Tag: কালুরঘাট সেতু

  • কালুরঘাট সেতুর জংয়ের ওপর রং, স্লিপারে সরু তারের বাঁধন

    কালুরঘাট সেতুর জংয়ের ওপর রং, স্লিপারে সরু তারের বাঁধন

    বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: মেয়াদউত্তীর্ণ কালুরঘাট সেতুর জং ধরা লোহার নিরাপত্তা বেষ্টনীতে রং দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সাথে নড়বড়ে এই সেতুর পচে যাওয়া নিরাপত্তা স্লিপারগুলো সরু তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে।

    শুক্রবার (২৭ মে) রেল পথ মন্ত্রণালয়ের সচিব ড.মো.হুমায়ুন কবীর চট্টগ্রামে আসবেন এবং তিনি কালুরঘাট সেতু পরিদর্শনের কথা থাকায় এ আয়োজন বলে জানা গেছে।

    রেলওয়ে পূর্বাঞ্চলের পরিদর্শক (সেতু) শামসুল ইসলাম জানান, শুক্রবার সচিব মহোদয় আসার কথা রয়েছে। সেতুতে রং ও স্লিপার তার দিয়ে বাঁধার বিষয়ে তিনি বলেন, এটি স্থায়ী কিছু নয়। সেতু সংস্কারের জন্য বৃহৎ পরিকল্পনার নেওয়া হচ্ছে। এ জন্য রেলপথ মন্ত্রণালয় কাজ করছে।
    চট্টগ্রাম-দোহাজারী রুটে চলাচলরত ট্রেন এ সেতুর ওপর দিয়ে যাতায়াত করে। একই সাথে দক্ষিণ চট্টগ্রামের যানবাহন একমুখী কালুঘাট সেতু দিয়ে পারাপার করতে হয়। এতে শ্রমঘণ্টা নষ্টের পাশাপাশি যানজটের ভোগান্তিসহ নানান বিড়ম্বনায় ভুগতে হচ্ছে যাত্রীসাধারণকে।

    এ সেতুটি মেয়াদউর্ত্তীণ ও ঝুঁকিপূর্ণ পড়ায় নতুন সড়ক কাম রেল সেতুর দাবি জানায় চট্টগ্রামবাসী। দাবির প্রেক্ষিতে নতুন সেতু নির্মাণের কাজ প্রক্রিয়াধীন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
    এ সেতু নির্মাণের আগেই কালুরঘাট সেতু দিয়ে ঢাকা থেকে কক্সবাজার রেল চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ মহাযজ্ঞ বাস্তবায়নে দ্রুত কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

    গত ২৩ মে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেল ভবনে বঙ্গবন্ধু রেলসেতুতে সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার চুক্তি সই অনুষ্ঠানে জানিয়েছেন ‘আগামী বছরের জুন মাসেই ঢাকা থেকে সাগরকন্যা কক্সবাজারে যাত্রীরা ট্রেনে করে যেতে পারবেন।’

  • স্বপ্নের কালুরঘাট সেতুর নকশা প্রণয়ন করলো শিক্ষার্থীরা

    স্বপ্নের কালুরঘাট সেতুর নকশা প্রণয়ন করলো শিক্ষার্থীরা

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের দূর্ভোগ ঘোচাতে কালুরঘাটে প্রয়োজন বহুমুখী নতুন সেতুর। বহুলপ্রত্যাশিত কালুরঘাটে স্বপ্নের নতুন সেতুর আধুনিক নকশা প্রণয়ন করেছে একদল শিক্ষার্থী। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কালুরঘাটে এ সেতু নির্মাণ করলে উন্মোচিত হবে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দ্বার।

    সোমবার (২৭ ডিসেম্বর) বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের বিজ্ঞান শাখার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের স্টলে এ উদ্ভাবন তুলে ধরেন।

