Tag: কারবারি

  • চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক অভিযানে ৪ ইয়াবা কারবারি আটক

    চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক অভিযানে ৪ ইয়াবা কারবারি আটক

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৪ ইয়াবাকারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার ৯শ ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আজ শনিবার (৭ নভেম্বর) সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টার মধ্যে পৃথক অভিযান দুটি পরিচালিত হয়। এসব অভিযানে মাদক পাচারে ব্যবহৃত একটি মিনি ট্রাক ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।চন্দনাইশ সীতাকুণ্ড অভিযান

    র‌্যাব জানায়, গতকাল সকাল সাড়ে ৯টার সময় সীতাকুন্ড উত্তর বাঁশবাড়িয়া কানন গোমস্তার জামে মসজিদের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে দুটি মোটরসাইকেলকে থামানোর নির্দেশ দেন।

    র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে কক্সবাজারের লারপাড়ার শহর মুল্লুকের ছেলে মো. ইসমাইল (২৩) ও চকরিয়া পাহাড়িয়াপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম রাহাত (২৪)কে আটক করে র‌্যাব সদস্যরা।

    পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল দুটির সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১১ হাজার ৬শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করে দুজনকে আটক দেখায় র‌্যাব।

    একই দিন পৃথক আরো একটি ইয়াবার চালান জব্দ করে র‌্যাব-৭। শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ খানহাট এলাকার ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্স সামনে একটি মিনি ট্রাক ধাওয়া করে আটক করে র‌্যাবের আভিযানিক টিম।

    এ অভিযানে ১৯ হাজার ৩শ ৫ পিস ইয়াবা উদ্ধার হয়। এসময় মো. ফারুক (২৯) ও মো. সেলিম (২৪) নামে দুই ইয়াবা কারবারিকে আটক করে এবং ইয়াবা পাচারে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে র‌্যাব।

    পৃথক দুটি অভিযানে ৪ ইয়াবা কারবারি আটকের তথ্যটি নিশ্চিত করে র‌্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, দুটি অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামতসহ আটক ইয়াবা কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ইয়াবা পাচারের বিশেষ কৌশলও ব্যর্থ, পুলিশের কাছে ধরা ৩ কারবারি

    ইয়াবা পাচারের বিশেষ কৌশলও ব্যর্থ, পুলিশের কাছে ধরা ৩ কারবারি

    ২৪ ঘণ্টা নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করে ৩ কারবারিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    পুলিশ জানায়, আটক তিনজনই পরস্পরের যোগসাজশে কক্সবাজার থেকে কমদামে ইয়াবা ক্রয় করে সেগুলো চট্টগ্রাম হয়ে ট্রেনে করে কিশোরগঞ্জে পাচারের চেষ্টা করছিলো।

    গোপনে তথ্য পেয়ে গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌণে ১১টার সময় নগরীর নতুন রেলস্টেশনের প্রবেশ মুখ থেকে ২ জন এবং তাদের জিজ্ঞাসাবাদে খুলশী থানাধীন পশ্চিম বাগঘোনা এ কে খান বাংলোর নিচে ষ্টাফ কোয়ার্টারে অভিযান চালিয়ে আরো একজনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার যশোদল নয়াপাড়া পাটধা গ্রামের মৃত মো. কাইয়ুমের ছেলে মো. ছাইকুল ইসলাম (৫০), কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ৮ নং ওয়ার্ডেও মধ্যম জালিয়াপাড়া এলাকার মৃত মো. জাকিরের ছেলে মো. আইয়ুব (৪১) এবং চট্টগ্রামের সাতকানিয়া মাদার্শা এলাকার আলী মিয়া বর বাড়ীর মৃত আলী মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৬)।

    কোতোয়ালি থানার ওসি মো.মহসীন তথ্যটি নিশ্চিত করে বলেন, ইয়াবাগুলো পাচারে প্রশাসনের চোঁখ ফাঁকি দিতে আটক তিনজনই অভিনব কৌশল অবলম্বন করেছে। তবে কোতোয়ালি থানা পুলিশের দক্ষতায় তা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়।

    তিনি বলেন, আটক ছাইকুল ও আইয়ুব ঝুড়ির তলদেশে, বাংলা সাবানের ভেতর এবং ছাতার ভাঙ্গা হাতলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবাগুলো পাচারের চেষ্টা করেছে।

    তল্লাশীতে বাংলা সাবান থেকে ১ হাজার, ঝুড়ির তলদেশে লুকানো অবস্থায় ৩ হাজার ৮ শ পিস এবং দুজনের হাতে থাকা দুটি ছাতার ভাঙ্গা হাতলে ২শ পিস করে মোট ৫ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার হয়।

