Tag: কাজী সালাউদ্দিন

  • কাজী সালাউদ্দিন করোনায় আক্রান্ত

    কাজী সালাউদ্দিন করোনায় আক্রান্ত

    বাংলাদেশ ফুটবলে করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। কোচ জেমি ডে, ম্যানেজার আমের খান ও দলের ফিজিও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইতোমধ্যে।

    এবার জানা গেল, মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক ফুটবল তারকা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

    তিনি জানান, গত কয়েক দিন যাবৎ কাশির সঙ্গে কাজী সালাউদ্দিনের ঠাণ্ডাজনিত অন্যান্য সমস্যা দেখা দেয়। সন্দেহ হলে মঙ্গলবার পরীক্ষা করান তিনি। পর দিন কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে তার।

    আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। ম্যাচটি দেখতে কাতার যাওয়ার কথা সালাউদ্দিনের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার সেখানে যাওয়ার বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

    কাজী সালাউদ্দিন টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন।

  • চতুর্থবারের মতো বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন

    চতুর্থবারের মতো বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন

    টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হলেন সাবেক ফুটবলার কাজী মো. সালাউদ্দিন।

    রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে হওয়া নির্বাচনে জয়ী হন তিনি।

    নতুন মেয়াদে বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরেক সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী। কাজী সালাউদ্দিনের মতো তিনি টানা চতুর্থবারের মতো সিনিয়র সহ-সভাপতি হলেন।

    বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে ১৩৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৩৫টি। দুজন কাউন্সিলর উপস্থিত ছিলেন না, ভোট দেননি আরও দুজন।

    অসমর্থিত সূত্রে জানা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায়ের চেয়ে ৫৪টি ভোট বেশি পেয়েছেন কাজী সালাউদ্দিন। তার নামের পাশে ভোট পড়েছে ৯৪টি, বাদল রায় পেয়েছেন ৪০ ভোট।

    সভাপতি পদের তৃতীয় প্রার্থী সফিকুল ইসলাম মানিক পেয়েছেন একটি ভোট।

    অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি পদেও নিরঙ্কুশ জয় পেয়েছেন সালাম মুর্শেদী। তার নামের পাশে জমা পড়েছে ৯১ ভোট এবং প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪ ভোট।

    ২৪ ঘণ্টা/শুভ্র

  • প্রধানমন্ত্রীর সঙ্গে ফিফা সভাপতির সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে ফিফা সভাপতির সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শিমুল হলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তিনি।

    জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের ফুটবলের প্রসার ঘটাতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

    অন্যদিকে বাংলাদেশের ফুটবলের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন ফিফা সভাপতি।

    জিয়ান্নি ইনফান্তিনো ফিফার পক্ষ থেকে শেখ হাসিনা নামাঙ্কিত নীল রংয়ের একটি ১০ নাম্বার জার্সি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

    অন্যদিকে প্রধানমন্ত্রীও ইনফান্তিনোর নামাঙ্কিত লাল সবুজের জার্সি ফিফা সভাপতিকে উপহার দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হাতে উপহার হিসেবে জার্সি তুলে দেন

    ফিফা সভাপতি সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেবেন বেলা ২টা ২০ মিনিটে। ৩টায় হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। বিকেল পাঁচটায় লাওসের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

    এর আগে ফিফা সভাপতি হিসেবে জোয়াও হ্যাভেলাঞ্জ এবং সেপ ব্লাটার বাংলাদেশ সফরে এসে ছিলেন। ১৯৮০ সালে জোয়াও হ্যাভেলাঞ্জ আসেন বাংলাদেশ সফরে। তারপর সেপ ব্লাটার প্রথমবার ২০০৬ সালে এবং দ্বিতীয়বার ২০১২ সালে বাংলাদেশ সফর করে ছিলেন।

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চলতি মাসে এশিয়ায় তার শুভেচ্ছা সফর শুরু করেছেন। সফরের শুরুটা হয়েছে লেবানন থেকে। তারপর তিনি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে যান। সেখানে দুই কোরিয়ার মধ্যকার একটি প্রীতি ম্যাচ উপভোগ করেন। পিয়ংইয়ং সফর শেষে তিনি মঙ্গোলিয়ায় যান। বৃহস্পতিবার প্রথম প্রহরে ঢাকায় পা রাখেন তিনি।