Tag: কাস্টমস

  • কেএসআরএম’র বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ, নথি জব্দ

    কেএসআরএম’র বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ, নথি জব্দ

    বিপুল ভ্যাট ফাঁকি সন্দেহে কবির স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (কেএসআরএম) অফিস থেকে কম্পিউটারসহ বেশকিছু নথিপত্র জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের প্রিভেন্টিভ শাখা।

    গত ২২ জুন চট্টগ্রামের সীতাকুণ্ড কারখানা অফিস থেকে এসব নথি জব্দ করা হয়। অভিযান পরিচালনাকারী দলের এক সদস্য জানান, ভ্যাট ফাঁকির তথ্য পেয়েই কেএসআরএমের নথি জব্দ করা হয়েছে। ভ্যাট ফাঁকির পরিমাণ জানতে অন্তত ১৫-১৬ দিন সময় লাগবে।

    অভিযোগ রয়েছে, সীতাকুণ্ডের কারখানায় রড উৎপাদন কম দেখিয়ে প্রতিষ্ঠানটি ভ্যাট অফিসে যে তথ্য দিয়েছে তার চেয়ে অনেক বেশি বিক্রির তথ্য পেয়েছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের প্রিভেন্টিভ শাখা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, বড় অঙ্কের ভ্যাট ফাঁকি দিয়েছে কেএসআরএম। এর আগেও কেএসআরএম বিভিন্ন সময় ভ্যাট ফাঁকি দিয়েছে। পরে তদন্তে প্রমাণিত হওয়ায় তা পরিশোধে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। ফলে ভ্যাট কর্মকর্তাদের সন্দেহের তালিকায় থাকে প্রতিষ্ঠানটি।

    আজ চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন গণমাধ্যমকে বলেন, ভ্যাট ফাঁকি দেয়ার সন্দেহে কেএসআরএমের নথিপত্র জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ঠিক কত টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে তা জানতে জব্দ করা নথিপত্রগুলোর পর্যালোচনা চলছে।

  • করোনায় এবার প্রাণ গেল চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তার

    করোনায় এবার প্রাণ গেল চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের এক রাজস্ব কর্মকর্তা।

    গতকাল ২ জুন মঙ্গলবার রাত ২টার সময় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    করোনায় মারা যাওয়া কর্মকর্তার নাম জসীম উদ্দিন মজুমদার। তিনি চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব বিভাগের সুপারিন্টেনডেন্ট ছিলেন। তাছাড়া অফডকে (এছাহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড) অতিরিক্ত দায়িত্ব হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে।

    গণমাধ্যমকে তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনসূয়া। তিনি বলেন, মৃত্যুবরণ করা রাজস্ব কর্মকর্তা জসীম উদ্দিন মজুমদারের করোনা পজেটিভ ছিলো।

    সরকারী নির্দেশনা মোতাবেক হাসপাতালের সকল আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ ফেনীর গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছে প্রশাসন।

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে জানা গেছে, এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বন্দর জেটির তিন কর্মচারীর মৃত্যু হয়। এছাড়া ৩০ মে পর্যন্ত কাস্টম হাউজ ও চট্টগ্রাম বন্দরের ৩৫ কর্মকর্তা ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    এদের মধ্যে ২১ জন বন্দরের এবং ১৪ জন কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া কোভিড-১৯ এ আক্রান্তের উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে আছেন ৩০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • দেশকে এগিয়ে নিতে হলে ভ্যাট প্রদানের বিকল্প নেই-আ জ ম নাছির

    দেশকে এগিয়ে নিতে হলে ভ্যাট প্রদানের বিকল্প নেই-আ জ ম নাছির

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে ভ্যাট প্রদানের বিকল্প নেই। আমরা সবাই ভ্যাট দিতে আগ্রহী। আমাদের মানসিকতা পরিবর্তন নিয়ে আসা উচিত। এক্ষেত্রে রাষ্ট্র ব্যবসা করে না । ব্যবসা করে রাষ্ট্রের জনগন। তাই রাষ্ট্রের স্ব নির্ভরতা অর্জনে আমাদের সকলকে ভ্যাট,ট্যাক্স দিতে এগিয়ে আসতে হবে।

    আজ মঙ্গলবার নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এর সদস্য ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল, ঢাকা এর সম্মানিত প্রেসিডেন্ট মারগুব আহমেদ,কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, আবুল কালাম কায়কোবাদ, মো. ইকবাল হোসেন, মুক্তাসিম বিল্লাহ ফারুক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক অঞ্জন শেখর দাশ, চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বারের সহ-সভাপতি মাহবুবুর চৌধুরী, ওমেন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আবিদা মোস্তফা ,বন্ড কমিশনার মাহবুব জামান প্রমুখ বক্তব্য রাখেন।

    সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট, চট্টগ্রাম এর সম্মানিত কমিশনার হোসাইন আহমেদ এবং কি-নোট পেপার উপস্থাপন করেন কাস্টম কমিশনার ফখরুল আলম।

    সিটি মেয়র বলেন, জনগন সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে বলেই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু,কর্ণফুলী ট্যানেল,পায়রা বন্দরসহ বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। প্রথম থেকে দশম শ্রেনী পর্যন্ত ছেলে-মেয়েদের বিনামুল্যে ৩৫ কোটি পাঠ্য বই বিতরণ করছে সরকার । সামাজিক সুরক্ষার অধীনে বিভিন্ন ভাতার বৃদ্ধি পাচ্ছে।

    এই প্রসঙ্গে তিনি বলেন স্বাধীনতার প্রথম বার্জেট ছিল ৭”শ ৮৬ কোটি টাকা। স্ইে বার্জেট বৃদ্ধি পেয়ে এখন হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। জনগন ভ্যাট ট্যাক্স দিয়েছেন বলেন বার্জেটের আকার বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন আমাদের মধ্যে বিভ্রান্তি আছে,অপ-প্রচার আছে।

    এসব অপপ্রচার,গুজব বুঝে শুনে ছড়ানো হয়। যারা দেশের অস্তিত্বকে বিশ্বাস করে না তারাই গুজব ও অপপ্রচার করার সুযোগের অপেক্ষায় থাকে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই গুজব থেকে দেশ,জাতিকে রক্ষা করতে হবে।

    তিনি বলেন, আমাদের মধ্যে অনেকে বিদেশ গেছেন। ১০ বছর আগে যখন গেছেন তখন আর এখনকার ইমিগ্রেশনে পার্থক্য উপলব্ধি করছেন। এখন ইমেগ্রেশনে হেনস্থা করা হয় না। আমাদের অর্থনৈতিক উন্নয়নের কারণে মর্যাদা বেড়েছে। আমাদের ওপর নির্ভর করবে কত দ্রুত দেশ এগিয়ে যাবে।

    উন্নত বিশ্বে আইনের প্রয়োগ আছে, সবাই আইন মেনে চলে। আমাদেরও আইন মানতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। সংকীর্ণতা পরিহার করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।

    সিটি মেয়র আরো বলেন অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে সরকার দেশের উন্নয়নে নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে দারিদ্রমুক্ত, সমৃদ্ধ মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রুপকল্প ২০২১ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করার রুপকল্প ২০৪১ স্বপ্ন বাস্তাবায়ন করা সম্ভব হবে।

    অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান কক্সাজারের ওশান প্যারাডাইস, খাগড়াছড়ির ফোর স্টার এন্টারপ্রাইজ ও অরণ্য বিলাস, পটিয়ার বনফুল এন্ড কোম্পানি, ষোলশহরের ব্র্যাক আড়ং, সীতাকু-ের চৌধুরী টি ওয়্যার হাউস ও বান্দরবান সদরের হোটেল হিলভিউ রেসিডেন্সিয়াল এবং স্থানীয় পর্যায়ে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড, কর্ণফুলীর সুপার পেট্রো কেমিক্যাল লিমিটেড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এন এন্ড এন টি ওয়্যার হাউস, এমএম ইস্পাহানি লিমিটেড ও উত্তরা মোটরস লিমিটেডকে পুরস্কৃত করা হয়। বিশেষ সম্মাননা দেওয়া হয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে।

    অনুষ্টানে সিটি মেয়রসহ অন্যান্য অতিথিরা জাতীয় পর্যায়ে সর্বোচ্চ এবং স্থানীয় পর্যায়ে ভ্যাট প্রদানকারী প্রতিষ্টান এর প্রতিনিধির হাতে সম্মানা স্মারক তুলে দেন। এই সময় সম্মানাপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের অনুভুতি ব্যক্ত করেন।

    অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন ও বন্ড কমিশনারেটের ডেপুটি কমিশনার তাহমিনা আক্তার পলি।ভ্যাট দিবস উদ্বোধন করেন মেয়র

    সকালে বেলুন উড়িয়ে ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন। আগ্রাবাদের সিজিও ভবন থেকে বণাঢ্য শোভাযাত্রাটি শেখ মুজিব সড়কসহ বিভিন্ন এলাকা পদক্ষিণ শেষে পুনঃরায় সিজিও বিল্ডিং -এ এসে শেষ হয়।

    উদ্বোধনকালে সিটি মেয়র বলেন দেশের সুনাগরিক হিসেবে প্রত্যেকে নিজ দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিতে হবে। প্রত্যেক নাগরিক ইতিবাচক মনোভাব ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে দেশের উন্নয়নে শরীক হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতার সত্বে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।

    সিটি মেয়র ছাড়াও কর কমিশনার মোহাম্মদ এনামুল হকসহ অন্যান্য কর কমিশনারগন শোভাযাত্রায় অংশগ্রহন করেন।