Tag: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

    এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিবে কুবির কর্মকর্তা-কর্মচারীরা

    প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিবে কুবির কর্মকর্তা-কর্মচারীরা

    কুবি প্রতিনিধি:::করোনাভাইরাসের ফলে উদ্ভুত পরিস্থিতিতে মানবিক সাহায্যার্থে এগিয়ে এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তা-কর্মচারীরা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন এবং কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক-পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

    বিজ্ঞপ্তিগুলোতে দুই সংগঠনের নেতারাই উল্লেখ করেন, কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কর্মকর্তাদের একদিনের বেতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাসের বেতন থেকে এই অর্থ কেটে নেয়া হবে।

    বিজ্ঞপ্তিগুলোতে আরো উল্লেখ করা হয়, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনগুলো মনে করছে, করোনাভাইরাসের প্রকোপের ফলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব দেশের দৈনন্দিন খেটে খাওয়া মানুষের উপর পড়তে শুরু করেছে। সমাজের অগ্রসর মানুষ হিসেবে যে দায়বদ্ধতা আছে সে জায়গা থেকেই তারা মানুষের পাশে এগিয়ে এসেছেন। তাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • করোনা মোকাবেলায় সহযোগিতার হাত বাড়াল কুবির ইংরেজি বিভাগ

    করোনা মোকাবেলায় সহযোগিতার হাত বাড়াল কুবির ইংরেজি বিভাগ

    তাসফিক আব্দুল্লাহ চৌধুরী, কুবি প্রতিনিধি::::বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে অচল হয়ে গেছে স্বাভাবিক জনজীবন। দেশের বিভিন্ন প্রান্তে চলছে লকডাউন। ভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে সবাইকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ ঘরে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন দেশের সীমিত আয়ের জনগোষ্ঠী।

    দেশের এই দুঃসময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। বিভাগের শিক্ষক এবং বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে গঠন করা হয়েছে তহবিল, যা ব্যবহার করা হবে বিভাগের অসচ্ছল ও দুর্ভোগে পড়া শিক্ষার্থীদের সহায়তায়।

    বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানে গঠিত তহবিল থেকে করোনাভাইরাসের কারণে দুর্ভোগে পড়া প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে কমপক্ষে ১০ দিনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জোগান দিয়ে সহায়তা করা হবে। বিভাগের মোট ১৬ টি জেলার অসচ্ছল শিক্ষার্থীর পরিবার পাচ্ছে এই অনুদান।

    বিভাগের শিক্ষার্থী ও ছাত্রছাত্রী প্রতিনিধি নাইম দূর্জয় বলেন, ” করোনাক্রান্ত সময়ে ইংরেজি পরিবারের যারা দুঃসময় পার করছে তাদের সমস্যার ধরন বুঝে আমরা আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছি। এ কার্যক্রমে দায়িত্ব নিয়ে এগিয়ে আসা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই।”

    বিভাগের সহকারি অধ্যাপক ও লিভারেল মাইন্ডসের আহ্বায়ক ফিরোজ আহমেদ জানান,”বর্তমানে করোনায় স্হবির পুরো বিশ্ব। এই অবস্হায় অনেকেরই উপার্জনের পথ বন্ধ হয়েছে, বিশেষত যেসকল ছাত্র-ছাত্রীরা টিউশনি করতো। তাই যারা সাময়িক আর্থিক স্ংকটে আছেন তাদের পাশে বাকিদের এগিয়ে আসতে হবে।আমরা এই এগিয়ে আসাটা শুরু করেছি নিজের বিভাগ দিয়ে। ইংরেজি বিভাগের যে সকল শিক্ষার্থীর পরিবার এই আার্থিক সংকটে আছে, তাদের পাশে দাড়িয়েছি আমাদের বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সকলে মিলে।।”

    এ বিষয়ে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস জানান, “বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় বিভাগের অসচ্ছল শিক্ষার্থী ও তাদের পরিবারের ভোগান্তি প্রশমিত করতেই বিভাগের এই উদ্যোগ।”

    তিনি আরও বলেন,”বৈশ্বিক মহামারীর এই দুঃসময়ে আমরা ইংরেজি বিভাগ পরিবার আমাদের যে সকল সেল্ফ-রিলায়েন্ট শিক্ষার্থী রয়েছে, বর্তমান প্রেক্ষাপটে যাদের খণ্ডকালীন কাজ করার সুযোগ বিঘ্নিত হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে। আমি আশাবাদী আমাদের এ ক্ষুদ্র প্রয়াস এই অমানিশায় শিক্ষার্থীদের মনোবল যোগাবে, আমাদের পারিবারিক বন্ধন সুদৃঢ় করবে, এবং, সর্বোপরি মানবতার জয় হবে।”

  • কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

    কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

    কুবি প্রতিনিধিঃ বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইসের সংক্রমনের ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সবধরণের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও এসময় শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে ঘরে অবস্থান করতে ও সাবধানতা অবলম্বন করতে হয়।

    এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উপাচার্য মহোদয় এর নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সবাই যেনো সাবধানে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করে সেজন্য এই ঘোষণা।’

  • কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের তৃতীয় বছরে পদার্পন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের তৃতীয় বছরে পদার্পন

    তাসফিক আব্দুল্লাহ চৌধুরী, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান নিয়ে ২০১৮ সালের আজকের দিনে যাত্রা শুরু করে সংগঠনটি। দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।

    দেশজুড়ে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সংগঠনটি এবছর প্রতিষ্ঠাবার্ষিকী পালনে কোনো ধরণের আনুষ্ঠানিক আয়োজন করছে না। প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে তারা করোনায় আতঙ্কিত না হয়ে সতর্ক হয়ে ঘরে থাকার আহবান জানিয়েছেন সকলের প্রতি। তবে পরবর্তীকালে সুবিধামতো প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা পালিত হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
    আহবায়ক কমিটির মাধ্যমে ২০১৮ সালের ৪ এপ্রিল ৯ জন সদস্য নিয়ে যাত্রা করে সাংবাদিক সংগঠনটি। যাত্রা শুরুর পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের জন্য প্রশংসিত সংগঠনটির সাথে বর্তমানে ২০ জন সদস্য কাজ করছে, পাশাপাশি রয়েছে দশের অধিক সহযোগী সদস্যও।
    সিনিয়র-জুনিয়রদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে ক্যাম্পাসে নিরলসভাবে সংবাদ উপস্থাপনের কাজ করে যাচ্ছে সংগঠনটি। ক্লাবের সহযোগী সদস্য ইকবাল হাসান শুভেচ্ছা জানিয়ে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব তার কাজের মাধ্যমে ক্যাম্পাসে পরিচিত হয়েছে। আশা করি, কাজের মাধ্যমেই আজীবন বেঁচে থাকবে। এর সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

    ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক শাহরিয়ার নোবেল বলেন, সাংবাদিকতা পেশার যে মহান আদর্শ রয়েছে তার চর্চা এই পেশার শুরুর ক্ষণে নিজেদের মাঝে ছড়িয়ে দিতেই কাজ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। নীতিবান সাংবাদিক তৈরিতে এই সংগঠনটি নিরলস কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি।

    প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে সংগঠনটির বর্তমান সভাপতি মাহফুজ কিশোর জানান, দেখতে দেখতে সাফল্যের দুই বছর পেরিয়ে ৩য় বর্ষে পা রাখলো প্রিয় সংগঠনটি। এর পেছনে যেসকল প্রাক্তনদের অবদান আছে তাদের এবং সংগঠনের সকল শুভানুধ্যায়ীদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতির কল্যাণে নিবেদিত থেকেই আমরা কাজ করে যেতে চাই।

    সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, মূলধারার ক্যাম্পাস সাংবাদিকতা করার জন্য ২০১৮ সালে যাত্রা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের। হাঁটি হাঁটি পা পা করে আজ ৪ এপ্রিল তৃতীয় বর্ষে পদার্পণ করেছে প্রিয় সংগঠন। ক্লাবের মেধাবী, ত্যাগী, উদ্যমী তরুণ সদস্যদের পরিশ্রমে আজ সংগঠন ধীরে ধীরে পূর্ণতা পেতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের কাছে প্রত্যাশা আরও বেশি। আরও এগিয়ে যাক। ক্লাব হোক ক্যাম্পাসের ধ্বনি। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের সদস্য ও বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে শুভেচ্ছা।

  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অভয়ারণ্যে দায়িত্ব পেলেন সাজ্জাদ-সিফাত

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অভয়ারণ্যে দায়িত্ব পেলেন সাজ্জাদ-সিফাত

    কুবি প্রতিনিধি: প্রাকৃতিক বৈচিত্র সংরক্ষণে নিবেদিত পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়েছে।

    শনিবার (১৪মার্চ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাদশ আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ বাসার কে সভাপতি ও আইন বিভাগের একাদশ আবর্তনের শিক্ষার্থী সাফায়িত সিফাতকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি রিজওয়ান কবির ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন।

    কমিটিতে দায়িত্ব প্রাপ্ত অন্যান্যরা হলেন- সহসভাপতি পদে বাংলা বিভাগের মাহবুবা আক্তার, ফরহাদুর রহমান (এম সিজে), ইশতিয়াক আহমেদ (নৃবিজ্ঞান), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহন চক্রবর্তী (নৃবিজ্ঞান), সামিয়া হক রিভা (আইন), সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ (লোক প্রশাসন), সানজিদা ঋতু (এমসিজে), তমাল ভূইয়া (এমসিজে), অর্থ সম্পাদক পদে আবদুল্লাহ্ আল সিফাত (আইন), দপ্তর সম্পাদক পদে আরাফাত রাফি (বাংলা), প্রচার সম্পাদক পদে সুমাইয়া তাবাসসুম (নৃবিজ্ঞান) এবং উপ-প্রচার সম্পাদক পদে শাহ সামিন সাদি (অর্থনীতি)।

    উল্লেখ্য, ঘোষিত কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

  • কুবি অধ্যাপকের রিট; ডিন পদে হাইকোর্টের স্থগিতাদেশ

    কুবি অধ্যাপকের রিট; ডিন পদে হাইকোর্টের স্থগিতাদেশ

    কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজ্ঞান অনুষদের ডিন পদে ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অধিনস্থ হাইকোর্ট বিভাগ। উক্ত অনুষদের ডিন নিয়োগে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করার অভিযোগ করে এক অধ্যাপকের রিটের প্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেন হাইকোর্টের দুই বিচারপতির সমন্বিত বেঞ্চ।

    বিশ্ববিদ্যালয়ের আইনে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপকদের মধ্য থেকে ডিন নিয়োগের কথা উল্লেখ থাকলেও তা উপেক্ষা করার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে রিটটি দায়ের করেছেন সাবেক সিন্ডিকেট সদস্য এবং রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দুর রহমান। রিটের প্রেক্ষিতে বিচারপতি এম এনায়েতুর রহিম এবং মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিজ্ঞান অনুষদের ডিন অফিসের কার্যক্রম এবং এই ডিন নিয়োগ প্রক্রিয়ার উপর ছয় মাসের স্থগিতাদেশ দেন।

    বিভিন্ন অফিস আদেশ ও স্মারকসূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিজ্ঞান অনুষদের ডিন নিযুক্ত হন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী। অফিস আদেশে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন- ২০০৬ এর ধারা ২২ (৫)’ অনুযায়ী এই নিয়োগের কথা উল্লেখ আছে।
    তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনের সংশ্লিষ্ট ধারায় উল্লেখ আছে, ‘ভাইস চ্যান্সেলর, সিন্ডিকেটের অনুমোদনক্রমে, প্রত্যেক অনুষদের জন্য উহার বিভিন্ন বিভাগের অধ্যাপকদের মধ্য হইতে, জ্যেষ্ঠতার ভিত্তিতে, পালাক্রমে দুই বৎসর মেয়াদের জন্য ডিন নিযুক্ত করিবেন।’

    অধ্যাপক ড. সৈয়দুর রহমান অভিযোগ করেন, ‘আইন অনুযায়ী কোনও অনুষদে অধ্যাপক থাকলে সেখানে অধ্যাপকদের মধ্য থেকেই পালাক্রমে ডিন নিযুক্ত হবেন। তাদের উপেক্ষা করে সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে ডিন নিয়োগ করা স্পষ্টত আইনের ব্যত্যয়। যা গত টার্মের ডিন নিয়োগেই বিজ্ঞান অনুষদে ঘটেছে, এবার তার পুনারাবৃত্তি হলো।’

    অধ্যাপক সৈয়দ আরও জানান, ‘বিজ্ঞান অনুষদে গতবারের ডিন নিয়োগের সময়ই জ্যেষ্ঠতার ভিত্তিতে আমার ডিন হওয়ার কথা ছিলো। কিন্তু সিন্ডিকেটের অনুমোদন ছাড়াই রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিনকে ডিন নিযুক্ত করেন (২০ ফেব্রুয়ারি ২০১৮) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে আমি তখন এটা নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করিনি। কিন্তু এবারও আমার প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকে ডিন পদে নিয়োগ না দিয়ে আইনের ব্যত্যয় করা হয়েছে। এর আগেও আমার অধ্যাপকের জ্যেষ্ঠতা নির্ধারণসহ বেশকিছু ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিমাতাসুলভ আচরণ করেছে।’

    এদিকে রিটকারীর আইনজীবী মো. মুহিব উল্লাহ মারুফ বলেন, ‘আইন অনুযায়ী জনাব সৈয়দুর রহমানের ডিন হওয়ার কথা। কিন্তু তিনি জ্যেষ্ঠ হয়েও ডিন পদ পাননি। তার রিটের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ওই অনুষদের ডিন অফিস ও ডিন নিয়োগের এই প্রক্রিয়ার উপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন।’
    এদিকে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে আইন মেনেই করা হয়েছে ডিন নিয়োগ প্রক্রিয়া। অধ্যাপক সৈয়দ বিশ্ববিদ্যালয় আইনের আংশিক আমলে নিচ্ছেন।

    এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের জানান, ‘আমি মৌখিকভাবে রিট ও নিষেধাজ্ঞার ব্যাপারটি জেনেছি। চিঠি এখনও হাতে পাইনি। পেলে এ ব্যাপারে প্রশাসনিকভাবে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

    ডিন নিয়োগের ব্যাপারে তিনি বলেন, ‘আইনের ব্যত্যয় করে কাউকে নিয়োগ দেয়া হয়নি। আইনে অধ্যাপকের জ্যেষ্ঠতার পাশাপশি বিভিন্ন বিভাগের পালাক্রম বজায় রাখার কথাও বলা আছে। যিনি অভিযোগ করেছেন তিনি শুধু অধ্যাপকদের জ্যেষ্ঠতার ব্যাপারটিই আমলে নিয়েছেন, বিভাগের পালাক্রমের ব্যাপারটি নেননি।’

    ডিন নিয়োগ প্রক্রিয়া ও রিটের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘রিটের বিষয়ে জেনেছি। আমরা আইনের ধারা অনুযায়ী ডিন নিযুক্ত করেছি। এ ব্যাপারে কারও দ্বিমত থাকলে তিনি রিট করতে পারেন। আমরা রিট খারিজে ব্যবস্থা নিবো।’

  • কুবির কোনো ড্রেনেরই নেই পানি নিষ্কাশনের সুব্যবস্থা, ছড়াচ্ছে দুর্গন্ধ

    কুবির কোনো ড্রেনেরই নেই পানি নিষ্কাশনের সুব্যবস্থা, ছড়াচ্ছে দুর্গন্ধ

    কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাফেটেরিয়ার সন্নিকটস্থ একটি জায়গায় ময়লা পানি ও বর্জ্য জমে একটি দুর্গন্ধযুক্ত জায়গা তৈরি হয়েছে। ক্যাফেটেরিয়ার ময়লা পানি ও বর্জ্য যাওয়ার ড্রেন ও নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তার পাশে এসে জমেছে বর্জ্যগুলো। আর তৈরি হয়েছে দূর্গন্ধ।

    সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পশ্চিম পাশে ও শহীদ মিনারে যাওয়ার রাস্তার পাশের জায়গাটিতে ক্যাফেটেরিয়ার বর্জ্য ও ময়লা পানি এসে জমে জায়গাটি দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে। এখন শিক্ষার্থীরা রাস্তা দিয়ে হাটার সময় নাকে ভেসে আসে দুর্গন্ধ।

