Tag: কুমিরা

  • কুমিরা সন্দ্বীপ জাহাজ চলাচল বন্ধ, কাউন্টারে বিক্ষুব্ধ যাত্রীদের ব্যাপক ভাংচুর

    কুমিরা সন্দ্বীপ জাহাজ চলাচল বন্ধ, কাউন্টারে বিক্ষুব্ধ যাত্রীদের ব্যাপক ভাংচুর

    সীতাকুণ্ড প্রতিনিধি: খারাপ আবহাওয়ার কারণে কুমিরা সন্দ্বীপ জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় বিক্ষুব্ধ যাত্রীরা ব্যাপক ভাংচুর চালিয়েছে কুমিরা কাউন্টারে।

    বুধবার (২৮ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার কুমিরা ঘাট এলাকায় এঘটনা ঘটে। ঈদে সন্দ্বীপে যাওয়ার জন্য ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গা থেকে হাজারো যাত্রী ভোর থেকে টিকেটের জন্যে কুমিরা ঘাটে অবস্থান করে। সাগরে ৩ নাম্বার সিগনাল চলার ফলে সাগর এ কি করছিস সাগর উত্তাল থাকায় ঘাট কর্তৃপক্ষ জাহাজ চলাচল বন্ধ রাখে। এতে বাড়ি ফেরার অপেক্ষায় হাজারো যাত্রী বিক্ষুব্ধ হয়ে উঠেন। উত্তেজিত যাত্রীদের শান্ত করতে ঘাট কর্তৃপক্ষ সকালে উদ্ধতন কর্মকর্তার সাথে আলাপ করে সকালে সন্দ্বীপ থেকে একটি জাহাজ নিয়ে আসেন। সেই জাহাজে করে প্রায় ১ হাজার যাত্রী সন্দ্বীপে ফিরে। এরপর আরো ১ হাজারের অধিক যাত্রী কুমিরা ঘাটে আটকা পড়েন। বিষয়টি কুমিরা ঘাট কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা পরিষদ, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলা প্রশাসনকে অবহিত করলেও আবহাওয়া অনুকুলে না থাকায় জাহাজের ক্যাপ্টেন জাহাজ চালাতে অপারগতা প্রকাশ করেন। ফলে কাউন্টার থেকে টিকেট বিক্রি বন্ধ রাখা হয়। হাজারো যাত্রীর বাড়ি যাওয়া অনিশ্চিত হলে বিক্ষুব্ধ হয়ে উঠেন। এসময় তারা কাউন্টারে ব্যাপক ভাংচুর করে। অফিসের সমস্ত দরজা, জানালা, গ্লাস, চেয়ার- টেবিল ভেঙে ফেলে। বিক্ষুব্ধ যাত্রীরা অফিসে সমস্ত আসবাবপত্র ভেঙে সাগরে ফেলে দেয় এবং কাউন্টার থেকে নগদ সাড়ে তিনলক্ষ টাকা ছিনিয়ে নেয় বলে জানান ঘাট কর্তৃপক্ষ।

    খবর পেয়ে সীতাকুণ্ড থানা, নৌ পুলিশ, কোষ্টগার্ড ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্দ্বীপ থেকে কুমিরা আসা নরুত্তম বনিক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, হাজারো যাত্রী টিকেট না পেয়ে কাউন্টারে ব্যাপক ভাংচুর চালিয়েছে। তারা সব জিনিসপত্র সাগরে ফেলে দেয়। কুমিরা ঘাট পরিচালক নয়ন জানান, আবহাওয়া খারাপ থাকার কারণে কর্তৃপক্ষের নির্দেশে জাহাজ বন্ধ রাখা হয়। এরপরও যাত্রীদের কথা বিবেচনা করে সকালে একটি জাহাজ পাঠানো হয়। এরপর আরো ১ হাজারের মতো যাত্রী আটকা পড়লে বিষযটি কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্ত জাহাজ চলাচল অনুকূলে না থাকায় ক্যাপ্টেন জাহাজ ছাড়তে রাজি হননি। যার ফলে বিক্ষুব্ধ যাত্রীরা কাউন্টার ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে এবং ক্যাশের নগদ সাড়ে ৪ লক্ষ টাকা নিয়ে যায়। তিনি বলেন, জাহাজ ছাড়া না ছাড়ার বিষয়টি আমাদের অনুকূলে নয়। আবহাওয়া খারাপ হলে কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া জাহাজ ছাড়া যায়না। একটা দূর্ঘটনা ঘটলে সেটা আমাদের উপর বর্তাবে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাজারো সন্দ্বীপবাসী পরিবার পরিজনের সাথে ঈদ করতে না পেরে ক্ষুব্দ হয়ে ফিরে যান।

