Tag: কানাডা

  • কানাডাকে ৪১ কূটনীতিককে ফিরিয়ে নিতে বললো ভারত

    কানাডাকে ৪১ কূটনীতিককে ফিরিয়ে নিতে বললো ভারত

    ভারতে নিযুক্ত ৪১ জন কূটনীতিককে ফিরিয়ে নিতে কানাডাকে বলেছে নয়াদিল্লি। মোদি সরকার জানিয়েছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে এসব কানাডিয়ান কূটনীতিককে সরিয়ে নিতে হবে।

    কানাডার খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় দুই দেশের মধ্যে দূরত্ব বেড়েছে। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন যে, শিখ নেতা হত্যার পেছনে ভারত সরকারের হাত রয়েছে। এর নির্দিষ্ট প্রমাণ রয়েছে তাদের হাতে।

    এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে কূটনীতিকদের সরিয়ে নিতে বলা হলো। নয়াদিল্লির এই নির্দেশে দু’দেশের সম্পর্ক আরও তিক্ত হতে চলেছে বলে মনে করছে ভারতের কূটনৈতিক মহল।

    গত জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে খুন হন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জার। হরদীপের খুনের নেপথ্যে ভারত সরকারের হাত থাকতে পারে বলে সম্প্রতি সেদেশের পার্লামেন্টে মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

    কানাডার প্রধানমন্ত্রীর এই অভিযোগ সরাসরি খারিজ করে দেয় নয়াদিল্লি। আর এই ঘটনা নিয়েই দু’দেশের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক চাপানউতর। ভারতে বসবাসকারী বা ঘুরতে যাওয়া কানাডার নাগরিকদের জন্য ভ্রমণ সংক্রান্ত কিছু নির্দেশিকা জারি করেছে দেশটির সরকার। পাল্টা জবাবে কানাডায় বসবাসকারী ভারতীয় শিক্ষার্থী এবং নাগরিকদের সতর্কভাবে থাকতে নতুন নির্দেশিকা জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যখন টালমাটাল, তখন আবার নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের দিকেই আঙুল তোলেন ট্রুডো। এর জবাবে জাতিসংঘের সাধারণ সভায় কানাডার বিরুদ্ধে সরব হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

  • কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

    কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

    উত্তর আমেরিকার দেশ কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। কানাডার স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে টরন্টোর ৪২৭ সাউথবাউনড হাইওয়ে ডানডাস এক্সিটে এ ঘটনা ঘটে।

    সেখানকার অধিবাসি আহসান রাজীব বুলবুল জানিয়েছেন, নিহতেরা হলেন শাহরিয়ার খান, এঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরেক শিক্ষার্থী কুমার দে।

    চারজন যাত্রী নিয়ে একটি গাড়ি খুব দ্রুত গতিতে ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাওয়ার সময় এটি র‌্যাম্প ছেড়ে একটি কংক্রিটের প্রাচীরের উপর দিয়ে খাদে গিয়ে পড়ে অন্য কংক্রিটের দেওয়ালে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

    টরেন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে প্রথমে গাড়িতে লাগা আগুন নেভান তারা। এরপর ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

    ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন। পেছনের সিটে বসা দুজনকে তখনই মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা শিক্ষার্থীকে উদ্ধার করে ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। গাড়ির চালক অপর এক শিক্ষার্থী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।

    এ ঘটনায় কানাডার টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

     

  • কানাডাকে হারিয়ে ৩৬ বছর পর নক আউটে মরক্কো

    কানাডাকে হারিয়ে ৩৬ বছর পর নক আউটে মরক্কো

    টানা ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে নক আউটে জায়গা করে নিল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। শেষবার ১৯৮৬ সালে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলেছিল মরক্কো। কানাডাকে ২-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে থেকে নক আউট নিশ্চিত করলো হাকিমি-ইউসেফ নেসিরিরা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে মরক্কো।

