Tag: কাভার্ডভ্যান

  • সীতাকুণ্ডে ২ কাভার্ডভ্যান সংঘর্ষে হেলপার নিহত-চালক আহত

    সীতাকুণ্ডে ২ কাভার্ডভ্যান সংঘর্ষে হেলপার নিহত-চালক আহত

    সীতাকুণ্ডে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে আরেকটি একই গাড়ির ধাক্কায় লিটন মিয়া (২৮) নামে এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই গাড়ির চালকও।

    মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার বড় দারোগারহাট এলাকার ওজন স্কেলর সামনে এ ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া ভোলা জেলার দৌলত খাঁ থানার আব্দুর রব এর পুত্র।

    কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। জানা যায়, মহাসড়কে দাড়িঁয়ে থাকা ঢাকামুখী একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে আরেকটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে পিছনের গাড়ির হেলপার ঘটনাস্থলে প্রাণ হারান। এতে ওই গাড়ির ড্রাইভারও আহত হয়।

    উদ্ধার কাজে এগিয়ে আসা সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, দুই গাড়ির সংঘর্ষে একজন গাড়ির সহকারী ঘটনাস্থলে নিহত হন। লাশটি উদ্ধার করে আমরা কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িকে বুঝিয়ে দিয়েছি।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু

  • মিরসরাইতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

    মিরসরাইতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

    চট্টগ্রাম ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইতে কাভার্ডভ্যানের ধাক্কায় নুর আলম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

    আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলা পৌর সদরে দুর্ঘটনটি ঘটে। নুর আলম উপজেলার ওসমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আহমেদুর রহমানের ছেলে বলে জানা গেছে।

    স্থানীরা জানায়, নিজের বাড়ি থেকে এক নিকট আত্মীয়কে তার বাইকের পেছনে নিয়ে সীতাকু-ের দিকে যাচ্ছিলেন। মিরসরাই সদরের একটি ওভার ব্রিজে পৌছানোর পর তার বাইকের পেছনে থাকা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় নুর আলম।

    সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএসআই খন্দকার বাবুল ইসলাম।

    তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া দুর্ঘটনার ঘাতক কাভার্ডভ্যানটিও আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

    রাজীব/২৪ ঘণ্টা

  • সীতাকুণ্ডে পাচারের সময় দুইটি কাভার্ডভ্যানসহ ১০ লক্ষ টাকার কাঠ আটক

    সীতাকুণ্ডে পাচারের সময় দুইটি কাভার্ডভ্যানসহ ১০ লক্ষ টাকার কাঠ আটক

    কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : পাচার করার সময় সীতাকুণ্ডে চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠসহ দুইটি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    দুইটি কাভার্ডভ্যানে আনুমানিক ৬শত ঘনফুট সেগুন ও বিবিধ ছিরাই কাঠ রয়েছে। যার মুল্য ১০ লক্ষ টাকা বলে জানান বিট কর্মকর্তারা। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৪ টায় এবং সকাল সাড়ে ৭ টায় পৃথক স্থান থেকে গাছ ভর্তি কাভার্ডভ্যান দুইটি আটক করা হয়।

    জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদে খবর পেয়ে আকবরশাহ থানা পুলিশের টহল দল, চট্টগ্রাম উত্তর বন বিভাগ শহর রেঞ্জ টহল দল এবং ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের যৌথ অভিযানে সিটি গেইট এলাকা থেকে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ন-১১-০১৩২) আটক করে।

    এসময় গাড়িটিতে তল্লাশী চালিয়ে তিনশ ঘনফুট অবৈধ বিবিধ ছিরাই কাঠ উদ্ধার করা হয়। অপরদিকে ভোর ৪ টার সময় গোপন সংবাদের সুত্রে খবর পেয়ে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশন কর্মকর্তারা উপজেলার কদমরসুল এলাকা থেকে কাঠ বোঝায় একটি কাভার্ডভ্যান আটক করে। কাভার্ডভ্যানটিতে আনুমানিক তিনশ ঘনফুট চোরাই সেগুন কাঠ ছিল বলে জানায় বন কর্মকতা। যার মূল্য ৫ লক্ষ টাকা।

    জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন কাঠ বোঝায় করে ঢাকার দিকে যাচ্ছিল (ঢাকা মেট্রো ন ২০-৩২৬৮) একটি মিনি কাভার্ডভ্যান। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তারাসহ কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি আটক করে। এরপর গাড়িটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসে নিয়ে আসে।

    এই বিষয়ে উত্তর চট্টগ্রাম বন বিভাগের ফরেষ্ট রেঞ্জার ব্রজগোপাল রাজ বংশী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে পাচার করার সময় সিটি গেইট এবং কদমরসুল এলাকা থেকে দুটি কাভার্ডভ্যানকে আটক করা হয়। যার ভিতরে প্রায় ৬শত ঘন ফুট কাট উদ্ধার করা হয়। এ ব্যাপারে বাংলাদেশ বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • দুর্ঘটনার কবলে আল্লামা শফীর জানাজামুখি মাইক্রোবাস,আহত ৫

    দুর্ঘটনার কবলে আল্লামা শফীর জানাজামুখি মাইক্রোবাস,আহত ৫

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজামুখি মাইক্রোবাস।

    আজ শনিবার সকালে জানাজামুখি মাইক্রোবাসের পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে এসব তথ্য নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন,হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে হাটহাজারীর উদ্দ্যেশে যাওয়ার পথে ওই মাইক্রোবাসের পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেন।

    ওই মাইক্রোবাসে থাকা যাত্রীদের মধ্য থেকে ৫ জন আহত হয়। তারমধ্যে ২ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

    চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক নয় জানিয়ে দুজনেরই চিকিৎসা চলছে বললেন আলাউদ্দিন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • রাজেন্দ্রপুরে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা,নিহত ২

    রাজেন্দ্রপুরে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা,নিহত ২

    গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কাভার্ডভ্যানকে এনা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়েছে, এতে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

    শনিবার বেলা ১১টার দিকে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ৬ নম্বর গেটের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ভাওয়াল উদ্যানের সামনে এনা পরিবহনের একটি বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ ভেঙে যায়। দুমড়েমুচড়ে যায় বাসটির সামনের অংশও।

    দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে।

    তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। এছাড়া নিহত ব্যক্তিরা বাসের যাত্রী না কাভার্ডভ্যানের তাও জানা যায়নি।

    দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস বলেন, লাশ দুটি সরিয়ে রাস্তা সচল করা হচ্ছে।

  • সীতাকুণ্ডে ৫ লক্ষ টাকার গামারীকাঠসহ কাভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ডে ৫ লক্ষ টাকার গামারীকাঠসহ কাভার্ডভ্যান আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চোরাই চিরানো গামারীকাঠসহ একটি মিনি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    শনিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা বার আউলিয়া এলাকা থেকে কাঠ বোঝায় মিনি কভার্ডভ্যানটি( মৃধা পরিবহণ ঢাকা মেট্টো-ন ২০-০০৬৬) আটক করে নিয়ে আসেন। কভার্ডভ্যানটিতে অনুমানিক ৫ লক্ষ টাকার চোরাই চিড়ানো গামারী কাঠ ছিল বলে জানায় বন কর্মকতারা।

    জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে নিয়ে যাচ্ছিল একটি মিনিকভার্ডভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তাসহ কাঠ বোঝাই মিনি কভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে ব্যরিকেট দিয়ে আটকের চেষ্টা করেন কর্মকর্তারা।

    পরে কভার্ডভ্যানটির চালক ব্যরিকেটের কেটে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এক পর্যায়ে বন কর্মকর্তারা কভ্যার্ডভ্যানের পিছনে ধাওয়া করে বার আউলিয়ায় গিয়ে কভার্ডভ্যানটি আটক করে মাদাম বিবির হাট ফরেস্ট অফিসে নিয়ে আসে। কভার্ডভ্যানটির চালক পালিয়ে যায়।