  • ৪ বাহিনীর যৌথ প্রচেষ্টায় ২৪ ঘণ্টা পর সীতাকুণ্ডের আগুন নিয়ন্ত্রণে

    ৪ বাহিনীর যৌথ প্রচেষ্টায় ২৪ ঘণ্টা পর সীতাকুণ্ডের আগুন নিয়ন্ত্রণে

    সীতাকুণ্ড প্রতিনিধি: দীর্ঘ ২৪ ঘণ্টা পর সীতাকুণ্ডে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিমান বাহিনী ও বিজিবির ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

    কুমিরা ফায়ার ও সিভিল সার্ভিস কর্মকর্তা সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, সীতাকুণ্ডের কুমিরায় ইউনিটেক্স স্পিনিং মিলের তুলার গোডাউনে আগুন লাগার ঘটনায় রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দীর্ঘ ২৪ ঘণ্টা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, সেনাবাহিনীর ৪টি, নৌ বাহিনীর ৪টি, বিমান বাহিনীর ২টি, বিজিবির ৪টি ইউনিটসহ মোট ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। শনিবার সকাল সাড়ে ৯টায় লাগা আগুনে আড়াই হাজার টন তুলা সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।

    এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা পর্যবেক্ষণ করতে শনিবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটির আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহাদাত হোসেন মিথুন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আসায় সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসসহ অন্য বাহিনীর সদস্যরা ফিরে যায়। ঘটনা তদন্তে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলমকে প্রধান করে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অপরদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি কেউ।

  • সীতাকুণ্ডের কুমিরায় ইউনিটি হেলথ কেয়ার’র উদ্বোধন

    সীতাকুণ্ডের কুমিরায় ইউনিটি হেলথ কেয়ার’র উদ্বোধন

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ জনগণের সেবার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি, নির্ভুল পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে সীতাকুণ্ডের বড় কুমিরায় যাত্রা শুরু করেছে ইউনিটি হেলথ কেয়ার এন্ড ডায়াগনোস্টিক সেন্টার।

    আজ শুক্রবার (৩ জুন) সকাল ১১টায় এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উক্ত ইউনিটি হেলথ কেয়ার উদ্বোধন করা হয়।

    এলাকায় কোনো উন্নত ডায়াগনস্টিক সেন্টার না থাকায় মানুষজন চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষার জন্য শহরে যেতে হতো। এ কথা চিন্তা করে কুমিরা বাজারে এই প্রথম উন্নত ও ডিজিটাল মেশিন দিয়ে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারটি চালু করা হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের এডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম (পিপিএম)।

    ইউনিটি হেলথ কেয়ার এর চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন শামিম এর সভাপতিত্বে এবং অধ্যাপক মোঃ খোরশেদ আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, ইউনিটি হেলথ কেয়ার এর পরিচালক মোঃ সায়েম,ডাঃ আবু নাছের, ইউপি সদস্য মোঃ আলাউদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    এলাকার ৩০ জন যুবক সেবার মানসিকতায় ওই ইউনিটি হেলথ কেয়ারের উদ্যেগ নেন। তারা জানান, এলাকার গরীব অসহায় মানুষদের সুযোগ সুবিধার উপর অগ্রধিকার থাকবে এবং গরীব অসহায় মানুষকে নামমাত্র মূল্যে সেবা দেওয়া হবে বলে জানান।