    নিজদের প্রথম ম্যাচেই গতবারের রানার্স ক্রোয়েশিয়া আটকে দিয়েছিল মরক্কো। তখনই বোঝা গিয়েছিল, কাতার বিশ্বকাপে বাড়তি কিছু করে দেখাবে। আর সেটাই হল। প্রথম ম্যাচের পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়ে দ্বিতীয় ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা বেলজিয়ামকে ২ গোলে উড়িয়ে দেয় মরক্কো। আর এবার কানাডাকে হারানোর ফলে নক আউটে খেলতে নামবে এই দল।

    কাতারের আল থুমামা স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে কানাডার মুখোমুখি হয় মরক্কো। তবে ম্যাচের মাত্র চার মিনিটে লিড পায় মরক্কো। কানাডার রক্ষণ ভেঙে মুহূর্তের মধ্যে বল নিয়ে ডি বক্সে ঢুকে যান মরক্কোর হাকিম জিয়েখ। তার নেওয়া শট মিলান বরজানকে পরাস্ত করে কানাডার জালে ঢুকে যায়।

    এরপর কানাডা কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলোকে গোলে পরিণত করতে পারেনি। উল্টো ২৩ মিনিটের সময় আরেকটি গোল হজম করে বসে দলটি। রাইটফ্লাঙ্ক থেকে আচরাফ হাকিমির বাড়ানো বল পান ইউসেফ নেসিরি। রক্ষণভাগের এক ফুটবলারকে পরাস্ত করে তিনি গোলকিপার বরজানকেও বোকা বানান, মরক্কোর পক্ষে স্কোরলাইন তখন ২-০।

    এরপর ৪০ মিনিটে একটি গোল শোধ করে কানাডা। সেই গোলটিও অবশ্য আসে মরক্কোর রক্ষণভাগের ভুলে। কানাডা আক্রমণ শানালে নায়াফ আগার্দের ভুলে গোল খায় মরক্কো। যদিও বিরতির ঠিক আগে আরও একটি গোল করেছিল মরক্কো। কিন্তু রেফারি সেই গোল বাতিল করে দেন অফসাইডের কারণে। তবে দ্বিতীয়ার্ধে কোনও দল গোলের মুখ খুলতে পারেনি।

  • বেলজিয়ামের কাজটা কঠিন করে দিল ক্রোয়েশিয়া

    বেলজিয়ামের কাজটা কঠিন করে দিল ক্রোয়েশিয়া

    গ্রুপ পর্বের লড়াইয়ে মরক্কোর কাছে হেরে এমনিতেই নড়বড়ে অবস্থা বেলজিয়ামের। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে যেভাবে শুরু করেছিল কানাডা, তাতে ভালো অবস্থানেও থাকতে পারতো গত বারের সেমিফাইনালিস্টরা। কিন্তু সে সুযোগটা দিল না লুকা মদ্রিচের দল। কানাডাকে বড় ব্যবধানে হারিয়ে বেলজিয়েমের কাজটা বেশ কঠিন করে দিল গত বারের রানার আপরা।

    খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবার কানাডাকে ৪-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। জোড়া গোল করেছেন আন্দ্রেজ ক্রামারিচ। একটি করে গোল করেছেন মার্কো লিভ্রাহা ও লোভ্রো মাজের।

    ক্রোয়েশিয়ার এই জয়ে এফ গ্রুপের লড়াইটা এখন বেশ জমজমাট। শেষ ষোলর টিকিট নিশ্চিত করতে শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে এখন জয়ের বিকল্প নেই বেলজিয়েমের। অন্যদিকে সে ম্যাচে ড্র করলেই নক আউটে উঠে যাবে ক্রোয়েশিয়া। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে আছে মরক্কোও। শেষ ম্যাচে কানাডার বিপক্ষে জিতলে নিশ্চিতভাবে শেষ ষোলতে যাবে আফ্রিকার দলটি।

