Tag: কিশোরগঞ্জ

  • অবরোধ : কিশোরগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে প্রাণহানি

    অবরোধ : কিশোরগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে প্রাণহানি

    বিএনপি-জামায়াতের ঢাকা অবরোধের প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়াচরের বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বিএনপির দাবি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

    মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী এলাকায় এ সংঘর্ষ ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে আঞ্চলিক সড়কের অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলেও সড়কে মিছিল করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।
    বিএনপি নেতাকর্মীদের দাবি, সংঘর্ষে পুলিশের গুলিতে কৃষক দল কর্মী বিল্লাল হোসেন (৩০) ও ছাত্রদল কর্মী রেফায়েত উল্লাহ (২০) নিহত হয়েছেন। তবে পুলিশ একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

    কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্সের দাবি, আমাদের দুজন কর্মী নিহত হয়েছেন। পুলিশের গুলিতে তারা মারা গেছে।

    ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার রোকন উদ্দীন বলেন, আমাদের হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার নাম রেফায়েত উল্লাহ। বয়স ২০ বছর। তার বাড়ি উপজেলার ছয়সূতী ইউনিয়ন বড় ছয়সূতী গ্রামে।

    কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, বিএনপির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। এ সময় পুলিশকে মারতে এলে তখন আত্মরক্ষায় গুলি ছুড়লে দুজন নিহত হওয়ার খবর শুনেছি।

    তবে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ একজন নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, কীভাবে ওই যুবক নিহত হয়েছেন তা এখনো বলা যাচ্ছে না। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

  • পাগলা মসজিদের দানবক্স ৩ মাস পর খোলা হলো, মিললো ২০ বস্তা টাকা

    পাগলা মসজিদের দানবক্স ৩ মাস পর খোলা হলো, মিললো ২০ বস্তা টাকা

    মসজিদের নাম পাগলা মসজিদ। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক এ মসজিদটিতে আটটি লোহার দানবাক্স আছে। তিনি মাস ছয় দিন পর শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় এগুলো খোলা হয়েছে। এতে ২০ বস্তা টাকা পাওয়া গেছে।

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

    টাকা গণনা কাজে সিনিয়র সহকারী কমিশনার অহনা জিন্নাত, শেখ জাবের আহমেদ, সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার মোছা. নাবিলা ফেরদৌস, মো. মাহমুদুল হাসান, রওশন কবীর, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলামসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

    এর আগে ২০২২ সালের ১ অক্টোবর ৩ মাস ১ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন রেকর্ড ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

    মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দান দানবাক্স খোলা হয়েছে। দান দানবাক্সগুলো খুলে রেকর্ড ২০টি বস্তায় টাকাগুলো আনা হয়েছে গণনার জন্য। এখন চলছে টাকা গণনার কাজ।

    মসজিদের খতিব, এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আসা লোকজন সূত্রে জানা যায়, এ মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ মসজিদে দান করে থাকেন।

    জনশ্রুতি আছে, এক সময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে। মুসলিম-হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। ওই পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকাবাসী।

    কিন্তু ওই সাধকের দেহাবসানের পর থেকে আশ্চর্যজনকভাবে এলাকা এমনকি দেশের দূর-দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম-বর্ণের নারী-পুরুষ মানত নিয়ে আসেন এই মসজিদে। তারা নগদ টাকা-পয়সা, স্বর্ণ ও রুপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস-মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন। বিশেষ করে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে এ মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সের নারী-পুরুষের ঢল নামে। আগতদের মধ্যে মুসলিমদের অধিকাংশই জুমার নামাজ আদায় করেন মসজিদে। আর এ ইতিহাস প্রায় আড়াইশ বছরেরও অধিক সময়ের বলে জানা যায়।

    বর্তমানে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ জমির ওপর মসজিদটি গড়ে উঠলেও বর্তমানে মসজিদ কমপ্লেক্সটি ৩ একর ৮৮ শতাংশ জায়গা রয়েছে। এ মসজিদের পরিধির সঙ্গে সঙ্গে বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্য।

    এরইমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে ‘পাগলা মসজিদ ইসলামি কমপ্লেক্স’ নামকরণ করা হয়েছে। এছাড়া মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সহায়তা দেওয়া হয়।

  • কিশোরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ১০ জন আহত

    কিশোরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ১০ জন আহত

    কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাজিপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ১০ জন আহত হয়েছেন।

