Tag: কারখানা

  • মুরাদপুরে আগুনে পুড়ে গেছে এলুমনিয়াম গুদাম, কারখানা ও ৩ দোকান

    মুরাদপুরে আগুনে পুড়ে গেছে এলুমনিয়াম গুদাম, কারখানা ও ৩ দোকান

    ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শনিবার (৩১ অক্টোবর) ভোররাত ৪টার দিকে ঘটনাটি ঘটে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের আগেই আছিয়া কলোনীর একটি এলুমিনিয়ামের গুদাম, একটি কারখানা ও তিনটি দোকান পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

    আগ্রাবাদ ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারি পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুনে ৫টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানাতে পারেনি।

    তিনি বলেন তদন্ত সাপেক্ষে বলা যাবে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্থরা।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • সরকারি নির্দেশ অমান্য| হাটহাজারীতে চালু কারখানা বন্ধ করল প্রশাসন সাথে জরিমানা

    সরকারি নির্দেশ অমান্য| হাটহাজারীতে চালু কারখানা বন্ধ করল প্রশাসন সাথে জরিমানা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি || করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দূর্যোগে দেশ যখন এক ক্রান্তিময় সময় পার করছে ঠিক এমনি সময়ে সরকারি আদেশ অমান্য করে কারখানা খোলা রেখে মোমবাতি তৈরি করা হচ্ছে।

    গোপনে খবর পেয়ে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়াডের্র আলীপুর মোমবাতি কারখানাটি অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় কারখানার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে চালু কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

    আজ ১৩ এপ্রিল (সোমবার) পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মান রুহুল আমিন। এসময় কারখানাটিতে কর্মরত ২০ জন শ্রমিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১০ দিনের ত্রাণ ভর্তি ভালবাসার থলে প্রদান করা হয়।

    এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের বলেন, সরকারি আদেশ অমান্য করে কারখানা খোলা রাখা এবং সামাজিক দুরুত্ব নিশ্চিত না কারায় কারখানা মালিককে ৫০০০ টাকা জরিমানা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

    ২৪ঘণ্টা/ পারভেজ/ আর এস পি

  • ফিরিঙ্গিবাজার ব্রীজঘাটে সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

    ফিরিঙ্গিবাজার ব্রীজঘাটে সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ফিরিঙ্গবাজার ব্রীজঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে একটি ফার্নিচার কারখানা। গতকাল রবিবার রাত সাড়ে ১২টার সময় সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বললেন ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রেণ কক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে ১২টার সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে জানালেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি ফায়ার সার্ভিস।সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

    তথ্যটি নিশ্চিত করেছে ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। তিনি বলেন, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। তিনি এ ঘটনায় একটি ফার্নিচার কারখানার অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • বায়ু দূষণের অপরাধে জিপিএইচ ইস্পাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

    বায়ু দূষণের অপরাধে জিপিএইচ ইস্পাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ করে বায়ু দূষণ করায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে বায়ু দূষণের অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত উক্ত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কোম্পানী পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে পরিবেশ দূষণের অপরাধ করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে উক্ত প্রতিষ্ঠানকে অর্থ জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজ লিঃ কারাখানার নির্মাণ কাজ উদ্বোধন

    বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজ লিঃ কারাখানার নির্মাণ কাজ উদ্বোধন

    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১শ একর জমিতে গড়ে উঠেছে গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের কারখানা।

    সকালে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কারাখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বেজা চেয়ারম্যান পবন চৌধুরী। বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজ লিমিডেটের চেয়ারম্যান এ মান্নান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির, পরিচালক মোঃ কামরুল হোসেন, মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার।

    এসময় বেজা, বেপজা, স্থানীয় প্রশাসন ও গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রতিষ্ঠানের পরিচালক মোঃ কামরুল হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একমাত্র গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান গড়ে তুলছি আমরা। ১শ একর জায়গা জুড়ে এই কারাখানা প্রতিষ্ঠা করা হবে। কারাখানা প্রতিষ্ঠার পর প্রথম ধাপে প্রাইভেটকার, মাইক্রো, হাইস, বাস নির্মাণ করা হবে।