  • কুমিরায় স্টার লাইন বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

    কুমিরায় স্টার লাইন বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় স্টার লাইন পরিবহন বাসের ধাক্কায় কিরঙ্গ দাস (৬০) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে।

    আজ বুধবার বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের উত্তর মসজিদ্দা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর এ ঘটনা ঘটে। নিহত কিরঙ্গ দাস একই এলাকার রহিনী দাসের স্ত্রী।

    জানা যায়, নিহত বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

    এব্যাপারে হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, একটি বাসের চাপায় এক পথচারী মারা গেছে। নিহতের ভাই জানিয়েছেন তার বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমরা লাশটি উদ্ধার করেছি। এছাড়া বাসটিও আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • কুমিরায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দ্বিখণ্ডিত মাছ ব্যবসায়ী

    কুমিরায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দ্বিখণ্ডিত মাছ ব্যবসায়ী

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আবারো কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল পৌনে আটটার সময় উপজেলার ছোট কুমিরার গুল আহম্মদ জুট মিল এলাকার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ আবুল হাসেম(৫০)। তিনি কুমিরা মছজিদ্দা এলকার মৃত আবদুল হামিদের পুত্র।

    হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, নিহত হাসেম ভ্যানগাড়ি করে মাছ বিক্রি করছিলেন, এসময় ঢাকামূখী একটি কাভার্ডভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।

    এব্যাপারে হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে একব্যক্তি নিহত হয়। চালক আরিফ উদ্দিনকে গাড়িসহ আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের কুমিরা আওয়ামীলীগের উদ্যেগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

    সীতাকুণ্ডের কুমিরা আওয়ামীলীগের উদ্যেগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়ন আওয়ামীগের উদ্যেগে এবং ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরীর সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৭ ফেব্রুয়ারী) বিকালে মছজিদ্দা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ।

    এসময় তিনি বলেন, বর্তমান সরকার একটি উন্নয়নমুখী জনবান্ধব সরকার, এসরকারের আমলে দেশের অকল্পনীয় উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে সর্তক থাকতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন ইউপি নির্বাচনে আবারো কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরীকে নির্বাচিত করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহবান জানান।

    বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন চৌধুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, ২নং ইউনিয়নের চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, ৪ নং মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন বাবু, ৫নং বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযুদ্ধা আবুল কালাম চৌধুরী (আলেকজান্ডার), কুমিরা ইউনিয়ন পরিষদের ১ থেকে ৯নং ওয়ার্ডের সকল সদস্য ও মহিলা সদস্যবৃন্দ, প্রত্যেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপত, সাধারণ সম্পাদকবৃন্দ, ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউদ্দিন আহম্মদ রাজু, সেচ্ছাসেবক লীগের সভাপতি ফছিউল আলম, সাধারণ সম্পাদক আবু তাহের, তাতী লীগের সভাপতি কাজী শিবলু, বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি মোঃ শামিম, সাধারণ সম্পাদক দেলোয়ার, উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের কুমিরায় ট্রাকের ধাক্কায় ফেনী জেলা পুলিশের এএসআই নিহত

    সীতাকুণ্ডের কুমিরায় ট্রাকের ধাক্কায় ফেনী জেলা পুলিশের এএসআই নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শ্রী নিপন চাকমা (৪৭) নামে এক এএসআই নিহত হয়েছে।

    আজ বৃহস্পতিবার(৪ ফ্রেব্রুয়ারী) বিকাল তিনটার সময় উপজেলার ছোট কুমিরা মছজিদ্দা এলাকায় মহাসড়কের বাইপাসে এ দূর্ঘটনা ঘটে।

