Tag: কুজেন্দ্র লাল ত্রিপুরা

  • জাতির চূড়ান্ত সমৃদ্ধির জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতের আহ্বান জানালেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

    জাতির চূড়ান্ত সমৃদ্ধির জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতের আহ্বান জানালেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, একটি জাতির চূড়ান্ত সমৃদ্ধির জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আর মানসম্মত শিক্ষা অর্জনের পাশাপাশি আমাদের ভবিষ্যত প্রজন্মকে কারিগরি শিক্ষায়ও শিক্ষিত করে তুলতে হবে। আমাদের আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য তিনি বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদকে আহবান জানান।

    ত্রিপুরাদের মাতৃভাষা ‘ককবরক’-এর সরকারি স্বীকৃতির দিনকে স্মরণ করে রোববার বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের নেতৃত্বে আয়োজিত তিনদিনব্যাপী ককবরক উৎসবের শুভসূচনা হলো বর্ণাঢ্য র‌্যালি, প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভার মধ্য দিয়ে।

    খাগড়াপুরস্থ ককবরক লাইব্রেরি থেকে খাগড়াপুর কমিউনিটি সেন্টার পর্যন্ত আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালির এবং র‌্যালি শেষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিনদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

    উদ্বোধন শেষে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সহ-সভাপতি শেফালীকা ত্রিপুরা, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক গঠিত ককবরক লেখক প্যানেলের সদস্য প্রার্থনা কুমার ত্রিপুরা।

    এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা জাতীয় উন্নয়নের স্বার্থে যে কোন লক্ষ্য অর্জনের জন্যে সকলকে একতাবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন। তিনি প্রতিনিয়ত মাতৃভাষা চর্চা করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মাতৃভাষা একটি জাতির অস্তিতের অন্যতম নিয়ামক। তাই অন্যান্য প্রভাবশালী ভাষার প্রভাব মোকাবেলা করার জন্য ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন স্তরে মাতৃভাষা চর্চা অব্যাহত রাখতে হবে। বর্তমান সরকার দেশের সকল নাগরিকের মাতৃভাষায় অধিকার নিশ্চিত করার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

    এ বছর ৪৩তম ককবরক দিবস উদযাপন করা হচ্ছে। ককবরক ত্রিপুরা জাতির মাতৃভাষা। এই ভাষা ত্রিপুরা রাজ্যের অন্যতম সরকারি ভাষা। ১৯৭৯ সালের ১৯ জানুয়ারি ককবরককে ত্রিপুরা রাজ্যের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়। এই দিনে ত্রিপুরা রাজ্যে ককবরক দিবস যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে পালিত হয়। বাংলাদেশেও বেশ কয়েক বছর ধরে ককবরক দিবসকে ঘিরে আলোচনা সভা ও ককবরক কবিতা পাঠের আয়োজন করা হচ্ছে। ককবরকভাষিদের বিভিন্ন সংগঠন বিশেষ করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ককবরক রিসার্চ ইনস্টিটিউট, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম- বাংলাদেশ, য়ামুক ইত্যাদি সংগঠন ককবরক দিবস পালনের সূচনা করে। এই ধারাবাহিকতায় এই বছরও খাগড়াছড়িতে ককবরক দিবস উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হচ্ছে।

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উৎসব উদযাপন কমিটির আহবায়ক এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা এবং উৎসবের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করেন উৎসব কমিটির সদস্য সচিব মথুরা বিকাশ ত্রিপুরা।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • পাহাড়ে বেকারত্ব ঘুচাতে সরকার সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা

    পাহাড়ে বেকারত্ব ঘুচাতে সরকার সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির সংসদ সদস্য ও প্রতিমন্ত্র পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, সরকার পাহাড়ের কর্মক্ষম যুব ও যুবাদের বেকারত্ব ঘুচাতে প্রতিটি উপজেলা সদরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করছে। এরিমধ্যে জেলার দীঘিনালা ও রামগড়ে দুটি কেন্দ্রের নির্মানকাজ চলমান রয়েছে। খুব শিগগির বাকী ৭ উপজেলাতেও নির্মাণের প্রক্রিয়া চলছে। এর মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা স্বল্প খরচে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত হয়ে দেশে ও বিদেশে যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ পাবেন।

    তিনি সোমবার বিকেলে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের ছোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশ ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র প্রদানকালে এসব কথা বলেন।

    ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি সঞ্জীব ত্রিপুরা।

    এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, সা: সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, প্রবীন সমাজসেবক মংশি মারমা, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, উল্টাছড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক বিজয় কুমার দেব, ভাইবোনছড়া হাইস্কুলের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা ও জেলা আওয়ামীলীগ নেতা অপূর্ব ত্রিপুরা উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সভাপতি ও এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের উন্নয়নে কাজ করছেন। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকার শিশুদের শতভাগ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত, নারী ও শিশু মৃত্যুর হার কমাতে গ্রামে গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। সড়ক যোগাযোগ এবং বিদ্যুতায়নকে কাজে লাগিয়ে উন্নত জীবন বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে।