  • কানাডার দাপট সামলে জিতল বেলজিয়াম

    কানাডার দাপট সামলে জিতল বেলজিয়াম

    চোটের কারণে গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন রোমেলু লুকাকু। গ্যালারিতে হতাশ বদনে দেখছিলেন খেলা। তার বদলে মিচি বাতসুয়াইকে খেলান কোচ রবের্তো মার্টিনেজ। কোচের আস্থার প্রতিদান দিয়ে বাতসুয়াই করেছেন গোলও। তাতে মাঠের লড়াইয়ে কানাডার বিপক্ষে ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে বেলজিয়াম।

    বুধবার আহমাদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলার বার্তা দেয় বেলজিয়াম। প্রথম মিনিটেই দূরপাল্লার শট নেন বাতসুয়াই। বল অবশ্য দাঁড়িয়েই ধরেন কানাডার গোলরক্ষক মিলান বোরজান।

    অষ্টম মিনিটে তাজন বুকাননের শট ইয়ানিক কারাসকোর হাতে লেগে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্ত্তয়ার গ্লাভসে জমা পড়ে। কানাডার ফুটবলাররা হ্যান্ডবলের দাবিতে পেনাল্টির আবেদন করলেও রেফারি সাড়া দেননি। গোল কিকের পর খেলা চলার কয়েক সেকেন্ড গড়ালে ভিএআরের শরণাপন্ন হন রেফারি। পরে তিনি পেনাল্টির বাঁশিও বাজান এবং ইচ্ছাকৃতভাবে বলে হাত লাগানোয় কারাসকোকে হলুদ কার্ড দেখান।

    স্পট কিক নিতে আসেন কানাডার তারকা ফরোয়ার্ড আলফনসো ডেভিস। ১০ মিনিটের সময় বায়ার্ন মিউনিখে খেলা ফুটবলারের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকান কোর্ত্তয়া। ফিরতি বলে ডেভিস শট নিলেও তাতে কাজের কাজ হয়নি।
    ম্যাচের ১৩ মিনিটে অন্তত তিনটি গোলের সুযোগ পেয়েও কানাডা কাজে লাগাতে পারেনি। বারবার আক্রমণে আসা ডিফেন্ডার রিচি লারেয়ার শট প্রথমে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। খানিক পর জোনাথন ডেভিডের কিক প্রতিপক্ষের এক ডিফেন্ডার ব্লক করেন। শেষে ডেভিড বল জালে জড়ানোর চেষ্টার আগ মুহূর্তে তাজন বুকানন অফসাইডে থাকায় রেফারি বাঁশি বাজান।

    কানাডার রক্ষণে বারবার ত্রাস ছড়াতে থাকেন কেভিন ডি ব্রুইন ও এডেন হ্যাজার্ড। তাতে অবশ্য ৩৬ বছর পর বিশ্বকাপে আসা দলটি দমে যায়নি। চোখে চোখ রেখে দিয়েছে পাল্টা জবাব। ২৩ মিনিটে ইউরি টেলেসমানসের পাসে বল পেয়ে মিচি বাতসুয়াইয়ের শট বাধাপ্রাপ্ত হলে বেলজিয়াম লিড পায়নি।

    আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা খেলার ২৭ মিনিটে ডেভিসের পাসে বল আদায় করা আতিবা হাচিনসনের শট অল্পের জন্য জালে জড়ায়নি। কানাডার কপালেও জোটেনি গোল। তিন মিনিট পর লারেয়ার পাসে বল পাওয়া অ্যালিস্টেইর জনস্টনের শট ঠেকান কোর্ত্তয়া।

    প্রথম আধা ঘণ্টায় কানাডা পোস্ট বরাবর শট নেয় ১০টি, বিপরীতে বেলজিয়াম দুটির বেশি নিতে পারেনি। র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা দলের বিপক্ষে কানাডা কতটা দাপট দেখিয়েছে, এটি তার বড় প্রমাণ।

