেন টুটুল বলেন, আমি বিজয়ী হয়ে এলাকাবাসীর সেবা করার প্রত্যয়ে সকলের দোয়া চায়। আমার ওয়ার্ডে বিভিন্ন রকমের সমস্যা বিদ্যমান। আমি একজন সমাজ সেবক, এর পাশাপাশি কাউসিন্সল নির্বাচিত হলে মানুষের সেবা করার বেশি সুযোগ সৃষ্টি হবে।

  • সাবেক কাউন্সিলর শফি জামিনে মুক্ত

    সাবেক কাউন্সিলর শফি জামিনে মুক্ত

    ২৪ ঘণ্টা ডেস্ক : জামিনে মুক্ত হলেন চট্টগ্রাম সিটি করপোরেশন ৩৭ নং উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউল আলম। দীর্ঘ ২ মাস কারাভোগের পর সম্প্রতি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

    আজ শনিবার (১৭ অক্টোবর) সাবেক কাউন্সিলর শফিউল আলম নিজেই ২৪ ঘণ্টা ডট নিউজকে তথ্যটি নিশ্চিত করেন। কারাগার থেকে মুক্তির পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ২৪ ঘণ্টা ডট নিউজকে তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে।

    কারাভোগের সময় যারা খোঁজখবর নিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুঃসময়ে তার পাশে থাকার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

    জানা যায়, চলতি বছরের ২০ জানুয়ারি কামাল নামে এক যুবলীগ নেতা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় চসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলমকে। মামলার পরপরই শফি উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।

    জামিনের মেয়াদ শেষে গত ১ সেপ্টেম্বর নির্ধারিত তারিখে হাজিরা দিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে শফিউল আলমকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

    দীর্ঘ ২ মাস কারাভোগের পর তিনি আবারো জমিনপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

    জানা যায়, শফিউল আলম কাউন্সিলর থাকাকালীন চট্টগ্রাম সিটি করপোরেশনের দীর্ঘ ৪ বছর অর্থ ও সংস্থাপন সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

    এলাকাবাসীরা জানিয়েছেন, শফিউল আল কাউন্সিলর পদে থাকাকালে ৩৭ নং উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ডের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়। বিশেষ করে মাদক ও সমাজবিরোধী কর্মকান্ড তিনি কঠোর হস্তে দমন করেছেন। এ ব্যাপারে এলাকায় তিনি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন।

    শফিউল আলম কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টির অতিরিক্ত পরিচালক পদে দায়িত্বরত আছেন বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/

  • স্ত্রীর জীবন বাঁচাতে আইসিইউ সিটের আঁকুতি/ মধ্যরাতে হাসপাতালে ছুটছেন কাউন্সিলর খোরশেদ

    স্ত্রীর জীবন বাঁচাতে আইসিইউ সিটের আঁকুতি/ মধ্যরাতে হাসপাতালে ছুটছেন কাউন্সিলর খোরশেদ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নারায়ণগঞ্জ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খোন্দকার খোরশেদ। করোনার কথা শুনলেই যখন আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধবরা সরে যান, ঠিক তখনই করোনায় মৃত মরদেহের পাশে এসে দাড়ায় এ কাউন্সিলর।

    গত ৮ এপ্রিল থেকে কোভিড–১৯–এ মারা যাওয়া রোগী, করোনার উপসর্গ বা সন্দেহ করা হয় এমন রোগীর লাশ এবং কিছু ক্ষেত্রে যক্ষ্মাসহ অন্যান্য রোগে মারা যাওয়া ব্যক্তিদের লাশও দাফন এবং সৎকার করে চলেছেন।কাউন্সিলর খোরশেদ

    তার নেতৃত্বে টিমের সদস্যরা এ পর্যন্ত ৬১ জনের মরদেহ দাফন করে। ‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি নিয়ে এই কাউন্সিলরের নামও ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই ফেরিওয়ালাই এখন নিজেই করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার নমুনার পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে।

    একদিন আগে নমুনা পরীক্ষার পর মাত্র বারো ঘন্টা আগে খোরশেদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এই সময় তার আইসোলেশনে বিশ্রামে থাকার কথা।

    কিন্তু এর এক সপ্তাহ আগে গত ২৩ মে তার স্ত্রী আফরোজা খন্দকার লুনার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে লুনার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তার অবস্থা সংকটাপন্ন। প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছেন তিনি। এই অবস্থায়ও পাওয়া যাচ্ছে না কোনো হাসপাতালের আইসিইউ।

    গণমাধ্যম সূত্রে ‘মানবতার ফেরিওয়ালা’ এবং সংসদ সদস্য সেলিম ওসমানের মাধ্যমে ‘বীর বাহাদুর’ খ্যাত এই কাউন্সিলর স্ত্রীর জীবন বাঁচাতে এখন মরিয়া হয়ে উঠেছেন। নিজের কথা না ভেবে করোনায় আক্রান্ত সহধর্মিনীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে মধ্যরাতে বেরিয়ে পড়েছেন তিনি।

