Tag: কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল

  • হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬’র জার্সি উন্মোচন ও গ্রুপ ড্র সম্পন্ন

    হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬’র জার্সি উন্মোচন ও গ্রুপ ড্র সম্পন্ন

    এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুকভিত্তিক গ্রুপ SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী) টানা ষষ্ঠবারের মতো আয়োজন করতে যাচ্ছে “হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬”।

    আগামী ৩ জানুয়ারি ২০২৫ থেকে শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে শুরু হতে যাচ্ছে এই জমকালো টুর্নামেন্ট। ১৫টি দল ৩টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৪, ১০, ১১, ১৭, ১৮, ২৪, ২৫ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ২০২৫।

    বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে টুর্নামেন্টের জার্সি, গ্রুপ ড্র এবং ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তারকা ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হান্নান সরকার।

    এছাড়াও উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেড-এর ডিএমডি ওয়াং শিয়াংজিং, চীফ ফিনান্সিয়াল অফিসার ফেং ষিনয়ু, সেলস ডিরেক্টর আশরাফুল আলম, মা ও শিশু জেনারেল হাসপাতাল, বিয়ানীবাজার-সিলেট এর নুর নবী রাজু, এবং আমরাই কিংবদন্তী’র এডমিন ও ক্রিয়েটর নাজমুল হোসেন সহ আরো অনেকে। টুর্নামেন্টের বিভিন্ন পৃষ্ঠপোষক, দলগুলোর ম্যানেজার, অধিনায়ক এবং আয়োজক কমিটির সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

    হান্নান সরকার বলেন “বয়স ৪০ এর কোটায় এমন মানুষ গুলোর অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্ট বাংলাদেশ এর ক্রিকেট এর অগ্রযাত্রায় অনুপ্রেরণা প্রদান করবে এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে”।

    হায়ার বাংলাদেশ লিঃ এর ডি এম ডি ওয়াং শিয়াংজিং বলেন “হায়ার এমন একটি ব্র্যান্ড যা তরুন প্রজন্ম এবং ফিটনেস এর প্রতি অত্যন্ত যত্নশীল এবং তা হায়ার-এর পন্যের মাধ্যমে আমারা সবসময় ফুটিয়ে তোলার চেষ্টা করি, পাশাপাশি, এ ধরনের ইভেন্ট এর সাথে থাকতে পেরে আমরা নিজেদেরকে আনন্দিত এবং গর্বিত অনুভব করছি।”

    অনুষ্ঠানে আরও ঘোষণা করা হয় যে, “হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬” হবে বাংলাদেশের টেপ টেনিস টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক আকর্ষণীয় এবং চ্যাম্পিয়ন প্রাইজ মানির আয়োজন। এবারের চ্যাম্পিয়ন দল আকর্ষণীয় ট্রফি ছাড়াও পাবে ৫ লক্ষ টাকা পুরস্কার।

     

    গত পাঁচ আসরের বিজয়ীরা ছিলঃ
    • সিজন ৫ (২০২৪): চ্যাম্পিয়ন মিলেনিয়াম মাস্টার্স, রানার-আপ নাইন্টিস মাস্টারমাইন্ড।
    • সিজন ৪ (২০২৩): চ্যাম্পিয়ন মিলেনিয়াম টাইগারস তেজগাঁও, রানার-আপ লক্ষ্মীপুর রয়েলস।
    • সিজন ৩ (২০২২): চ্যাম্পিয়ন টিম ব্যাকবেঞ্চারস, রানার-আপ চট্টগ্রাম উইজার্ড।
    • সিজন ২ (২০২১): চ্যাম্পিয়ন মিরপুর কিংস, রানার-আপ টিম ব্যাকবেঞ্চারস।
    • সিজন ১ (২০২০): চ্যাম্পিয়ন ডি এম স্ম্যাশার্স, রানার-আপ নওয়াব অব ওল্ড ঢাকা।

    ২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করা এই অনলাইন প্ল্যাটফর্ম বর্তমানে ৫১ হাজার সদস্যের একটি বৃহৎ পরিবার। এই অনলাইন গ্রুপ এর মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।

    সংগঠনটির উল্লেখযোগ্য মানবিক কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে:
    • কোভিড-১৯ মহামারীর সময় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ।
    • দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম।
    • প্রতিবন্ধী শিশুদের সহায়তা।
    • ফ্রি হেলথ ক্যাম্প।
    • শীতবস্ত্র, খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ।
    • রক্তদান কর্মসূচি ছাড়াও বিবিধ কার্যক্রম।