    শিক্ষার্থী হিমায়েত কাউছার জানান, স্বপ্নের কালুরঘাট সেতুর নকশায় চার লাইন বিশিষ্ট ফুটপাতসহ সড়ক সেতু ও রেললাইন রয়েছে। সৌর বিদ্যুৎ ব্যবহার করে সেতু আলোকিত রাখা। যাত্রী সাধারণে নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, যান চালকের ডাটা সংরক্ষণ, গাড়ি গতি পর্যবেক্ষণ ও যান্ত্রিক ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে।

    সেতুটি নির্মিত হলে চট্টগ্রাম তথা দেশ আরো এগিয়ে যাবে, উন্মোচিত হবে অর্থনৈতিক সম্ভাবনা। বিস্তার ঘটবে উৎপাদন শিল্পের। ব্যাপক উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে জানান শিক্ষার্থী আরেফা সিদ্দিকা মীম ও কামরুন নেচ্ছা তিশা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, শিক্ষার্থীরা দেশকে ভালোবেসে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করছে তা প্রশংসনীয়। কালুরঘাটে নতুন সেতুর প্রয়োজনীয়তার কথা ভেবে যে নকশা প্রণয়ন করা হয়েছে তা বাস্তবায়ন হোক, তাদের স্বপ্ন সফল হোক এ আশায় করি।

    দুইদিনব্যাপী এ মেলায় অংশ নিয়েছে ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি কলেজ। এ উপলক্ষে বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।

    এন-কে

  • কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

    কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

    বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি।

    রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কালুরঘাট সেতুতে এ দূর্ঘটনা ঘটেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি সাইকেল যোগে সেতুর পশ্চিম পাড় থেকে পূর্ব পারের দিকে আসছিলেন। এ সময় সেতুতে ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যান। তবে তার পরনে গেঞ্জি ও প্যান্ট ছিলো।

    সেতুর পূর্ব পাড়ের রেলওয়ের গেইটম্যান মো.লোকমান হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছে। কেমন করে তিনি সেতুতে উঠে পড়েছিলেন জানি না।

    ঘটনাস্থলে থাকা বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমান বলেন, নিহতের পরিচয় জানা যায়নি, কাটা পড়ে বিকৃত হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    কালুরঘাট টোল অফিসের শিফট ম্যানেজার নুরুল উদ্দিন জানান, সেতুতে সকাল ১১টা ২৫ মিনিট থেকে যান চলাচল বন্ধ রয়েছে। লাশ সরানো পর যানচলাচল স্বাভাবিক হবে।

    ২৪ ঘণ্টা/পূজন

  • এমপি পাড় হবেন তাই কালুরঘাট সেতু পারাপারে দগ্ধ শিশুর যন্ত্রণাময় ১ঘণ্টা!

    এমপি পাড় হবেন তাই কালুরঘাট সেতু পারাপারে দগ্ধ শিশুর যন্ত্রণাময় ১ঘণ্টা!

    বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : এমপি আসবে তাই কালুরঘাট সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয় প্রায় ১ঘণ্টা। এ সময় সেতুর পূর্ব পাড়ে আটকে পড়েন উপজেলা সদরের মীর পাড়ার এনামুল হক। কোলে তার যন্ত্রণায় কাতর ৬ বছরের দগ্ধ শিশু। অটোরিকশায় কোলে নিয়ে যন্ত্রণাময় ১ঘণ্টারও বেশি সময় সেতুর পূর্ব পাড়ে কাটাতে হয় তাদের। তাদের আকুতি মিনতিতেও মেলেনি সেতু পাড় হওয়ার অনুমতি। এ ঘটনায় উপস্থিত জনতার ভীড় জমে যায়।

    রবিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা সদরের মীর পাড়ার এনামুল হকের শিশু কন্যা তানজিলা হক ঘরে হাঁড়িতে রাখা গরম পানিতে ঝলসে যায়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। অটোরিকশা যোগে নগরীর হাসপাতালের উদ্দেশ্যে শিশুটিকে নিয়ে রওনা দেন স্বজনরা। কিন্তু ততক্ষণে এমপি আসার খবরে যান চলাচল বন্ধ রাখা হয় সেতুতে। সময় তখন প্রায় সাড়ে ১০টা। এসময় সেতু পাড় হওয়ার আকুতি মিনতিতে ও আহাজারিতে ভারী হয়ে ওঠে সেতুর পূর্ব পাড়। যন্ত্রনায় ছটফট করতে থাকা শিশুকে কোলে নিয়ে অসহায় হয়ে পড়েন স্বজনরা। কালুরঘাট সেতুর টোল অফিসের সামনে দগ্ধ শিশুকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি দাঁড়িয়ে ছিলো।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে প্রতিদিনের সেতু পারাপারের নিত্য দূর্ভোগ যানযটের কবলে পড়ে পশ্চিম পাড় থেকে লাইন চলে প্রায় ১ ঘন্টা পর্যন্ত। এরপর পূর্ব পাড় থেকে গাড়ী সেতুতে ওঠার মুহুর্তে আবারো বন্ধ করে দেয় টোল কর্তৃপক্ষ। ওই সময় গাড়ী পারাপার বন্ধের বিষয়ে জানতে চাইলে এমপি পাড় হবেন বলে সেতু পাড়াপাড় বন্ধ রাখা হয়েছে। এ সময় যন্ত্রণা কাতর সিএনজিতে থাকা শিশুটি আর্তচিৎকার ও মা-বাবার আহাজারীতে ক্ষোভের সঞ্চার হয় উপস্থিত জনসাধারণের মধ্যে। পরে স্থানীয় সাংসদ প্রায় ১১টা ৪৫ মিনিটে বোয়ালখালী থানা পুলিশের প্রটোকলে পাড় হলে পূর্বপাড় থেকে সেতুর লাইন চালু হয়।

    জানা গেছে, স্থানীয় সাংসদ মোছলেম উদ্দীন আহমদ প্রায় ১১.৪৫ মিনিটে সেতু পার হয়ে ১২টার দিকে উপজেলা সদরে উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে জনপ্রতিনিধি, স্কীম ম্যানেজার ও কৃষকদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

    এ বিষয়ে টোল অফিসে কর্মরত ম্যানেজার নিজাম উদ্দীন বলেন, সকালের শিফটে দায়িত্বে তিনি ছিলেন না। তাই এ বিষয়ে কিছু জানেন না । তবে বোয়ালখালী থানা পুলিশ পরিচয় দিয়ে এমপি পার হবে বলে সেতু বন্ধ রাখতে নির্দেশ দেন বলে সকালের দায়িত্বে থাকা ম্যানেজার নুর উদ্দীন তাকে জানান।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, ঘটনাটি দু:খজনক। টোল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। এমপি’র প্রটোকলের দায়িত্বে ছিলেন থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আল আমান।

    তবে থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আল আমান এ বিষয়টি অস্বীকার বলেন, এমপি স্যারের সাথে থাকা লোকজনরাই সেতু বন্ধ রাখার নির্দেশ দেন। পুলিশ কখনো সেতু বন্ধ রাখার নির্দেশ দেননা।

    চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা খুবই অমানবিক ও দু:খজনক। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি।

    দগ্ধ শিশুর পিতা এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকে জানান, তার শিশু কন্যাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • কালুরঘাটে প্রতিশ্রুত সেতুর নির্মাণ কাজ বাস্তবায়নের দাবীতে ছাত্র জমায়েত

    কালুরঘাটে প্রতিশ্রুত সেতুর নির্মাণ কাজ বাস্তবায়নের দাবীতে ছাত্র জমায়েত

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : কর্ণফুলী নদীর ওপর প্রস্তাবিত কালুরঘাট রেল কাম সড়ক সেতুর কাজ দৃশ্যমান করার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ছাত্র জমায়েত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন।

    বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে ছাত্র জমায়েত অনুষ্ঠিত হয়।

    এতে কালুরঘাট রেল কাম সড়ক সেতুর কাজ দৃশ্যমান করার ঘোষণায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছাত্র নেতৃবৃন্দ প্রতিশ্রুত সেতু বাস্তবায়নের দাবী জানান।

