Tag: কাউন্সিলর প্রার্থী

  • বিএনপির কাউন্সিলর প্রার্থী মনির ভোট বর্জন

    বিএনপির কাউন্সিলর প্রার্থী মনির ভোট বর্জন

    চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক) নির্বাচনে ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি নিজের ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেন, সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীরা তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি। প্রতিবাদে মনোয়ারা বেগম মনি নির্বাচন বর্জন করেছেন।

    বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে লালখানবাজার মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মনোয়ারা বেগম মনি। এসময় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

    মনোয়ারা বেগম মনি অভিযোগ করেন, আমি নিজের ভোটই দিতে পারিনি। আমার এজেন্টদের মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের ওপর হামলা হয়েছে।

    মনোয়ারা বেগম মনি তার মতো সব বিএনপির প্রার্থীকেও নির্বাচন বর্জনের আহ্বান জানান। তিনি আরও বলেন, এখনই এ নির্বাচন স্থগিত করতে হবে।

  • বিএনপির কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালী আটক

    বিএনপির কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালী আটক

    চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে পাথরঘাটা ওয়ার্ডের বিএনপি প্রার্থী ইসমাইল হোসেন বালিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

    নির্বাচনে সহিংসতা ঘটানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

    এরপর থানার বাইরে ফটকের সামনে বালির সমর্থকরা ৩০ মিনিট ধরে অবস্থান নেন। পুলিশ তাদেরকে ফটক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এরপর থানা ভবনের পাশে অবস্থান নিয়েছেন বালির এজেন্ট ও অনুসারীরা।

    এর আগে ১২টার দিকে পাথরঘাটা বালিকা বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় কেন্দ্রে থাকা ইভিএম মেশিন ভেঙে ফেলা হয়েছে; যার কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

  • মোংলায় বিএনপির মেয়র প্রার্থীসহ ১২ কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন

    মোংলায় বিএনপির মেয়র প্রার্থীসহ ১২ কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন

    মোংলা পৌরসভার নির্বাচনে কেন্দ্র দখল, ভোটারদের বাধা, এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে ভোট শুরুর মাত্র দুই ঘণ্টার মাথায় ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থীসহ ১২ কাউন্সিলর প্রার্থী।

    আজ শনিবার সকাল ১০টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির মেয়র পদপ্রার্থী মো. জুলফিকার আলী। এ সময় মেয়র পদপ্রার্থীর সঙ্গে বিএনপি সমর্থিত ১২ কাউন্সিলর প্রার্থীরাও ভোট বর্জন করেন।

    সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থী জুলফিকার আলী অভিযোগ করেন, ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্র দখল করে নেয় আওয়ামী সমর্থকরা। তারা সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দেয়। এ ছাড়াও প্রকাশ্যে ভোট দিতে বলে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে তাঁর এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন এই মেয়র পদপ্রার্থী।

    জুলফিকার আলী আরো অভিযোগ করেন, তিনি প্রশাসনের সহযোগিতা চেয়েও পাননি। ভোটের আগের দিন রাতভর তাঁর কর্মী-সমর্থকদের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও মারধর করেছে।

    কাউন্সিলর প্রার্থী মো. হোসেন ও আলাউদ্দিন অভিযোগ করে বলেন, ‘ভোটারদের উপস্থিতি ভাল থাকলেও তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি। জোর করে তাঁদের ভোট নেওয়া হয়েছে।’

    অপর কাউন্সিলর পদপ্রার্থী মো. খোরশেদ আলমের দাবি, র‌্যাব ও পুলিশের উপস্থিতিতে তাঁকে বের করে দেওয়া হয়েছে।

    কাউন্সিলর পদপ্রার্থী এমরান হোসেন দাবি করে বলেন, ‘ভোটের অনিয়ম তুলে ধরায় প্রেসক্লাব সভাপতিসহ মিডিয়ার অনেক ভাইকেও লাঞ্ছিত করা হয়েছে।’