    ম্যাচের ৪৪ মিনিটে ভাঙে ডেডলক। নিজেদের অর্ধ থেকে টবি আলডেরউইরেল্ডের লম্বা পাসে বক্সের কাছে চলে যাওয়া বল নিয়ে বাঁ-পায়ের শটে গোল করেন মিচি বাতসুয়াই। লিড পায় বেলজিয়াম।

    যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লারেয়ার ক্রসে বল পাওয়া বুকাননের বাঁ-পায়ের শট অল্পের জন্য জালে ঢোকেনি। কানাডার সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া হয়।

    দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার দুদলেরই কমে যায়। ৮০ মিনিটে কাইল লারিনের শট কোর্ত্তয়া দারুণভাবে ঝাঁপিয়ে ধরে দলকে রক্ষা করেন। শেষদিকে দুদলই কিছু আক্রমণ হানলেও পায়নি জালের দেখা।

  • হুয়াওয়ে মালিকের মেয়েকে মুক্তি দিল কানাডা, চীনে দুই কানাডীয় মুক্ত

    হুয়াওয়ে মালিকের মেয়েকে মুক্তি দিল কানাডা, চীনে দুই কানাডীয় মুক্ত

    চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক থাকা কানাডার দুই নাগরিক মিশেল স্প্যাভর এবং মিশেল কোভরিগ বন্দিদশা থেকে মুক্তি পেয়ে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ তথ্য জানিয়েছেন। এর আগে আজই চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাকে কানাডা থেকে মুক্তি দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।

    মার্কিন যুক্তরাষ্ট্রের পরোয়ানায় হুয়াওয়ে’র প্রতিষ্ঠাতার মেয়ে এবং কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুকে মার্কিন আদালতের সঙ্গে সমঝোতার পর মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পরপরই তিনি চীনের শেনজেনগামী এয়ার চায়নার একটি বিমানে করে কানাডা ছেড়ে যান।

    যুক্তরাষ্ট্র ও চীনের কূটনৈতিকদের ব্যাপক আলোচনার পর মেং ওয়ানঝু ছাড়া পেলেন। তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল—তিনি ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে হুয়াওয়ের ব্যবসা সম্পর্কে আমেরিকান ব্যাংকগুলোকে মিথ্যা বলেছিলেন। তবে মিজ মেং এবং হুয়াওয়ে উভয়েই ওই অভিযোগ অস্বীকার করে।

    শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, তারা মামলা স্থগিতের একটি চুক্তিতে পৌঁছেছেন।

    এর মানে হলো, মিজ মেং এর বিরুদ্ধে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত মামলার কার্যকলাপ স্থগিত রাখবে বিচার বিভাগ। এর মধ্যে আদালতের নির্ধারিত শর্তগুলো যদি তিনি মেনে চলেন, তাহলে পুরো মামলাই বাতিল করা হতে পারে। তিন বছর ধরে তিনি ভ্যাঙ্কুভারে তাঁর বাবার মালিকানাধীন একটি বাড়িতে গৃহবন্দি অবস্থায় ছিলেন।

    চুক্তির অংশ হিসেবে মেং স্বীকার করে নিতে রাজি হয়েছেন যে, এইচএসবিসি ব্যাংকের কাছে মিথ্যা তথ্য দেয়ার বিষয়টি তিনি জানতেন।

    মেং ওয়ানঝুর মুক্তির পরপরই চীনে আটকাবস্থা থেকে মুক্তি পেয়েছেন দুই কানাডীয়। মেংকে কানাডা গ্রেপ্তার করার পরপরই ২০১৮ সালে মিশেল স্প্যাভর এবং মিশেল কোভরিগকে গুপ্তচরবৃত্তির অভিযোগে চীন গ্রেপ্তার করেছিল।

    এন-কে

  • ফের সরকার গঠন করতে যাচ্ছে ট্রুডোর লিবারেল পার্টি

    ফের সরকার গঠন করতে যাচ্ছে ট্রুডোর লিবারেল পার্টি

    কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি জাতীয় নির্বাচনের ভোটে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। ফলে ট্রুডোই আবারও প্রধানমন্ত্রী পদে থাকছেন। সিটিভি ও সিবিসি উভয়ই লিবারেল সরকারের আভাস দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