    বক্তারা বলেন, কর্ণফুলী নদীর ওপর এ সেতু নির্মিত হলে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী পূরণ হবে। একই সাথে নিরসন হবে ভোগান্তির। খুলে যাবে দেশের আরেকটি অর্থনৈতিক সোনালী দ্বার। চাপ কমবে নগরীর ওপর। বিস্তৃত হবে শিল্পায়ন।

    ২৪ ঘণ্টা/রিহাম/পূজন

  • ২০২২ সালের মধ্যে কালুরঘাটে সড়কসহ রেল সেতু-রেলমন্ত্রী সুজন

    ২০২২ সালের মধ্যে কালুরঘাটে সড়কসহ রেল সেতু-রেলমন্ত্রী সুজন

    ২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : কালুরঘাটে সড়কসহ রেলওয়ে সেতু নির্মাণে সৃষ্ট সকল জটিলতা কেটে গেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

    আজ বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২ টায় কালুরঘাট সেতু ও নতুন সেতুর জায়গা পরিদর্শন শেষে এক পথ সভায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    এসময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্ঠায় চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী ২০২২ সালের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে।

    তিনি বলেন, নানান জটিলতার কারণে সেতু নির্মাণের কাজ দীর্ঘসূত্রতায় পড়েছিলো। তবে সকলের আন্তরিকতায় সব জটিলতা নিরসন হয়েছে। প্রস্তাবিত সেতুতে ডাবল সড়ক ও দুই লাইন বিশিষ্ট রেল লাইন (ব্রডগেজ) থাকবে।

    প্রস্তাবিত সেতু নির্মাণে সৃষ্ট জটিলতা নিরসন ও মানুষের মাঝে সেতু নিয়ে যে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েেেছ তা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ সফর করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, এ সেতুর উচ্চতা নিয়ে নৌ অধিদপ্তরের যে আপত্তি এসেছে তা অচিরেই আভ্যন্তরীণ বৈঠকেই সমাধান করা হবে।

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান, রেলওয়ের অতিরিক্ত সচিব প্রণব চন্দ্র ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী।

    ২৪ ঘণ্টা/পুজন সেন/আর এস

  • কালুরঘাট সেতু সংস্কারে অনিয়মে আইনজীবীর অভিযোগ

    কালুরঘাট সেতু সংস্কারে অনিয়মে আইনজীবীর অভিযোগ

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : কালুরঘাট সেতু সংস্কারে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ লুটপাটের অভিযোগ এনেছেন সেলিম চৌধুরী নামের এক আইনজীবী।

    তিনি মঙ্গলবার (২১ জুলাই) রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার বরাবরে জনস্বার্থে সরকারি বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এ আবেদন করেছেন।

    আবেদনের অনুলিপি রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের পরিচালক বরাবরেও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সেলিম চৌধুরী।

    তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এই সেতু মেরামতের জন্য ৫২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

    তবে সংবাদ মাধ্যমে জানা যায় যে, ঠিকাদারী প্রতিষ্ঠান এবি কন্ট্রাকশন ১৩ জুলাই রাত থেকে সংস্কারের জন্য এই সেতু বন্ধ করে দেয়া হলেও ১৯ জুলাই পর্যন্ত কোন কাজ করা হয়নি। ২০ জুলাই সামান্য কিছু কাজ হয়েছিল। সামান্য এই কাজে ব্যয় হয়েছে বড়জোর ৫-৭ লাখ টাকা। ফলে বাকি টাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ও রেলওয়ের প্রকৌশল বিভাগের যোগসাজশে আত্মসাতের আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করেছেন তিনি।

    তিনি আবেদনে বলেছেন, ১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত পত্রিকায় যাতায়াত বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হয়। অথচ সেখানে দৃশ্যমান কোন কাজ হয়নি। বরঞ্চ এই বিজ্ঞপ্তির কারণে জনগণ বিভ্রান্ত হয়েছে।

    এ বিষয়ে পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সবুক্তগীন বলেন, এখনো কাজ চলমান আছে। তাছাড়া কোন অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।

    প্রসঙ্গত, এর আগে সংস্কার কাজের জন্য সোমবার (১৩ জুলাই) থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) জরাজীর্ণ কালুরঘাট ব্রিজে মোট ১১ দিন রাতে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।

