Tag: কাপ্তাই

  • কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলে নিহত

    কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলে নিহত

    কাপ্তাইয়ে বিস্ফোরকজাতীয় বস্তুর বিস্ফোরণে বাবা ও ছেলে নিহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের বাদশা মাঝির টিলায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন ইসমাইল মিয়া (৪৫) ও তার ছেলে মো. রিফাত (৭)। তাদের মরদেহ উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

    এ ঘটনায় গুরুতর আহত ইসমাইল মিয়ার স্ত্রী সখিনা বেগমকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সদর সার্কেল) রওশান আরা রব বলেন, আমরা একটি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, ইসমাইল একজন মাঝি। তিনি বিকেলে একটি বস্তায় করে বিক্রির উদ্দেশ্যে কিছু লোহাজাতীয় পদার্থ নিয়ে আসেন। সেখান থেকে এ বিস্ফোরণ হয়। আমরা সেখানে বিস্ফোরকজাতীয় বস্তুর ক্লিপ দেখতে পাই।

    তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ও আমাদের টিম তদন্ত করার পরে বিস্তারিত বলতে পারবো। তবে এটি কোনো গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ নয়, এটা নিশ্চিত।

    এদিকে, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বিস্ফোরণে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যে দুজন মারা গেছেন তারা সম্পর্কে বাবা-ছেলে। এ ঘটনায় গুরুতর আহত নারীকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছি।

  • কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ২ জনের মৃত্যু

    কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ২ জনের মৃত্যু

    কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীর পানিতে গোসল করতে নেমে ৬ পর্যটক নদীর পানিতে তলিয়ে গেছেন। তাদের মধ্যে ৪ জন সাতঁরিয়ে উঠতে পারলে ২ জন নদীর পানিতে তলিয়ে যায় বলে জানান কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিদর্শক নুরুল করিম।

    বুধবার (১১ মে) দুপুর ২.৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

    খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা ৩ টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে এসে মুমূর্ষ অবস্থায় একজনকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেই সুস্থ আছেন বলে জানান উপজেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

    এদিকে ঘটনার সংবাদ পাবার সাথে সাথে বিকেল ৪ টা ৩৯ মিনিটে লেফট্যানেন্ট কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল নেতৃত্বে এবং লেঃ কমাঃ সেলিম রেজা সহ ৮ সদস্যের একটি নৌ বাহিনী ডুবুরি দল সীতার ঘাট এলাকায় কর্নফুলি নদীতে নিখোঁজ পর্যটককের সন্ধ্যানে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং বিকেল ৫ টায় একজনকে মৃত উদ্ধার করেন।

    মৃত উদ্ধারকৃত ১৯ বছর বয়সী যুবক লোকেস বৈদ্য, বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যের ছেলে। সে চট্টগ্রাম ইসলামিয়া কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত আছেন। বর্তমানে সে তার পরিবার সহ সদরঘাটে বসবাস করছেন। তার বাবা মৎস্য অধিদপ্তরে চাকরি করেন।

    এদিকে এই ঘটনায় চট্টগ্রাম সদরঘাট এলাকার অপূর্ব সাহা(১৮)) নামে একজন নিখোঁজ রয়েছে বলে জানান তার বন্ধু তৌহিদুল ইসলাম।

    এদিকে ঘটনার সংবাদ পাওয়ার পর পরই কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কার্যক্রম তদারক করেন। এইসময় চন্দ্রঘোনা ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত( সন্ধ্যা ৬ টা ৪০ মিনিট) কাপ্তাই নৌ বাহিনী ডুবুরি দল নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারে ঘটনাস্থল এবং এর আশেপাশে এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

    জানা যায়, চট্টগ্রাম হতে ৬ জন পর্যটক সকালে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা মিশনঘাট এলাকায় আসে। সেখান থেকে তারা নৌকা ভাড়া করে চিৎমরম বৌদ্ধ বিহার ঘাটে আসে। নাস্তা করার পর তারা আবার ভাড়া করা নৌকা যোগে ঘটনাস্থলে এসের গোসল করতে নামে। আগত পর্যটকরা চট্টগ্রামের বিভিন্ন কলেজে অধ্যয়নরত বলে জানা যায়।

    ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুনতাসির জাহান, শহীদ মোয়াজ্জম নৌঘাঁটির লেঃ কমান্ডার মোঃ ফয়জুর রহমান এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি নৌ ডুবুরী দল ও কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং নৌ ডুবুরী দল উদ্ধার অভিযান চালিয়ে আনুমানিক ৫ ঘটিকার সময় বর্ণিত লোকেশ বৈদ্যকে মৃত অবস্থায় উদ্ধার করে। নৌ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল যৌথ ভাবে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

  • প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে ২০ জন প্রতিবন্ধী পেলো সরকারি সহায়তা

    প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে ২০ জন প্রতিবন্ধী পেলো সরকারি সহায়তা

    কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা সমাজসেবা বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কাপ্তাইয়ের ২০ জন প্রতিবন্ধীর মধ্যে কম্বল বিতরণ করা হয়। এইছাড়া ৩ জন ক্যান্সার, কিডনি রোগীদের মধ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

    রবিবার সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষ কিন্নরী তে উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, সহকারী তথ্য অফিসার মোঃ হারুন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

    বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা না, তাদের ভালোবাসুন, সহযোগিতা করুন। সমাজসেবা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন প্রতিবন্ধী ব্যক্তিদের সবসময় সার্বিক সহযোগিতায় করে আসছেন

    এন-কে

  • কাপ্তাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত ২

    কাপ্তাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত ২

    রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর গর্জনিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ২ জন নিহত হয়েছে।

    মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ওয়াগ্গা ইউনিয়ন এর গর্জনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সুভাষ তনচংগ্যা (৪৫) ও ধনঞ্জয় তনচংগ্যা (৩২)।

    কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধনঞ্জয় তনচংগ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তাদের গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

    ওসি আরও জানান, নিহতরা আঞ্চলিক দল জেএসএস এর সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছেন। প্রতিপক্ষরা এই হামলা করছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

    এদিকে বুধবার (১১ নভেম্বর) সকালে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন এবং থানা পুলিশের এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালে পাঠিয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
    ২৪ ঘণ্টাা/রিহাম

  • কাপ্তাই ইসকনের তীর্থযাত্রার নৌকা ডুবি : ৪দিনপর রাঙ্গুনিয়ায় মিলল নিখোঁজ মা-ছেলের লাশ

    কাপ্তাই ইসকনের তীর্থযাত্রার নৌকা ডুবি : ৪দিনপর রাঙ্গুনিয়ায় মিলল নিখোঁজ মা-ছেলের লাশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : কাপ্তাই কর্ণফুলি নদীতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন)’র তীর্থযাত্রার নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ থাকা মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    নিখোঁজের প্রায় চারদিন পর আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় কর্ণফুলী নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত লাশ দুটি হলো মিরসরাই উপজেলার জোরারগন্জের রাজীব মজুমদার এর শিশু পুত্র বিজয় মজুমদার (৫) এবং তার স্ত্রী টুম্পা মজুমদার (৩০)।

    তথ্যটি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থাকার ওসি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে নদীতে ভাসমান অবস্থায় দুটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

    এর আগে চট্টগ্রামের নন্দনকানন এলাকার রাধামাধব মন্দির থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ১২৭ জন সদস্য ৩টি বোট যোগে কাপ্তাইয়ের শীলছড়ি ভ্রমনে যায়।

    যাওয়ার পথে গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার কাপ্তাই উপজেলার কেপিএমের কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে ৪৭ জন তীর্থযাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ঘটনার দিন প্রাণ হারিয়েছে চট্টগ্রামের হাজারী গলির রতন দে’র কন্যা দেবলীনা দে (১০)। আরো খবর : ইসকনের তীর্থযাত্রার নৌকাডুবি, এখনও নিখোঁজ মা-ছেলে

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে নৌকাটির সকল যাত্রীকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিলেন মা ছেলে। দুদিন নদীতে অনেক তল্লাশি চালিয়ে টুম্পা ও তার ছেলের কোনো খোঁজ মেলেনি।

    অবশেষে চার দিন পর আজ মঙ্গলবার সকালে ২৭ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং পুলিশ লাশ দুটি উদ্ধার করে।