Tag: কারাগার

  • অবশেষে আসছে ‘কারাগার পার্ট-২’

    অবশেষে আসছে ‘কারাগার পার্ট-২’

    প্রথম পার্ট দিয়েই ‘কারাগার’ ওয়েব সিরিজটি দুই বাংলার ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করেছে। জনপ্রিয় অভিনতো চঞ্চল চৌধুরী অভিনীত সিরিজটির পার্ট-১ রহস্যময়তা রেখেই সমাপ্ত হয়েছে।

    প্রথম পার্ট শেষ হতে না হতেই- এরপরে কী ঘটবে এই নিয়ে দর্শকদের মাঝে তুমুল কৌতূহল ও আগ্রহ দেখা দেয়। সবাই দিন গুনতে থাকেন কবে আসবে এর পরবর্তী অংশ। এবার সবার অপেক্ষার পালা শেষ করে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আসছে ‘কারাগার পার্ট-২’।

    উল্লেখ্য, নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর এ ওয়েব সিরিজটির পার্ট-১ মুক্তি পেয়েছিল চলতি বছরের আগস্ট মাসে। এতে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।

    কারাগার ওয়েব সিরিজটির প্রথমপার্টে দেখা গিয়েছিল, আকাশনগর সেন্ট্রাল জেলের গল্প। যেখানে দেখানো হয়েছিল- হঠাৎ কারাগারের ১৪৫ নম্বর কক্ষে আবির্ভূত হন এক ব্যক্তি। যিনি কিনা বোবা এবং বধির।

    ইশারা ভাষার মাধ্যমে জানান, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের হত্যার অপরাধে প্রায় ২৫০ বছর ধরে কারাগারে আছেন তিনি। এরপর বিভিন্ন ঘটনা পম্পরার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। এই গল্পের দৃশ্যায়ন দেখে দর্শকদের মাঝে তৈরি হয় অনেক প্রশ্ন।

  • কারাগারের দ্বিতীয় পর্ব আসছে ১৫ ডিসেম্বর

    কারাগারের দ্বিতীয় পর্ব আসছে ১৫ ডিসেম্বর

    গেল আগস্টে ডেভিড চরিত্রের চঞ্চল চৌধুরী দর্শককে যে রহস্যময় বন্দি করেছেন, সেই রহস্যের জট খুলবে ১৫ ডিসেম্বর। সৈয়দ আহমেদ শাওকী পরিচলিত তুমুল আলোচিত ‘কারাগার’ ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তি আসছে এই দিন।

    সেই ঘোষণা ওটিটি প্ল্যাটফর্ম হইচই দিয়েছে অমিতাভ রেজার ‘বোধ’ ওয়েব সিরিজে। এমনটার কারণ অবশ্য ‘বোধ’ দর্শক জেনে গেছেন।

    ‘কারাগার পার্ট ২’ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলছেন, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শক কারাগারকে যে ভালবাসা দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত হয়েছি। এই কনটেন্ট এবং পরিচালক শাওকীর ওপর আমার পূর্ণ আস্থা ছিল, তবুও যে ভালোবাসা আমরা পেয়েছি তা ছিল আশাতীত। এখন কারাগার পার্ট ২ দর্শকের সামনে আসবে। রিলিজ ডেটও অ্যানাউন্স করা হয়েছে। আমি আশায় বুক বেঁধেছি, পার্ট ২-এর পর দর্শকদের আবেগ আর ভালোবাসা আমাদের আবারও আলোড়িত করবে।

    বাংলাদেশের পটভূমিতে নির্মিত এই ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, এ কে আজাদ সেতু।

    সিরিজের গল্পটা এমন, আকাশনগর কারাগার বাংলাদেশের একটি কারাগার। এই কারাগারের ১৪৫ নং কক্ষ ৫০ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। শিগগিরই জানা যায় ওই সেলের ভেতরে একজন বন্দি রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেলের পুরোনো তালা ভেঙে সেলে প্রবেশ করেন। এই সেলে তিনি কীভাবে এলেন জানতে চাইলে সেই বোবা বন্দি আকার-ইঙ্গিতে বোঝান যে তিনি ২৫০ বছর আগে মীর জাফরকে হত্যার দায়ে বন্দি ছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কারাগারে স্থানান্তরিত হয়েছেন।

    ২৪ঘণ্টা/এনএম

  • ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত কমপক্ষে ৪৩

    ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত কমপক্ষে ৪৩

    দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৪৩ জন বন্দি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৯ মে) ভোরে দেশটির সান্তো ডমিঙ্গো কারাগারে বন্দি থাকা প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সদস্যদের মধ্যে দাঙ্গার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।

    ইকুয়েডরের সরকারের বরাত দিয়ে মঙ্গলবার (১০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে কারাগারে দাঙ্গা ও প্রাণহানির ঘটনা খুবই সাধারণ।

    এদিকে কারাগারে দাঙ্গার পর সেখানকার অনেক বন্দি পালিয়ে যান। ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো সাংবাদিকদের বলেছেন, পালিয়ে যাওয়া ১১২ জন বন্দিকে পুনরায় আটক করা হয়েছে এবং ১০৮ জন বন্দি এখনও পলাতক রয়েছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের আদেশের পরে একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতাকে সান্তো ডোমিঙ্গো শহরের বেলাভিস্তা কারাগারে স্থানান্তর করার পর দাঙ্গা শুরু হয়। মূলত আদালতের আদেশে ওই ব্যক্তিকে স্থানান্তর করায় বন্দিদের মধ্যে অশান্তি সৃষ্টি করে থাকতে পারে।

    ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় উভয়ই দাঙ্গায় ৪৩ জন বন্দি নিহতের কথা জানিয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো বলেছেন, নিহতদের বেশিরভাগকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

    কারাগারে দাঙ্গা ও প্রাণহানির ঘটনা খুবই সাধারণ। মাদক, বিশেষ করে কোকেনের চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিয়মিত সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যদের গ্রেফতার করছে পুলিশ এবং তাদের দ্বন্দের কারণেই দেশটির কারাগারগুলো দিন দিন যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হচ্ছে।

    রয়টার্স বলছে, গতবছর ইকুয়েডরজুড়ে বিভিন্ন কারাগারে দাঙ্গায় ৩১৬ জন বন্দির মৃত্যু হয়।

  • ইকুয়েডরের কারাগারে ফের দাঙ্গা, ২৪ বন্দি নিহত

    ইকুয়েডরের কারাগারে ফের দাঙ্গা, ২৪ বন্দি নিহত

    ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ২৪ বন্দি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৮ জন বন্দি। মঙ্গলবার দেশটির গুয়ায়েস প্রদেশের একটি কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দিদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

    এ নিয়ে এ বছর ইকুয়েডেরের কারাগারে তৃতীয় দাঙ্গার ঘটনা ঘটলো।

    ইকুয়েডরের কারা কর্মকর্তারা জানিয়েছেন, গুয়ায়েসের আঞ্চলিক কারাগারটিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালায়। ১০টা ৪০ মিনিটে ভেতরে প্রবেশ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টা পর বেলা ২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।

    স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, কারাগারের জানালা দিয়ে ধোঁয়া উড়তে দেখা যায়, বন্দিরা কারাগারের জানালা দিয়ে বিস্ফোরক দ্রব্য এবং গুলি ছোঁড়ে। এসব বন্দিরা অস্ত্র কোথায় পেল তা জানা যায়নি।

    এন -কে

  • ডিআইজি পার্থ গোপালের জামিন নাকচ, ফের কারাগারে প্রেরণ

    ডিআইজি পার্থ গোপালের জামিন নাকচ, ফের কারাগারে প্রেরণ

    ৮০ লাখ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার হওয়া বরখাস্ত হওয়া উপ-কারামহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) পার্থ গোপাল বণিকের জামিন নাকচ করে ফের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

    ঢাকা বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম আজ রোববার এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, আজ পার্থ গোপাল বণিক আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করলে, বিচারক শুনানি শেষে জামিন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

    এর আগে গত গত ৭ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৫ থেকে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ বদলির আদেশ দেওয়া হয়।

    গত ২৮ জুন নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার শেষ না করে পার্থ গোপাল বণিককে অস্বাভাবিকভাবে জামিন দেওয়ার ঘটনায় ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেনের কাছে ব্যাখ্যা চান হাইকোর্ট। একই সঙ্গে পার্থ গোপাল বণিক অস্বাভাবিকভাবে জামিন দেওয়ার বিষয় নিয়ে বেসরকারি টিভি স্টেশন চ্যানেল-২৪-এ প্রচারিত প্রতিবেদনের ভিডিও ক্লিপ আদালতে দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া পার্থ গোপাল বণিকের জামিন স্থগিত চেয়ে আবেদন শুনানির জন্য গ্রহণ করেন আদালত।

    সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে অস্বাভাবিকভাবে জামিন দেওয়ার বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মনিরুজ্জামান লিংকন। এ ছাড়া তাঁর জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

    ডিআইজি প্রিজন্স (বরখাস্ত) পার্থ গোপাল বণিক গত ১৯ জুন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন পান। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন ১০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। জামিন আদেশ নিয়ে পরদিনই তিনি জেল থেকে বের হন। অনেকটা গোপনে ও তড়িঘড়ি করে এই জামিন ও তিনি কারামুক্ত হন। এই মামলায় গত বছরের ৪ নভেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

    ২০১৯ সালের ২৭ জুলাই ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিক চট্টগ্রামে দায়িত্ব পালন করছিলেন। তখন তিনি ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ৮০ লাখ টাকা অর্জন করেন। সে টাকা তিনি তাঁর নিজ বাসার ক্যাবিনেটে লুকিয়ে রাখেন। অনুসন্ধানকালে অভিযান পরিচালনা করে তাঁর বাসা থেকে ওই টাকা জব্দ করা হয়।

    অভিযোগপত্রে বলা হয়, আসামি পার্থ গোপাল বণিক গত বছরের ২৮ জুলাই দুদকে হাজির হয়ে অনুসন্ধান টিমের কাছে বক্তব্য দেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পার্থ গোপাল বণিক জানান, তাঁর বাসায় ৩০ লাখ টাকা আছে, যে টাকার বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। পরে অভিযান চালিয়ে তাঁর বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করা হয়। এই মামলায় হাইকোর্টে একাধিকার জামিন আবেদন করেও তিনি জামিন পাননি।

    এন-কে

  • চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে যাওয়া হাজতি রুবেল নরসিংদীতে গ্রেফতার

    চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে যাওয়া হাজতি রুবেল নরসিংদীতে গ্রেফতার

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হতে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

    মঙ্গলবার (৯ মার্চ) দুপুর ১টায় এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দীন।

    তিনি জানান, ফরহাদ হোসেন রুবেলকে দুপুরে নরসিংদীর রায়পুরা থানার বাল্লাকান্দি চর এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম গ্রেফতার করেছে।

    কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রধান খুলনার ডিআইজি প্রিজন ছগীর মিয়া জানান, হাজতি রুবেল গত ৬ মার্চ ভোর ৫টা ১৫ মিনিটে কারাগার থেকে পালিয়েছিল।

    কারা অভ্যন্তরে দক্ষিণ পাশে সীমানায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
    তিনি জানান, অন্যান্য হাজতিদের সঙ্গে তাকে রাখা হয়েছিল কর্ণফুলী ভবনের (১৫ নম্বর পানিশমেন্ট ওয়ার্ড) ছয় তলায়।

    যেসব হাজতি কারাগারের অভ্যন্তরে অপরাধমূলক কাজ করে, তাদেরকে চব্বিশ ঘণ্টার জন্য সেখানে রাখা হয়। তিনি আরও বলেন, কর্ণফুলী ভবনের নিচ তলা দিয়ে বের হয় রুবেল।

    আরেক সিসিটিভি ফুটেজে রুবেলকে ফাঁসির মঞ্চের পাশের ভবন থেকে সীমানা দেওয়ালের বাইরে লাফ দিতে দেখা যায়।

    সদরঘাট থানার এসআরবি রেল গেইট এলাকায় ৫ ফেব্রুয়ারি গভীর রাতে আবুল কালাম আবু নামের এক ভাঙারি ব্যবসায়ীকে বুকে ছুরিকাঘাত করে রুবেল। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় কালাম হাসপাতালে মারা যান। এ ঘটনায় কালামের মা মর্জিনা বেগম সদরঘাট থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিল রুবেল।