    ২৪ ঘণ্টা/এম আর/পুজন

  • নির্বাচনে জয়ী হলে এক বছরের মধ্যে কালুরঘাট সেতু দৃশ্যমান হবে-মোছলেম উদ্দিন

    নির্বাচনে জয়ী হলে এক বছরের মধ্যে কালুরঘাট সেতু দৃশ্যমান হবে-মোছলেম উদ্দিন

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-৮ বোয়ালখালী উপ নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় আগামী এক বছরের মধ্যে কালুরঘাট সেতু দৃশ্যমান হবে বলে আম্বাস দিয়েছেন এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ।

    সোমবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস প্রদান করেন।

    এসময় তিনি বিএনপি মিথ্যাচার করে নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন। তিনি আরও অভিযোগ করে বলেন, বোয়ালখালীর পৌর মেয়র বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। কালুরঘাট সেতু দৃশ্যমান হবে মোছলেম উদ্দিন

    আমরা নিয়মনীতি মেনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। অন্যদিকে বিএনপি সংঘর্ষেও ঘটনা ও নেতাকর্মী আহত হওয়ার তথ্য পেশ করে মিত্যাচারের আশ্রয় নিয়েছে। যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, তারা মিথ্যা অভিযোগ করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের সাবেক পরিচালক আবু সুফিয়ান, সাবেক সভাপতি ও বাসস এর ব্যুরো প্রধান কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস ও সাংবাদিক এম নাসিরুল হকসহ আওয়ামীলীগ ও সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

  • মনোনয়নপত্র জমা দিলেন মোছলেম উদ্দিন : কালুরঘাট নতুন সেতু দৃশ্যমান করায় প্রথম লক্ষ্য

    মনোনয়নপত্র জমা দিলেন মোছলেম উদ্দিন : কালুরঘাট নতুন সেতু দৃশ্যমান করায় প্রথম লক্ষ্য

    ২৪ ঘন্টা ডট নিউজ।রাজীব,চট্টগ্রাম ডেস্ক : বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    তিনি বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ১১টার দিকে নগরীর লাভ লেইনে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।

    আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন মনোনয়নপত্র জমা দেয়ার পর আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে গণমাধ্যমকর্মীদের বলেন, ১৯৭৩ সালের পর এ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থী সংসদ সদস্য হতে পারেনি। দীর্ঘদিন পর এলাকার মানুষ দলীয় প্রার্থী পেয়ে আবেগাপ্লুত হয়ে গেছে। নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস দেখা যাচ্ছে।মনোনয়নপত্র মোছলেম উদ্দিন আজম নাছির উচ্ছাস

    তাই দলীয় একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ায় শুভেচ্ছা জানাতে কিছু নেতা কর্মী স্ব-ইচ্ছায় আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে এসে জড়ো হয়েছে।

    মোছলেম উদ্দিন বলেন, সারাদেশের উন্নয়নের সঙ্গে আমার সংসদীয় এলাকাকে সম্পৃক্ত রাখার লক্ষ্যে এবং কাঙ্খিত উন্নয়নে কাজ করবো। আমার প্রথম লক্ষ্য থাকবে এ এলাকার জনগণের দীর্ঘদিনের দুঃখ বোয়ালখালী ও কালুরঘাটের সংযোগস্থলে একটি নতুন সেতু করার জন্য প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন নতুন সেতুটি দৃশ্যমান করা। মনোনয়নপত্র মোছলেম উদ্দিন আজম নাছির

    মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় নৌকা প্রার্থী মোছলেম উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএর চেয়ারম্যান আব্দুচ ছালাম, উত্তর জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম, শফিক আদনান, নোমান আল মাহমুদ, হাসান মাহমুদ হাসনী ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন।

    মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রায় শ’খানেক নেতাকর্মী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নেন।

    মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম ৮ আসনে উপ নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে নির্ধারিত সংখ্যক লোক নিয়ে মোছলেম উদ্দিন আহম্মেদ তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। কোন ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।