    বর্তমান সরকারে ট্রুডোর দলের সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে সরকার পরিচালনা করতে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে বাধ্য হন তিনি। এবারও লিবারেল পার্টি সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে বলে জানা গেলেও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কি না তা নিশ্চিত নয়।

    সংসদীয় গণতন্ত্রের দেশ কানাডা। এর পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হাউস অব কমন্স। এর ৩৩৮টি আসনে ভোটার দুই কোটি ৭০ লাখ। এককভাবে সরকার গঠনে যেকোনো দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয় নিশ্চিত করতে হবে।

    কুইবেকের পাপিনিয়াউয়ে নিজের আসনে জাস্টিন ট্রুডো জয় পেয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে। বিরোধীদল কনজারভেটিভ পার্টির নেতা ওরিন ও টুল অন্টারিওর ডারহামে নিজের আসনে জয় পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

    জাস্টিন ট্রুডো বলে আসছেন, তাঁর দেশের জনগণ মহামারি করোনাভাইরাসের সময়ে কনজারভেটিভ সরকার চায় না। বর্তমানে পূর্ণাঙ্গ টিকাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম।

    এন-কে

  • তীব্র তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে কানাডা

    তীব্র তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে কানাডা

    শীত ও তুষারপাতে অভ্যস্ত দেশ কানাডায় চলছে তীব্র গরম। প্রায় এক সপ্তাহ ধরে চলা তীব্র এই তাপপ্রবাহে দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৫০০-তে। এর মধ্যেই সেখানে শুরু হয়েছে দাবানাল। আর তাতেই ব্রিটিশ কলাম্বিয়ার একটি শহরের ৯০ শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

    ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের আইনপ্রণেতা ব্রাড ভিস জানিয়েছেন, তীব্র গরমের পর সৃষ্ট দাবানলে প্রদেশটির লিটন শহরের ৯০ শতাংশ ঘর-বাড়ি ও অবকাঠামো পুড়ে গেছে। দিন দুয়েক আগে এই শহরটিতে কানাডার ইতিহাসে সর্বোচ্চ ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

    ব্রাড ভিস আরও জানিয়েছেন, দাবানলের কারণে লিটন শহরের তীব্র ক্ষয়ক্ষতি হয়েছে। এবং গ্রামটির আশপাশে থাকা গুরুত্বপূর্ণ কিছু অবকাঠামোতেও ক্ষয়ক্ষতি হয়েছে।

    লিটনের মেয়র জ্যান পলডারম্যান বিবিসিকে জানিয়েছেন, ভয়াবহ দাবানলের মধ্য থেকে তিনি নিজের জীবন নিয়ে বের হয়ে আসতে পেরেছেন। এজন্য তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

    তিনি বলছেন, ‘(দাবনলের পর) সেখানে খুব বেশি কিছু অবশিষ্ট থাকবে না। সেখানে সব জায়গাতেই কেবল আগুন।’

    বিবিসি’র নিউজআওয়ার প্রোগ্রামে তিনি বলেন, ‘আগুনের প্রাচীর’ তার শহরটিতে ঘিরে ধরেছে। এর আগে তার শহরের সকল মানুষকে তিনি বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেন। তার ভাষায়, মাত্র ১৫ মিনিটের মধ্যে আগুনের শিখা সারা এলাকায় ছড়িয়ে পড়ে।

    কানাডার পশ্চিমাঞ্চলে অবস্থিত ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে গত পাঁচদিনে তীব্র তাপপ্রবাহের কারণে ৪৮৬ জন মারা গেছেন। বিপুলসংখ্যক এই মানুষের মৃত্যুর জন্য তীব্র গরম আবহাওয়াকেই দুষছেন সেখানকার কর্মকর্তারা।