    ক্রিকেট কার্নিভ্যাল এই গ্রুপের ব্যাচমেট বন্ধুদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি এবং ভবিষ্যতের মানবিক কাজকে আরও গতিশীল করার লক্ষ্যেই আয়োজন করা হয়।

    আমরাই কিংবদন্তী গ্রুপের সদস্যরা পিছিয়ে থাকা জনগোষ্ঠী এবং দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

  • কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল সিজন-৫ এর শিরোপা জিতলো “মিলেনিয়াম মাস্টার্স”

    কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল সিজন-৫ এর শিরোপা জিতলো “মিলেনিয়াম মাস্টার্স”

    রাজধানীর শ্যামলীস্থ “শ্যামলী ক্লাব” ক্রিকেট মাঠে আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকায় “মিলেনিয়াম মাস্টার্স” ও “নাইন্টিস মাস্টারমাইন্ড” এর মধ্যে অনুষ্ঠিত ফাইনালে “মিলেনিয়াম মাস্টার্স” ১০১ রানে “নাইন্টিস মাস্টারমাইন্ড” কে পরাজিত করে প্রথম বারের মত টুর্নামেন্টের শিরোপা জয় করে।

    এর আগে প্রথম সেমিফাইনালে “নাইন্টিস মাস্টারমাইন্ড” ৪ উইকেটে “স্টার অফ কুষ্টিয়া” কে পরাজিত করে। অপর সেমিফাইনালে “মিলেনিয়াম মাস্টার্স” ৭ উইকেটে “নওয়াব অফ ওল্ড ঢাকা” কে পরাজিত করে।

    “কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৫” এর এর মূল পৃষ্টপোষক ছিলেন “কনকা” ও “অজিহা কনসালটেন্সি”।
    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে।
    বন্ধুদের একত্রিত করার প্রয়াসের ধারাবাহিকতা থেকে টানা ৫ম বারের মত সারা দেশ থেকে ১৬ টি দল নিয়ে গত ১২, ১৩, ১৯, ২০, ২৬, ২৭ জানুয়ারী ও ২ ফেব্রুয়ারী ২০২৪ কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন ৫ এর গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়।
    উল্লেখ্যযে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মোহাম্মদ ইলিয়াস সানি সহ আয়োজনের পৃষ্টপোষক এবং বিভিন্ন ক্রিড়ানুরাগী’রা উপস্থিত ছিলেন।

    টুর্নামেন্টের “ফেয়ার প্লে” এর পুরস্কার পায় “নওয়াব অব ওল্ড ঢাকা” দল।

    অনবদ্য খেলে এই টুর্নামেন্ট এর ম্যান অব দা টুর্নামেন্ট এর পুরস্কার পায় “নওয়াব অব ওল্ড ঢাকা” এর সাখাওয়াত হোসেন রূবেল। সেরা ব্যাটসম্যান ও ভ্যালুইয়েবল প্লেয়ার এর পুরস্কার পায় মিলেনিয়াম মাস্টার্স এর “হিরা রহমান” ও সেরা বোলার এর পুরস্কার পায় “স্টার অব কুষ্টিয়া” এর “এনাম ইমরান”। ম্যান অব দা ফাইনাল পুরস্কার পায় “মিলেনিয়াম মাস্টার্স” এর “হিরা রহমান”।

    ট্রফি ছাড়া ও শিরোপা জয়ী দলের হাতে এক লক্ষ টাকা ও রানার আপ দলের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হয়।

    দেশজুড়ে বন্ধুদের অংশগ্রহনে আয়োজিত এই ক্রিকেট খেলার মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে পরবর্তী সময়ে মানব কল্যাণে কাজ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

    উল্লেখ্যযে, “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৫০ হাজার সদস্যের অনলাইন পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে। এই অনলাইন গ্রুপ এর মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।

    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

  • ‘মিলেনিয়াম টাইগার’স তেজগাঁও’ কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যালের চ্যাম্পিয়ন

    ‘মিলেনিয়াম টাইগার’স তেজগাঁও’ কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যালের চ্যাম্পিয়ন

    কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যালের ফাইনালে “মিলেনিয়াম টাইগার’স তেজগাঁও” ৩ উইকেটে “লক্ষ্মীপুর রয়েল’স” কে পরাজিত করে প্রথম বারের মত টুর্নামেন্টের শিরোপা জয় করে।