    জনপ্রিয় এবং বহুল আলোচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে স্ত্রী লুনার জন্য আইসিইউ সিট পেতে চেষ্টা করে ব্যর্থ হন।

    পরে শনিবার মধ্যরাতে জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় সাজেদা হাসপাতালে গিয়ে পৌঁছেছেন। যেখানে শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে।

    তবে সেখান থেকে আইসিইউ পাওয়ার কোনো নিশ্চয়তা মেলেনি এখন পর্যন্ত। হাসপাতাল কর্তৃপক্ষ কাউন্সিলর খোরশেদের পরিচয় জানতে পেরে সকালের মধ্যে আইসিইউ বেডের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।কাউন্সিলর খোরশেদ

    করোনায় মৃত ব্যক্তিদের দাফনসহ আক্রান্তদের সহযোগিতায় এই কাউন্সিলরের গড়া ১৩ সদস্যের স্বেচ্ছাসেবক দল “টীম খোরশেদ থার্টিন” এর সার্বক্ষণিক সদস্য আশরাফুজ্জামান হীরা জানান, আইসিউ বেড-সম্পন্ন হাসপাতালে স্ত্রীকে দ্রুত ভর্তি করতে রাত সাড়ে দশটা থেকেই জেলা স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারাসহ বিভিন্নজনকে ফোন দিয়ে কথা বলছেন খোরশেদ।

    স্ত্রীর শারীরক অবস্থার কথা সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে তাদেরকে অনুরোধও করেন খোরশেদ।

    খোরশেদ বলেন, ‘আইসিইউ পেতে হয়ত সকাল হয়ে যাবে। বাঁচা মরা তো আল্লাহর হাতে। করোনায় আক্রান্ত হয়ে আমার স্ত্রী আফরোজা খন্দকার লুনার শ্বাসকষ্ট বাড়ার পাশাপাশি পুরো শরীর নিস্তেজ হয়ে গেছে। এছাড়া সে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।

    এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে লুনাকে। বিশেষ করে আমার করোনা পজিটিভ হওয়ার খবরে আরও ভেঙ্গে পড়েছে সে।’

    তিনি আরও জানান, শনিবার বিকালে লুনার অবস্থার অবনতি হলে তিনি আইসিইউর ব্যবস্থা করতে শুরু করেন। কিন্তু পাননি। নারায়ণগঞ্জ এবং ঢাকায়ও আইসিইউ পাননি। নারায়ণগঞ্জে শুধু সাজেদা হাসপাতালে চারটি আইসিইউ বেড আছে, তবে সেগুলোতে রোগী ভর্তি। অন্য কোথাও নেই। তাই নানা হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত আবারো এ হাসপাতালে নিয়ে এসেছি।

    হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি আইসিইউর জন্য অনুরোধ করেছি। তারা সকালে দেবে বলেছে। একটি আইসিইউ হলে হয়ত আমার স্ত্রীর শ্বাস নেওয়াটা স্বাভাবিকভাবে চলতো।

    সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়ে খোরশেদ বলেন, আমার তিন সন্তান। ওরা ভেঙ্গে পড়েছে। ওদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • কাউন্সিলর বিপ্লবের অর্থায়নে ৩ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    কাউন্সিলর বিপ্লবের অর্থায়নে ৩ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    আজ বিকেলে নগরীর আলকরনস্থ ড্রিমল্যান্ড কমিউনিটি সেন্টারে ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লবের অর্থায়নে আবদুল জব্বার কালামিয়া মেম্বার-আবদুল আজিম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফিরিঙ্গীবাজার এলাকায় ৩ হাজার গরীব ও নি:স্ব পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়।

    এর মধ্যে চাল, চনা, তেল, লবন,চিনি ও সেমাই মিলিয়ে এ সকল ইফতার ও সেহেরী সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন উল্লেখিত পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী সমূহ তুলে দেন।

    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রমজানকে নেয়ামত হিসেবে আল্লাহ আমাদের মাঝে দান করেছেন। রোজাদার আল্লাহ’র খুব প্রিয় ব্যক্তি। যারা দুঃস্থ রোজাদারদের পাশে দাঁড়ায়, সহযোগিতা করে তারাও মহৎ ব্যক্তি।

    তিনি বিত্তবানদের দুঃস্থদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

    মেয়র করোনা মহামারী এই দুর্যোগ মূহুর্তে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং সচেতনতা মাধ্যমে জীবন যাপন করার আহবান জানান।

    মেয়র আরো বলেন, দুস্থ ও হতদরিদ্র সকলকে নিজের পায়ে দাঁড়াতে হবে। পর নির্ভরশীলতা থেকে নিজেদের উত্তরন ঘটিয়ে স্বাবলম্বি হওয়ার পন্থা বের করতে হবে।

    অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন, শিক্ষক সাহাদাত হোসেন, সমাজসেবক আবদুল হালিম দোভাষ।

    নগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নাসিম উল্লাহ চৌধুরী, উমর খালেদ, সিদ্দিক আহমদ, জামাল উদ্দিন সেকান্দর, মঞ্জুর আলম, নাসির আহমেদ, মঞ্জুর মোরশেদ, কামাল উদ্দিন, সবির আহমেদ, ওসমান গণি বাবলু, মিজানুর রহমান, জোবায়ের কাকি, তানভির আহমেদ রিংকু, মোহাম্মদ মহিউদ্দিন, এনামুল হক, ফজলে হাসান চৌধুরী, ইশতেহার উদ্দিন পারভেজ, আবদুল মতিন, হাজী আকবর বাচ্চু, সরওয়ার সরকার, শওকত হোসেন, আলাউদ্দিন বাপ্পী,মোহাম্মদ আকতার, সামিউল হাসান রুমন, রাশেদুল আলম সফিউল আলম জনি, ছাত্রনেতা আরিফুল ফরহাদ, অনিন্দ দেব, ইসমাইল বিন আজিজ প্রমূখ।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন আলকরণ বাইতুর রহমত জামে মসজিদের খতিব আলহাজ্ব আবদুর রহমান।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা’ ভাইরাস নিয়ে কাউন্সিলর শৈবাল দাশ সুমনের ব্যাতিক্রম উদ্দ্যেগ : মাস্ক বিতরণ

    করোনা’ ভাইরাস নিয়ে কাউন্সিলর শৈবাল দাশ সুমনের ব্যাতিক্রম উদ্দ্যেগ : মাস্ক বিতরণ

    ২৪ ঘন্টা ডট নিউজ : নিজস্ব প্রতিনিধি : আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়ে অন্যান্য কাউন্সিলররা যখন নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত ঠিক তখনই ‘করোনা’ ভাইরাস প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

    ব্যাক্তি উদ্দ্যোগে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে করোনা’ ভাইরাস সম্পর্কে সচেতন করতে তিনি লিপলেট বিতরণ করেছে। নিজ অর্থায়নে তৈরি মাস্ক নিয়ে ছুটছেন জামালখান ওয়ার্ড বাসিন্দাদের দ্বারে দ্বারে। স্কুলশিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের বিতরণ করছেন এই মাস্ক। পরাতে ভুল করেননি নগরবাসীর অভিভাবক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকেও।

    গত বুধবার (৪মার্চ) সকাল ১০টা থেকে জামালখান ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে আসছেন ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

    এর আগে গত ৪ ফেব্রুয়ারী মাস্ক পরে এ কার্যক্রম উদ্বোধন করেন চসিক মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন। করোনা ভাইরাস প্রতিরোধের এমন ব্যতিক্রমী উদ্যোগ ছাড়াও শৈবাল দাশ সুমন প্রশংসিত হয়েছেন জামালখান ওয়ার্ডকে নান্দনিক ও হেলদি ওয়ার্ড হিসেবে উপহার দেয়ার জন্য।

    ব্যতিক্রমী এমন উদ্যেগের বিষয়ে জানতে চাইলে শৈবাল দাশ সুমন গণমাধ্যমকে বলেন, করোনা ভাইরাসের প্রতিরোধে কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় সকলকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকেরা। যেহেতু ভাইরাসটি ছোঁয়াছে তাই সকলকে সচেতন থাকতে হবে।

    জামালখান ওয়ার্ডের প্রতিটি ঘরে ও স্কুল ছাত্র-ছাত্রীর মাঝে জনসচেতনতা বৃদ্ধি এবং মাস্ক ব্যবহারে আগ্রহী করার জন্য এ উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে গত ৪ফেব্রুয়ারিতে একমাস ব্যাপী এই কার্যক্রম চলছে।

    সচেতনতার অংশ হিসেবে আগামী ১০ দিনএর মধ্যে জামালখান ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে ৫টি করে এবং বিভিন্ন স্কুলসহ মোট ২ লাখ ৫০ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ শেষ করা হবে বলে জানান তিনি।

  • পুলিশ পিটিয়ে নবনির্বাচিত কাউন্সিলর শওকত আটক

    পুলিশ পিটিয়ে নবনির্বাচিত কাউন্সিলর শওকত আটক

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশের বিশেষ শাখার (এসবি) এক পরিদর্শককে মারধরের অভিযোগে সোমবার রাতে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা (নং ৭) দায়ের করেন।

    জানা যায়, গতকাল সোমবার রাতে খিলগাঁও এলাকায় এসবির পরিদর্শককে বিপক্ষ দলের সমর্থক ভেবে মারধর করেন কাউন্সিলর ও তার নেতাকর্মীরা। এ ঘটনায় রাতেই মামলা করেন পুলিশের ওই কর্মকর্তা। পরে গভীর রাতে খিলগাঁও থানায় পুলিশ নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেপ্তার করে।

    পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী জানান, ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে কাউন্সিলর শওকতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    গ্রেপ্তার হওয়া শওকত ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।