    এদিকে এসব অভিযোগের ব্যাপারে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শেখ আবদুর রহমান দাবি করেন, শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ করা হচ্ছে।

  • সল্টগোলায় দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ : প্রার্থী ও ছেলেসহ আহত ৬

    সল্টগোলায় দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ : প্রার্থী ও ছেলেসহ আহত ৬

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রাথী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শনিবার (১৪ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে। এতে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী হাসান মুরাদ এবং তার ছেলে আদনান সামির (১৮)সহ অন্তত ৬ জন আহত হয়।

    বর্তমানে হাসান মুরাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে এবং তার ছেলে আদনান মাথায় গুরুতর আঘাত নিয়ে একই হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছে বলে জানা গেছে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর গণসংযোগে অংশ গ্রহণের জন্য মেয়র প্রার্থী আসার আগেই মিছিল সহকারে যোগ দেন উভয় প্রার্থীর সমর্থকরা। এসময় মিছিলে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

    এতে বন্দর থানার ২ নম্বর সাইট মালুম পাড়ার লালমিয়া সওদাগরের বাড়ির মৃত হারেজের পুত্র ও ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান মুরাদ (৫৫)। তার ছেলে সাদমান সামি (১৪), ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন (৪৫) ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলমসহ অন্তত ৬জন আহত হয়েছে জানালেন স্থানীয়রা।

    আহত নুরুল আলম বলেন, ‘মেয়র প্রার্থীর আগমন উপলক্ষে আমরা সল্টগোলা ক্রসিং এলাকায় অপেক্ষা করছিলাম। উনি তখন আগ্রাবাদে গণসংযোগ করছিলেন। তার ঠিক আধঘণ্টা আগে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি খোরশেদুল আলম সুজন সল্টগোলা এলাকায় পৌঁছান।

    এ সময় ৩৮ নম্বর বর্তমান কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে তার সমর্থকরা আমাদের উপর হামলা চালায়। এতে আমি, কাউন্সিলর প্রার্থী তার ছেলেসহ প্রায় ৫-৬ জন আহত হয়েছি। তিনজন মেডিকেলে চিকিৎসার জন্য গেছে। বাকিরা এখানে প্রাইভেট হাসপাতালে চিকিৎসারত।’

    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন বলেন, গত শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী হাসান মুরাদ তার ছেলেসহ মোট তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

    জানা যায়, ঘটনার দিন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ওই এলাকায় গণসংযোগ করার কথা ছিলো। তবে সংঘর্ষের ঘটনার পর ওই ওয়ার্ডে প্রচারণার শিডিউল বাতিল করে পার্শ্ববর্তী ৩৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করে নৌকার প্রার্থী রেজাউল করিম।

    গণসংযোগে মহানগর আওয়ামী লীগ নেতা খোরশেদুল আলম সুজন, মুক্তিযোদ্ধা এনামুল হক, নগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুল হক মিয়া ও আব্দুল আহাদসহ স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

    এ বিষয়ে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন গণমাধ্রমকে বলেন, “আমাদের মেয়র প্রার্থী সেখানে আসার আগেই দুই কাউন্সিলর প্রার্থীর লোকজনের মধ্যে ঝগড়া হয়েছে। ঘটনার পর প্রচারণা না করেই আমরা ৩৭ নম্বর ওয়ার্ডে চলে যাই। তাছাড়া ৩৮ নম্বর ওয়ার্ডটি অনেক বড় হওয়ায় প্রচারণার শিডিউল বদল করা হয়েছে।

  • ১৩নং ওয়ার্ডে লাটিম প্রতিকে ওয়াসিমের গণসংযোগ

    ১৩নং ওয়ার্ডে লাটিম প্রতিকে ওয়াসিমের গণসংযোগ

    চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর আসন্ন নির্বাচনে ১৩নং ওয়ার্ডে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ভিপি মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী লাটিম মার্কায় বুধবার (১১ মার্চ) ব্যাপক গণসংযোগ করেন।

