সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরা কাজী পাড়ায় ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ স্থাপিত শিশু নিকেতন বিদ্যালয়েের চারশত শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে
শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শিশু নিকেতন বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উক্ত অনুুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মুক্তিযুদ্ধা কামাল উদ্দিন, ইউপি সদস্য হারুন উদ্দিন, সাবেক মেম্বার জাফর আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিদা হক, বিদ্যালয় পরিচালক আব্দুল আলিম আলম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ রাজু প্রমূখ।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনী শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করেন। সকল ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যানে কাজ করার আহ্বান জানান।