Tag: কামরুন নাহার

  • তথ্য সচিব কামরুন নাহার করোনায় আক্রান্ত

    তথ্য সচিব কামরুন নাহার করোনায় আক্রান্ত

    এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য সচিব কামরুন নাহার।

    আজ বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তথ্যসচিব গত ২১ জুন পরীক্ষা করান। মঙ্গলবার রিপোর্ট পাওয়া যায়, এতে পজিটিভ রেজাল্ট আসে।

    সচিবের একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

    এনামুল আহসান বলেন, ’সচিব মহোদয়ের তেমন কোনো উপসর্গ নেই। তবে করোনা টেস্ট করলে তার রেজাল্ট পজেটিভ এসেছে। এখন তিনি বাসায় আইসোলেশনে আছেন।’

    কামরুন নাহারের স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের করোনা টেস্ট করা হলে ফল নেগেটিভ বলে জানান তার দপ্তরের এক কর্মকর্তা।

    এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর ও তার স্ত্রী পারভীন আক্তার করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন।

    এর আগে গত ১৭ জুন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এরও আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আক্রান্ত হন।

    এ ছাড়া করোনাভাইরাসে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যু হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মুজিববর্ষের কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে জানাতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান

    মুজিববর্ষের কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে জানাতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান

    মুজিব বর্ষের সকল কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন তথ্য সচিব কামরুন নাহার।

    আজ দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের পক্ষ থেকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহবান জানান।

    বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ, নারী শিক্ষা ও সরকারের শিশুবান্ধব কর্মসূচি জনগণের কাছে যথাযথবাবে তুলে ধরার আহবান জানিয়ে কামরুন নাহার আরো বলেন, তথ্য মন্ত্রণালয় গুজব প্রতিরোধে কাজ করছে।ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত বিশ্বের কাতারের একটি দেশ। সংবাদ কর্মীদের দ্ক্ষতা উন্নয়নে ও জীবনযাত্রার মান উন্নত করতে কাজ করছে সরকার।

    টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তারী কাদেরী, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

  • নতুন তথ্য সচিব কামরুন নাহার : সচিব হলেন তিন কর্মকর্তা

    নতুন তথ্য সচিব কামরুন নাহার : সচিব হলেন তিন কর্মকর্তা

    ২৪ ঘন্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে তথ্য সচিব হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (৩০ডিসেম্বর) বদলির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিতে নিয়োগ পাওয়া তথ্যসচিব আবদুল মালেকের মেয়াদ শেষ ৩০ ডিসেম্বর। তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন কামরুন নাহার।

    এছাড়া সোমবার একই দিনে মন্ত্রণালয়টির জারি করা পৃথক আদেশে জনপ্রশাসনের অতিরিক্ত সচিব পর্যায়ের তিনজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছে। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. সুলতান আহমেদকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগে পদায়ন করা হয়েছে।

    ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. রইছউল আলম মণ্ডলের। অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউসকে রবিবার পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়।