    রাজধানীর শ্যামলীস্থ “শ্যামলী ক্লাব” ক্রিকেট মাঠে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    এর আগে প্রথম সেমিফাইনালে “মিলেনিয়াম টাইগার’স তেজগাঁও” ৭৭ রানে “মাইটি সিক্সার’স” কে পরাজিত করে। অপর সেমিফাইনালে “লক্ষ্মীপুর রয়েল’স” ১ উইকেটে “মিরপুর কিংস” কে পরাজিত করে।

    জমকালো এই আয়োজনে প্লেট পর্বে’র ফাইনালে “টিম ব্যাকবেঞ্চারস” ৯ উইকেটে “চট্টগ্রাম উইজার্ড” কে পরাজিত করে।

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে।

    বন্ধুদের একত্রিত করার প্রয়াসের ধারাবাহিকতা থেকে টানা ৪র্থবারের মত সারা দেশ থেকে ১৬ টি দল নিয়ে গত ৬, ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৮ জানুয়ারী ও ৩, ৪ ফেব্রুয়ারী ২০২৩ কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন ৪ এর গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়; আয়োজনে বৈচিত্র্য আনতে এবারের প্লেট ফাইনাল ও সংযুক্ত করা হয়।

    উল্লেখ্যযে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার তুষার ইমরান ও “আমরাই কিংবদন্তী” গ্রুপের এডমিন ও ক্রিয়েটর নাজমুল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    টুর্নামেন্টের “ফেয়ার প্লে” এর পুরস্কার পায় “লক্ষ্মীপুর রয়েল’স” দল।

    অনবদ্য খেলে এই টুর্নামেন্ট এর ম্যান অব দা টুর্নামেন্ট, সেরা ব্যাটসম্যান, ভ্যালুইয়েবল প্লেয়ার এর পুরস্কার পায় লক্ষ্মীপুর রয়েল’স এর অলরাউন্ডার “সোহেল” ও সেরা বোলার এর পুরস্কার পায় লক্ষ্মীপুর রয়েল’স এর “রাজিব”। ম্যান অব দা ফাইনাল পুরস্কার পায় মিলেনিয়াম টাইগার তেজগাঁও এর “ইশতিয়াক”।

    কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন ৫; ও ১৬ দল নিয়ে-ই আয়োজন করার ঘোষণা দেন আয়োজক’রা। সিজন ৪ এ অংশগ্রহণকারী ১৬ টি দল থেকে প্রথম ১০ টি দল সিজন ৫ এ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। আর বাকি ৬ টি দল কোয়ালিফাইয়ার এ অংশগ্রহণকারী দল গুলো থেকে বাছাই করে নির্ধারণ করা হবে।

    দেশজুড়ে বন্ধুদের অংশগ্রহনে আয়োজিত এই ক্রিকেট খেলার মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে পরবর্তী সময়ে মানব কল্যাণে কাজ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

    উল্লেখ্যযে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৪৮ হাজার সদস্যের অনলাইন পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে। এই অনলাইন গ্রুপ এর মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।

    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

  • কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৪ এর ট্রফি ও জার্সি উন্মোচন

    কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৪ এর ট্রফি ও জার্সি উন্মোচন

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে।

    বন্ধুদের একত্রিত করার প্রয়াসের ধারাবাহিকতা থেকে টানা ৪র্থ বারের মত সারা বাংলাদেশ থেকে ১৬ টি দল নিয়ে আগামী ৬ জানুয়ারী ২০২৩; শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে যাত্রা শুরু হতে যাচ্ছে “কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৪” এর।

    শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শরীফ। এছাড়াও প্রতিদলের টিম ম্যানেজার, অধিনায়ক এবং টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিল।

    ষোলোটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের মোকাবেলা করবে। খেলা কাপ ও প্লেট পর্বে অনুষ্ঠিত হবে। চার গ্রুপের সেরা আটটি দল নিয়ে কাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে, পরবর্তীতে চার দলের কাপ সেমিফাইনাল এবং সর্বশেষ সেরা দুইয়ের লড়াই দিয়ে টুর্নামেন্ট শেষ হবে শুক্রবার ৩ ফেব্রুয়ারি ২০২২ শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে। গ্রুপ, কোয়ার্টার ও সেমিফাইনাল পর্বের ম্যাচ গুলো হবে ৬, ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৭, ২৮ জানুয়ারী ও ৩ ফেব্রুয়ারি ২০২৩। প্রতি দিনের খেলা শুরু হবে সকাল ৮ ঘটিকায়।

    ২০২২ এর জানুয়ারি- ফেব্রুয়ারিতে আয়োজিত টুর্নামেন্টে (সিজন-৩) এ চ্যাম্পিয়ন হয়েছিল “টিম ব্যাকবেঞ্চারস” ও রানার আপ হয়েছিল “চট্টগ্রাম উইজার্ড”।

    ২০২১ এর জানুয়ারি- ফেব্রুয়ারিতে আয়োজিত টুর্নামেন্টে (সিজন-২) এ চ্যাম্পিয়ন হয়েছিল “মিরপুর কিংস” ও রানার আপ হয়েছিল “টিম ব্যাকবেঞ্চারস”।

    ২০২০ এর জানুয়ারি- ফেব্রুয়ারিতে আয়োজিত টুর্নামেন্টে (সিজন-১) এ চ্যাম্পিয়ন হয়েছিল “ডি এম স্মেসারস” ও রানার আপ হয়েছিল “নওয়াব অব ওল্ড ঢাকা”।

    উল্লেখ্য যে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ৪৮ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে।

    গ্রুপটি ধারাবাহিকভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ কার্যক্রম, দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ, অশহায় মানুষের মাঝে ধারাবাহিক খাবার বিতরণ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

    ক্রিকেট বাংলাদেশের একটু জনপ্রিয় খেলা হিসেবে, এর মাধ্যমে সদস্যদের আন্তরিকতা বৃদ্ধির মাধ্যমে আগামীর মানবিক কাজ আরো ত্বরান্বিত করার লক্ষ্য থেকে এই কার্নিভ্যাল এর আয়োজন।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

  • কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল সিজন-২’র চ্যাম্পিয়ন “মিরপুর কিংস”

    কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল সিজন-২’র চ্যাম্পিয়ন “মিরপুর কিংস”

    রাজধানীর শ্যামলীস্থ শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল সিজন-২ এ “মিরপুর কিংস” ও “টিম ব্যাকবেঞ্চারস” এর মধ্যে অনুষ্ঠিত ফাইনালে “মিরপুর কিংস” ৫ উইকেটে “টিম ব্যাকবেঞ্চারস” কে পরাজিত করে প্রথম বারের মত টুর্নামেন্টের শিরোপা জয় করে।

    এর আগে সকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে “টিম ব্যাকবেঞ্চারস” ২৯ রানে “কিংস অব কেরানীগঞ্জ” কে পরাজিত করে। অপর সেমিফাইনালে মিরপুর কিংস ৫ রানে নওয়াব অব ওল্ড ঢাকা কে পরাজিত করে।

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে।

    বন্ধুদের একত্রিত করার প্রয়াসের ধারাবাহিকতা থেকে দ্বিতীয়বারের মত সারা বাংলাদেশ থেকে ১৬ টি দল নিয়ে গত ৫, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল সিজন ২ এর গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয়।

    এই আয়োজনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম গুল্লু, “ব্রান্ড হাউজ” এর শাফিন ইয়ারা ও “আমরাই কিংবদন্তী” গ্রুপের এডমিন ও ক্রিয়েটর নাজমুল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    আয়োজনের অংশগ্রহন কারী দল গুলো ছিলঃ
    গ্রুপ- এঃ
    ১। ইউনাইটেড ফ্রেন্ড অফ মহেশপুর
    ২। ঢাকা ১২০৬ কে সি
    ৩। ডি এম স্মেসারস
    ৪। মিরপুর চেলেঞ্জারস
    গ্রুপ- বিঃ
    ১। মিরপুর কিংস
    ২। উত্তরা ইউনাইটেড ০০-০২
    ৩। টিম বেকবেঞ্চারস
    ৪। ব্রাহ্মানবাড়িয়া বার্নারস
    গ্রুপ- সিঃ
    ১। নওয়াব অব ওল্ড ঢাকা
    ২। চেলেঞ্জেস অফ রিস্ক টেকার
    ৩। তেজগাঁও রংপুর লায়ন্স
    ৪। কিংস অফ কেরানীগঞ্জ
    গ্রুপ- ডিঃ
    ১। মিরপুর ফ্রেন্ডস কে সি
    ২। আলিভ চট্টগ্রাম উইজার্ড
    ৩। মাইটি সিক্সার’স
    ৪। স্টার অব কুষ্টিয়া

    টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি পায় চট্টগ্রামের দল “চট্টগ্রাম উইজার্ড”।

    টুর্নামেন্ট এর সেরার কৃতিত্বের জন্য ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার পায় টিম ব্যাকবেঞ্চারস এর অলরাউন্ডার জাহিদ ও অন্যতম ভ্যালুইয়েবল প্লেয়ার ও ম্যান অব দা ফাইনাল এর পুরস্কার পায় মিরপুর কিংস এর অধিনায়ক মিনহাজুল হক এজাজ।

    দেশজুড়ে বন্ধুদের অংশগ্রহনে আয়োজিত এই ক্রিকেট খেলার মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে পরবর্তী সময়ে মানব কল্যাণে কাজ করাই এই আয়োজনের মূল লক্ষ্য ছিল।

    উল্লেখ্যযে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৩৭ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে।
    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে। ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

  • কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল এর ট্রফি ও জার্সি উন্মোচন

    কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল এর ট্রফি ও জার্সি উন্মোচন

    আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে।

    বন্ধুদের একত্রিত করার প্রয়াসের ধারাবাহিকতা থেকে দ্বিতীয়বারের মত সারা বাংলাদেশ থেকে ১৬ টি দল নিয়ে আগামী শুক্রবার (৫ ফেব্রুয়ারি) শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে যাত্রা শুরু হতে যাচ্ছে কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-২ এর।

    শনিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় রাজধানীর “হোটেল ইন্টার কন্টিনেন্টাল” এর “ক্রিস্টাল বলরুমে” জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়।

    ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী দলের অন্যতম সদস্য ও উদীয়মান তারকা ক্রিকেটার রাকিবুল হাসান।

    এ সময় আরো উপস্থিত ছিলেন “ব্রান্ড হাউজ” এর শাফিন ইয়ারা, “এসকক্স ইন্টারন্যাশনাল” এর হাসিব কিশোর ও “আমরাই কিংবদন্তী” গ্রুপের এডমিন ও ক্রিয়েটর নাজমুল হোসেন। এছাড়াও প্রতিদলের টিম ম্যানেজার, অধিনায়ক এবং টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিল।

    কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল এর ট্রফি ও জার্সি উন্মোচন

    ষোলোটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের মোকাবেলা করবে। চার গ্রুপের সেরা আটটি দল নিয়ে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে, পরবর্তীতে চার দলের সেমিফাইনাল এবং সর্বশেষ সেরা দুইয়ের লড়াই দিয়ে টুর্নামেন্ট শেষ হবে শুক্রবার ২৬ ফেব্রুয়ারি ২০২১ শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে। গ্রুপ, কোয়ার্টার ও সেমিফাইনাল পর্বের ম্যাচ গুলো হবে ৫, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২১। প্রতি দিনের খেলা শুরু হবে সকাল ৮ টায়।

    আয়োজনের অংশগ্রহন কারী দল গুলো হলঃ
    গ্রুপ- এঃ
    ১। ইউনাইটেড ফ্রেন্ড অফ মহেশপুর
    ২। ঢাকা ১২০৬ কে সি
    ৩। ডি এম স্মেসারস
    ৪। মিরপুর চেলেঞ্জারস
    গ্রুপ- বিঃ
    ১। মিরপুর কিংস
    ২। উত্তরা ইউনাইটেড ০০-০২
    ৩। টিম বেকবেঞ্চারস
    ৪। ব্রাহ্মানবাড়িয়া বার্নারস
    গ্রুপ- সিঃ
    ১। নওয়াব অব ওল্ড ঢাকা
    ২। চেলেঞ্জেস অফ রিস্ক টেকার
    ৩। তেজগাঁও রংপুর লায়ন্স
    ৪। কিংস অফ কেরানীগঞ্জ
    গ্রুপ- ডিঃ
    ১। মিরপুর ফ্রেন্ডস কে সি
    ২। আলিভ চট্টগ্রাম উইজার্ড
    ৩। মাইটি সিক্সার’স
    ৪। স্টার অব কুষ্টিয়া

    ২০২০ এর জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজিত টুর্নামেন্টে (সিজন-১) এ চ্যাম্পিয়ন হয়েছিল “ডি এম স্মেসারস” ও রানার আপ হয়েছিল “নওয়াব অব ওল্ড ঢাকা”।

    দেশজুড়ে বন্ধুদের অংশগ্রহনে আয়োজিত এই ক্রিকেট খেলার মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে পরবর্তী সময়ে মানব কল্যাণে কাজ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

    উল্লেখ্যযে, “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৩৬ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে।
    এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

    ২৪ ঘণ্টা/এম এম আর