Tag: কাট্টলী

  • চট্টগ্রামের কাট্টলী অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের পর এবার অগ্নিদগ্ধ ছেলের মৃত্যু

    চট্টগ্রামের কাট্টলী অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের পর এবার অগ্নিদগ্ধ ছেলের মৃত্যু

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকার মরিয়ম ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের মৃত্যুর একদিন পরেই ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ ৯ জনের মধ্যে এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়।

    আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান (৪২) মারা যান। এ ঘটনার মাত্র ৩ দিনের মাথায় মায়ের পর ছেলেরও মৃত্যু হয়েছে।

    এর আগে গত সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মিজানুর রহমানের মা পেয়ারা বেগম (৬০)।

    দুর্ঘটনার শিকার পরিবারের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়। তাছাড়া সাইফুল ইসলাম (২৫), মানহা (২), সুলতানা মুন্নি (৩৫) ও মাহের (৭)সহ একই পরিবারের আরো ৫ সদস্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

    উল্লেখ্য, গত রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় উত্তর কাট্টলীর মরিয়ম ভবনের ছয়তলার ফ্ল্যাটে অগ্নিকান্ড ঘটে। এতে একই পরিবারের সাতজনসহ ৯ জন দগ্ধ হয়। দগ্ধরা হলেন পেয়ারা বেগম (৬৫), মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৯), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৭), রিয়াজ (২২), জাহান (২১) ও সুমাইয়া (১৮)।

    চিকিৎসকেরা জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে পেয়ারা বেগমের শরীরে ৬৫ শতাংশ, মিজানুরের শরীরের ৪৮ শতাংশ, সাইফুরের ২২, সুলতানার ২০, মানহার ২০, রিয়াজের ১৮ শতাংশ, সুমাইয়ার ১৫, জাহানের ১২ ও মাহেরের ৫ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে পাঁচজনের শ্বাসনালী পুড়ে যায়। তাদের অবস্থা সঙ্কটাপন্ন।

    তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করানোর পরদিন সোমবার চিকিৎসাধিন অবস্থায় পেয়ারা বেগমের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় মিজানুর রহমানসহ একই পরিবারের আরো ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে তাদের পাঠানো হয়। আজ বুধবার সকালে সেখানে চিকিৎসাধিন অবস্থায় মিজানুর মারা যান।

    এদিকে ঘটনাস্থল পরিদর্শণ ও রোগীদের সাথে কথা বলে ঘটনা তদন্তে চট্টগ্রামের জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • অমর একুশে উপলক্ষে দুইদিন ব্যাপী কাট্টলী বই মেলার উদ্বোধন

    অমর একুশে উপলক্ষে দুইদিন ব্যাপী কাট্টলী বই মেলার উদ্বোধন

    কামরুল ইসলাম দুলু : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও অমর একুশে উপলক্ষে কাট্টলী বইমেলা উদযাপন পরিষদের আয়োজনে প্রথমবারের মতো মুজিব বর্ষকে নিবেদন করে দুইদিন ব্যাপী বইমেলা উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত মেলার উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।

    বইমেলা উদযাপন পরিষদের আহবায়ক,মুক্তিযুদ্ধা আলাউদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন।

    প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আবুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ড.নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর জহুরুল আলম জসিম, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ প্রমূখ।

    বই মেলা উপলক্ষে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা।

    এছাড়াও মেলায় ঢাকা ও চট্টগ্রামের প্রকাশকদের বইয়ের স্টল, মুক্তমঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, জাদু প্রদর্শনী, আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন।

    দুইদিন ব্যাপী বই মেলায় মোট ৩০ টি বিভিন্ন প্রকাশনী সংস্থার স্টল অংশ গ্রহণ করেছে।