Tag: কাউন্সিলে

  • সীতাকুণ্ডে আ.লীগের কাউন্সিলে ব্যাপক সংঘর্ষে আহত ১৫

    সীতাকুণ্ডে আ.লীগের কাউন্সিলে ব্যাপক সংঘর্ষে আহত ১৫

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে চেয়ার দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে।

    শুক্রবার দপুুর আড়াইটা নাগাদ সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সংঘর্ষের ঘটে। সন্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে সীতাকুণ্ডে উত্তেজনা বিরাজ করে। আইন শৃংখলা নিয়ন্ত্রনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

    জানা যায়, দীর্ঘ ৭ বছর পর হতে যাওয়া কাউন্সিলে সকাল থেকে মঞ্চ দখল করতে বিভিন্ন গ্রুপে গ্রুপে নেতা-কর্মীরা মাঠে প্রবেশ করতে থাকে। এসময় চেয়ার দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে কর্মীরা। এতে বিপুল চেয়ার ভাংচুর হয়।

    সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি। সন্মেলন উদ্ভোধন করেন রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সীতাকুণ্ড ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

    এদিকে সন্মেলন পন্ড হয়ে যাওয়ার পর ৩ জন সভাপতি পদপ্রার্থী ও ৩ জন সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের নিয়ে সমঝোতায় বসেন অতিথিরা। এতে আবদুলল্লাহ আল বাকের ভূইয়াকে সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

    এদিকে সিলেকশনে বাকের ও মামুনকে সভাপতি, সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়ার পর জেলা পরিষদ হল রুম থেকে এমপি দিদারুল আলম গ্রুপ মানি না মানি না বলে স্লোগান দিয়ে বের হয়ে যান।

  • সীতাকুণ্ডে কাউন্সিলে সভাপতি হিসেবে বাকের ভুইয়ার প্রার্থীতা ঘোষনা

    সীতাকুণ্ডে কাউন্সিলে সভাপতি হিসেবে বাকের ভুইয়ার প্রার্থীতা ঘোষনা

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিব্য সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি হিসেবে নিজের প্রার্থীতা ঘোষনা করেছেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুইয়া।

    রবিবার (২৪ নভেম্বর) বিকালে সীতাকুণ্ডস্থ চট্টগ্রাম জেলা অডিটোরিয়ামের লাইব্রেরী মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বাকের ভুইয়াকে সভাপতি প্রার্থী ঘোষণা করেন সমন্বয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ৫ নং বাড়বকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন জাহাঙ্গীর।

    মতবিনিময়কালে বক্তারা বলেন, বাকের ভুইয়া একজন তৃর্ণমুলের নেতা, তিনি দীর্ঘ ২৭ বছর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে নের্তৃত্বে দিয়ে আসছেন। তিনি দলের জন্য একজন নিবেদিত প্রাণ। সীতাকুণ্ডবাসী তার মতো একজন ত্যাগী নেতাকেই আগামীতে আওয়ামী লীগের দায়িত্ব দিতে চায়।

    মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়ন আ:লীগের সভাপতি মো. খোরশেদ আলম, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধা আবুল কালাম, সোনাইছড়ি ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, মুরাদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.সাহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা কিশোর কান্তি ভৌমিক, রতন মিত্র, প্রমূখ।