    এই বিষয়ে চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার) বলেন, গামারী কাঠ সংগ্রহ ও পাচারের অপচেষ্টা করায় ১৯২৭ সনের বন আইনের (যাহা ২০০০ সালে সংশোধিত ) এর ৪১ ও ৪২ এবং বনজদ্রব্য পরিবহন (নিয়ন্ত্রন) বিধিমালা ২০১১ এর ১৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা দায়ের করা হবে।

  • সীতাকুণ্ডে ৪ লক্ষ টাকার সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ডে ৪ লক্ষ টাকার সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চোরাই গোল সেগুন কাঠসহ একটি মিনি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    আজ বুধবার (২২ জানুয়ারী) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা মিরশ্বরাই থেকে কাঠ বোঝায় মিনি কভার্ড ভ্যানটি আটক করে নিয়ে আসেন ।

    কাভার্ডভ্যানটিতে অনুমানিক ৪ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ ছিল বলে জানায় বন কর্মকতারা।

    জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই
    গোল সেগুন কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে নিয়ে যাচ্ছিল (ঢাকা মেট্রো ন ১৭-৫১৫৯) একটি মিনিকভার্ড ভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তাসহ কাঠ বোঝাই মিনি কাভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে ব্যারিকেট দিয়ে আটকের চেষ্টা করেন কর্মকর্তারা। পরে কাভার্ডভ্যানটির চালক ব্যারিকেট কেটে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এক পর্যায়ে বন কর্মকর্তারা কাভ্যার্ডভ্যানের পিছনে ধাওয়া করে মিরশ্বরাই গিয়ে কাভার্ডভ্যানটি আটক করে মাদামবিবির হাট ফরেস্ট অফিসে নিয়ে আসে।

    এই বিষয়ে, ১৯২৭ সনের বন আইনে (২০০০) সংশোধনে ৪১ ও ৪২ ধারা বন আইনে ২০১৪ বিভাগীয় অরন্য পরিবহন বিধি মালা ২০১১ এর ধারা দন্ড বিধি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার)।

  • সীতাকুণ্ডে ৩ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ডে ৩ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চোরাই গোল সেগুন কাঠসহ একটি মিনি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটের সলিমপুর ওভার ব্রীজ থেকে কাঠ বোঝায় মিনি কভার্ডভ্যানটি আটক করা হয়। বন কর্মকর্তারা জানিয়েছে কভার্ডভ্যানটিতে অনুমানিক ৩ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ ছিল।

    জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই গোল সেগুন কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে নিয়ে যাচ্ছিল (চট্ট মেট্রো ড ১১-১৪-৬১) একটি মিনি কভার্ডভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তারা মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে অবস্থান নেন।

    বৃহস্পতিবার ভোর রাতে কাঠবোঝাই কাভার্ডভ্যানটি দেখতে পেয়ে স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তাসহ কাঠ বোঝাই মিনি কভার্ডভ্যানটিকে থামার সংকেত দেন।

    কভার্ডভ্যানটির চালক ব্যরিকেট উপেক্ষা করে গাড়ি ঘুরিয়ে পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে পালানোর চেষ্টা করলে বন কর্মকর্তারা ধাওয়া করে ফকিরহাট ওভার ব্রিজের উপর থেকে কভ্যার্ডভ্যানটি আটক করতে সক্ষম হয়। পরে কাভার্ডভ্যানটি মাদাম বিবির হাট ফরেস্ট অফিসে নিয়ে যান।

    ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার) এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৯৮৭ সনের (২০০০১৬) সংশোধনে ৪১ ও ৪২ ধারা বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

  • মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ও সহকারী নিহত

    মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ও সহকারী নিহত

    ২৪ ঘন্টা ডট নিউজ।মিরসরাই প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ও চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছে।

    বুধবার রাত দুইটায় উপজেলার মিঠাছড়া বাজারে ইউটার্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভোলা জেলার দৌলতখান উপজেলার মো. মাহফুজ আলম (২২) ও ঢাকার ডেমরা এলাকার মো. শাহীন (৩০)। মাহফুজ কাভার্ড ভ্যানটির চালক ও শাহীন সহকারী (হেলপার) ছিলেন।