    কর্মকর্তাদের দাবি, গত তিন থেকে পাঁচ বছরে কানাডার পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটিতে তীব্র গরমের কারণে কেবল তিনজন মৃত্যুবরণ করেছিলেন। আর কেবল গত এক সপ্তাহেই এই সংখ্যা প্রায় ৫০০ ছুঁয়েছে।

    কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মঙ্গলবার। সেদিন দেশটির ব্রিটিশ কলাম্বিয়ার লিটনে তাপমাত্রা ছিল ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেসময় টানা তৃতীয় দিন দেশটিতে তাপমাত্রা নতুন রেকর্ড করে।

    বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহের আগপর্যন্ত কানাডার তাপমাত্রা কখনোই ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার হয়নি। আর টানা ৫ দিনেরও বেশি সময় ধরে তাপমাত্রা নতুন রেকর্ড করায় প্রাণহানির ঘটনা ঘটছে।

  • কানাডায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত

    কানাডায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত

    কানাডার ম্যানিটোবায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।

    স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৬টা ২০ মিনিটে আরবর্গ শহরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন– রসুল বাঁধন, অরণ্য আসাদ চৌধুরী ও আল নোমান আদিত্য। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছর হবে। তারা সবাই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

    বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ওই তিন ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে তারা নিহত হন।

    তিনি আরও বলেন, কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিত ছিলেন। বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

  • কানাডা গেলেন মাহবুব উল আলম হানিফ

    কানাডা গেলেন মাহবুব উল আলম হানিফ

    কানাডা গেলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

    শুক্রবার (১৯ জুন) বিকেলে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানা গেছে।

    একটি সূত্র জানিয়েছে, কানাডায় বসবাসরত অসুস্থ বড় ভাইকে দেখতে গেছেন মাহবুব-উল আলম হানিফ। সেখানে তার ১০ থেকে ১৫ দিন থাকার কথা রয়েছে।

    আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কানাডা যাওয়ার বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

    মাহবুব-উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল কানাডা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুব-উল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়-স্বজন রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আগস্ট পর্যন্ত করোনায় ক্ষতিগ্রস্থ কর্মজীবীদের বেতনের দায়িত্ব নিল কানাডা সরকার

    আগস্ট পর্যন্ত করোনায় ক্ষতিগ্রস্থ কর্মজীবীদের বেতনের দায়িত্ব নিল কানাডা সরকার

    ২৪ ঘণ্টা ডট আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া কর্মজীবীদের আগামী আগস্ট মাস পর্যন্ত বেতনের দায়িত্ব নিল দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

    করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের সহায়তায় জরুরি বেতন ভর্তুকি প্রকল্পের আওতায় ৭৫ শতাংশ মজুরির দায়িত্ব নিয়েছে কানাডার সরকার। প্রতিজনকে সপ্তাহে সর্বোচ্চ ৮৪৭ ডলার সহায়তার এ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল জুন মাসে।

    তবে সঙ্কট পুরোপুরি না কাটায় আগস্ট পর্যন্ত তা বাড়ানোর ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এছাড়া করোনার কারণে যারা চাকরি হারিয়েছেন সেসব কর্মজীবীদের আবারও চাকরি দিতে কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কানাডার সরকার।

    শুক্রবারের ঘোষণায় ট্রুডো বলেন, করোনার কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় বিরোধী দল ডেমোক্র্যাটের পক্ষ থেকে প্রস্তাবিত তিন ট্রিলিয়ন ডলারের সহায়তা বিল কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হয়েছে।

    সিনেটে পাস হলেই রাজ্য ও স্থানীয় সরকারে কর্মরত কর্মীরা ও তাদের পরিবারের সদস্যরা সহায়তা পাবেন। এই বিলের আওতায় সহায়তা পাবেন বেকার ও ভাড়াটিয়ারাও।