    উক্ত ওয়ার্ডের ওয়ার্লেস সেগুন বাগান এলাকার বিভিন অলিগলি ঘুরে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে লাটিম মার্কায় ভোট এবং দোয়া কামনা করেন ভিপি ওয়াসিম।

    তিনি নির্বাচনে জয়ী হলে ১৩নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার ঘোষণা দেন। এছাড়া সুপেয় পানির সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিবেন বলে ভোটারদের আশ্বস্ত করেন।

    এ সময় উপস্থিত ছিলেন লাটিম মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোস্তফা কামাল আক্তার, যুগ্ম আহবায়ক এয়াকুব মজুমদার, মোঃ আবুল হাসেম শাহ,মোহাম্মদ নাছির,মোঃ জসিম উদ্দিন, মোঃ খালেদ মোশাররফ রকেট,মোঃ হায়দার আলী,সদস্য সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক সহ নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার মুরুব্বীগণ।

  • চসিক নির্বাচনে বিএনপির কাউন্সিলর প্রার্থী তালিকা ঘোষণা

    চসিক নির্বাচনে বিএনপির কাউন্সিলর প্রার্থী তালিকা ঘোষণা

    চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

    রোববার (২৩ ফেব্রুয়ারি) নগরের ৪১টি ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে দলটি।

    কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন যারা :
    ১ নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড বিএনপি

    ২নং ওয়ার্ড জালালাবাদ: মো. ইয়াকুব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি।

    ৩নং ওয়ার্ড পাঁচলাইশ : মো. ইলিয়াছ, সভাপতি, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপি।

    ৪নং ওয়ার্ড চান্দগাঁও: মাহাবুবল আলম, সহ-সভাপতি, মহানগর বিএনপি

    ৫নং ওয়ার্ড মোহরা : মো. আজম, সভাপতি চান্দগাঁও থানা বিএনপি।

    ৬নং ওয়ার্ড পূর্ব ষোলশহর: মো. হাসান লিটন, সাধারণ সম্পাদক, ওয়ার্ড বিএনপি

    ৭নং ওয়ার্ড পশ্চিম ষোলশহর : মো. ইসকান্দর মির্জা, যুগ্ম সম্পাদক, মহানগর বিএনপি

    ৮নং ওয়ার্ড শুলকবহর: হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক, ওয়ার্ড বিএনপি

    ৯নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী: আব্দুস সাত্তার সেলিম, সভাপতি, আকবরশাহ থানা বিএনপি

    ১০ নং ওয়ার্ড উত্তর কাট্টলী : মো. রফিক উদ্দীন চৌধুরী, সভাপতি, ওয়ার্ড বিএনপি

    ১১ নং ওয়ার্ড দক্ষিণ কাট্টলী: মো. সোহরাব হোসেন চৌধুরী, সাবেক সভাপতি, ওয়ার্ড ছাত্রদল

    ১২ নং ওয়ার্ড সরাইপাড়া: সামশুল আলম, সহ-সভাপতি, মহানগর বিএনপি

    ১৩ নং ওয়ার্ড পাহাড়তলী: জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক, মহানগর বিএনপি

    ১৪ নং ওয়ার্ড লালখান বাজার: আবদুল হালিম (শাহ আলম), যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি

    ১৫ নং ওয়ার্ড বাগমনিরাম: চৌধুরী সাইফুদ্দিন রাশেদ চৌধুরী, সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপি

    ১৬ নং ওয়ার্ড চকবাজার: এ.কে.এম সালাউদ্দিন কাউসার লাবু, সহ-সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপি

    ১৭ নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া: একেএম আরিফুল ইসলাম, সদস্য, ওয়ার্ড বিএনপি

    ১৮ নং ওয়ার্ড পূর্ব বাকলিয়া: আলহাজ্ব মো. মহিউদ্দীন, সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপি

    ১৯ নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া: ইয়াছিন চৌধুরী আছু, সহ-সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি

    ২০ নং ওয়ার্ড দেওয়ান বাজার: হাফিজুল ইসলাম মজুমদার মিলন, সহ-সভাপতি, ওয়ার্ড বিএনপি

    ২১ নং ওয়ার্ড জামালখান: আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, সাবেক পরিবার সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি

    ২২ নং এনায়েত বাজার: এম এ মালেক, সদস্য, মহানগর বিএনপি

    ২৩ নং উত্তর পাঠানটুলী: মোহাম্মদ মহসীন, আহবায়ক, ওয়ার্ড বিএনপি

    ২৪ নং ওয়ার্ড উত্তর আগ্রাবাদ: এস এম ফরিদুল আলম, আহবায়ক, ওয়ার্ড বিএনপি

    ২৫ নং ওয়ার্ড রামপুর: শহীদ মোহাম্মদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি

    ২৬ নং ওয়ার্ড উত্তর হালিশহর: মোহাম্মদ আবুল হাশেম, যুগ্ম সম্পাদক, মহানগর বিএনপি।

    ২৭ নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ: মোহাম্মদ সেফায়াত, সভাপতি, ডবলমুরিং থানা বিএনপি

    ২৮ নং ওয়ার্ড পাঠানটুলী : এস এম জামাল উদ্দীন জসিম, সভাপতি, ওয়ার্ড বিএনপি

    ২৯ নং ওয়ার্ড পশ্চিম মাদারবাড়ি: মো. সালাহ উদ্দিন, সভাপতি, সদরঘাট থানা বিএনপি

    ৩০ নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি: হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক, সদরঘাট থানা বিএনপি

    ৩১ নং ওয়ার্ড আলকরন: দিদারুর রহমান লাভু, সভাপতি, ওয়ার্ড বিএনপি

    ৩২ নং ওয়ার্ড আন্দরকিল্লা: সৈয়দ আবুল বসর, সাধারণ সম্পাদক, ওয়ার্ড বিএনপি

    ৩৩নং ওয়ার্ড ফিরিঙ্গী বাজার : আকতার খাঁন, সভাপতি, ওয়ার্ড বিএনপিৎ

    ৩৪ নং পাথরঘাটা: ইসমাইল বালি, আহবায়ক, ওয়ার্ড বিএনপি

    ৩৫ নং ওয়ার্ড বক্সিরহাট:এড তারিক আহমদ, উপদেষ্টা, মহানগর বিএনপি

    ৩৬ নং ওয়ার্ড গোসাইলডাঙ্গা: মো. হারুন (ডক) সিনিয়র যুগ্ম সম্পাদক, বন্দর থানা বিএনপি

    ৩৭ নং ওয়ার্ড উত্তর মধ্যম হালিশহর: মো. ওসমান, সাংগঠনিক সম্পাদক, বন্দর থানা বিএনপি

    ৩৮ নং ওয়ার্ড দক্ষিণ মধ্যম হালিশহর: হানিফ সওদাগর, সভাপতি, বন্দর থানা বিএনপি

    ৩৯ নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর: সরফরাজ কাদের, সভাপতি, বন্দর থানা বিএনপি

    ৪০ নং ওয়ার্ড উত্তর পতেঙ্গা: মো. হারুন, সভাপতি, ওয়ার্ড বিএনপি

    ৪১ নং ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গা মো: নুরুল আফছার (সভাপতি, পতেঙ্গা থানা বিএনপি)।

    সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনীত যারা

    ১,২,৩ ওয়ার্ড রোকসানা বেগম (সহ প্রচার সম্পাদক, চট্টগ্রাম মহানগর মহিলা দল)।

    ৪,৫,৬ ওয়ার্ড শাহেনেওয়াজ চৌধুরী মিনু (সভাপতি, চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিকদল)।

