২৪ ঘন্টা ডট নিউজ।রাজীব,চট্টগ্রাম ডেস্ক : বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ১১টার দিকে নগরীর লাভ লেইনে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন মনোনয়নপত্র জমা দেয়ার পর আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে গণমাধ্যমকর্মীদের বলেন, ১৯৭৩ সালের পর এ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থী সংসদ সদস্য হতে পারেনি। দীর্ঘদিন পর এলাকার মানুষ দলীয় প্রার্থী পেয়ে আবেগাপ্লুত হয়ে গেছে। নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস দেখা যাচ্ছে।
তাই দলীয় একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ায় শুভেচ্ছা জানাতে কিছু নেতা কর্মী স্ব-ইচ্ছায় আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে এসে জড়ো হয়েছে।
মোছলেম উদ্দিন বলেন, সারাদেশের উন্নয়নের সঙ্গে আমার সংসদীয় এলাকাকে সম্পৃক্ত রাখার লক্ষ্যে এবং কাঙ্খিত উন্নয়নে কাজ করবো। আমার প্রথম লক্ষ্য থাকবে এ এলাকার জনগণের দীর্ঘদিনের দুঃখ বোয়ালখালী ও কালুরঘাটের সংযোগস্থলে একটি নতুন সেতু করার জন্য প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন নতুন সেতুটি দৃশ্যমান করা।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় নৌকা প্রার্থী মোছলেম উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএর চেয়ারম্যান আব্দুচ ছালাম, উত্তর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম, শফিক আদনান, নোমান আল মাহমুদ, হাসান মাহমুদ হাসনী ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রায় শ’খানেক নেতাকর্মী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নেন।
মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম ৮ আসনে উপ নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে নির্ধারিত সংখ্যক লোক নিয়ে মোছলেম উদ্দিন আহম্মেদ তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। কোন ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।
এর আগে এ আসনের উপ নির্বাচনে অংশগ্রহণ করতে বুধবার বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান মনোনয়নপত্র জমা দিয়েছেন। মো. হাসানুজ্জামান বলেন, আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।
এদিকে বুধবার জাতায় পার্টির বনানীর চেয়ারম্যান কার্যালয়ে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের জন্য জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থী মনোনীত করেছে জাতীয় পার্টি।
উল্লেখ্য : চার লাখ ৭৫ হাজার ৯৮৮ জন ভোটার নিয়ে চট্টগ্রাম-৮ আসন। এর মধ্যে ২ লাখ ৪১ হাজার ৯২২ জন পুরুষ ভোটার এবং ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন নারী ভোটার। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৯টি।
এ আসনে টানা দ্বিতীয় মেয়াদে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল। চলতি বছরের ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর আসনটি শূণ্য হয়ে যায়।