    একজনকে কমপক্ষে ১২০০ ডলার (প্রায় এক লাখ টাকা) করে দেয়া হবে। বিবাহিত হলে দ্বিগুণ পাবেন। এ ছাড়া তাদের ওপর নির্ভরশীল কেউ থাকলে তাদের জন্য একই পরিমাণ অর্থ দেয়া হবে। কমপক্ষে একজন মানুষ তিনজন নির্ভরশীলের জন্য অর্থ পাবেন। সিটিভি নিউজ ও সিএনএন।

    কানাডায় যেসব প্রতিষ্ঠানের আয় মার্চে ১৫ শতাংশ এবং এপ্রিল-মে মাসে অন্তত ৩০ শতাংশ কমে গেছে তারাই বেতন প্রকল্পের আওতায় সহায়তার যোগ্য বলে বিবেচিত হবে। তবে প্রয়োজনে এ নীতিতে পরিবর্তন আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • কানাডায় পুলিশের পোশাকে বন্দুকধারীর গুলিতে নিহত ১৬

    কানাডায় পুলিশের পোশাকে বন্দুকধারীর গুলিতে নিহত ১৬

    কানাডায় বন্দুকধারীর গুলিতে ১৬ জন নিহত হয়েছেন। শনিবার রাতে দেশটির নোভা স্কটিয়া প্রদেশের পোর্টেপিক এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের পোশাক পড়ে হামলা চালানো বন্দুকধারীও নিহত হয়েছেন। আরও অনেকে হতাহত হয়েছেন আশঙ্কা করছে দেশটির পুলিশ।

    জানা যায়, স্থানীয় সময় রবিবার হামলাকারী পুলিশের ছদ্মবেশে প্রথমে একটি বাড়িতে ঢুকে গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে। পরে আরও কয়েকটি অবস্থানে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীর বয়স ৫১ বছর। তার নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান। ১২ ঘণ্টা ধরে একাধিক জায়গায় ত্রাস সৃষ্টির পর তিনিও মারা যান।

    সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় বন্দুকধারী বাদেই অন্তত ১৬ জন নিহত হয়েছেন। তবে ১২ ঘণ্টাব্যাপী এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছে তা নিশ্চিত নন নোভা স্কটিয়া পুলিশ।

    কেন ওই ব্যক্তি এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। এটিকে গেল ৩০ বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ হামলা বলে বর্ণনা করা হচ্ছে।

    হামলার ঘটনাকে ভয়ানক পরিস্থিতি আখ্যা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নোভা স্কটিয়া প্রদেশের প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) স্টিফেন ম্যাকনেইল সাংবাদিকদের বলেছেন, ‘এটি আমাদের প্রদেশের ইতিহাসে অন্যতম একটি দায়িত্বজ্ঞানহীন সংঘাতের ঘটনা।’

    পুলিশ জানিয়েছে, একটি গাড়িতে করে পুলিশের পোশাক পরে হামলা চালায় বন্দুকধারী। গাড়িটি দেখতেও পুলিশের গাড়িসদৃশ ছিল। পুলিশ আশঙ্কা করছে এ ঘটনায় আরও অনেকে হতাহত হয়েছেন।

    এক টুইট বার্তায় নোভা স্কটিয়া পুলিশ জানায়, গাড়িটির পেছনের দিকে যাত্রী বসার জানালার ওপরদিকে লেখা ছিল ২৮বি১১। অথচ আরসিএমপির গাড়ির নম্বরপ্লেটে হ্যাশ চিহ্ন রয়েছে, যা হামলাকারীর গাড়িতে ছিল না। ২৮বি১১ নম্বরের গাড়ি দেখলে তাৎক্ষণিকভাবে ৯১১ নম্বরে কল করার পরামর্শ দিয়েছে পুলিশ।

    কানাডিয়ান পুলিশ আরও জানায়, হামলাকারী পরে ওই গাড়িটি পরিবর্তন করে হালকা সিলভারের চেভরোলেট এসইউভি গাড়িতে চড়েন। তবে হামলাকারী কীভাবে নিহত তার বিস্তারিত জানায়নি নোভা স্কটিয়া পুলিশ।

    ২৪ ঘণ্টা/এম আর