    ৭,৮ ওয়ার্ড জিন্নাতুন নেছা জিনু (সাধারণ সম্পাদক, পাঁচলাইশ থানা মহিলা দল)।

    ৯,১০,১৩ ওয়ার্ড সকিনা বেগম (সিনিয়র যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম মহানগর মহিলা দল)।

    ১৪,১৫,২১ মনোয়ারা বেগম মনি (সভানেত্রী, চট্টগ্রাম মহানগর মহিলা দল)।

    ১৭,১৮,১৯ মাহমুদা সুলতানা ঝর্ণা (সভাপতি, ১৭ ওয়ার্ড মহিলা দল)।

    ১৬, ২০, ৩২ এডভোকেট পারভীন আক্তার চৌধুরী (সমাজ কল্যান সম্পাদক, নগর বিএনপি)।

    ২২,৩০,৩১ আরজুন নাহার মান্না (যুগ্ম সম্পাদক, নগর মহিলা দল)।

    ১২,২৩,২৪ খালেদা বোরহান (সহ-সভাপতি, নগর মহিলা দল)।

    ১১,২৫,২৬ জেসমিনা খানম (সহ-সভাপতি, নগর মহিলা দল)।

    ২৮,২৯,৩৬ কামরুন নাহার লিজা (সাংগঠনিক সম্পাদক, নগর মহিলা দল)।

    ২৭,৩৭,৩৮ সাহিদা খানম (সহ-সভাপতি, নগর মহিলা দল)।

    ৩৩,৩৪,৩৫ মনোয়ারা বেগম (সহ-সাংগঠনিক সম্পাদক, নগর মহিলা দল)।

    ৩৯,৪০,৪১ জাহিদা হোসেন (মহিলা দলনেত্রী)।

     

  • চসিক নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন লড়াইয়ে ১৮ যুবদল নেতা

    চসিক নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন লড়াইয়ে ১৮ যুবদল নেতা

    চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে ১৮ জন যুবদল নেতা শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকালে নাসিমন ভবনস্থ বিএনপি দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর উপস্থিতিতে যুবদল নেতৃবৃন্দ দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

    মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে নগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে মহানগর যুবদলের সহসভাপতি নূর আহমদ গুড্ডু, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডে সহসভাপতি মোহাম্মদ শাহেদ আকবর, ৩১ নং আলকরণ ওয়ার্ডে মহানগর যুবদলের সহসভাপতি ইকবাল হোসেন সংগ্রাম, ২৫ নং রামপুরা ওয়ার্ডে মহানগর যুবদলের সহসভাপতি আবদুল গফুর বাবুল, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে যুগ্ম সম্পাদক এস এম জিয়াউল হুদা, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকী, নগর যুবদলের সহপ্রচার সম্পাদক মাহবুবুর রহমান, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড নগর যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মাসুম, বাকলিয়া থানা যুবদল নেতা নূর উদ্দিন, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা বাবু, ১৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাদশাহ আলমগীর, ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে সহযোগাযোগ বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন মিন্টু, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডে সহসমাজ কল্যাণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে হালিশহর থানা যুবদল নেতা সোহরাব হোসেন শাহীন, ৫ নং মোহরা ওয়ার্ডে সাবেক যুব দলের যুগ্ম সম্পাদক মনসুর আলম।

    এ সময় যুবদল নেতৃবৃন্দ চসিক নির্বাচনে দলীয় প্রর্থীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • চসিক নির্বাচনে আ.লীগের কাউন্সিলর প্রার্থী যারা

    চসিক নির্বাচনে আ.লীগের কাউন্সিলর প্রার্থী যারা

    চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। এ দুটি পদে দলীয় প্রতীকে নির্বাচন না হলেও দলীয় সমর্থন দেয়া হয়।

    বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীকে ইতিমধ্যে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। আর আজ ৪১টি সাধারণ ওয়ার্ড এবং ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থী দিলো আওয়ামী লীগ।

    কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন যারা

    ওয়ার্ড নং- ০১ (পাহাড়তলী): গাজী মো. শফিউল আজিম; সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ০২ (জালালবাদ): মোহাম্মদ ইব্রাহিম; সদস্য, চট্টগ্রাম মহানগর যুবলীগ।

    ওয়ার্ড নং- ০৩ (পাঁচলাইশ): কফিল উদ্দিন খান; বর্তমান কাউন্সিলর।

    ওয়ার্ড নং- ০৪ (চান্দগাঁও): মো. সাইফুদ্দিন খালেদ; বর্তমান কাউন্সিলর ও যুগ্ম-আহ্বায়ক, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ০৫ (মোহরা): মোহাম্মদ কাজী নুরুল আমিন; সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, মহানগর ছাত্রলীগ।

    ওয়ার্ড নং- ০৬ (পূর্ব ষোলশহর): এম আশরাফুল আলম; বর্তমান কাউন্সিলর ও সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ০৭ (পশ্চিম ষোলশহর): মো. মোবারক আলী; বর্তমান কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা।

    ওয়ার্ড নং- ০৮ (শুলক বহর): মো. মোরশেদ আলম; বর্তমান কাউন্সিলর ও সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগ

    ওয়ার্ড নং- ০৯ (উত্তর পাহাড়তলী): নুরুল আবছার মিয়া, সভাপতি, পাহাড়তলী থানা আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ১০ (উত্তর কাট্টলী): নিছার উদ্দিন আহমেদ; বর্তমান কাউন্সিলর ও সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ১১ (দক্ষিণ কাট্টলী): মো. ইসমাইল; সভাপতি, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ১২ (সরাইপাড়া): মো. নুরুল আমিন; আহ্বায়ক, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ১৩ (পাহাড়তলী): মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী; সদস্য, আহ্বায়ক কমিটি, মহানগর যুবলীগ।

    ওয়ার্ড নং- ১৪ (লালখান বাজার): আবুল হাসনাত মো. বেলাল; সদস্য, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

    ওয়ার্ড নং- ১৫ (বাগমনিরাম): মোহাম্মদ গিয়াস উদ্দিন; বর্তমান কাউন্সিলর ও সভাপতি, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ১৬ (চকবাজার): সাইয়েদ গোলাম হায়দার মিন্টু; বর্তমান কাউন্সিলর ও উপদেষ্টা পরিষদ সদস্য, চকবাজার থানা আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ১৭ (পশ্চিম বাকলিয়া): মোহাম্মদ শহিদুল আলম; উপ-প্রচার সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ১৮ (পূর্ব বাকলিয়া): মোহাম্মদ হারুন অর রশিদ; বর্তমান কাউন্সিলর ও সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ১৯ (দক্ষিণ বাকলিয়া): মো. নূরুল আলম সভাপতি, ১৯নং ওয়ার্ড যুবলীগ।

    ওয়ার্ড নং- ২০ (দেওয়ান বাজার): চৌধুরী হাসান মাহমুদ হাসনী বর্তমান কাউন্সিলর ও সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ২১ (জামালখান): শৈবাল দাশ সুমন; বতর্মান কাউন্সিলর ও সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ২২ (এনায়েতবাজার): মোহাম্মদ সলিম উল্লাহ; বর্তমান কাউন্সিলর ও সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ২৩ (উত্তর পাঠানটুলি): মোহাম্মদ জাবেদ; বর্তমান কাউন্সিলর ও সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ২৪ (উত্তর আগ্রাবাদ): নাজমুল হক; বর্তমান কাউন্সিলর ও যুগ্ম-সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ২৫ (রামপুর): আব্দুস সবুর লিটন; যুগ্ম আহ্বায়ক, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ২৬ (উত্তর হালিশহর): মোহাম্মদ হোসেন; ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ২৭ (দক্ষিণ আগ্রাবাদ): মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী; যুগ্ম-সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ২৮ (পাঠানটুলি): নজরুল ইসলাম বাহাদুর; সভাপতি, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ২৯ (পশ্চিম মাদারবাড়ী): গোলাম মোহাম্মদ জোবায়ের; বর্তমান কাউন্সিলর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ৩০ (পূর্ব মাদারবাড়ী): আতাউল্লাহ চৌধুরী; যুগ্ম-সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ৩১ (আলকরণ): মো. আবদুস সালাম; সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগ

    ওয়ার্ড নং- ৩২ (আন্দরকিল্লা): জহর লাল হাজারী; বর্তমান কাউন্সিলর ও উপ-দপ্তর সম্পাদক, মহানগর আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ৩৩ (ফিরিঙ্গী বাজার): মোহাম্মদ সালাহউদ্দিন; সাবেক সাধারণ সম্পাদক, মহানগর ছাত্রলীগ।

    ওয়ার্ড নং- ৩৪ (পাথরঘাটা): পুলক খাস্তগীর; সদস্য, আহ্বায়ক কমিটি, ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ৩৫ (বক্সির হাট): হাজী নুরুল হক; উপদেষ্টা পরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ৩৬ (গোসাইল ডাঙ্গা): হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী; বর্তমান কাউন্সিলর ও সভাপতি, মহানগর জাতীয় শ্রমিক লীগ।

    ওয়ার্ড নং- ৩৭ (উঃ মঃ হালিশহর): মো. হোসেন মুরাদ; ভারপ্রাপ্ত সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ৩৮ (দঃ মঃ হালিশহর): গোলাম মো. চৌধুরী; বর্তমান কাউন্সিলর ও সদস্য, মহানগর আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ৩৯ (দক্ষিণ হালিশহর): জিয়াউল হক সুমন; বর্তমান কাউন্সিলর ও সদস্য, ইপিজেড থানা আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ৪০ (উত্তর পতেঙ্গা): আবদুল বারেক; সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ৪১ (দক্ষিণ পতেঙ্গা): ছালেহ আহম্মদ চৌধুরী; বর্তমান কাউন্সিলর ও সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগ।

    সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন যারা:

    ওয়ার্ড নং- ১, ২, ৩: সৈয়দা কাশপিয়া নাহরিন; বর্তমান কাউন্সিল।

    ওয়ার্ড নং- ৪, ৫, ৬: জোবাইরা নার্গিস খান; বর্তমান কাউন্সিলর।

    ওয়ার্ড নং- ৭ ও ৮: জোহরা বেগম; সভাপতি, ৪২নং সাংগঠনিক ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ৯, ১০ ও ১৩: তছলিমা বেগম (নুরজাহান); সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ১৪, ১৫ ও ২১: শিউলি দে; সদস্য, ২১নং ওয়ার্ড মহিলা লীগ।

    ওয়ার্ড নং- ১৭, ১৮ ও ১৯: শাহীন আকতার রোজী; সদস্য, ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া মহিলা আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ১৬, ২০ ও ৩২: রুমকি সেনগুপ্ত; মহিলা সম্পাদিকা, ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ২২, ৩০ ও ৩১: নীলু নাগ; বর্তমান কাউন্সিলর।

    ওয়ার্ড নং- ১২, ২৩ ও ২৪: মিসেস নুর আক্তার (প্রমা); সদস্য, ২৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ১১, ২৫ ও ২৬: হুরে আরা বেগম; শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ২৮, ২৯ ও ৩৬: জিন্নাত আরা বেগম; মহিলা বিষয়ক সম্পাদিকা, ৩৬নং ওয়ার্ড ৩নং ইউনিট আওয়ামী লীগ।

    ওয়ার্ড নং- ২৭, ৩৭ ও ৩৮: আফরোজা জহুর (আফরোজা কালাম); বর্তমান কাউন্সিলর।

    ওয়ার্ড নং- ৩৩, ৩৪ ও ৩৫: লুৎফুন্নেছা দোভাষ বেবী; বর্তমান কাউন্সিলর।

    ওয়ার্ড নং- ৩৯, ৪০ ও ৪১: শাহানুর বেগম; বর্তমান কাউন্সিলর।