  • নীলফামারীর কারাগারে বন্দিদের জন্য ফোন কল সেবার উদ্বোধন

    নীলফামারীর কারাগারে বন্দিদের জন্য ফোন কল সেবার উদ্বোধন

    নীলফামারী প্রতিনিধি॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মুজিব বর্ষ উপলক্ষে বৃহস্পতিবার(২৬ মার্চ) বিকেল ৪টায় নীলফামারীর কারাগারে বন্দিদের জন্য ফোন সেবার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

    এতে নীলফামারী কারাগারের বন্দিরা প্রতি সপ্তাহে একদিন পরিবারের সাথে ফোনে কথা বলতে পারবেন।

    এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, জেল সুপার আরিফ হোসেন, কারাগারের জেলার মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

    জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে নীলফামারী কারাগারের বন্দিরা এই সুবিধা ভোগ করতে পারবেন। এই সুবিধায় বন্দিরা প্রতি সপ্তাতে এক দিন করে পরিবারের সদস্যদের সাথে ফোন কলের মাধ্যমে কথা বলার সুযোগ পাবেন।

  • করোনা আতঙ্কে ইতালির কারাগারে দাঙ্গায় নিহত ৬

    করোনা আতঙ্কে ইতালির কারাগারে দাঙ্গায় নিহত ৬

    বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৩৩৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় চার হাজার মানুষ। এই করোনা আতঙ্কে ইতালির একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় প্রাণ গেছে অন্তত ছয়জনের।

    সোমবার দেশটির ২৭টি কারাগারে দাঙ্গা শুরু করেছে বন্দিরা। এর আগে রবিবার মোদেনা শহরের সেইন্ট অ্যান্না কারাগারে নিহত হয়েছে ছয় বন্দি। এছাড়া সোমবার ভোরে দাঙ্গার সুযোগে ফোগিয়া কারাগার থেকে পালিয়েছে ২০ বন্দি।

    করোনার সংক্রমণস্থল উত্তর ইতালিকে ভার্চুয়ালি অবরুদ্ধ করে রেখেছে। করোনাভাইরাস ঠেকানোর পদক্ষেপ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে তারা, যে ভাইরাসের সংক্রমণে দেশটিতে ইতোমধ্যে ৩৬৬ জনের মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

  • মেয়েকে ধর্ষণে সহযোগিতা করা পিতা কারাগারে

    মেয়েকে ধর্ষণে সহযোগিতা করা পিতা কারাগারে

    রাজধানীর কামরাঙ্গীরচরে দেনা মওকুফের বিনিময়ে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে লিটন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার মধ্যরাতে কামরাঙ্গীরচরের বেটরিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
    এ ঘটনায় ধর্ষণের অভিযোগে স্থানীয় মুরগি ব্যবসায়ী আবুল হোসেনকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

    কামরাঙ্গীরচর থানার মামলায় বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে আসামি লিটনকে আদালতে হাজির করা হয়। এসময় তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন।

    কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার বলেন, এই কিশোরীর মা দেশের বাইরে থাকেন। তার বাবা আবুলকে মুরগি সরবরাহ করতেন। ব্যবসাসূত্রে বছরখানেক আগে তিনি আবুলের কাছ থেকে টাকা ধার করেন। সময়মতো দেনা শোধ না করায় লিটনের কিশোরী মেয়ের সঙ্গে শারিরীক সম্পর্ক গড়ার প্রস্তাব আবুল দিলে তিনি রাজি হন। মেয়েটি রাজি না হওয়ায় তার বাবা লিটন তাকে মারধর করত। দীর্ঘদিন ধরে এক প্রকার বন্দি করে রেখে এ সম্পর্ক চালিয়ে আসতে বাধ্য করা হচ্ছিল। সম্প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়া এবং সর্বশেষ ১১ জানুয়ারী ধর্ষণের শিকার হওয়ার পর ওই কিশোরী প্রতিবেশী এক নারীর কাছে ঘটনা খুলে বললে তিনি ৯৯৯ ফোন করেন। পুলিশ ফোন পেয়ে রাতেই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

    তিনি আরও বলেন, তারা রাতেই কিশোরী কাছ থেকে বিস্তারিত শুনে তার বাবাকে গ্রেফতার করলেও মুরগি ব্যবসায়ীকে পায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

    ওসিসির তত্ত্বাবধায়ক ডা. বিলকিস বেগম জানান, আজই (বুধবার) কিশোরীটির ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। এখন তার কাউন্সেলিং চলছে।