    আজ শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী ও তিনজন শিশু রয়েছে বলে জানা গেছে।

    আহত ব্যক্তিরা হলেন গৃহকর্তা আবদুস সালামের স্ত্রী ছিপাই বেগম (৬২), তিন ছেলে যথাক্রমে কামাল মিয়া (৩২), জামাল মিয়া (২৭) ও আনু মিয়া (২৫) এবং সালামের মেয়ে তাছলিমা আক্তার (২০)। এ ছাড়া নাতি-নাতনিদের মধ্যে রয়েছেন পারভীন আক্তার (২০), জুয়েনা বেগম (২০), তহুরা বেগম (২০), উম্মে হানিফা (৩) ও উম্মে হানি (৩ মাস)। আহতদের মধ্যে স্ত্রী ছিপাই বেগম, ছেলে কামাল মিয়া, নাতি পারভীন আক্তার ও উম্মে হানির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ছাড়া আবদুস সালামের ছেলে জামাল মিয়া ও আনু মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

    কাঠখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বিকেলের দিকে হাজীপাড়ার আবদুস সালামের বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটলে তারা আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আটজনকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

    মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • হাওরাঞ্চলের মানুষের দুঃখ আর থাকবে না: প্রধানমন্ত্রী

    হাওরাঞ্চলের মানুষের দুঃখ আর থাকবে না: প্রধানমন্ত্রী

    কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ সড়ক নির্মাণের ফলে হাওরবাসীর চলাচলের দুর্ভোগ কমেছে, সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের। ফলে হাওরাঞ্চলের মানুষের দুঃখ আর থাকবে না।

    বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

    হাওরের বিশাল জলরাশির মাঝখানে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক এখন একটি আকর্ষণীয় পর্যটনস্থলে পরিণত হয়েছে। কিশোরগঞ্জ জেলায় হাওরের বুকে ইটনা থেকে মিঠামইন হয়ে অষ্টগ্রাম পর্যন্ত ২৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ৮৭৪.০৮ কোটি টাকা। ২০১৬ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন।

    আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমি মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানাই। মহামান্য রাষ্ট্রপতি যদি এই উদ্যোগটা না নিতেন, আর বারবার আমাদের না বলতেন, তা হলে তো এই অঞ্চলে যে এই রকমভাবে রাস্তা করা যায়, এটি হয়তো চিন্তারই বাইরে ছিল। কিন্তু আজকে তার অনুপ্রেরণা এবং তারই উদ্যোগে এ রাস্তাটি আমরা করতে পেরেছি।

    এই সড়ক হওয়ায় কিশোরগঞ্জের হাওরাঞ্চলের মানুষের এখন আর সেই ‘আগের মতো দুঃখ থাকবে না’ বলে আশা প্রকাশ করেন সরকারপ্রধান।

    সারা দেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, পণ্য পরিবহন ও মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে তার সরকার সারা দেশে ‘যোগাযোগ নেটওয়ার্ক’ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

    তিনি বলেন, সারা দেশে একটা সড়কের নেটওয়ার্ক গড়ে তুলছি; যাতে করে যোগাযোগব্যবস্থাটা… নৌপথগুলো সচল করা… সেই ব্যবস্থা নিয়েছি। রেলপথ সংযোগ পুনরায় স্থাপন করে এবং আরও নতুন নতুন অঞ্চলে রেললাইন সম্প্রসারণ করে রেলে যোগাযোগের সুযোগটা বাড়াচ্ছি। নৌপথে যোগাযোগ বাড়াচ্ছি, সড়কপথে যোগাযোগ বাড়াচ্ছি।

    অনুষ্ঠানের গণভবন প্রান্তে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

    আর কিশোরগঞ্জের মিঠামইন প্রান্তে ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, ডিসি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়েছে কিশোরগঞ্জ ফেরত যুবক

    ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়েছে কিশোরগঞ্জ ফেরত যুবক

    ২৪ ঘন্টা ডট নিউজ।ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও একজন বৈশ্যিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

    সোমবার (১১ মে) সন্ধ্যা ৭ টায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। 

    আক্রান্ত ব্যক্তির বয়স ৩৫ বছর। বাসা পীরগঞ্জ উপজেলায়। তিনি সম্প্রতি কিশোরগঞ্জ জেলা থেকে ঠাকুরগাঁওয়ে ফিরেছেন।

    শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর ঠাকুরগঞ্জ সদর উপজেলায় ৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৪ জন, হরিপুর উপজেলায় ১০ জন, রাণীশংকৈল উপজেলায় ৩ জন ও পীরগঞ্জে আজকের একজনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জন।

    এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

    ২৪ ঘন্টা/এম আর/গৌতম

  • কিশোরগঞ্জে যমুনেশ্বরী নদীর উপর ব্রীজ নির্মাণে অতিরিক্ত ব্যয় ৭৭ লাখ

    কিশোরগঞ্জে যমুনেশ্বরী নদীর উপর ব্রীজ নির্মাণে অতিরিক্ত ব্যয় ৭৭ লাখ

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীর উপর ব্রীজ নির্মানে কর্তৃপক্ষের অদূরদর্শিতার কারণে সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে ৭৭ লাখ টাকা।

    সিডিউল জঠিলতার কারনে এ পরিমান টাকা আক্কেল সেলামী দিতে হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

    জানাগেছে, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ইসমাইল ও বাহাগিলী ইউনিয়নের সংযোগ স্থাপনের জন্য যমুনেশ্বরী নদীর উপর ২০১৭-১৮ অর্থ বছরে ৩ কোটি ১২ লাখ ৭০ হাজার ৫৪ টাকা নির্মান ব্যয় ধরে টেন্ডার আহবান করা হলে কার্যাদেশ পায় গোপালগঞ্জ জেলার ঠিকাদারী প্রতিষ্ঠান খন্দকার বিল্ডার্স। ওই ঠিকাদারী প্রতিষ্ঠান ভিত্তি প্রস্তর স্থাপন করে গত বছরের ১২ জুলাই।

    কিন্তু সিডিউল জঠিলতার কারনে ভিত্তি প্রস্তর স্থাপনের পরেই নির্মান কাজ বন্ধ হয়ে যায়। ওই ঠিকাদার বেসিন প্লান্ট মেশিন ব্যবহারে আগ্রহী না হওয়ায় তৎকালীন উপজেলা প্রকৌশলী কেরামত আলী কার্যাদেশের চুক্তি বাতিল করেন।

    ফলে আরও ৭৭ লাখ টাকা বরাদ্দের সাথে যোগ করে ২০১৮-১৯ অর্থ বছরে পূনরায় টেন্ডার আহবান করা হয়। উক্ত বরাদ্দের পরিমান বেড়ে গিয়ে দাড়ায় ৩ কোটি ৮৮লাখ ২৮হাজার ৪শ ৮০টাকা।

    ২০২০ সালের ১ জানুয়ারী কাজ শেষ করার কথা থাকলেও নতুন করে কার্যাদেশ পাওয়া নীলফামারীর ঠিকাদারী প্রতিষ্ঠান এস এম শফিকুল আলমও আলসেমিতে গা ভাসিয়ে দিয়ে সময় ক্ষেপন করেছেন। ১৪ মাসে ৩টি স্পামের কাজ শেষ করা হলেও কাজের অগ্রগতি ৮০ভাগ। ব্রীজের সংযোগ সড়ক ও প্রটেকশন ওয়াল নির্মান করতে এখনও দুই মাস সময় লাগতে পারে বলে জানায় এলাকাবাসী।

    প্রকল্প এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন, সুজন মিয়া ও মিনারুল ইসলামসহ অনেকে অভিযোগ করে বলেন, নদীর বালু দিয়ে সংযোগ সড়ক নির্মান করা হচ্ছে। এটি সড়ক নয় যেন বালুর বাধ।

    এছাড়াও কর্তৃপক্ষের অদূরদর্শিতার কারণে সরকারের ৭৭ লাখ টাকা বেশি ব্যয় হলেও সময় মত ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মান কাজ শেষ না করায় আমাদের দুর্ভোগ বেড়েই চলছে।

    ঠিকাদার এস এম শফিকুল আলমের সাথে কথা হলে তিনি বলেন ব্রীজের ৩টি স্পামের কাজ শেষ করে এখন ব্লক নির্মানের কাজ করা হচ্ছে। কয়েক দিনের মধ্যে লোকজন যাতায়াত করতে পারবে।

    উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, কাজের অগ্রগতি ৯০ শতাংশ হয়েছে। বাকি ১০ শতাংশ কাজ অল্পদিনের মধ্যে শেষ হবে বলে তিনি দাবি করেন। অতিরিক্ত ৭৭ লাখ টাকা ব্যয়ের বিষয়ে তিনি বলেন, আমার পূর্বের প্রকৌশলী এ সম্পর্কে ভালো জানেন।

  • রেলওয়ের গেটম্যানকে ইউএনওর মারধর, থানায় অভিযোগ

    রেলওয়ের গেটম্যানকে ইউএনওর মারধর, থানায় অভিযোগ

    পেশাগত দায়িত্ব পালনের সময় রেলওয়ের গেটম্যানকে মারধরের অভিযোগে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আজিজের বিরুদ্ধে জিআরপি থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ মামলার এজাহার গ্রহণ করে এফআইআর করতে আদালতের অনুমতি চেয়েছে।

    অভিযোগে জানা গেছে, গত ৮ নভেম্বর দুপুর ১টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকায় (গেট নং টি/১০, কি.মি ২৪৭/৫-৬) দায়িত্ব পালন করছিলেন রেলওয়ের অস্থায়ী গেটকিপার মো. সিপরাত হোসেন। এ সময় বিজয় এক্সপ্রেস ট্রেন আসার সংকেত পেয়ে দুর্ঘটনা এড়াতে ছয়সূতি-কুলিয়ারচরের মধ্যবর্তী গেটে ব্যারিয়ার ফেলেন তিনি। এতে সড়কে সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

    আটকা পড়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বহনকারী গাড়িটিও। এ সময় গাড়িচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গেটকিপারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ গাড়ি থেকে নেমে গেটকিপারকে গালিগালাজ ও বেধড়ক মারধর করেন।

    বিষয়টি ওই দিনই গেটকিপার মো. সিফরাত হোসেন রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীকে জানান। পরদিন কিশোরগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) আনিসুজ্জামান ভৈরব রেলওয়ে থানা পুলিশকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য একটি লিখিত অভিযোগ দেন।

    এ দিকে গত ১১ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় বিভাগীয় প্রকৌশলী/২ মো. সুলতান আলী ভৈরব জিআরপি থানায় একটি মামলার অভিযোগ দাখিল করেন। এতে ‘রেলওয়ে অ্যাক্ট ১৮৮০ অনুসারে জননিরাপত্তার সঙ্গে জড়িত সরকারি কর্মচারীকে মারধরের ঘটনা গুরুতর অপরাধ’ উল্লেখ করে মামলা গ্রহণপূর্বক বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়।

    বাংলাদেশ রেলওয়ের ভৈরব অফিসের সহকারী নির্বাহী প্রকৌশলী জিসান দত্ত জানান, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হয়ে তিনি গেটম্যানকে গালিগালাজ ও মারধর করতে পারেন না। ঘটনার দিন ইউএনও যাওয়ার জন্য গেটটি খুললে যদি ট্রেন দুর্ঘটনা হতো তবে এর দায়িত্ব তিনি নিতেন না। ঘটনাটি অবহিত হওয়ার পর আমি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। পরে সিদ্ধান্ত অনুযায়ী রেলওয়ে থানায় অভিযোগ দেয়া হয়।

    ভৈরব রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস মামলার এজাহার পাওয়ার কথা স্বীকার করে জানান, বিষয়টি যেহেতু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে, তাই মামলা এফআইআর করার জন্য কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (সিজেএম) কাছে অনুমতি চাওয়া হয়েছে।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ বলেন, ট্রেন তখনও অনেক দূরে ছিল। তাই গেট খুলে দেয়ার কথা বললে গেটকিপার আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। তবে গেটম্যানকে মারধর ও গালিগালাজের অভিযোগ অস্বীকার করেন তিনি।

  • কিশোরগঞ্জের হামিদ পল্লীতে এবারের ইত্যাদি

    কিশোরগঞ্জের হামিদ পল্লীতে এবারের ইত্যাদি

    জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে নৈসর্গিক সৌন্দর্যের আধার কিশোরগঞ্জের হাওরের মাঝে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে।

    রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির সামনে অবস্থিত এই হাওরের হাজার নৌকা-ট্রলারের সারি এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছিল শুটিংয়ের সময়।

    এবারের পর্বে হাওর অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। জলে ও ডাঙ্গায় শতাধিক নৌকা রেখে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ।

    এ বিষয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত বলেন, সাধারণ মানুষের সমর্থন, সহযোগিতা, ভালোবাসার কারণেই ইত্যাদি এই দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছে। ইত্যাদি সব সময় ব্যতিক্রম কিছু তৈরি করতে পছন্দ করেন। আশা করি এবারের পর্ব দর্শকদের ভালো লাগবে।

    ইত্যাদি’র এই মিঠামইনের পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৪ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর।

    ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।