Tag: কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ

  • কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি হলেন আবু নাসের

    কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি হলেন আবু নাসের

    কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের এক বছর পর ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিল কেন্দ্রীয় আওয়ামীলীগ।

    মঙ্গলবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ৭৫ সদস্য বিশিস্ট কমিটি হাতে পায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ।

    এক বছর আগে ২০১৯ সালের ১০ ডিসেম্বর মু. রুহুল আমিনকে সভাপতি ও রৌশল আলী মাষ্টারকে সাধারণ সম্পাদক ঘোষণা দেয়া হয়।

    নতুন কমিটিকে সহ-সভাপতি হিসেবে পদে আছেন আওয়ামীলীগের ত্যাগী নেতা আবু নাসের , কুমিল্লা ৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা, ডা.প্রাণ গোপাল দত্তসহ ১১ জন সহ-সভাপতি। আর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে তিনজনকে। এছাড়াও গুরুত্বপূর্ণ পদে এসেছেন দলের নবীন ও প্রবীন নেতারা।

    কমিটিতে কুমিল্লা উত্তর জেলার ৭ টি উপজেলার নবীন ও প্রবীনদের সমন্বয় করে এবং মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী নেতাদের স্থান দেয়া হয়েছে।