চট্টগ্রামের সাতকানিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. আরিফ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার আনোয়ারায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আরিফ আনোয়ারা উপজেলার সরকার হাট এলাকার মৃত আহম্মদ কবিরের ছেলে।
জানা যায়, গত ১৭ ডিসেম্বর দুপুর দুইটার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য স্কুলে যায়।
স্কুল থেকে বাড়িতে ফেরার পথে মো. আরিফ তাকে একা পেয়ে জোরপূর্বক বিদ্যালয়ের টয়লেটের পিছনে পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। এ সময় ছাত্রী চিৎকার করলে আরিফ তার মুখ চেপে ধরে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আরিফ তাকে বাড়িতে চলে যেতে বলে এবং এ ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখায়। মেয়েকে অসুস্থ দেখে মা জানতে চাইলে সে ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়।
রক্তক্ষরণ হলে মেয়েকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। ২০ ডিসেম্বর মো. আরিফকে আসামি করে ছাত্রীর বাবা বাদী হয়ে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, ধর্ষণ মামলা দায়েরের পর থেকে ঘটনার সঙ্গে জড়িত আসামি আরিফকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী শুরু হয়।
শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে আনোয়ারায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আরিফকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।