ডেস্ক নিউজ : ভারতে শুধু মানুষ, নারী নয়, অবলা পশুরাও এখন আর নিরাপদ নয়। কিছুদিন ধরে দেশটিতে বেড়ে গেছে কুকুর ধর্ষণের ঘটনা। গরুকেও যৌন হয়রানি করছে বিকৃত রুচির ধর্ষকরা।
এবার দেশটির মুম্বাইতে অবলা এক কুকুরের মুখ বেঁধে ধর্ষণ করেছে ৩০ বছর বয়সী এক শ্রমিক। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মুম্বাইয়ের মুলুন্দ এলাকায়। এই ঘটনায় শোভানাথ সরোজ নামে একজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মুম্বাইয়ের পশ্চিম মুম্বইয়ের মুলুন্দ অঞ্চলের একটি পার্কিংয়ে ওই নারকীয় কাণ্ডটি ঘটে। কুকুরটিকে পার্কিং এলাকার একটি ছোট ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে শোভানাথ সরোজ।
কুকুরটির আর্তনাদ কানে আসায় নিরাপত্তারক্ষীরা দৌড়ে সেখানে পৌঁছলে অসহায় কুকুরটি কাতর অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে এবং তার যৌনাঙ্গ থেকে রক্ত ঝরতে দেখা যায়। তবে নিরাপত্তারক্ষীরা এগিয়ে আসার আগেই অভিযুক্ত পালিয়ে যায়।
এ নিয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ব্রিজ ভনশালির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি মুলুন্দ থেকে খবর পাই একটি স্ত্রী-কুকুরকে এক শ্রমিক কার পার্কিং এলাকায় ধর্ষণ করেছে।
আমি সঙ্গে সঙ্গে ১০০ ডায়াল করে পুলিশে খবর দিতে বলি। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আহত কুকুরটিকে একটি পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগেই এমন আরেক কুৎসিত ঘটনার সাক্ষী হয়েছিল মুম্বই। সেবারও একটি নিরীহ কুকুরকে ধর্ষণ করা হয়েছিল।
২৪ ঘণ্টা/রাজীব