    মিরসরাই ফায়ার সার্ভিস সিভিল ষ্টেশন ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বুধবার মধ্যরাতে মহাসড়কের মিঠাছড়া বাজার ইউটার্ন এলাকায় রাস্তার পাশে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। এ সময় সুতাবাহী একটি কাভার্ড ভ্যান গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

    এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ও সহকারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

    জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সোহেল সরকার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

    নিহত ব্যক্তিদের একজনের লাশ পরিবারের লোকজন নিয়ে গেছেন। অন্যজনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তির লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

  • সীতাকুণ্ডে কাভার্ডভ্যানকে ট্রাকের ধাক্কা, ড্রাইভার নিহত

    সীতাকুণ্ডে কাভার্ডভ্যানকে ট্রাকের ধাক্কা, ড্রাইভার নিহত

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে মোহাম্মদ হানিফ (৩০) নামের এক ড্রাইভার নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের আর জুট মিলস এর সামনে মহাসসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    কুমিরা হাইওয়ে থানার এসআই মোঃ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় চট্টগ্রামমুখী ট্রাক (ঢাকা মেট্রো- ২২৩৮৯৩) কে একটি কাভার্ডভ্যান নং- (ঢাকা মেট্রো -ড -৬২১২৮) পিছন থেকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের ড্রাইভার ঘটনাস্থলে নিহত হন। নিহত কাভার্টভ্যান চালক মোহাম্মদ হানিফ খুলনা জেলার হামারুল তেরখাদা গ্রামের মোহাম্মদ নূরুল সিকদারের পুত্র।

    বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে পোষ্টমোটেমের জন্য চমেক হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

  • আনোয়ারা-বাঁশখালী সড়কে সিএনজি কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২

    আনোয়ারা-বাঁশখালী সড়কে সিএনজি কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২

    চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী সড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রান হারিয়েছেন দুজন যাত্রী। একই ঘটনায় আরো অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

    মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টার সময় আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ঝিওরী চেয়ারম্যান ঘাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

    নিহতদের মধ্যে সুভাষ কান্তি নাথ (৫৫) পটিয়া উপজেলার বাসিন্দা এবং নগরীর হাজারী লেইন এলাকার ওষুধ ব্যবসায়ি বলে জানা গেছে। অপরজন ফেনীর সোনাগাজী এলাকার হাফিজ ইব্রাহিমের ছেলে মো. ঈসরাফিল (৩৫)।

    আহতরা হলেন, অটো রিকশা যাত্রী পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকার জাফর আহমদের স্ত্রী আমেনা খাতুন (৪৫) ও তার মেয়ে রিনা আকতার (২৪), চাঁদপুর জেলার কচুয়া এলাকার তোফাজ্জল হোসেনের পুত্র ভ্যান চালক কাউছার আলম (৩৫) এবং সিএনজি অটোরিকশা চালক জাহেদুল ইসলাম (৩০)।

    স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আজ মঙ্গলবার সকালে আনোয়ারা উপজেলার ঝিওরি চেয়ারম্যান ঘাটা এলাকায় দুটি যাত্রীবাহি সিএনজি নিজেদের মধ্যে ওভারটেক করতে গিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী ওষুধ বহনকারী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়।

    দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ৬ জনকে উদ্ধার করে। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারায়। ঘটনাস্থলে প্রাণ হারানো ব্যাক্তির নাম মো. ইসরাফিল বলে তাৎক্ষনিক জানিয়ে তার বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে ধারণা পুলিশের। বাকিদের উপজেলা হাসপাতালে নিলে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক সুভাষ কান্তি নাথ নামে অপর একজনকে মৃত ঘোষণা করেন।

    নিহত সুভাষ হাজারী গলি ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী সম্পাদক এবং নগরীর আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটিরও সদস্য বলে একটি সূত্র জানিয়েছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন আহতদের অবস্থাও আশঙ্কাজনক। এর মধ্যে গুরুতর ৩জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    এদিকে দুর্ঘটনা কবলিত কভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিক্সাগুলো আটক করে থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসেন।