বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এর গ্রাউন্ডে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের গ্রুপ “আমরাই কিংবদন্তী” এর আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্ট এ পুরুষ ডাবল’স এ চ্যাম্পিয়ন হয়েছে “ওল্ড ইজ গোল্ড শার্টলারস” ও কাপল ডাবল’স এ চ্যাম্পিয়ন হয়েছে “ডাবল ট্রাবল”।
আয়োজনে পুরুষ ডাবল’স এ ১৬ টি দল অংশগ্রহণ করে এবং কাপল ডাবল’স এ ৫ টি দল অংশগ্রহণ করে।
নতুন বছরকে উৎসব মুখর করতে এবং এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচ এর বন্ধুদেরকে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
![](https://www.24ghonta.news/wp-content/uploads/2021/01/কিংবদন্তী-২-300x171.jpeg)
আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইয়ারা গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক সাফিন ইয়ারা; বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েল এবং “আমরাই কিংবদন্তী” গ্রুপের এডমিন নাজমুল হোসেন।
“মানবতার কল্যানে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকে এই অনলাইন গ্রুপটি আগামীর পথে অগ্রসর হচ্ছে।