    আটকের পর তারা ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করে। তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

    চখ/আর এস

  • নারী ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

    নারী ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে সমুদা বেগম (৪০) নামে গুলিবিদ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়াপাড়ার বাসিন্দা মৃত নূর সালামের স্ত্রী।

    পুলিশের ভাষ্যমতে,নিহত নারী একজন ইয়াবা ব্যবসায়ী । পেটের ভিতর করে ইয়াবা পাচার করত বলে জনশ্রুতি রয়েছে । তার কাছ থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা পিস উদ্ধার করা হয়েছে। নিহত নারীর বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে ।

    শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা হোয়াইক্যং ইউনিয়নে খারাংখালী লবণের মাঠ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।

    এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

    তিনি বলেন, পুলিশের একটি টহল দল প্রতিদিনের মতোই টহল দিচ্ছিলেন। এসময় হঠাৎ করে দূর থেকে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে পাওয়া যায়। পরে তার কাছ থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা পিস উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, পুলিশ রাতে গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের একাধিক গুলির চিহ্ন রয়েছে । তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে । পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

    ওসি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কারণে এ ঘটনা ঘটে পারে বলে ধারণা করা হচ্ছে । এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

  • জিইসি মোড়ে প্রাইভেট কারে র‌্যাবের তল্লাশী, মিলল ইয়াবা গ্রেফতার ২ কারবারি

    জিইসি মোড়ে প্রাইভেট কারে র‌্যাবের তল্লাশী, মিলল ইয়াবা গ্রেফতার ২ কারবারি

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে চেকপোস্ট স্থাপন করে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে প্রায় সাড়ে ৩৮ লাখ টাকা মূল্যের ৭ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব। এসময় দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।

    র‌্যাব জানিয়েছে একটি প্রাইভেট কারে ইয়াবার চালান নিয়ে কতিপয় মাদক ব্যবসায়ি চট্টগ্রাম নগরীতে প্রবেশ করছে এমন সংবাদ পায় র‌্যাব। এ খবরে নগরীর খুলশী থানা জিইসি মোড় আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচে জামান হোটেল’স এর সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

    ৯ নভেম্বর দিবাগত রাত আড়াইটার সময় চেকপোস্টে একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করে চালক। পরে ধাওয়া করে গাড়িটি (ঢাকা-মেট্রো-গ-১৯-৮৩৫৪) আটক করা হয়। এসময় প্রাইভেট কারটিতে তল্লাশী চালিয়ে ড্রাইভিং সিটের বাম পাশের্^ ডেক্সবোর্ড এর ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ২ ইয়াবা কারবারিকে।

    গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা ওয়ারী থানা ৪১ নং ওয়ার্ড ১ নং জোরপুল লেনেরে মো. গাইদুল ইসলামের ছেলে মো. তুহিন ইসলাম (৩৯) ও ফরিদপুর জেলার বোয়ালমারি চরশেখর মোল্লা বাড়ির নুরনবীর ছেলে নুর জামাল (৩০)। জামাল জব্দকৃত প্রাইভেট কারটির চালক।

    এসব তথ্য নিশ্চিত করে র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গ্রেফতারের পর আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স¦ীকার করেন দীর্ঘদিন ধরে তারা পরস্পর সহায়তায় প্রাইভেটকারটির মাধ্যমে চট্টগ্রাম হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকায় নিয়ে নিজস্ব প্রতিনিধির মাধ্যমে খুচরা ও পাইকারী বিক্রি করে আসছে।

    তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নগরীর খুলশী থানায় জব্দকৃত মালামালসহ হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

  • টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত

    টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত

    কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।

    সোমবার রাত ১২ টার দিকে উপজেলার শিলখালী সাপমারা পাহাড়ের পাদদেশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সেখান ইয়াবা এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    নিহতরা হলো- শিলখালী এলাকার উলা মিয়ার এর পুত্র মোহাম্মদ আমিন ও নূর মোহাম্মদের পুত্র হেলালুদ্দীন সুমন।

    এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীদের দেয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলিতে মোহাম্মদ আমিন ও হেলাল উদ্দিন সুমন গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

    আহত হয় তিন পুলিশ সদস্য। গুলিবিদ্ধ দুই ইয়াবা ব্যবসায়ীকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে ৫হাজার ইয়াবা দুটি বন্দুক ও ৭ রাউন্ড গুলি পাওয়া যায়। নিহত দুই জনের বিরুদ্ধে ইয়াবার একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।