Tag: কাভার্ডভ্যানের ধাক্কায়

  • সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

    সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে’র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মো. কামরুল হাসান (২৮) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

    আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সোনাইছড়ির লালবেগ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত কামরুল হাসান বরিশাল জেলার ভাউখালী থানার রাজাপুর গ্রামের মো. মহসিনের পুত্র। সে একজন শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবসায়ী।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার সময় লালবেগ শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে ব্যবসার কাজ সেরে মোটর সাইকেল চালিয়ে মহাসড়কে উঠার সময় ঢাকামূখী একটি কভার্ডভ্যান মোটর সাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হয়।

    আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।

    এই বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন জানান, দুপুর ১২টার সময় লালবেগ এলাকায় মোঃ কামরুল হাসান নামে এক শিপ ব্রেকিং ব্যবসায়ী মোটর সাইকেল আরোহীকে একটি কভার্ডভ্যান চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।

    বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজান বলেন, কাভার্ডভ্যানের সাথে ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়েছে বললেন তিনি।

  • আকবরশাহতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর বাইক থেকে ছিটকে শিশুর মৃত্যু : আহত মা

    আকবরশাহতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর বাইক থেকে ছিটকে শিশুর মৃত্যু : আহত মা

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক। রাজীব : চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় চলন্ত মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছে ৫ বছর বয়সী এক শিশু। এ ঘটনায় আহত হয়েছে শিশুটির মা। সোমবার ৯ ডিসেম্বর বিকেল ৫ টার সময় নগরীর জাকির হোসেন সড়কের আকবর শাহ মসজিদ মার্কেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।

    আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান কাভার্ডভ্যানের ধাক্কায় শিশু মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন চালকসহ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

    মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-বাবার চোখের সামনেই তার শিশুর মৃত্যুতে হতবাক হয়ে গেছে প্রত্যক্ষদর্শীরাও। ঘটনাস্থলেই নিহত শিশু পুত্র মিনহাজুল ইসলামের নিথর দেহ জড়িয়ে ধরে আর্তনাথ করছে মোটর সাইকেল চালক শিশুর পিতা রিপন শেখ। তিনি নগরীর রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, পিতার মোটরসাইকেলের সামনে বসা ছিলো শিশুটি আর পেছনে ছিলেন তার মা। ‘সেনা কল্যাণ সংস্থার খাদ্য সরবরাহ কাজে নিয়োজিত’ ব্যানার লাগানো দ্রুতগামী একটি কাভার্ডভ্যান মোটর সাইকেলের পেছন থেকে ধাক্কা দিলে শিশু ও শিশুটির মা মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন।

    এসময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুটির মাথার খুলি বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যান। এ ঘটনায় শিশুটির মাও সামান্য আহত হন। তাকে প্রত্রক্ষদর্শীরা উদ্ধার কওে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে প্রেরণ করেন।

    বাবার কোলে সন্তানের লাশ কতটা বেদনাদায়ক তা দেখেছে প্রত্যক্ষদর্শীরা। ভয়াবহ এ দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন। তিনি বলেন, আল্লাহ যেন শিশুটির বাবা-মাকে ধৈর্য ধারণ করার মত শক্তি দান করে।

  • চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ’র মৃত্যু

    চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ’র মৃত্যু

    চট্টগ্রাম নগরীর বন্দর টোল রোড এলাকায় টোল প্লাজার সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. আবদুল্লাহ (২৮) নামে কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে।

    আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার সময় দায়িত্ব পালনকালে দুর্ঘটনাটি ঘটে। কুড়িগ্রামের বাসিন্দা ট্রাফিক সার্জেন্ট আবদুল্লাহ (২০১৫ ব্যাচ) সিএমপির বন্দর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ভূঁইয়া জানিয়েছেন, সন্ধ্যার সময় চট্টগ্রাম বন্দর টোল রোড এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ নামে এক ট্রাফিক সার্জেন্টকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষণে তার মৃত্যু হয়েছে।

    মোটর সাইকেলে করে দায়িত্ব পালন করার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি মইনুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনার ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করার চেষ্টা চলছে।