Tag: কাপ্তাই হ্রদ

  • কাপ্তাই হ্রদে মিলল নিখোঁজ রাজমিস্ত্রির লাশ

    কাপ্তাই হ্রদে মিলল নিখোঁজ রাজমিস্ত্রির লাশ

    রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে গিয়াস উদ্দিন (৪৫) নামে একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনির পেছনের অংশে কাপ্তাই হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত গিয়াস উদ্দিন সিলেটের সুনামগঞ্জ জেলার বাসিন্দা হলেও বর্তমানে রাঙামাটি শহরের আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয় সংলগ্ন নদীর পাড় এলাকার থাকতেন। তিনি পেশায় রাজমিস্ত্রি।

    স্থানীয়রা জানান, মহসীন কলোনি এলাকার বাসিন্দারা হ্রদের পানিতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। কিন্তু পুলিশ আসার আগেই খবরটি ছড়িয়ে পড়ায় মৃতের আত্মীয় স্বজনরা হ্রদের পাড়ে ভিড় করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করলে তারা তা শনাক্ত করেন।

    রাঙামাটি কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ক্য লাহ্ চিং মারমা বলেন, গিয়াস উদ্দিন তিন চার দিন আগে থেকেই নিখোঁজ ছিলেন। তার স্ত্রী ও মা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তার লাশ উদ্ধার করি। তবে মৃত ব্যক্তির শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন দেখতে পাইনি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

    তিনি আরও বলেন, নিহত গিয়াস উদ্দিন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানতে পেরেছি। তিনি মাঝে মাঝে পরিবারের সদস্যদেরও চিনতে পারতেন না। তাই আমরা ধারণা করছি, কোনোভাবে হ্রদের পানিতে পড়ে গেছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

    ২৪ঘণ্টা/জেআর

     

  • রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার কাপ্তাই হ্রদ এলাকায় ১ মে হতে তিন মাসের জন্য মাছ ধরা বন্ধ

    রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার কাপ্তাই হ্রদ এলাকায় ১ মে হতে তিন মাসের জন্য মাছ ধরা বন্ধ

    খাগড়াছড়ি প্রতিনিধি॥
    রাঙামাটি ও খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার আওতাধীন কাপ্তাই হ্রদের সমগ্র এলাকায় ১ মে হতে আগামী ৩ মাস পর্যন্ত সব ধরনের মৎস্য আহরণ-শিকার বন্ধ করা হয়েছে।

    মাছের সুষ্ঠু প্রজনন, বংশ বৃদ্ধি ও কাপ্তাই হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে মজুদ, বাজারজাত করণ ও পরিবহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

    গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তমতে বিএফডিসি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

    মহালছড়ি উপ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরুল্লাহ আহমদ জানান, গত বছরের ন্যায় এবছরও মহালছড়ি মৎস্য অবতরণ কেন্দ্রে কাপ্তাই হ্রদের মৎস্য অবতরণ এবং রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে যা এ যাবৎ কালের সর্বাধিক আয়। কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধকালীন সময় অবৈধভাবে মাছ ধরা ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার পাশাপাশি সবাই সচেতন হলে মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন এবং রাজস্ব আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।

    তিনি মহালছড়ির সকল জেলেদের প্রতি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর বেধে দেওয়া সময়ের মধ্য মৎস্য আহরণ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার আহবান জানান।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