২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে একটি পরিত্যক্ত অকেজো দেশীয় এলজি সহ ২রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
সোমবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার আলীপুর এলাকার সরকারী ডেইরী ফার্ম সড়কে সুন্দরী ছড়া সংলগ্ন একটি পরিত্যক্ত দোকান থেকে অবৈধ অকেজো অস্ত্র সহ কার্তুজ উদ্ধার করা হয়। তবে কাউকে ঘটনাস্থল থেকে আটক করা যায় নি।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত টিনসেট দোকান থেকে কাপড় মোড়ানো অবস্থায় দেশীয় অকেজো এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
অস্ত্রগুলো কার সে সম্পর্কে জানা না গেলেও তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
২৪ ঘণ্টা/পারভেজ/রাজীব