    অথচ এই রাস্তাই হচ্ছে শহীদ মিনার, মসজিদ, কেন্দ্রীয় মাঠ ও বাস স্টপেজে যাওয়ার একমাত্র রাস্তা। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার পাশে এমন নোংরা পরিবেশ হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করছে।

    এ ব্যাপারে অর্থনীতি ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মাহিন উদ্দিন বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের এমন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে যদি এমন বিব্রতকর ও দুর্গন্ধযুক্ত স্থান থাকে তবে তা খুবই কষ্টকর। এদিকে হাটলে আমাদের নাক বন্ধ করে হাটতে হয়। খুবই বাজে গন্ধ ভেসে আসে নাকে।”

    বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য’র সভাপতি রিজওয়ান কবীর বলেন, “ক্যাফেটেরিয়ার পাশে যে দুর্গন্ধযুক্ত জায়গা তৈরি হয়েছে সেটাতে শিক্ষার্থীদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। শিক্ষার্থীদের এ রাস্তা দিয়ে যাতায়াত করার সময় নাকে-মুখে হাত দিয়ে যাতায়াত করতে হয়। প্রশাসনের এ সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ হাতে নেয়া উচিত।”

    এ ব্যাপারে ক্যাফেটেরিয়ার পরিচালক মহিউদ্দিন মজুমদার বলেন, “আমরা সবসময় ক্যাফেটেরিয়া ও এর আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তবে এখন এ সমস্যার সৃষ্টি হয়েছে কারন পশ্চিমদিকের ড্রেন দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। পানি ও বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা থাকলে এমন অবস্থা হতো না।”

    শুধু ক্যাফেটেরিয়াই নয়, বিশ্ববিদ্যালয়ের কোথাও ড্রেনের নেই কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা। আর তাই প্রত্যেকটি ড্রেনেই জমছে ময়লা ও বর্জ্য। তাই বাড়ছে মশা। এসব জায়গাগুলো থেকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে, তেমনি শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান খান বলেন, “এমন পরিবেশে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। পাশাপাশি শ্বাসকষ্ট রোগীদের জন্য এটা খুবই ভয়ানক এবং মশাবাহীত যে রোগগুলো আছে সেগুলো ছড়াবে।”

    ড্রেন ও ড্রেনের পানি নিষ্কাশনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধারক প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান বলেন, “ক্যাফেটেরিয়ার ড্রেনের কাজ আমাদের ছিল না, তবে সামনে যদি ড্রেনের জন্য বাজেট পাই তবে ড্রেনের ব্যবস্থা করবো। আর বিশ্ববিদ্যালয়ের পানি নিষ্কাশনের যে সমস্যা রয়েছে সেটি আমরা জানি। বিশ্ববিদ্যালয়ে কোথাও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এ নিয়ে আমাদের সামনে কাজ করতে হবে।”

    সমস্যা সমাধানের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, “ক্যাফেটেরিয়ার পাশে এমন পরিবেশ ব্যাপারটা আসলেই দুঃখজনক। শিক্ষার্থীদের চলাচলের জায়গার আশেপাশে এরকম দুর্গন্ধ জায়গা থাকবে তা আমাদের কাম্য নয়। আমরা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিব।”

    এছাড়াও তাৎক্ষণিক তিনি সমস্যা সমাধানের লক্ষ্যে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে ইঞ্জিনিয়ার দপ্তরকে নির্দেশ দেন।

  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন

    কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কু্বি) ইংরেজি বিভাগের সংগঠন Liberal Minds এর আয়োজনে আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে।

    রোববার ( ৮ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে অনুষ্ঠানের অংশ হিসেবে এক আলোচনা সভা আয়োজিত হয়।

    ফাহিম বিনতে ফারিদের সঞ্চালনায় ড. তাসনিমা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের, ইংরেজি বিভাগের সভাপতি ড. বনানী বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি রশিদুল ইসলাম শেখ, বিজনেস স্টাডিজ এর ডিন ড. বিশ্বজিৎ চন্দ্র দেবসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

    আলোচনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের বলেন, কোনো শিশু যখন অসুস্থ হয়, বাবা ঘুমিয়ে পড়লেও মা কিন্তু জেগে থাকে, ছেলে মেয়ের জ্বালাতন বাবারা সহ্য করতে না পারলেও মায়েদের সেই ক্ষমতাটা রয়েছে, এটা বিশেষ একটি ক্ষমতা, কিন্তু আমরা এটাকে মূল্যায়ন করতে জানি না ”

    ড. বনানী বিশ্বাস তার বক্তব্যে বলেন, “সমান বাস্তবতার প্রেক্ষিতে যার যেটা প্রয়োজন তাকে সে সুযোগ দিতে হবে, তাহলেই নারীরা পাবে সমঅধিকার।

    এছাড়াও বক্তারা নারীদের সমাজে যে বৈষম্যের শিকার হতে হয় সে বিষয়ে আলোকপাত করেন।

    এর আগে দেয়ালিকা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং আলোচনা পর্ব শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

  • বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আর বাংলাদেশ একসূত্রে গাঁথা

    বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আর বাংলাদেশ একসূত্রে গাঁথা

    তাসফিক আব্দুল্লাহ চৌধুরী, কুবি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চকে অনাড়ম্বরভাবে পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার।

    আজ শনিবার সকাল ১১টায় র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কুবি ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, আবাসিক হল, বিভাগসমূহ, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করেন।

    পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি প্রচার করা হয়।

    ভাষণ প্রচার শেষে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আজকের এ দিনটি বাংলাদেশ ও বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বঙ্গবন্ধুর এ ভাষণটি যতবারই শুনি অনুভূতি
    একইরকম লাগে। এটি একটি ঐতিহাসিক দলিল। এ দলিল শুধু শুনলেই হবেনা, তা বাস্তবে নিয়ে আসতে হবে।

    তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করছে। প্রত্যেকটি জিনিস তিনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন এবং সফল হয়েছেন। পৃথিবীর আর কেউ এমন গৌরব অর্জন করতে পারেননি।

  • কুমিল্লা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন পরিসংখ্যান বিভাগ

    কুমিল্লা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন পরিসংখ্যান বিভাগ

    কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পরিসংখ্যান বিভাগ। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

    এতে প্রথম রানার-আপ হয়েছে ইংরেজি বিভাগ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে লোকপ্রশাসন বিভাগ।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ড. মো. শামিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

    এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুর চাহিদা রয়েছে। কিন্তু আমাদের রিসোর্স কম। প্রশাসন কে কাজ করতে দিতে হবে।’

  • প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে প্রতীকী ক্লাস, ক্লাসরুম দাবি শিক্ষার্থীদের

    প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে প্রতীকী ক্লাস, ক্লাসরুম দাবি শিক্ষার্থীদের

    কুবি প্রতিনিধি: শ্রেণিকক্ষ সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এরই ধারাবাহিকতায় এবার শ্রেণিকক্ষ সংকটে মাঠে নেমেছে বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে প্রতীকী ক্লাস নিচ্ছে শিক্ষার্থীরা।

    আজ সোমবার (২ মার্চ) সকাল ৮.৩০ টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা। অবস্থানের এক পর্যায় শিক্ষার্থীরা প্রতীকী ক্লাস নেয়।

    আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘ পাঁচ বছর যাবত একটি কক্ষে আমাদের ক্লাস পরীক্ষা সব চলে আসছে।আমাদের কোনো ল্যাব না থাকায় আমরা প্র‍্যাক্টিক্যাল কাজগুলো হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছিনা।

    এরই সুবাদে গত সপ্তাহে প্রশাসন বিজনেস স্টাডিজ অনুষদে কয়েকটি রুম বরাদ্দ দিলে ওই অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি ফিরিয়ে নেয়। এখন প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহ সময় চাইছে যেটি আমরা মেনে নিতে পারছি না।

    এর আগে উপাচার্য তার কার্যালয়ে যেতে নিলে বিভাগের শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে সমাধান চায়। উপাচার্য সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আজকের মধ্যে সমাধান চেয়ে আন্দোলন শুরু করেন।

    শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় উপাচার্য সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানকে নিয়ে আলোচনায় বসেছেন।