    এর আগে এ আসনের উপ নির্বাচনে অংশগ্রহণ করতে বুধবার বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান মনোনয়নপত্র জমা দিয়েছেন। মো. হাসানুজ্জামান বলেন, আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

    এদিকে বুধবার জাতায় পার্টির বনানীর চেয়ারম্যান কার্যালয়ে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের জন্য জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থী মনোনীত করেছে জাতীয় পার্টি।

    উল্লেখ্য : চার লাখ ৭৫ হাজার ৯৮৮ জন ভোটার নিয়ে চট্টগ্রাম-৮ আসন। এর মধ্যে ২ লাখ ৪১ হাজার ৯২২ জন পুরুষ ভোটার এবং ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন নারী ভোটার। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৯টি।

    এ আসনে টানা দ্বিতীয় মেয়াদে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল। চলতি বছরের ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর আসনটি শূণ্য হয়ে যায়।

  • এ সরকারের মেয়াদে কালুরঘাট সেতু বাস্তবায়ন করতে চাই-বাদলের শোকসভায় মোছলেম

    এ সরকারের মেয়াদে কালুরঘাট সেতু বাস্তবায়ন করতে চাই-বাদলের শোকসভায় মোছলেম

    বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন বলেছেন, ‘এই সরকারের মেয়াদে কালুরঘাট সেতু বাস্তবায়ন করতে চাই, আপনারা আমাকে শক্তি দিন।

    আপনারা দোয়া করেন এবং এই বাদল যে কাজটি করতে পারেনি সেই জায়গা থেকে যাত্রা করে তার স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়ন করবো। এই বোয়ালখালীকে সম্বৃদ্ধ বোয়ালখালীতে রূপান্তর করবো, তার জন্য আপনারা প্রস্তুতি নিন।’

    শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত চট্টগ্রাম-৮ আসনের প্রয়াত সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এ শোকসভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আ হ ম নাসির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল ও উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন আহমদ খান।

    উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন, এসএম জসিম, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, শফিউল আজম শেফু, শামসুল আলম, পৌর প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান, কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, শেখ আরিফ উদ্দিন জুয়েল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইদুর রহমান খোকা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, সাধারণ সম্পাদক ওসমান গণি, ছাত্রলীগ সভাপিিত আবদুল মোনাফ মহিন, সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল, পৌর ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন সুমন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, ছাত্রলীগ নেতা এসএম কাজেম, কাজী রাসেল, আবদুল করিম, নুর মোহাম্মদ, আবু কাউছার, নুরুল আবছার, সরোয়ার আলম ও সাইদুল আলম।

  • নতুন কালুরঘাট সেতুর স্বপ্ন নিয়ে সাংসদ বাদলের পরপাড়ে পাড়ি

    নতুন কালুরঘাট সেতুর স্বপ্ন নিয়ে সাংসদ বাদলের পরপাড়ে পাড়ি

    পূজন সেন, বোয়ালখালী প্রতিনিধি : বর্ষীয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা সাংসদ মঈন উদ্দীন বাদল পরপারে পাড়ি জমিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত কালুরঘাটে সড়ক কাম রেল সেতুর দাবিতে অনড় ছিলেন। শুধুমাত্র কালুরঘাট সেতু নয়, বোয়ালখালীকে গড়তে চেয়েছিলেন আধুনিক মডেল উপজেলা হিসেবে।

    স্বপ্ন দেখেছিলেন সুখী সমৃদ্ধ অসম্প্রদায়িক বাংলাদেশের। বঙ্গবন্ধুর আদর্শের এ সৈনিক তার স্বপ্নের কথাগুলো বাস্তবায়ন করার জন্য আপ্রাণ আমৃত্যু চেষ্ঠা করে গেছেন।

    বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ৬৭ বছর বয়সে ভারতের বেঙ্গালুর নারায়ণা হৃদরোগ রিসার্চ এণ্ড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিবিদ সাংসদ মঈন উদ্দিন খান বাদল। তাঁর মৃত্যুর খবরে বোয়ালখালীর স্বর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

    ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সাংসদ মঈন উদ্দিন খান বাদল প্রথম সাংসদ নির্বাচিত হন। সংসদের অনর্গল বক্তা হিসেবে আপামর জনসাধাণের হৃদয় জয় করেন নেন তিনি। এর ধারাবাহিকতায় ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনেও সাংসদ নির্বাচিত হন তিনি।

    শুরু থেকেই বোয়ালখালীকে স্বপ্নের উপজেলা গড়ার স্বপ্ন বুনেন তিনি। এ স্বপ্ন বাস্তবায়নে বড় বাধা কর্ণফুলী নদীর ওপর বিট্রিশ আমলে নির্মিত জরাজীর্ণ কালুরঘাট সেতু। সংসদে বারবার তিনি সড়ক সেতু নির্মাণের দাবি নিয়ে কথা বলেছেন।

    গত দুই বছর আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তিনি সরকারকে জানিয়ে দেন ‘কালুরঘাটে সেতু দেখে যেতে না পারলে মরেও শান্তি পাবো না’। ২০১৮ সালের নির্বাচনের জাতীয় সংসদের অধিবেশনে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সেতুর বিষয়ে সুরাহা না হলে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

    এ সেতু নির্মাণের প্রয়োজনে নিজ দল জাসদ ছেড়ে আওয়ামী লীগে যোগদানের কথা বলেছিলেন তিনি। যে কোনো কিছুর বিনিময়ে কালুরঘাটে সড়ক কাম রেল সেতু নির্মাণের মধ্য দিয়ে চট্টগ্রামবাসীর প্রাণের দাবি পূরণ করতে চেয়েছিলেন এ সাংসদ। এই সড়ক কাম রেল সেতু জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের প্রস্তাব রেখেছিলেন সংসদে।

    সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর কালুরঘাটে সড়ক কাম রেল সেতু নির্মাণের দাবিতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে সাংসদ মঈন উদ্দিন খান বাদল বলেছিলেন, সেতু নির্মাণের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন। তিনি করবেন বলে আশা রাখি। বোয়ালখালী উপজেলাকে দেশের আধুনিক মডেল উপজেলা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের পাশে একটি কারিগরি বিদ্যালয় করার ঘোষণা দেন তিনি। এছাড়া বিগত দিনের স্বপ্ন অপূরণ থাকার কথা পুন ব্যক্ত করেছিলেন তিনি।

    এছাড়াও শুরু থেকে বোয়ালখালী উপজেলার পাহাড়ে অবস্থিত তিন ধর্মাবলম্বীদের তীর্থস্থান ঘিরে পর্যটন কেন্দ্র ও কমপ্লেক্স গড়ার স্বপ্ন দেখেছেন তিনি। এ স্বপ্নের কথাগুলো বিভিন্ন সভা সমাবেশে বারবার বলেছিলেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। তিনি উপজেলা কড়লডেঙ্গা পাহাড়ের পাদদেশে পুলিশ ট্রেনিং সেন্টারসহ ডাকবাংলো করার সার্বিক প্রস্তুতি নিয়েও তা নানা জটিলতার কারণে পূরণ হয়নি সাংসদের স্বপ্ন।

    ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে তিনি জন্ম গ্রহণ করেন। তিনি জাসদ একাংশের কার্যকরী সভাপতি ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে এক মেয়ে রেখে গেছেন তিনি।

    সাংসদের মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস জানান, সাংসদ বাদলের মৃত্যুতে বোয়ালখালীবাসী একজন গুনী ব্যক্তিকে হারালো। তাঁকে আরো বেশ কিছুদিন বোয়ালখালীবাসীর প্রয়োজন ছিলো।

    বোয়ালখালী প্রেসক্লাবের সহ-সভাপতি রাজু দে বলেন, সাংসদ বাদল গণমানুষের মনের কথা সাবলীলভাবে সংসদে তুলে ধরতেন। তাঁর চিরবিদায়ে দেশের অপূরনীয় ক্ষতি হয়ে গেল।