    তিনি ত্রিপুরা জনগোষ্ঠির মাঝে বাল্য বিবাহ প্রতিরোধ এবং সুশিক্ষা নিশ্চিত করার জন্য সমাজের সচেতন মহলের ভূমিকা গ্রহণের আহ্বানও জানান।

    সভাশেষে তিনি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ৮টি গ্রামের পাঁচ শতাধিক দরিদ্র নারী-পুরুষের হাতে উন্নত কম্বল তুলে দেন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠির রাজনৈতিক ক্ষমতায়নে সরকারকে সহযোগিতা প্রয়োজন: কুজেন্দ্র লাল ত্রিপুরা

    পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠির রাজনৈতিক ক্ষমতায়নে সরকারকে সহযোগিতা প্রয়োজন: কুজেন্দ্র লাল ত্রিপুরা

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদরের ছয়টি প্রত্যন্ত পাহাড়ি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এর ফলে চেলাছড়া, লারমা পাড়া, পল্টনজয় পাড়া, হাপং পাড়া, খামার পাড়া ও বেলতলী পাড়ার প্রায় ছয়’শ পরিবার বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠির রাজনৈতিক ক্ষমতায়নে সরকারকে সহযোগিতা করতে হবে। বাঙালি জনগোষ্ঠির প্রতি হিংসার মনোভাব পরিহার করে নিজেদের সার্বিক উন্নয়নে মনোযোগী হওয়াটাই বাঞ্চনীয়।

    শনিবার দুপুরে চেলাছড়া গ্রামে গ্রামবাসীর উপস্থিতিতে আয়োজিত বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী সভায় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার আগে দেশের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ সংযোগের আওতার বাইরে ছিল। গত এক দশকে দেশের পাহাড়-সমতল সব এলাকায় সমভাবে উন্নয়ন সম্প্রসারিত হচ্ছে। তারই আওতায় খাগড়াছড়ি জেলার প্রায় সব এলাকায় দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ পৌঁছে যাবে।

    তিনি জাতির পিতার জন্ম শতবর্ষ উপলক্ষে সরকার প্রধানের অঙ্গীকার বাস্তবায়নে সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে ‘পাহাড়ি-বাঙালি’ সকল মানুষকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান।

    পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, পার্বত্য জেলা পরিষদ সদস্য অধ্যাপক নীলোৎপল খীসা, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার এবং পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পে-এর সহকারি প্রকৌশলী যত্ন মানিক চাকমা।

    সমাজকর্মী ও শিক্ষক আশাপ্রিয় ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে সংসদ সদস্যের সহধর্মীনি মল্লিকা ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোষ চাকমা, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা, জেলা পরিষদ সদস্য শুভমঙ্গল চাকমা, শতরুপা চাকমা ও খোকনেশ^র ত্রিপুরা উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি সভা শুরু হবার আগে বৈদ্যুতিক সুইচ টিপে বাতি জ্বালানোর মাধ্যমে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • শিল্পীরা নিজেদের সংকট ঢেকে সমাজকে আলোকিত করেন: কুজেন্দ্র লাল ত্রিপুরা (ভিডিও)

    শিল্পীরা নিজেদের সংকট ঢেকে সমাজকে আলোকিত করেন: কুজেন্দ্র লাল ত্রিপুরা (ভিডিও)

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী পদ-মর্যদার শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, শিল্পীরা নিজেদের সংকট ঢেকে শিল্পর্চ্চার মাধ্যমে সমাজকে আলোকিত করেন। নিজেদের জীবনের চেয়ে দেশ-সমাজের মনন সমৃদ্ধির ‘সবুজ পাহাড়ের বাঁকে’ শীর্ষক পাঁচদিনের আর্ট ক্যাম্প শুরু হয়েছে।

    বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় আয়োজক প্রতিষ্ঠান ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট’ তিন পার্বত্য জেলার চিত্রশিল্পীদের নিয়ে ৫ দিন ব্যাপী বৃহৎ এই আর্ট ক্যাম্প এর আয়োজন করেছে।

    এতে অংশগ্রহণ করেছেন চিত্রশিল্পীদের সংগঠন ‘হিল আর্টিস্ট গ্রুপ’-এর সদস্যরা। পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুর্নবাসন টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে আর্ট ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, হিল আর্টিস্ট গ্রুপের সহ-সভাপতি ধনমণি চাকমা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক হ্লাবাইসু চৌধুরী।

    আর্ট ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জীতেন চাকমা।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পাহাড়ের জীবন-জীবিকা, কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্যের শৈল্পিক প্রতিচ্ছবি তুলে ধরার প্রত্যয়েই শিল্পীদের দায়িত্ব। শত প্রতিকূলতা আর সীমাবদ্ধতার মধ্যেও সেই দায়বদ্ধতার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি জনপদের শিল্পী ও সংস্কৃতিসেবীদের অবদানে। খাগড়াছড়ির মতো জনপদে ৫ দিনের আর্ট ক্যাম্প আয়োজন যেমন প্রশংসার তেমনি এর মাধ্যমে নতুন প্রজন্ম খুঁজে পাবে নিজেদের শিল্পিত ভবিষ্যত।

    বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী শিল্পকর্ম চর্চা এবং নিয়মিত প্রর্দশনের লক্ষ্যে খাগড়াছড়ি জেলাশহরে সংস্কৃতি মন্ত্রণালেেয়র সহযোগিতায় একটি আধুনিক রুচিসম্মত ‘আর্ট গ্যালারি’ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

    ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর উপপরিচালক জিতেন চাকমা জানান, শিল্পীদেরকে শিল্প উপকরণ হস্তান্তরের মাধ্যমে শুরু হবে ৫ দিন ব্যাপী এই আর্ট ক্যাম্পের। প্রথম দিনে মূলত শিল্পীরা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে একটি আর্ট ওয়ার্কশপ পরিচালনা করবেন। পরবর্তী ৪ দিন চিত্রশিল্পীরা খাগড়াছড়ির কয়েকটি স্থানে গিয়ে ছবি আঁকবেন। তাঁরা খাগড়াছড়ির মনোরম প্রাকৃতিক দৃশ্য, এখানকার মানুষের যাপিত জীবন , সাংস্কৃতিক বৈচিত্রতা ,পরিবেশ প্রতিবেশ ইত্যাদি বিষয় নিয়ে তাদের ক্যানভাস রাঙিয়ে তুলবেন এমন প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে এই আর্ট ক্যাম্পটি।

    ২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ

  • করোনা ঝুঁকি উপেক্ষা করেই ত্রাণ দিয়ে যাচ্ছেন খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

    করোনা ঝুঁকি উপেক্ষা করেই ত্রাণ দিয়ে যাচ্ছেন খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

    খাগড়াছড়ি প্রতিনিধি:করোনার মধ্যেই কর্মহীন অভাবি মানুষের মাঝে ত্রান বিলিয়ে চলেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি প্রতিদিনই কোন না কোন উপজেলায় ছুটে যাচ্ছেন ত্রান সামগ্রি নিয়ে।

    সোমবার (১৮ মে) জেলার পানছড়ির দুই ইউনিয়নের ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা তুলে দেন।

    সোমবার দুপুরে জেলার পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ৪‘শ নারী-পুরুষের মাঝে ত্রানের খাদ্যশষ্য বিতরণ করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

    এর পর তিনি লতিবান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আরো ৩শ পরিবারকে খাদ্যশষ্য চাল বিতরণ করেছেন।

    স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরাই স্বউদ্যোগে টাকা তুলে ত্রান সামগ্রি বিতরণের ব্যবস্থা করেন। এর বাইরেও ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের উদ্যোগে আরো ৪শ পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়।

    ত্রান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, এটা হলো ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার।

    তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর ইচ্ছায় সারা দেশের ৫০ লাখ কর্মহীন পরিবারকে আড়াই হাজার টাকা করে দেয়া হচ্ছে। খাগড়াছড়িতে এমন ৬০ হাজার পরিবার নগদ অর্থ সহায়তা পাচ্ছেন। কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি করোনাকালীন সময়ে সরকারের ব্যাপক পদক্ষেপের প্রশংসা করেছেন।

    ত্রান বিতরণকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহম্মাদ তৌহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মোমিন, সাবেক সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নাজির হোসেন ও প্রেস ক্লাব সভাপতি জেলা জয়নাথ দেব উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • করোনা’র বৈরী পরিবেশেও মাঠ ছাড়তে চান না খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

    করোনা’র বৈরী পরিবেশেও মাঠ ছাড়তে চান না খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

    খাগড়াছড়ি প্রতিনিধি:করোনাকালেই প্রিয়তম বয়োবৃদ্ধ মাকে হারিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। সেই শোককে সাথী করেই করোনা দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কাপর্ণ্য করেননি তিনি।

    এখনও প্রতিদিন মাঠ চষে ত্রাণ কার্যক্রমে সর্বোচ্চ সময় ব্যয় করছেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের এই সভাপতি।

    শুধু তাই নয়, নিজ দলের পাশাপাশি বিভিন্ন সামাজিক-বেসরকারি উদ্যোগেও নীরবে ব্যক্তিগত তহবিল থেকে উদার হস্তে নগদ অর্থ বিলিয়ে দিচ্ছেন তিনি।

    পাহাড়ি-বাঙালি সবার প্রতি সমান দৃষ্টিতে ত্রাণ বিতরণে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিভাগ-প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের।

    তিনি এই প্রতিবেদককে বলেন, এটি মহান মুক্তিযুদ্ধের সময়কালের মতো সংকট। একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়ছে দেশের সম্মুখ যোদ্ধারা। প্রতিদিন চিকিৎসক-চিকিৎসাকর্মী-পুলিশ-সাংবাদিকসহ ফ্রন্টলাইনরা আক্রান্ত হচ্ছেন। তাঁদের পরিবার-স্বজনরাও প্রচন্ড দুশ্চিন্তায় আছেন। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের মায়াকে তুচ্ছজ্ঞান করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
    তাই একজন রাজনীতিক-জনপ্রতিনিধি হিশেবে ঘরে বসে থাকার সুযোগ নেই।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