    নিহত নিপন চাকমা রাঙ্গামাটি জেলার কাউখালী থানার উল্টা রাঙ্গীপাড়া কমলগতির নিরোধ রঞ্জন চাকমার পুত্র।

    জানাযায়, ফেনী জেলা পুলিশ লাইনে কর্মরত নিপন চাকমা মোটর সাইকেল যোগে চট্টগ্রামে আসার পথে কুমিরা এলাকায় চট্টগ্রামমূখী একটি ট্রাক (চট্টমেট্টো ট-০৫০৩৬৩) পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই এএসআই নিপন চাকমা মারা যান। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস দল গিয়ে লাশটি উদ্ধার করে হাইওয়ে থানার নিকট হস্তান্তর করে।

    এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, নিহত ব্যক্তি একজন পুলিশ সদস্য। তিনি ফেনী থেকে মোটর সাইকেল যোগে চট্টগ্রামে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত হন। ট্রাক চালক বাবলু(২১) কে গাড়িসহ আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের নবাগত ওসি ও কুমিরা হাইওয়ে ফাঁড়ির নবাগত ইনচার্জের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

    সীতাকুণ্ডের নবাগত ওসি ও কুমিরা হাইওয়ে ফাঁড়ির নবাগত ইনচার্জের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড মডেল থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ এবং কুমিরা হাইওয়ের পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ মোঃ ফারুক হোসেনের সঙ্গে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের নবনির্মিত ভবন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। সীতাকুণ্ড উপজেলা একটি সুনামধন্য উপজেলা, এ উপজেলার একদিকে পাহাড় আরেকদিকে সাগর। মাঝে মহাসড়ক। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে তেমনি রয়েছে ব্যাপক শিল্প কারখানা। গুরুত্বপূর্ণ এই থানায় কাজ করতে সাংবাদিকদের সবচে বেশী সহযোগীতা প্রয়োজন।

    প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

    বক্তব্য রাখেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ ফারুক হোসেন, মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল, প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি এম.সেকান্দর হোসাইন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম. হেদায়েত, সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম বিএসসি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রফিকুল ইসলাম, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

    ২৪ ঘণ্টা/দুলু

  • বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাপ্পীর নেতৃত্বে কুমিরা ইউনিয়ন আ’লীগের বিক্ষোভ মিছিল

    বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাপ্পীর নেতৃত্বে কুমিরা ইউনিয়ন আ’লীগের বিক্ষোভ মিছিল

    সীতাকুণ্ড প্রতিনিধি : কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ।

    বুধবার (৯ ডিসেম্বর) বিকালে কুমিরাস্থ পিএইচপি গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারে এসে শেষ হয়।

    মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক ও আওয়ামীলীগ নেতা জিয়াউল আবেদীন বাপ্পি।

    বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা জসিম সওদাগর, মাহবুব, বিল্লাল, ইউছুপ আজমী, যুবলীগ নেতা ইমন, সাহাবুদ্দিন, মো: ওয়াসিম,
    ছাত্রলীগ নেতা আইনুল, নয়ন, ফয়সাল, আরিফ প্রমুখ।

    বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার দুঃসাহস যারা দেখিয়েছে তাদের হাত ভেঙ্গে দিতে হবে। মৌলবাদী গোষ্ঠীর এদেশে থাকার কোন অধিকার নেই।

    ২৪ ঘণ্টা/দুলু

  • বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কুমিরা আ’লীগের বিক্ষোভ সমাবেশ

    বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কুমিরা আ’লীগের বিক্ষোভ সমাবেশ

    সীতাকুণ্ড প্রতিনিধি : কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ।

    আজ সোমবার(৭ ডিসেম্বর) বিকালে ছোট কুমিরাস্থ মছজিদ্দা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন (সওঃ) এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।

    এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ হারুন, মোঃ আলাউদ্দিন, আওয়ামীলীগ নেতা গাজী সেকান্দর, যুবলীগ সভপতি জিয়াউদ্দিন রাজু, ছাত্রনেতা সামী,নজরুল ইসলাম ঝিনুকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।

    এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে একটি দেশ, একটি মানচিত্র, যার কারণে আমরা একটি দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি তার অবমাননা বাংলার জনগন কখনো সহ্য করবে না। যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদেরকে কোন ছাড় নেই। অভিলম্বে মামুনুলহকগণকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানায়।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

    সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছে।

    বুধবার (৫ আগষ্ট) বেলা তিনটার দিকে কুমিরার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মমতাজ উদ্দিন (২৮), পিতা নুরুচ্ছাপা প্রকাশ নুরু এবং আব্দুর রশিদ মাঝি (২৭) পিতা মৃত সিরাজ মিয়া। তাদের বাড়ি
    কক্সবাজার জেলার পেকুয়া থানার পূর্ব উজানটিয়া ইউনিয়নে।

    জানা যায়, জিপিএইচ ইস্পাত কারখানায় ব্যবহার করতে গভীর পাহাড়ে ছড়ার পানি জমিয়ে রাখার জন্য বাঁধ নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন শ্রমিকদ্বয়। উক্ত জমানো পানি কারখানায় ব্যবহারের জন্য সেখান থেকে পাইপের মাধ্যমে ফ্যাক্টরিতে সঞ্চয় করা হতো। জমিয়ে রাখা ড্যামের পানির বাঁধে মাটির কাজ করার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই এ দু’জন শ্রমিক নিহত হয়।

    নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, জিপিএস কারখানার শ্রমিক নিহতের ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • কুমিরাস্থ আইআইইউসি’র শিক্ষার্থীদের জন্য টিউশন ফি কিস্তিতে পরিশোধের ঘোষণা

    কুমিরাস্থ আইআইইউসি’র শিক্ষার্থীদের জন্য টিউশন ফি কিস্তিতে পরিশোধের ঘোষণা

    সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে সীতাকুণ্ডের কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ২০২০ সালের বসন্তকালীন সেমিস্টারের সকল শিক্ষার্থীর টিউশন ফি’র উপর বিশ শতাংশ বিশেষ ওয়েভার এবং কিস্তিতে পরিশোধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

    আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞাপ্ততিতে এ ঘোষণার কথা জানানো হয়।

    করোনা পরিস্থিতির কারণে অভিভাবক ও শিক্ষার্থীদের আর্থিক অবস্থা বিবেচনা করে আইআইইউসি এই বিশেষ অফার প্রদান করেছে।

    শিক্ষার্থীরা ২৬ জুলাইয়ের মধ্যে প্রদেয় টাকার প্রথম কিস্তি চলিশ শতাংশ, ২০ আগস্ট দ্বিতীয় কিস্তি বিশ শতাংশ এবং ১৫ অক্টোবরের মধ্যে তৃতীয় কিস্তি চলিশ শতাংশ পরিশোধ করলে প্রত্যেক কিস্তিতে টিউশন ফি’র উপর বিশ শতাংশ ওয়েভার পাবে।

    উলেখ্য, আগে থেকেই সিবলিংস, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর এবং মুক্তিযোদ্ধার সন্তানকে পঁচিশ শতাংশ থেকে শতভাগ যে ওয়েভার দেয়া হচ্ছিল তা বহাল থাকবে।

    উল্লেখিত ক্যাটাগরি সমূহ এবং সদ্য ঘোষিত বিশ শতাংশ বিশেষ ওয়েভারের মধ্যে যা সর্বোচ্চ তা সংশিলষ্ট শিক্ষার্থীর জন্য প্রযোজ্য বলে বিবেচিত হবে।

    বিস্তারিত জানার জন্য শিক্ষার্থীদের আইআইইউসি’র ওয়েবসাইট দেখতে এবং হিসাব শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু